রক যেমন ছিলেন তার মাইক স্কিলে অনবদ্য, তেমনি গিমিক প্লেয়িংয়ে দুর্ধর্ষ। 'রকy Maivia' নামে ডেবিউ করার পর থেকে 'Nation of Domination' এর নেতা, 'Corporate Rock', "The People's Champ" থেকে 'Hollywood Rock' সবগুলো গিমিকেই ছিলেন তিনি সফল। কিন্তু প্রশ্ন যখন আসে সেরা গিমিকের, তখন আমি কোনটিকে বেছে নিবো? "The People's Champ" নাকি 'Hollywood Rock' কে?
• The History :
Seth Rollins, Randy Orton ও Kane কে নিয়ে Authority তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে থাকে। October ২৭, ২০১৪ এর এপিসোডে Triple H ও Stephanie McMahon, John Cena কে Authority তে যোগদান করতে বলেন। কিন্তু Cena প্রত্যুত্তরে না বলে দেন। তখন Triple H বলেন, "You can't face the future. Future will run through you." এই বলে তিনি John Cena কে এমন ৪ জনকে খুঁজে বের করতে বলেন, যারা সিস্টেমের বিরুদ্ধে গিয়ে, Authority এর বিরুদ্ধে গিয়ে Survivor Series এ লড়াই করবে।
আসল
নাম |
Paul Donald Wight II |
জন্মদিন |
৮ ফেব্রুয়ারি, ১৯৭২ |
জন্মস্থান |
Aiken, South Carolina, US |
বাসস্থান |
Tampa, Florida, US |
উচ্চতা |
৭ ফুট (২.১৩ মি) |
ওজন |
১৭৪ কেজি (৩৮৩ পাউন্ড) |
ট্রেনারস |
Larry Sharpe, Thrasher |
অভিষেক |
৩ ডিসেম্বর, ১৯৯৪ |
Paul Donald Wight II নামে জন্মগ্রহণ করা বিগ শো হলেন একজন আমেরিকান প্রফেশনাল রেসলার, অভিনেতা এবং টেলিভিশন হোস্ট। তিনি সবথেকে বেশী খ্যাত হয়েছিলেন World Wrestling Entertainment (WWE) এর হয়ে কাজ করে, তিনি সেখানকার সবথেকে বেশী জনপ্রিয় এবং স্বীকৃত রেসলারদের মধ্যে একজন ছিলেন। ৭ ফিটের উচ্চতা এবং ৪০০ পাউন্ডের ওজনের সাথে এই দানব প্রফেশনাল রেসলিং ইতিহাসের সবচেয়ে মহান 'Big men' দের মধ্যে অন্যতম ছিলেন। এই পোস্টে আমরা তার রেসলিং ক্যারিয়ার সহ জীবনের বিভিন্ন অধ্যায়ের ব্যাপারে জানবো।
১) The Undertaker এর WWE তে ডেবিউ করার অদ্ভুত কারণ :
সাম্প্রতিক এক ইন্টার্ভিউতে WWE লেজেন্ড আন্ডারটেকার জানান যে তিনি ১৯৮৪ সালে তার প্রো রেসলিং ডেবিউ করেন কারণ তাকে এবং হল অফ ফেমার Bruiser Brody কে দেখতে অনেকটা একই রকম ছিল। টেকার আরও জানান তাকে হল অফ ফেমার Dutch Mantell এর দ্বারা আপ্রোচ করা হয়, ম্যানটেল তাকে রেসলার হওয়ার ইচ্ছা আছে কিনা জিজ্ঞেস করেন, আর তার পরেরটা তো ইতিহাস।
১) ব্রক লেসনারের বিরুদ্ধে ম্যাচের ইচ্ছা প্রকাশ করলেন Omos :
