◘ ইংল্যান্ডে আজকের Raw শুরু হয় একটা ভিডিও রিক্যাপের দ্বারা। শো এর প্রথমেই জন সিনা এসে হাজির হয় এবং দর্শকদের কাছ থেকে অনেক নেগেটিভ রিঅ্যাকশন পায়। নিজেকে সাক্স বলে সিনা দর্শকদের কিছুটা মনরঞ্জনের চেষ্টা করে...। সিনা বলে যে অথরিটি তার একটা টিম গঠনের কাজটাকে অনেকটাই কঠিন বানিয়ে তুলেছে। এরপরে আসে রাইব্যাক...সে দর্শকদের কাছ থেকে দারুন পপ পায়!
◘ রাইব্যাক বলে যে "The Big Guy is back" এবং দ্য অথরিটি এবার চলে আসে, তাদের সঙ্গে ছিল তাদের নবীনতম মেম্বার মার্ক হেনরি। এরপরে ফ্যানরা চ্যান্ট করতে থাকে "Where's out network" (WWE Network ইংল্যান্ডে না আসার রাগে মনে হয়), কিন্তু স্টেফনি দর্শকদেরকে তাদের চ্যান্টের কথা বলে থামিয়ে দেই...সে বুদ্ধির সাথে আরও বলে যে তাদের জাতীও সঙ্গিতকে স্টেফ তার এন্ট্রান্স মিউজিক বানাতে ইচ্ছুক।
◘ এরপর স্টেফ, রাইব্যাককে অথরিটীতে জয়েন করাবার জন্য তাকে আরও মেইন ইভেন্ট ম্যাচ পাওয়ার অফার দেয়। সিনা এর প্রতিবাদে অথরিটিকে গবেট বলে ডাকে এবং দর্শকদের কাছ থেকে কিছুটা পপ পায়।
◘ রাইব্যাক বলে যে সে অথোরিটিকে ভয় পাই না। এবার সে সিনার উদ্দেশে বলে যে সিনাও তাকে তার পেইচেক-এ সাইন করে দেয় না এবং এটা বলার পরেই সিনাকে সে স্পাইনবাস্টারের মাধ্যমে কুপকাত করে দেই। এরপর স্টেফনি Yes চ্যান্ট করতে থাকে কিন্তু রাইব্যাক আর একটাও কথা না বলে সোজা সেখান থেকে চলে যায়।
◘ আজকে রাতের প্রথম ম্যাচ হবে রলিন্স vs. স্বোয়াগার।
♠ Seth Rollins vs. Jack Swagger
•খেলার শুরুতে সেথ কিছুটা প্রভাব বিস্তার করলেও স্বাগার তাড়াতাড়ি নিজের হাতে কন্ট্রোল নিয়ে নেই এবং সেথ তার চামচাদের কাছে গিয়ে কিছুটা রেস্ট নিতে বাধ্য হয়। শেষে স্বাগার সেথকে স্বাগারবম্ব মেরে দুই কাউন্ট লাভ করে এবং তারপর তার ফিনিশার পাট্রিয়ট লক দেয় কিন্তু রলিন্স কোন রকমে টপ রোপে পৌঁছিয়ে যায়, এরপর রলিন্স স্বাগারকে রোপের উপর দিয়ে ফ্লোরে পাঠিয়ে দেয় এবং আপ্রনের দিকে ছুটে যায় কিন্তু দুর্ভাগ্যবশত আবার পাট্রিওট লকের স্বীকার হতে হয় তাকে। কিন্তু সেথের চামচার ডিস্ট্রাকশনের জন্য রলিন্স স্বাগারকে রিং পোস্টের দিকে ঠেলে ফেলতে সক্ষম হয়, এরপর রলিন্স তাকে রিঙ্গের মধ্যে নিয়ে আসে এবং কার্ব স্টোম্পের মাধ্যমে জয়লাভ করে।
♥ Winner: Seth Rollins
◘ ম্যাচের পরে রলিন্স আরও একটা কার্ব স্টোম্পের মাধ্যমে স্বাগারকে ফিনিশ করে।
♠ Paige vs. Alicia Fox
•আজকে পেইজের হোমটাউনে খেলা হচ্ছে, সুতরাং সে ক্রাউডদের কাছ থেকে অনেক পপ পাই। রামপেইজের মাধ্যমে পেইজ সহজেী জয়লাভ করে।
