রেসলিং ফ্যানাটিক দের ব্যবহৃত একটি জনপ্রিয় শব্দ "Era", যা কখনো কখনো নতুন রেসলিং ফ্যান দের কিছুটা কনফিউশন এ ফেলে দেয়। সেটা দূর করার উদ্দেশ্যে আজ আমার এই প্রয়াস। 

১৯৯৬-২০১৫ প্রায় ২ দশক ব্যাপী WWE রেসলিং এর যে জয়যাত্রা চলছে, সেটাকে বিভিন্ন ম্যাগাজিন, ওয়েবসাইট, জার্নালিস্টদের মতবাদ অনুযায়ী ৪ টি Eraয় বিভক্ত করা যায়। 


♦ 1. Attitude Era : 

এই Era এর আবির্ভাব নাটকীয়। WCW ছিল ততকালীন WWF এর চরম প্রতিদ্বন্দ্বী কোম্পানী। ১৯৯৫-৯৬ এর দিকে টিভি রেটিং এ তারা WWF(WWE) কে মার দিতে থাকে, ঠিক তখনি ভিন্স এর WWE কে টিন/এডাল্ট বেজড করে উপস্থাপন করে। তবে Stone Cold আর The Rock থাকায় 2000-01 এ চরম জনপ্রিয়তা পায় WWF এই এরার স্বর্ণযুগ ১৯৯৯-২০০২। ক্লাসিক রেসলিং রাইভালরি এর পাশাপাশি এই এরার কিছু জিনিস যা অন্য কোন এরা তে চিন্তা করাই সম্ভব ছিল না, সেগুলো এর মধ্যে ছিল - 

১. লিটা এর নগ্ন শরীর প্রদর্শন (পেছন সাইড) 

২. ট্রিপল এইচ- স্টেফানি- কার্ট এংগেল এর ত্রিভুজ প্রেম 

৩. নাম না জানা ২ জন ডিভার ৩০ সেকেন্ডের লেসবিয়ান কিস 

৪. ম্যানকাইন্ড অরফে মিক ফলির Hell in a Cell এর উপর থেকে পড়া। 

৫. পুরুষালী শরীরের অধিকারী চায়না এর Intercontinental Championship জয় 


♦ 2. Ruthless Aggression Era : 

মূলত Monday Night Wars এ জয়ী হবার জন্যই অঘোষিত এটিচ্যুড এরা শুরু হয়েছিল WWE তে, যে এরার মূল উপজীব্য ছিল সেক্স আর হার্ডকোর রেসলিং। ২০০১ এ WCW কে ভিন্স কিনে ফেলেন, ফলে তাদের একচেটিয়া বাজার প্রতিষ্ঠিত হয়ে যায়। এর পর তারা সেক্স আর হার্ডকোর কন্টেন্ট কমাতে শুরু করে, ফলে অন স্টেজ রেসলিং টা ব্যাপক উন্নতি লাভ করে। এটিচ্যুড এরার ভেতরেই তাই Ruthless aggression Era যাত্রা শুরু করে বলা যায়। তবে ২০০২ এ Stone Cold Steve Austin এবং ২০০৩ এ The Rock রেসলিং এ অনিয়মিত হয়ে গেলে Attidude Era এর চুড়ান্ত বিলুপ্তি ঘটে, WWE চলতে শুরু করে রুথলেস এগ্রেশন থিম এ। 

রুথলেস এগ্রেশন এরার লক্ষনীয় বৈশিষ্ট্য, এ সময়ে শারীরিক ভাবে শক্তিশালী (Brock Lesnar, Goldberg) অথবা টেকনিক্যালি স্কিল্ড রেসলার (Kurt Angle, Chris Benoit, Eddie Gurrero) দের কে নায্য পুশ দেওয়া হয়, ফলে এরা সবাই WWE/ Wrold Heavyweight Champion হওয়ার গৌরব অর্জন করে। ২০০৫ সালকে ধরা হয় এই এরার ২য় Phase কারণ Wrestlemania 21 (2005) এ একই দিনে দুই মহাতারকার (John Cena, Batista) উত্থান ঘটে, যারা ছিল পরবর্তী ৪-৫ বছরের রেসলিং এর মূল দুই আকর্ষন। 

Ruthless Aggression Era এর চিরস্মরণীয় কিছু রাইভালরি -

১. Kurt Angle vs Brock Lesnar (2003) 

২. Triple H vs Batista (2005) 

৩. DX vs The McMohans (2006) 

৪. The Undertaker vs Batista (2007) 

৫. Shawn Michaels vs Ric Flair (2008) 

মূলত রুথলেস এগ্রেশন এরা চলতে চলতেই আরেকটি নতুন এরা যাত্রা শুরু করে, যেটি হল " বিখ্যাত " PG ERA । 


♦ 3. PG Era : 

শুরুতেই আমি বলে নিতে চাই PG শব্দের মানে কি?