ডব্লিউডব্লিউই সুপারস্টার ওমোস রেসেলমেনিয়া ৩৯ এ দ্যা বিস্ট ইনকারনেট ব্রক লেসনারের বিরুদ্ধে ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করলেন। ওমসের WWE তে আশা মাত্র একবছর পার হয়েছে কিন্তু ইতিমধ্যেই সে তার ছাপ রাখতে শুরু করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য লেসনারের বিরুদ্ধে রেসেলমেনিয়াতে রোমান রেইন্সের ম্যাচ খেলার রিউমর শোনা যাচ্ছে যেটাতে রেসলিং ফ্যানেরা হতাশা প্রকাশ করেছেন। লেসনার বর্তমানে একজন ফ্রি এজেন্ট এবং SummerSlam 2022 এর পরে তাকে WWE তে দেখা যায়নি।
১) ব্রক লেসনারকে দেওয়া হল "Nazi" এর অপবাদ : ব্রক লেসনার রিঙের ভেতরে হোক বা বাইরে সর্বদাই বিতর্কে জড়িয়ে পরেন। এই বিতর্কের সারিতে আরও একটা বিতর্ক যোগ হল যখন তিনি একজন ফ্যানের সাথে নিজের ফটো পোস্ট করেন যার শার্টে হিটলারের নাজির চিহ্ন ছিল। এইকারনে সোশ্যাল মিডিয়াতে লেসনারকে "freaking crazy German Nazi" বলে ব্যঙ্গ করা হয়েছে।
২) ট্রিপল এইচ ডব্লিউডব্লিউই বিক্রয় নিয়ে নিজের মতামত দিলেন : ট্রিপল এইচ WWE এর বিক্রয় ঘিরে গড়ে ওঠা রিউমরের জবাব দিয়ে জানিয়ে দিলেন তিনি এইসবের মধ্যে নেই, ব্যাবসাকেন্দ্রিক সিদ্ধান্তে তিনি থাকেন না। তিনি আরও জানান যে যদি আগের মতোই কাজ চালিয়ে যেতে পারেন তাহলে বিক্রি হলেও তেমন কিছু অসুবিধা নাই। সাম্প্রতিক রিপোর্টে জানা গেছে সৌদি আরবের WWE ক্রয়ের প্রতি আগ্রহ আছে। যদিও দামটা একটু চড়া কিন্তু বিক্রি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
৩) Bray Wyatt রোমানের টাইটেল জয় নিয়ে প্রশ্ন তুললেন : সাম্প্রতিক এক ট্যুইটে প্রাক্তন WWE সুপারস্টার Bray Wyatt, রোমান রেইন্সের Sami Zayn কে হারিয়ে ইউনিভার্সাল টাইটেল জয়কে নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি এটাকে 'Weak' এবং "disgrace to the title" বলে ভর্ৎসনা করেন।
৪) Austin Theory তার টাইটেলের ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করলেন : WWE সুপারস্টার অস্টিন থিওরি ট্যুইটারের মাধ্যমে United States টাইটেলের জন্য ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করেন। ফ্যানেরা ইতিমধ্যেই অনুমান করতে শুরু করে দিয়েছেন কে এই চ্যালেঞ্জ গ্রহণ করবে।
৫) Edge এর ফাইনাল ম্যাচ : সাম্প্রতিক এক ইন্টারভিউতে WWE সুপারস্টার এজ জানিয়েছেন যে তিনি তার শেষ ম্যাচ খেলতে চান AJ Styles এর বিরুদ্ধে। এজ এখন রেসলিং জগতে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা শুরু করছেন যেটা রেসলিং ফ্যানেদের মধ্যে আবেগ এবং আগ্রহের সৃষ্টি করছে।
৬) CM Punk এর NJPW ইভেন্টে আসা নিয়ে Kenta এর উপহাস : সাম্প্রতিক NJPW Battle in the Valley শোতে CM Punk কে দেখা গিয়েছিল। NJPW এর রেসলার Kenta সোশ্যাল মিডিয়াতে পাঙ্ককে মক করে একটা ভিডিও আপলোড করে যেখানে সে পাঙ্কের সিগনেচার মুভগুলি ব্যবহার করে তাকে "clown" বলে বিদ্রূপ করে।