♥ Winner: Paige
◘ এরপর রুসেভ রিঙ্গে আসে তার চ্যাম্পিয়নশিপের সেলিব্রেশন করার জন্য। কিছু লোক পুতিনের কমেন্ট পরে শোনাই এবং তারপর তাদের জাতীও সঙ্গিত বাজানো হয়। আশামতোই শেমাস তাদেরকে ইন্টারাপ্ট করে এবং একটা রি-ম্যাচের দাবি জানায়...অর্থাৎ এর পরের ম্যাচ হবে রুসেভ vs. শেমাস, US টাইটেলের জন্য।
♠ Sheamus vs. Rusev (US Title Match)
•এদের দুজনের মধ্যে ভালো এবং ইমপ্যাক্টওয়ালা ম্যাচ হবে এটা প্রায় নিশ্চিত। যদিও দর্শকরা এটাকে মোটেও গুরুত্বপূর্ণ ম্যাচের লিস্টে ফেলছিল না...তারা উলটাপালটা জিনিস চ্যান্ট করতে থাকে পুরা ম্যাচ চলাকালীন কারন তারা বোর হয়ে ছিল। শেষে শেমাস White Noise দিতে সক্ষম হয় কিন্তু রুসেভ কিক আউট করে। শেমাস রুসেভকে টপ রোপের উপর থেকে একটা ডাইভ দিয়ে ফ্লোরে ফেলে এবং সেখানে কিছু ক্লোথসলাইন দিয়ে রুসেভকে কয়েকবারের জন্য ব্যারিকেডে ধাক্কা দেয়। এরপর অনেক ধোলাই খাওয়া রুসেভ কোনরকমে রিঙ্গে প্রবেশ করে যায় কিন্তু শেমাসের রিঙ্গে উঠার আগেই অথরিটির চামচা নোবেল এবং মার্কারি চলে আসে শেমাসকে রিঙ্গে উঠতে বাঁধা দেয় ফলে রেফারির দশ কাউন্ট শেষ হয়ে যাওয়ায় রুসেভকে জয়ি হিসাবে ঘোষণা করে দেওয়া হয়।
♥ Winner: Rusev (Still Champion: Rusev)
◘ এরপরে ব্যাকস্টেজে দেখা যায় স্টেফনি রুসেভকে তাদের টিম অথরিটিতে জয়েন করার জন্য আবেদন জানাচ্ছে...তার উত্তরে লানা বলে যে তারা অথরিটীতে জয়েন করবে...অর্থাৎ এখন অফিসিয়ালি রুসেভ টিম অথরিটীর জন্য খেলবে।
♠ Los Matadores vs. The Mizs
•মিজ অথবা মিজডোউ -এর ড্রেস পরে Hornswoggle হাজির হয়। ক্রাউডরা ম্যাচ স্টার্ট হবার আগেই মিজডোউ নামের চ্যান্ট করতে থাকে। শেষে এল টোরিটো, Hornswoggle-কে মেরে আপ্রন থেকে ফেলে দেয় এবং মিজ টোরিটোকে মেরে নক আউট করে দেয়। এরপর মিজ একজন Matadore -কে পিন করে এবং মিজডোউ মিজকে সাহায্যের জন্য তার পাকে ধরে রাখে ফলে সে কিক আউট করতে অক্ষম হয় এবং মিজরা জয়লাভ করে।
♥ Winners: The Mizs
◘ এরপর ট্রিপল এইচ, সিনা এবং জিগ্লারের মধ্যে একটা ফানি সেগমেন্ট হয়, যেটাতে ট্রিপ, জিগ্লার vs. মার্ক হেনরি ম্যাচ চলাকালীন সিনাকে রিংসাইড থেকে ব্যান করে...।
◘ এরপর ব্রে ওয়াটের একটা ভিডিও প্রোমো দেখানো হয়। এবং এরপরে হবে জিগ্লারের সঙ্গে হেনরির ম্যাচ।
♠ Mark Henry vs. Dolph Ziggler