PG এর পূর্ণরূপ হচ্ছে Parental Guidance (প্যারেন্টাল গাইডেন্স)। এর অর্থ TV তে প্রচারিত অনুষ্ঠান টি একজন প্রাপ্তবয়স্ক অভিভাবকের উপস্থিতিতে যে কোন বয়সী শিশুর জন্য, দেখার অনুমতি রয়েছে।

এটিচ্যুড এরা এবং Ruthless Aggression Era তে WWE এর রেটিং ছিল TV -14 অর্থাৎ ১৪ বছরের নিচে এটা দেখা ছিল নিষিদ্ধ। কিন্তু এক বিশাল দর্শকই ১৪ এর নিচেই WWE দেখে থাকে। তাই সব বয়সী মানুষের দেখার বৈধতা দেওয়ার জন্য, এবং ভিন্সের স্ত্রী লিন্ডা ম্যাকম্যান এর নির্বাচনী স্বার্থে ২০১০ সালে অফিশিয়ালি PG রেটিং চালু করা হয়। আবার তার আগেই এডি গেরেরো আর ক্রিস বেনোয়া দুই জন রেসলারের মৃত্যুর কারণে WWE অনেক রিস্কি সব কাজ এবং মুভস বন্ধ করে দেয়। তাই বলা যায় ২০০৮ থেকেই পিজি এরা শুরু। সার্বজনীন গ্রহনযোগ্যতা পাওয়ায় WWE জনকল্যাণ মূলক কাজে অংশ নেওয়া শুরু করে, যেমন Make a Wish ফাউন্ডেশন এ হাজির হয়ে প্রতিবন্ধী শিশুদের সাথে দেখা করা।

অনেকে PG Era কে তুচ্ছ তাচ্ছিল্য করলেও কিছু কালজয়ী ম্যাচ এই PG Era তেই আমরা দেখতে পাই। যার মধ্যে ছিল -

১. Shawn Michaels vs Undertaker- Wrestlemania 25 ( Match of the Century by WWE ডট COM)
২. Brock Lesnar vs John Cena ( Exteme Rules 2012)
৩. Jeff HarDy vs Edge (Ladder Match for World Heavyweight Championship - eXtreme Rules 2009)
৪. CM Punk vs John Cena (WWE Championship -Money in The bank 2011)
৫. Royal Rumble Match 2009


♦ 4. Reality Era :

Reality show শব্দটা টিভিতে সে সব অনুষ্ঠান কে বোঝানো হয় , যেখানে দেখানো হয় যে "Script" বলে কিছু নেই , এবং দর্শকরা অনুষ্ঠানে প্রভাব বিস্তার করেন । উদাহরণস্বরূপ , Indian Idol বা Big Boss এর নাম বলা যায় । "Public এর ভোট এ বিজয়ী নির্ধারিত" এরকম বলা থাকলেও প্রকৃতপক্ষে নির্মাতারাই সবকিছু করে ।

৫-৬ বছর ধরে Internet Wrestling Community অর্থাত্‍ অনলাইনে রেসলিং বিষয়ক আলোচনার এক জয়যাত্রা চলছিল । কিন্তু WWE সমানুপাতিক হারে লাভবান হচ্ছিল না । ভারতীয় উপমহাদেশের ১৫০ কোটি মানুষের এক বিশাল দর্শক রেসলিং দেখতো , ৫-২৫ বছর বয়সী অনেকের মূল টিভি অনুষ্ঠানই ছিল রেসলিং ।

কিন্তু ফেসবুক , Internet , 3G ইত্যাদি বিকল্প বিনোদনের সুযোগ এসে পড়ায় কিছু হলেও WWE তার আবেদন হারিয়েছে । রেসলিংকে কেবল একটি ২ ঘন্টার শো নয় বরং সার্বক্ষনিক চিন্তা চেতনার বিষয়ে কীভাবে রূপান্তর করা যায় , সেটা প্রয়োগেই রিয়েলিটি এরার যাত্রা শুরু করে । Vince McMohan এর বিরোধী থাকলেও যুগের দাবি অনুযায়ী এটা করতে বাধ্য হন ।

