আজকে ১৩ই নভেম্বর। নয় বছর আগে ২০০৫ সালে ঠিক এইদিনে Eddie Guerrero তাঁর শতকোটি ভক্ত, বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন,সহকর্মীদেরকে কাঁদিয়ে অজানা এক জগতে পাড়ি জমিয়েছিলেন । তিনি একজন ভাল স্বামী, একজন ভাল পিতা, একজন ভাল সন্তান, একজন ভাল বন্ধু, একজন ভাল সহকর্মী এবং সর্বোপরি একজন ভাল মানুষ ছিলেন । তাঁর হটাৎ মৃত্যুর এই ঘটনাকে wwe এর ইতিহাসে অন্যতম সবচেয়ে দুঃখজনক ঘটনা বলেও আখ্যায়িত করা হয় । wwe তে তাঁর অবদান অবিস্মরণীয়, তাঁর শূন্যস্থান কখনো পূরণ হওয়ার নয় ।
আজকে তাঁর স্মরণে তাঁর জীবনের কিছু অজানা তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব।
• Eddie Guerrero স্মেকডাউনের প্রথম ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন ।
• Eddie Guerrero তাঁর সবচেয়ে ভাল বন্ধু এবং ট্যাগ টিম পার্টনার Art Barrএর স্মরণে তাঁর ফিনিশিং মুভ Frog Splash ব্যবহার করত । ১৯৯৫ সালে তাঁদের দু’জনের একসাথে ECW তে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই Art Barr মৃত্যুবরণ করেন ।
• Undertaker এবং Chris Jericho এর পূর্বে Eddie Guerrero প্রফেশনাল রেসলিং এর জগতে পদার্পণ করেন ।
• তিনি প্রাথমিক জীবনে তাঁর বাবা Gory Guerrero এর কাছ থেকে প্রশিক্ষণ নেন । তাঁর বাবাও মেক্সিকোর ইতিহাসের অন্যতম সর্বকালের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ ছিলেন । বলা যায়, ছেলে বাবার নাম অনেক ভালভাবে রক্ষা করতে পেরেছে ।
• তিনি তাঁর বাবা-মার ছয়জন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ ।
• Eddie Guerrero Brock Lesnar কে হারিয়ে wwe championship জিতেন ।
• Eddie Guerrero তাঁর জীবনের প্রথম ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশীপ জিতেন Chyna কে হারিয়ে ।
• তাঁর সর্বশেষ ম্যাচ ছিল Mr. Kennedy এর সাথে ।
• তাঁর দুইটি পোষা কুকুর ছিল ।
• তিনি কুসংস্কারে বিশ্বাসী ছিলেন না ।
• তিনি স্কুলজীবনে লাজুক স্বভাবের ছিলেন ।
• তাঁর প্রিয় সিরিজ ছিল “Friends”.
• তাঁর প্রিয় খাদ্য ছিল Cheesecake .
• তাঁর জীবনের অন্যতম লক্ষ্য ছিল বিনীত হওয়া ।
• তিনি স্বীকার করেছেন যে তিনি একটু রগচটা স্বভাবের ছিলেন ।
• তিনি Low-Ride গাড়ি অনেক পছন্দ করতেন ।
• তিনি Fajita নামক এক সুস্বাদু খাবার বানাতে পারতেন ।
আজকে আর নয় । চলুন, অন্তত এক মিনিটের জন্য হলেও এই কিংবদন্তী রেসলারের সম্মানে নীরবতা পালন করি । Viva La Raza!!!!
আজকে তাঁর স্মরণে তাঁর জীবনের কিছু অজানা তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব।
• Eddie Guerrero স্মেকডাউনের প্রথম ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন ।
• Eddie Guerrero তাঁর সবচেয়ে ভাল বন্ধু এবং ট্যাগ টিম পার্টনার Art Barrএর স্মরণে তাঁর ফিনিশিং মুভ Frog Splash ব্যবহার করত । ১৯৯৫ সালে তাঁদের দু’জনের একসাথে ECW তে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই Art Barr মৃত্যুবরণ করেন ।
• Undertaker এবং Chris Jericho এর পূর্বে Eddie Guerrero প্রফেশনাল রেসলিং এর জগতে পদার্পণ করেন ।
• তিনি প্রাথমিক জীবনে তাঁর বাবা Gory Guerrero এর কাছ থেকে প্রশিক্ষণ নেন । তাঁর বাবাও মেক্সিকোর ইতিহাসের অন্যতম সর্বকালের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ ছিলেন । বলা যায়, ছেলে বাবার নাম অনেক ভালভাবে রক্ষা করতে পেরেছে ।
• তিনি তাঁর বাবা-মার ছয়জন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ ।
• Eddie Guerrero Brock Lesnar কে হারিয়ে wwe championship জিতেন ।
• Eddie Guerrero তাঁর জীবনের প্রথম ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশীপ জিতেন Chyna কে হারিয়ে ।
• তাঁর সর্বশেষ ম্যাচ ছিল Mr. Kennedy এর সাথে ।
• তাঁর দুইটি পোষা কুকুর ছিল ।
• তিনি কুসংস্কারে বিশ্বাসী ছিলেন না ।
• তিনি স্কুলজীবনে লাজুক স্বভাবের ছিলেন ।
• তাঁর প্রিয় সিরিজ ছিল “Friends”.
• তাঁর প্রিয় খাদ্য ছিল Cheesecake .
• তাঁর জীবনের অন্যতম লক্ষ্য ছিল বিনীত হওয়া ।
• তিনি স্বীকার করেছেন যে তিনি একটু রগচটা স্বভাবের ছিলেন ।
• তিনি Low-Ride গাড়ি অনেক পছন্দ করতেন ।
• তিনি Fajita নামক এক সুস্বাদু খাবার বানাতে পারতেন ।
আজকে আর নয় । চলুন, অন্তত এক মিনিটের জন্য হলেও এই কিংবদন্তী রেসলারের সম্মানে নীরবতা পালন করি । Viva La Raza!!!!
এখানে ক্লিক করে আপনারা এডির পুরো জীবনী পড়ে আসতে পারেন।
Credit : Tanvir Saifullah Tuhin