•ম্যাচের শুরুতেই জিগ্লার একটা ড্রপকিক দিতে সক্ষম হয় তবে এতে মার্ক হেনরির কিছু হয়েছে বলে মনে হয়নি। এরপরেই জিগ্লারকে একটা ক্লোথস লাইনের শিকার হতে হয়। এরপর জিগ্লার হেনরিকে DDT দেওয়ার চেষ্টা করলে সেটা দিতে অসামর্থ্য হয় এবং একটা অদ্ভুত প্রকৃতির ফেসবাস্টার দিতে সক্ষম হয়। এরপর রিঙ্গের বাইরে তাদের ফাইট চলতে থাকে। এরপর হেনরি জিগ্লারকে অ্যাটাক করতে গেলে জিগ্লার সরে যায় এবং হেনরি হিয়ে টাইমকিপারদের কাছে গিয়ে পরে। হেনরি রেগে গিয়ে জিগ্লারের দিকে একটা চেয়ার ছুরে মারে এবং রেফারি বেল বাজিয়ে ডিস্কোয়ালিফিকেশন করে দেয়।
♥ Winner by DQ: Dolph Ziggler
◘ ম্যাচের পরেও হেনরি তার ধোলাই চালু রাখে এবং জিগ্লারকে স্টিল স্টেপের মাধ্যমে ধোলাই দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হেনরির প্রতিপক্ষ দ্য বিগ শো এসে হাজির হয় এবং হেনরিকে ধোলাই দিয়ে জিগ্লারকে বাঁচিয়ে দেয়।
◘ এরপর প্রত্যাশিতভাবে বিগ শো অফিসিয়ালি আনাউন্স করে যে, সে Survivor Series-এ টিম সিনার হয়ে খেলবে।
◘ মনে আছে কোফি, উডস এবং বিগ ই -এর মধ্যে একটা টিম গঠিত হয়েছিল...মনে হয় টিমটা এখনও বেঁচে আছে। আগে দিনে উডস একটা প্রোমো কেটেছিল আজকে একইভাবে কোফিও কেতা প্রোমো কাটে।
◘ এরপর ব্যাকস্টেজে দেখা যায় শেমাস টিম সিনাতে জয়েন করছে...কারন তার প্রতিপক্ষ ইতিমধ্যেই অন্য টিমে জয়েন করেছে।
♠ AJ vs. Brie Bella
•এই ম্যাচটা ঠিক করে নিক্কি বেলা। ব্রি ম্যাচের কন্ট্রোল লাভ করে নিক্কির আদেশ মতো এজে লিকে ধোলাই দিতে থাকে কিন্তু এজে কনভাবে ব্লাক উইডো দিতে সক্ষম হয় এবং জয়লাভ করে।
♥ Winner: AJ
◘ ম্যাচের পরে নিক্কি আসে এবং এজেকে অ্যাটাক করে এবং তাকে ফেলে রেখে চলে যায়।
♠ Adam Rose vs. Tyson Kidd
•বানিকে এরিক রোয়ানের সঙ্গে দেখা যায়। অ্যাডাম এবং কিডের মধ্যে ফাইট ক্ষণস্থায়ী হয়। ম্যাচের শেষের দিকে অ্যাডাম রোজের হাতে মোমেন্টাম এলে দ্য বানি বিনা কোন কারনে টপ রোপের উপরে উঠে যায় এবং এই সুযোগে কিড একটা Sharpshooter -এর মাধ্যমে জয়লাভ করে।
♥ Winner: Tyson Kidd
◘ ম্যাচের পরে রোজ আবারো বানিকে অ্যাটাক করে। সে বানিকে রিঙ্গে ফেলে রেখে বাকিদের সঙ্গে ডান্স করতে করতে চলে যায়।
◘ এরপর ব্রে ওয়াট ডীন আম্ব্রোসের উদ্দেশ্যে একটা প্রোমো কাট করে। এরপরের ম্যাচ হবে আজকের মেইন ইভেন্ট সিনা vs. রাইব্যাক, সিনা প্রথমে রিঙ্গে আসে দ্য বিগ গাইকে ফেস করার জন্য।
♠ John Cena vs. Ryback Part