Facebook এ ২০০৯ তেও WWE এর পেজ থাকলেও রিয়েলিটি এরার যাত্রা শুরু ২০১১ তে ধরা যায় । এ সময়ে রেসলারদের নামের নিচে টুইটার লিংক দেওয়া শুরু হয় । তবে ২০১৩-১৪ এ তার নাটকীয় পরিবর্তন ঘটে । আগে WWE.COM ওয়েবসাইটে Results, Photos, Videos, Poll এই অল্প কিছু জিনিস থাকলেও এখন Analysis, Editorials, Comments, ইত্যাদি যোগ হয়েছে যা আগে অন্য সাইটগুলোতেই কেবল পাওয়া যেত।

Reality Eraর অপকারিতা : Internet আর Social Media এর আগ্রাসনের কারণে স্পয়লারে ভরে যাচ্ছে রেসলিং । এছাড়াও এতদিন ম্যাচ দেখার আগেই রেজাল্ট জেনে বসে থাকতাম আমরা । তাছাড়া রেসলারদের পারসনাল লাইফের স্বাধীনতাও ক্ষুন্ন হয়েছে। 

উপকারিতা : Facebook, Website ইত্যাদিতে মানুষের লেখা . মতামত প্রভৃতিকে WWE Officials রা বিবেচনা করছে । মানুষের দাবীর কারণে তাদের Good Book এ নেই এমন রেসলার পুশ পায় । Dolph Ziggler তার বাস্তব প্রমাণ । Wrestlemania 30 এর Main Event ও Internet এর কারণেই চেন্জ হয় , আর ৫'৭" উচ্চতার Submission Specialist Daniel Bryan চ্যাম্পিয়ন হয় । আপকামিং Royal Rumble এও Roman Reigns Winner হবেনা যদি সে পজিটিভ সাপোর্ট কম পায় ।

WWE চার বিখ্যাত Era র শেষ টানলাম আজ । কেমন লাগলো বিভিন্ন বিখ্যাত এরা নিয়ে আমার বিশ্লেষণ কমেন্টে জানাবেন । Happy Watching 😇 !
• লেখক ঃ Tahmeed Shahriar Sadman

WWE's ERA (এরা) : সংক্ষেপে জেনে নিন।

রেসলিং ফ্যানাটিক দের ব্যবহৃত একটি জনপ্রিয় শব্দ "Era", যা কখনো কখনো নতুন রেসলিং ফ্যান দের কিছুটা কনফিউশন এ ফেলে দেয়। সেটা দূর করার উদ্দেশ্যে আজ আমার এই প্রয়াস। 

১৯৯৬-২০১৫ প্রায় ২ দশক ব্যাপী WWE রেসলিং এর যে জয়যাত্রা চলছে, সেটাকে বিভিন্ন ম্যাগাজিন, ওয়েবসাইট, জার্নালিস্টদের মতবাদ অনুযায়ী ৪ টি Eraয় বিভক্ত করা যায়। 


♦ 1. Attitude Era : 

এই Era এর আবির্ভাব নাটকীয়। WCW ছিল ততকালীন WWF এর চরম প্রতিদ্বন্দ্বী কোম্পানী। ১৯৯৫-৯৬ এর দিকে টিভি রেটিং এ তারা WWF(WWE) কে মার দিতে থাকে, ঠিক তখনি ভিন্স এর WWE কে টিন/এডাল্ট বেজড করে উপস্থাপন করে। তবে Stone Cold আর The Rock থাকায় 2000-01 এ চরম জনপ্রিয়তা পায় WWF এই এরার স্বর্ণযুগ ১৯৯৯-২০০২। ক্লাসিক রেসলিং রাইভালরি এর পাশাপাশি এই এরার কিছু জিনিস যা অন্য কোন এরা তে চিন্তা করাই সম্ভব ছিল না, সেগুলো এর মধ্যে ছিল - 

১. লিটা এর নগ্ন শরীর প্রদর্শন (পেছন সাইড) 

২. ট্রিপল এইচ- স্টেফানি- কার্ট এংগেল এর ত্রিভুজ প্রেম 

৩. নাম না জানা ২ জন ডিভার ৩০ সেকেন্ডের লেসবিয়ান কিস 

৪. ম্যানকাইন্ড অরফে মিক ফলির Hell in a Cell এর উপর থেকে পড়া। 

৫. পুরুষালী শরীরের অধিকারী চায়না এর Intercontinental Championship জয় 


♦ 2. Ruthless Aggression Era : 

