জকে ১৩ই নভেম্বর। নয় বছর আগে ২০০৫ সালে ঠিক এইদিনে Eddie Guerrero তাঁর শতকোটি ভক্ত, বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন,সহকর্মীদেরকে কাঁদিয়ে অজানা এক জগতে পাড়ি জমিয়েছিলেন । তিনি একজন ভাল স্বামী, একজন ভাল পিতা, একজন ভাল সন্তান, একজন ভাল বন্ধু, একজন ভাল সহকর্মী এবং সর্বোপরি একজন ভাল মানুষ ছিলেন । তাঁর হটাৎ মৃত্যুর এই ঘটনাকে wwe এর ইতিহাসে অন্যতম সবচেয়ে দুঃখজনক ঘটনা বলেও আখ্যায়িত করা হয় । wwe তে তাঁর অবদান অবিস্মরণীয়, তাঁর শূন্যস্থান কখনো পূরণ হওয়ার নয় । 

আজকে তাঁর স্মরণে তাঁর জীবনের কিছু অজানা তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। 

• Eddie Guerrero স্মেকডাউনের প্রথম ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন ।

• Eddie Guerrero তাঁর সবচেয়ে ভাল বন্ধু এবং ট্যাগ টিম পার্টনার Art Barrএর স্মরণে তাঁর ফিনিশিং মুভ Frog Splash ব্যবহার করত । ১৯৯৫ সালে তাঁদের দু’জনের একসাথে ECW তে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই Art Barr মৃত্যুবরণ করেন । 

• Undertaker এবং Chris Jericho এর পূর্বে Eddie Guerrero প্রফেশনাল রেসলিং এর জগতে পদার্পণ করেন । 

• তিনি প্রাথমিক জীবনে তাঁর বাবা Gory Guerrero এর কাছ থেকে প্রশিক্ষণ নেন । তাঁর বাবাও মেক্সিকোর ইতিহাসের অন্যতম সর্বকালের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ ছিলেন । বলা যায়, ছেলে বাবার নাম অনেক ভালভাবে রক্ষা করতে পেরেছে । 

• তিনি তাঁর বাবা-মার ছয়জন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ । 

• Eddie Guerrero Brock Lesnar কে হারিয়ে wwe championship জিতেন । 

• Eddie Guerrero তাঁর জীবনের প্রথম ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশীপ জিতেন Chyna কে হারিয়ে । 

• তাঁর সর্বশেষ ম্যাচ ছিল Mr. Kennedy এর সাথে । 

• তাঁর দুইটি পোষা কুকুর ছিল । 

• তিনি কুসংস্কারে বিশ্বাসী ছিলেন না ।

• তিনি স্কুলজীবনে লাজুক স্বভাবের ছিলেন ।

• তাঁর প্রিয় সিরিজ ছিল “Friends”.

• তাঁর প্রিয় খাদ্য ছিল Cheesecake . 

• তাঁর জীবনের অন্যতম লক্ষ্য ছিল বিনীত হওয়া । 

• তিনি স্বীকার করেছেন যে তিনি একটু রগচটা স্বভাবের ছিলেন ।

• তিনি Low-Ride গাড়ি অনেক পছন্দ করতেন । 

• তিনি Fajita নামক এক সুস্বাদু খাবার বানাতে পারতেন । 

আজকে আর নয় । চলুন, অন্তত এক মিনিটের জন্য হলেও এই কিংবদন্তী রেসলারের সম্মানে নীরবতা পালন করি । Viva La Raza!!!! 


এখানে ক্লিক করে আপনারা এডির পুরো জীবনী পড়ে আসতে পারেন। 



Credit : Tanvir Saifullah Tuhin 

আজকের দিনেই Eddie Guerrero পরলোক গমন করেছিলেন, জেনে নিন তার ব্যাপারে কিছু কথা।

জকে ১৩ই নভেম্বর। নয় বছর আগে ২০০৫ সালে ঠিক এইদিনে Eddie Guerrero তাঁর শতকোটি ভক্ত, বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন,সহকর্মীদেরকে কাঁদিয়ে অজানা এক জগতে পাড়ি জমিয়েছিলেন । তিনি একজন ভাল স্বামী, একজন ভাল পিতা, একজন ভাল সন্তান, একজন ভাল বন্ধু, একজন ভাল সহকর্মী এবং সর্বোপরি একজন ভাল মানুষ ছিলেন । তাঁর হটাৎ মৃত্যুর এই ঘটনাকে wwe এর ইতিহাসে অন্যতম সবচেয়ে দুঃখজনক ঘটনা বলেও আখ্যায়িত করা হয় । wwe তে তাঁর অবদান অবিস্মরণীয়, তাঁর শূন্যস্থান কখনো পূরণ হওয়ার নয় । 

আজকে তাঁর স্মরণে তাঁর জীবনের কিছু অজানা তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। 

• Eddie Guerrero স্মেকডাউনের প্রথম ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন ।

• Eddie Guerrero তাঁর সবচেয়ে ভাল বন্ধু এবং ট্যাগ টিম পার্টনার Art Barrএর স্মরণে তাঁর ফিনিশিং মুভ Frog Splash ব্যবহার করত । ১৯৯৫ সালে তাঁদের দু’জনের একসাথে ECW তে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই Art Barr মৃত্যুবরণ করেন । 

• Undertaker এবং Chris Jericho এর পূর্বে Eddie Guerrero প্রফেশনাল রেসলিং এর জগতে পদার্পণ করেন । 

• তিনি প্রাথমিক জীবনে তাঁর বাবা Gory Guerrero এর কাছ থেকে প্রশিক্ষণ নেন । তাঁর বাবাও মেক্সিকোর ইতিহাসের অন্যতম সর্বকালের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ ছিলেন । বলা যায়, ছেলে বাবার নাম অনেক ভালভাবে রক্ষা করতে পেরেছে । 

• তিনি তাঁর বাবা-মার ছয়জন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ । 

• Eddie Guerrero Brock Lesnar কে হারিয়ে wwe championship জিতেন । 

• Eddie Guerrero তাঁর জীবনের প্রথম ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশীপ জিতেন Chyna কে হারিয়ে । 

• তাঁর সর্বশেষ ম্যাচ ছিল Mr. Kennedy এর সাথে । 

• তাঁর দুইটি পোষা কুকুর ছিল । 

• তিনি কুসংস্কারে বিশ্বাসী ছিলেন না ।

• তিনি স্কুলজীবনে লাজুক স্বভাবের ছিলেন ।

• তাঁর প্রিয় সিরিজ ছিল “Friends”.

• তাঁর প্রিয় খাদ্য ছিল Cheesecake . 

• তাঁর জীবনের অন্যতম লক্ষ্য ছিল বিনীত হওয়া । 

• তিনি স্বীকার করেছেন যে তিনি একটু রগচটা স্বভাবের ছিলেন ।

• তিনি Low-Ride গাড়ি অনেক পছন্দ করতেন । 

• তিনি Fajita নামক এক সুস্বাদু খাবার বানাতে পারতেন । 

আজকে আর নয় । চলুন, অন্তত এক মিনিটের জন্য হলেও এই কিংবদন্তী রেসলারের সম্মানে নীরবতা পালন করি । Viva La Raza!!!! 


এখানে ক্লিক করে আপনারা এডির পুরো জীবনী পড়ে আসতে পারেন। 



Credit : Tanvir Saifullah Tuhin