•ম্যাচের আগে রাইব্যাককে টিম অথরিটির সঙ্গে কিছু কথা বলতে দেখা যায়। ম্যাচ চলাকালীন রিংসাইডে পুরা টিম অথরিটি এসে হাজির হয়। ম্যাচের প্রথমে রাইব্যাক কন্ট্রোল লাভ করলেও সিনা কিছুক্ষণের মধ্যেই তার ফিনিশার AA দেওয়ার চেষ্টা করে, কিন্তু রাইব্যাক সহজেই তা কাউন্টার করে ফেলে। এরপর তাদের মধ্যে দারুন ফাইট চলতে থাকে, কিন্তু সিনা স্বাভাবিকভাবেই বেশী পরিমানে ধোলাই খেতে থাকে। ম্যাচের একপর্যায়ে রাইবাকচ সিনাকে শেলসক দেওয়ার চেষ্টা করলে সিনা কাউন্টার করে, কিন্তু রাইব্যাক তাকে পাওয়ারস্লাম দিতে সক্ষম হয় যদিও এতে সিনার কাছ থেকে দুই কাউন্টের বেশী পাওয়া সম্ভব হয়নি। রাইব্যাক পুরা ম্যাচে ইম্প্রেসিভ কিছু মুভ ইউস করে...মনে হয় তার ইঞ্জুরিটাইমে নিজেকে অনেক শুধরিয়ে ফেলেছে। হঠাৎ করে সিনা রাইব্যাককে STF -এর মাধ্যমে লক করে ফেলে, রাইব্যাক কোন রকমে রোপের কাছে পৌঁছিয়ে হোল্ডটাকে ব্রেক করতে সক্ষম হয়। কিন্তু সিনা তাকে রিঙ্গের মধ্যে নিয়ে গিয়ে আবার STF -এ লক করে।
•এরপর কেইনের ডিস্ট্রাকশনের সুযোগে রাইব্যাক সিনাকে স্পাইনবাস্টার দেয় এবং এরপর মিট হুক ক্লোথস্লাইনের জন্য তৈরি হয়। কিন্তু এটা হিট করার আগেই কেইন আবার আসে এবং সিনাকে মেরে ডিস্কোয়ালিফিকেশন ঘটায়।
♥ Winner by DQ: John Cena
◘ এরপরে আগের ঘটনার জন্য কেইন এবং রাইব্যাকএর মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয় এবং রাইব্যাক কেইনের গায়ে হাত তুলে...রলিন্স শিল্ডের মতোই এখানেও দুইজনের মধ্যে শান্তি ফেরানোর চেষ্টা করে। কিন্তু রাইব্যাক রলিন্সকে নক আউট করে দেয় এবং তারপর কেইনও রাইব্যাককে নক ডাউন করে দেয়। এরপর টিম অথরিটি সিনাকে ধোলাই দিতে শুরু করলে শেমাস এসে হাজির হয় এবং ফাইটে অংশগ্রহন করে। কিন্তু সিনা এবং শেমাস মিলেও অথরিটীকে সামলাতে না পারলে বিগ শো আসে সাহায্যের জন্য। শো নোবেল এবং মার্কারিকে নক আউট করে দেয় কিন্তু অথরিটীর বিরুদ্ধে সে বেশী কিছু করতে পারেনি। এরপর হেনরি বিগশোকে একটা WSS দেয়, কিন্তু তারপর হঠাৎ করে রাইব্যাক আসে এবং সবাইকে ধোলাই দিয়ে রিং পরিষ্কার করা শুরু করে। শেষে রাইব্যাক একলায় চলে যায় এবং এটা পরিষ্কার করে দেয় যে সে আর অথরিটির সদস্য নয়, যদিও সিনার সঙ্গেও এক্ষণই জয়েন সে করেনি।
◘ না এখানেই শো শেষ নয়...এরপরে আরও একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে। ব্যাকস্টেজের দিকে দেখা যায় স্টেফ এবং ট্রিপের পায়ে একজন জিগ্লারকে এনে ফেলে দেয়, এরপর ক্যামেরা উচু করলে দেখা যায় সে আর কেউ নয়...সে হল লিউক হারপার। এই ফর্মার ওয়াট ফ্যামিলির সদস্য বলে যে সে একজন টিম প্লেয়ার এবং ট্রিপ ও স্টেফ স্তম্ভিত থেকে যায় এবং এইভাবেই অনেককিছু ধোঁয়াশার মধ্যে দিয়ে আজকের Raw শেষ হয়। আপনাদের কেমন লাগলো আজকের Raw??