মূলত Monday Night Wars এ জয়ী হবার জন্যই অঘোষিত এটিচ্যুড এরা শুরু হয়েছিল WWE তে, যে এরার মূল উপজীব্য ছিল সেক্স আর হার্ডকোর রেসলিং। ২০০১ এ WCW কে ভিন্স কিনে ফেলেন, ফলে তাদের একচেটিয়া বাজার প্রতিষ্ঠিত হয়ে যায়। এর পর তারা সেক্স আর হার্ডকোর কন্টেন্ট কমাতে শুরু করে, ফলে অন স্টেজ রেসলিং টা ব্যাপক উন্নতি লাভ করে। এটিচ্যুড এরার ভেতরেই তাই Ruthless aggression Era যাত্রা শুরু করে বলা যায়। তবে ২০০২ এ Stone Cold Steve Austin এবং ২০০৩ এ The Rock রেসলিং এ অনিয়মিত হয়ে গেলে Attidude Era এর চুড়ান্ত বিলুপ্তি ঘটে, WWE চলতে শুরু করে রুথলেস এগ্রেশন থিম এ। 

রুথলেস এগ্রেশন এরার লক্ষনীয় বৈশিষ্ট্য, এ সময়ে শারীরিক ভাবে শক্তিশালী (Brock Lesnar, Goldberg) অথবা টেকনিক্যালি স্কিল্ড রেসলার (Kurt Angle, Chris Benoit, Eddie Gurrero) দের কে নায্য পুশ দেওয়া হয়, ফলে এরা সবাই WWE/ Wrold Heavyweight Champion হওয়ার গৌরব অর্জন করে। ২০০৫ সালকে ধরা হয় এই এরার ২য় Phase কারণ Wrestlemania 21 (2005) এ একই দিনে দুই মহাতারকার (John Cena, Batista) উত্থান ঘটে, যারা ছিল পরবর্তী ৪-৫ বছরের রেসলিং এর মূল দুই আকর্ষন। 

Ruthless Aggression Era এর চিরস্মরণীয় কিছু রাইভালরি -

১. Kurt Angle vs Brock Lesnar (2003) 

২. Triple H vs Batista (2005) 

৩. DX vs The McMohans (2006) 

৪. The Undertaker vs Batista (2007) 

৫. Shawn Michaels vs Ric Flair (2008) 

মূলত রুথলেস এগ্রেশন এরা চলতে চলতেই আরেকটি নতুন এরা যাত্রা শুরু করে, যেটি হল " বিখ্যাত " PG ERA । 


♦ 3. PG Era : 

শুরুতেই আমি বলে নিতে চাই PG শব্দের মানে কি?

PG এর পূর্ণরূপ হচ্ছে Parental Guidance (প্যারেন্টাল গাইডেন্স)। এর অর্থ TV তে প্রচারিত অনুষ্ঠান টি একজন প্রাপ্তবয়স্ক অভিভাবকের উপস্থিতিতে যে কোন বয়সী শিশুর জন্য, দেখার অনুমতি রয়েছে।

এটিচ্যুড এরা এবং Ruthless Aggression Era তে WWE এর রেটিং ছিল TV -14 অর্থাৎ ১৪ বছরের নিচে এটা দেখা ছিল নিষিদ্ধ। কিন্তু এক বিশাল দর্শকই ১৪ এর নিচেই WWE দেখে থাকে। তাই সব বয়সী মানুষের দেখার বৈধতা দেওয়ার জন্য, এবং ভিন্সের স্ত্রী লিন্ডা ম্যাকম্যান এর নির্বাচনী স্বার্থে ২০১০ সালে অফিশিয়ালি PG রেটিং চালু করা হয়। আবার তার আগেই এডি গেরেরো আর ক্রিস বেনোয়া দুই জন রেসলারের মৃত্যুর কারণে WWE অনেক রিস্কি সব কাজ এবং মুভস বন্ধ করে দেয়। তাই বলা যায় ২০০৮ থেকেই পিজি এরা শুরু। সার্বজনীন গ্রহনযোগ্যতা পাওয়ায় WWE জনকল্যাণ মূলক কাজে অংশ নেওয়া শুরু করে, যেমন Make a Wish ফাউন্ডেশন এ হাজির হয়ে প্রতিবন্ধী শিশুদের সাথে দেখা করা।

অনেকে PG Era কে তুচ্ছ তাচ্ছিল্য করলেও কিছু কালজয়ী ম্যাচ এই PG Era তেই আমরা দেখতে পাই। যার মধ্যে ছিল -