◘ রাইব্যাক বলে যে "The Big Guy is back" এবং দ্য অথরিটি এবার চলে আসে, তাদের সঙ্গে ছিল তাদের নবীনতম মেম্বার মার্ক হেনরি। এরপরে ফ্যানরা চ্যান্ট করতে থাকে "Where's out network" (WWE Network ইংল্যান্ডে না আসার রাগে মনে হয়), কিন্তু স্টেফনি দর্শকদেরকে তাদের চ্যান্টের কথা বলে থামিয়ে দেই...সে বুদ্ধির সাথে আরও বলে যে তাদের জাতীও সঙ্গিতকে স্টেফ তার এন্ট্রান্স মিউজিক বানাতে ইচ্ছুক।
◘ এরপর স্টেফ, রাইব্যাককে অথরিটীতে জয়েন করাবার জন্য তাকে আরও মেইন ইভেন্ট ম্যাচ পাওয়ার অফার দেয়। সিনা এর প্রতিবাদে অথরিটিকে গবেট বলে ডাকে এবং দর্শকদের কাছ থেকে কিছুটা পপ পায়।
◘ রাইব্যাক বলে যে সে অথোরিটিকে ভয় পাই না। এবার সে সিনার উদ্দেশে বলে যে সিনাও তাকে তার পেইচেক-এ সাইন করে দেয় না এবং এটা বলার পরেই সিনাকে সে স্পাইনবাস্টারের মাধ্যমে কুপকাত করে দেই। এরপর স্টেফনি Yes চ্যান্ট করতে থাকে কিন্তু রাইব্যাক আর একটাও কথা না বলে সোজা সেখান থেকে চলে যায়।
◘ আজকে রাতের প্রথম ম্যাচ হবে রলিন্স vs. স্বোয়াগার।
♠ Seth Rollins vs. Jack Swagger
•খেলার শুরুতে সেথ কিছুটা প্রভাব বিস্তার করলেও স্বাগার তাড়াতাড়ি নিজের হাতে কন্ট্রোল নিয়ে নেই এবং সেথ তার চামচাদের কাছে গিয়ে কিছুটা রেস্ট নিতে বাধ্য হয়। শেষে স্বাগার সেথকে স্বাগারবম্ব মেরে দুই কাউন্ট লাভ করে এবং তারপর তার ফিনিশার পাট্রিয়ট লক দেয় কিন্তু রলিন্স কোন রকমে টপ রোপে পৌঁছিয়ে যায়, এরপর রলিন্স স্বাগারকে রোপের উপর দিয়ে ফ্লোরে পাঠিয়ে দেয় এবং আপ্রনের দিকে ছুটে যায় কিন্তু দুর্ভাগ্যবশত আবার পাট্রিওট লকের স্বীকার হতে হয় তাকে। কিন্তু সেথের চামচার ডিস্ট্রাকশনের জন্য রলিন্স স্বাগারকে রিং পোস্টের দিকে ঠেলে ফেলতে সক্ষম হয়, এরপর রলিন্স তাকে রিঙ্গের মধ্যে নিয়ে আসে এবং কার্ব স্টোম্পের মাধ্যমে জয়লাভ করে।
♥ Winner: Seth Rollins
◘ ম্যাচের পরে রলিন্স আরও একটা কার্ব স্টোম্পের মাধ্যমে স্বাগারকে ফিনিশ করে।
♠ Paige vs. Alicia Fox
•আজকে পেইজের হোমটাউনে খেলা হচ্ছে, সুতরাং সে ক্রাউডদের কাছ থেকে অনেক পপ পাই। রামপেইজের মাধ্যমে পেইজ সহজেী জয়লাভ করে।
♥ Winner: Paige
◘ এরপর রুসেভ রিঙ্গে আসে তার চ্যাম্পিয়নশিপের সেলিব্রেশন করার জন্য। কিছু লোক পুতিনের কমেন্ট পরে শোনাই এবং তারপর তাদের জাতীও সঙ্গিত বাজানো হয়। আশামতোই শেমাস তাদেরকে ইন্টারাপ্ট করে এবং একটা রি-ম্যাচের দাবি জানায়...অর্থাৎ এর পরের ম্যাচ হবে রুসেভ vs. শেমাস, US টাইটেলের জন্য।