১. Shawn Michaels vs Undertaker- Wrestlemania 25 ( Match of the Century by WWE ডট COM)
২. Brock Lesnar vs John Cena ( Exteme Rules 2012)
৩. Jeff HarDy vs Edge (Ladder Match for World Heavyweight Championship - eXtreme Rules 2009)
৪. CM Punk vs John Cena (WWE Championship -Money in The bank 2011)
৫. Royal Rumble Match 2009


♦ 4. Reality Era :

Reality show শব্দটা টিভিতে সে সব অনুষ্ঠান কে বোঝানো হয় , যেখানে দেখানো হয় যে "Script" বলে কিছু নেই , এবং দর্শকরা অনুষ্ঠানে প্রভাব বিস্তার করেন । উদাহরণস্বরূপ , Indian Idol বা Big Boss এর নাম বলা যায় । "Public এর ভোট এ বিজয়ী নির্ধারিত" এরকম বলা থাকলেও প্রকৃতপক্ষে নির্মাতারাই সবকিছু করে ।

৫-৬ বছর ধরে Internet Wrestling Community অর্থাত্‍ অনলাইনে রেসলিং বিষয়ক আলোচনার এক জয়যাত্রা চলছিল । কিন্তু WWE সমানুপাতিক হারে লাভবান হচ্ছিল না । ভারতীয় উপমহাদেশের ১৫০ কোটি মানুষের এক বিশাল দর্শক রেসলিং দেখতো , ৫-২৫ বছর বয়সী অনেকের মূল টিভি অনুষ্ঠানই ছিল রেসলিং ।

কিন্তু ফেসবুক , Internet , 3G ইত্যাদি বিকল্প বিনোদনের সুযোগ এসে পড়ায় কিছু হলেও WWE তার আবেদন হারিয়েছে । রেসলিংকে কেবল একটি ২ ঘন্টার শো নয় বরং সার্বক্ষনিক চিন্তা চেতনার বিষয়ে কীভাবে রূপান্তর করা যায় , সেটা প্রয়োগেই রিয়েলিটি এরার যাত্রা শুরু করে । Vince McMohan এর বিরোধী থাকলেও যুগের দাবি অনুযায়ী এটা করতে বাধ্য হন ।

Facebook এ ২০০৯ তেও WWE এর পেজ থাকলেও রিয়েলিটি এরার যাত্রা শুরু ২০১১ তে ধরা যায় । এ সময়ে রেসলারদের নামের নিচে টুইটার লিংক দেওয়া শুরু হয় । তবে ২০১৩-১৪ এ তার নাটকীয় পরিবর্তন ঘটে । আগে WWE.COM ওয়েবসাইটে Results, Photos, Videos, Poll এই অল্প কিছু জিনিস থাকলেও এখন Analysis, Editorials, Comments, ইত্যাদি যোগ হয়েছে যা আগে অন্য সাইটগুলোতেই কেবল পাওয়া যেত।

Reality Eraর অপকারিতা : Internet আর Social Media এর আগ্রাসনের কারণে স্পয়লারে ভরে যাচ্ছে রেসলিং । এছাড়াও এতদিন ম্যাচ দেখার আগেই রেজাল্ট জেনে বসে থাকতাম আমরা । তাছাড়া রেসলারদের পারসনাল লাইফের স্বাধীনতাও ক্ষুন্ন হয়েছে। 

উপকারিতা : Facebook, Website ইত্যাদিতে মানুষের লেখা . মতামত প্রভৃতিকে WWE Officials রা বিবেচনা করছে । মানুষের দাবীর কারণে তাদের Good Book এ নেই এমন রেসলার পুশ পায় । Dolph Ziggler তার বাস্তব প্রমাণ । Wrestlemania 30 এর Main Event ও Internet এর কারণেই চেন্জ হয় , আর ৫'৭" উচ্চতার Submission Specialist Daniel Bryan চ্যাম্পিয়ন হয় । আপকামিং Royal Rumble এও Roman Reigns Winner হবেনা যদি সে পজিটিভ সাপোর্ট কম পায় ।

WWE চার বিখ্যাত Era র শেষ টানলাম আজ । কেমন লাগলো বিভিন্ন বিখ্যাত এরা নিয়ে আমার বিশ্লেষণ কমেন্টে জানাবেন । Happy Watching 😇 !
• লেখক ঃ Tahmeed Shahriar Sadman