♠ Sheamus vs. Rusev (US Title Match)
•এদের দুজনের মধ্যে ভালো এবং ইমপ্যাক্টওয়ালা ম্যাচ হবে এটা প্রায় নিশ্চিত। যদিও দর্শকরা এটাকে মোটেও গুরুত্বপূর্ণ ম্যাচের লিস্টে ফেলছিল না...তারা উলটাপালটা জিনিস চ্যান্ট করতে থাকে পুরা ম্যাচ চলাকালীন কারন তারা বোর হয়ে ছিল। শেষে শেমাস White Noise দিতে সক্ষম হয় কিন্তু রুসেভ কিক আউট করে। শেমাস রুসেভকে টপ রোপের উপর থেকে একটা ডাইভ দিয়ে ফ্লোরে ফেলে এবং সেখানে কিছু ক্লোথসলাইন দিয়ে রুসেভকে কয়েকবারের জন্য ব্যারিকেডে ধাক্কা দেয়। এরপর অনেক ধোলাই খাওয়া রুসেভ কোনরকমে রিঙ্গে প্রবেশ করে যায় কিন্তু শেমাসের রিঙ্গে উঠার আগেই অথরিটির চামচা নোবেল এবং মার্কারি চলে আসে শেমাসকে রিঙ্গে উঠতে বাঁধা দেয় ফলে রেফারির দশ কাউন্ট শেষ হয়ে যাওয়ায় রুসেভকে জয়ি হিসাবে ঘোষণা করে দেওয়া হয়।
♥ Winner: Rusev (Still Champion: Rusev)
◘ এরপরে ব্যাকস্টেজে দেখা যায় স্টেফনি রুসেভকে তাদের টিম অথরিটিতে জয়েন করার জন্য আবেদন জানাচ্ছে...তার উত্তরে লানা বলে যে তারা অথরিটীতে জয়েন করবে...অর্থাৎ এখন অফিসিয়ালি রুসেভ টিম অথরিটীর জন্য খেলবে।
♠ Los Matadores vs. The Mizs
•মিজ অথবা মিজডোউ -এর ড্রেস পরে Hornswoggle হাজির হয়। ক্রাউডরা ম্যাচ স্টার্ট হবার আগেই মিজডোউ নামের চ্যান্ট করতে থাকে। শেষে এল টোরিটো, Hornswoggle-কে মেরে আপ্রন থেকে ফেলে দেয় এবং মিজ টোরিটোকে মেরে নক আউট করে দেয়। এরপর মিজ একজন Matadore -কে পিন করে এবং মিজডোউ মিজকে সাহায্যের জন্য তার পাকে ধরে রাখে ফলে সে কিক আউট করতে অক্ষম হয় এবং মিজরা জয়লাভ করে।
♥ Winners: The Mizs
◘ এরপর ট্রিপল এইচ, সিনা এবং জিগ্লারের মধ্যে একটা ফানি সেগমেন্ট হয়, যেটাতে ট্রিপ, জিগ্লার vs. মার্ক হেনরি ম্যাচ চলাকালীন সিনাকে রিংসাইড থেকে ব্যান করে...।
◘ এরপর ব্রে ওয়াটের একটা ভিডিও প্রোমো দেখানো হয়। এবং এরপরে হবে জিগ্লারের সঙ্গে হেনরির ম্যাচ।
♠ Mark Henry vs. Dolph Ziggler
•ম্যাচের শুরুতেই জিগ্লার একটা ড্রপকিক দিতে সক্ষম হয় তবে এতে মার্ক হেনরির কিছু হয়েছে বলে মনে হয়নি। এরপরেই জিগ্লারকে একটা ক্লোথস লাইনের শিকার হতে হয়। এরপর জিগ্লার হেনরিকে DDT দেওয়ার চেষ্টা করলে সেটা দিতে অসামর্থ্য হয় এবং একটা অদ্ভুত প্রকৃতির ফেসবাস্টার দিতে সক্ষম হয়। এরপর রিঙ্গের বাইরে তাদের ফাইট চলতে থাকে। এরপর হেনরি জিগ্লারকে অ্যাটাক করতে গেলে জিগ্লার সরে যায় এবং হেনরি হিয়ে টাইমকিপারদের কাছে গিয়ে পরে। হেনরি রেগে গিয়ে জিগ্লারের দিকে একটা চেয়ার ছুরে মারে এবং রেফারি বেল বাজিয়ে ডিস্কোয়ালিফিকেশন করে দেয়।
♥ Winner by DQ: Dolph Ziggler
◘ ম্যাচের পরেও হেনরি তার ধোলাই চালু রাখে এবং জিগ্লারকে স্টিল স্টেপের মাধ্যমে ধোলাই দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হেনরির প্রতিপক্ষ দ্য বিগ শো এসে হাজির হয় এবং হেনরিকে ধোলাই দিয়ে জিগ্লারকে বাঁচিয়ে দেয়।
◘ এরপর প্রত্যাশিতভাবে বিগ শো অফিসিয়ালি আনাউন্স করে যে, সে Survivor Series-এ টিম সিনার হয়ে খেলবে।
◘ মনে আছে কোফি, উডস এবং বিগ ই -এর মধ্যে একটা টিম গঠিত হয়েছিল...মনে হয় টিমটা এখনও বেঁচে আছে। আগে দিনে উডস একটা প্রোমো কেটেছিল আজকে একইভাবে কোফিও কেতা প্রোমো কাটে।
◘ এরপর ব্যাকস্টেজে দেখা যায় শেমাস টিম সিনাতে জয়েন করছে...কারন তার প্রতিপক্ষ ইতিমধ্যেই অন্য টিমে জয়েন করেছে।
♠ AJ vs. Brie Bella
•এই ম্যাচটা ঠিক করে নিক্কি বেলা। ব্রি ম্যাচের কন্ট্রোল লাভ করে নিক্কির আদেশ মতো এজে লিকে ধোলাই দিতে থাকে কিন্তু এজে কনভাবে ব্লাক উইডো দিতে সক্ষম হয় এবং জয়লাভ করে।
♥ Winner: AJ
◘ ম্যাচের পরে নিক্কি আসে এবং এজেকে অ্যাটাক করে এবং তাকে ফেলে রেখে চলে যায়।
♠ Adam Rose vs. Tyson Kidd
•বানিকে এরিক রোয়ানের সঙ্গে দেখা যায়। অ্যাডাম এবং কিডের মধ্যে ফাইট ক্ষণস্থায়ী হয়। ম্যাচের শেষের দিকে অ্যাডাম রোজের হাতে মোমেন্টাম এলে দ্য বানি বিনা কোন কারনে টপ রোপের উপরে উঠে যায় এবং এই সুযোগে কিড একটা Sharpshooter -এর মাধ্যমে জয়লাভ করে।
♥ Winner: Tyson Kidd
◘ ম্যাচের পরে রোজ আবারো বানিকে অ্যাটাক করে। সে বানিকে রিঙ্গে ফেলে রেখে বাকিদের সঙ্গে ডান্স করতে করতে চলে যায়।
◘ এরপর ব্রে ওয়াট ডীন আম্ব্রোসের উদ্দেশ্যে একটা প্রোমো কাট করে। এরপরের ম্যাচ হবে আজকের মেইন ইভেন্ট সিনা vs. রাইব্যাক, সিনা প্রথমে রিঙ্গে আসে দ্য বিগ গাইকে ফেস করার জন্য।
♠ John Cena vs. Ryback Part
•ম্যাচের আগে রাইব্যাককে টিম অথরিটির সঙ্গে কিছু কথা বলতে দেখা যায়। ম্যাচ চলাকালীন রিংসাইডে পুরা টিম অথরিটি এসে হাজির হয়। ম্যাচের প্রথমে রাইব্যাক কন্ট্রোল লাভ করলেও সিনা কিছুক্ষণের মধ্যেই তার ফিনিশার AA দেওয়ার চেষ্টা করে, কিন্তু রাইব্যাক সহজেই তা কাউন্টার করে ফেলে। এরপর তাদের মধ্যে দারুন ফাইট চলতে থাকে, কিন্তু সিনা স্বাভাবিকভাবেই বেশী পরিমানে ধোলাই খেতে থাকে। ম্যাচের একপর্যায়ে রাইবাকচ সিনাকে শেলসক দেওয়ার চেষ্টা করলে সিনা কাউন্টার করে, কিন্তু রাইব্যাক তাকে পাওয়ারস্লাম দিতে সক্ষম হয় যদিও এতে সিনার কাছ থেকে দুই কাউন্টের বেশী পাওয়া সম্ভব হয়নি। রাইব্যাক পুরা ম্যাচে ইম্প্রেসিভ কিছু মুভ ইউস করে...মনে হয় তার ইঞ্জুরিটাইমে নিজেকে অনেক শুধরিয়ে ফেলেছে। হঠাৎ করে সিনা রাইব্যাককে STF -এর মাধ্যমে লক করে ফেলে, রাইব্যাক কোন রকমে রোপের কাছে পৌঁছিয়ে হোল্ডটাকে ব্রেক করতে সক্ষম হয়। কিন্তু সিনা তাকে রিঙ্গের মধ্যে নিয়ে গিয়ে আবার STF -এ লক করে।
•এরপর কেইনের ডিস্ট্রাকশনের সুযোগে রাইব্যাক সিনাকে স্পাইনবাস্টার দেয় এবং এরপর মিট হুক ক্লোথস্লাইনের জন্য তৈরি হয়। কিন্তু এটা হিট করার আগেই কেইন আবার আসে এবং সিনাকে মেরে ডিস্কোয়ালিফিকেশন ঘটায়।
♥ Winner by DQ: John Cena
◘ এরপরে আগের ঘটনার জন্য কেইন এবং রাইব্যাকএর মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয় এবং রাইব্যাক কেইনের গায়ে হাত তুলে...রলিন্স শিল্ডের মতোই এখানেও দুইজনের মধ্যে শান্তি ফেরানোর চেষ্টা করে। কিন্তু রাইব্যাক রলিন্সকে নক আউট করে দেয় এবং তারপর কেইনও রাইব্যাককে নক ডাউন করে দেয়। এরপর টিম অথরিটি সিনাকে ধোলাই দিতে শুরু করলে শেমাস এসে হাজির হয় এবং ফাইটে অংশগ্রহন করে। কিন্তু সিনা এবং শেমাস মিলেও অথরিটীকে সামলাতে না পারলে বিগ শো আসে সাহায্যের জন্য। শো নোবেল এবং মার্কারিকে নক আউট করে দেয় কিন্তু অথরিটীর বিরুদ্ধে সে বেশী কিছু করতে পারেনি। এরপর হেনরি বিগশোকে একটা WSS দেয়, কিন্তু তারপর হঠাৎ করে রাইব্যাক আসে এবং সবাইকে ধোলাই দিয়ে রিং পরিষ্কার করা শুরু করে। শেষে রাইব্যাক একলায় চলে যায় এবং এটা পরিষ্কার করে দেয় যে সে আর অথরিটির সদস্য নয়, যদিও সিনার সঙ্গেও এক্ষণই জয়েন সে করেনি।
◘ না এখানেই শো শেষ নয়...এরপরে আরও একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে। ব্যাকস্টেজের দিকে দেখা যায় স্টেফ এবং ট্রিপের পায়ে একজন জিগ্লারকে এনে ফেলে দেয়, এরপর ক্যামেরা উচু করলে দেখা যায় সে আর কেউ নয়...সে হল লিউক হারপার। এই ফর্মার ওয়াট ফ্যামিলির সদস্য বলে যে সে একজন টিম প্লেয়ার এবং ট্রিপ ও স্টেফ স্তম্ভিত থেকে যায় এবং এইভাবেই অনেককিছু ধোঁয়াশার মধ্যে দিয়ে আজকের Raw শেষ হয়। আপনাদের কেমন লাগলো আজকের Raw??