৭) AEW Revolution ফ্লপ হওয়ার সম্মুখীন : AEW এর পরবর্তী পেই পার ভিউ AEW রেভোলিউশন আর মাত্র দুই সপ্তাহের অন্তরে আছে। রিপোর্টে জানা যাচ্ছে যে টিকিট সোল্ড আউট হবার ধারে কাছেও ইভেন্টটি পৌছাইনি। যদিও এখনও আরও টিকিট সেল করার সুযোগ আছে কিন্তু এতে যুব কোম্পানিটির ভবিষ্যৎ নিয়ে চিন্তা তৈরি হচ্ছে।
৮) Sami Zayn জানালেন তার মুভ Helluva Kick নামের রহস্য : সামি তার ফিনিশিং মুভ Helluva Kick এর নামের রহস্য উৎঘাটন করলেন। সামি জানালেন এটি এসেছে তার প্রাক্তন ট্যাগ টিম পার্টনার কেভিন ওয়েন্সের কাছ থেকে যে এই মুভটাকে WWE জয়েন করার আগে ব্যবহার করতো।
৯) টোনি খান এমন রেসলারদের নাম করলেন যাদের মার খাওয়া তিনি দেখতে চাইতেন : সাম্প্রতিক ইন্টারভিউতে AEW এর মালিক টোনি খান জানালেন এমন কিছু রেসলারের নাম যাদেরকে ছোটবেলাতে ধোলাই খেতে দেখলে তিনি খুব খুশি হতেন। সেই লিস্টের মধ্যে প্রধান তিন জন হলেন Hulk Hogan, Ric Flair এবং The Undertaker।
১০) ট্রিপল এইচ জানালেন বর্তমান রোস্টার নিয়ে তিনি মোটেই নিরাশ নন : Dave Meltzer এর করা রিপোর্টে রিউমর ছড়িয়েছিল যে ট্রিপল এইচ বর্তমান রোস্টারের পারফর্মেন্সে অসন্তোষ প্রকাশ করেছেন, কিন্তু সাম্প্রতিক রিপোর্টে জানা গেছে ট্রিপল এইচ বর্তমানে যে রোস্টার আছে সেটার উপরেই ভরসা রাখেন এবং খুব বেশী একটা রদবদল করারও পক্ষপাতী তিনি নন। রিপোর্টটিতে আরও বলা হয় তিনি বর্তমান রোস্টারের গুরুত্ব বোঝেন এবং সেটাকে কোম্পানির ফিউচারে কীভাবে লাগাতে হবে সেটা জানেন।
• বিঃদ্রঃ পোস্টটি লিখতে ChatGPT এর সাহায্য নেওয়া হয়েছে।
এইবারের রেসেলমেনিয়ার ৩৮ তম সংস্করণ অনুষ্ঠিত হবে অস্টিনের হোমটাউন টেক্সাসে। এর আগে যখন রেসেলমেনিয়া টেক্সাসে আয়োজিত হয়েছিল তখনও অস্টিন আরও দুজন হল ওফ ফেমার যথা Shawn Michaels এবং Mick Foley -দের সাথে মিলে League of Nations শুরু করে। সাম্প্রতিককালে ২০২০ সালের এক Raw তে সে তার সুবিখ্যাত 3:16 দিবস পালন করে, সেই Raw এর রেটিংও তার পুর্বের এপিসোডগুলির থেকে অনেক বেশী ছিল।
তাই রেসলিং ফ্যানেরা অনুমান করতে শুরু করেছে অস্টিনের রিটার্ন নিয়ে এবং অনেকের মতে যদি অস্টিন এইবার কোনভাবে রিটার্ন করে তাহলে তার অপনেন্ট হবে কেভিন ওয়েন্স। কারণ বর্তমানে কেভিন স্টোন কোল্ডের ট্রেডমার্ক ফিনিশিং মুভ স্টানার ব্যবহার করছে এবং কিছুদিন আগেই সে একটা প্রোমো কাটে যেখানে সে টেক্সাসের ড্যালাস নিবাসী ফ্যানদের উদ্দেশ্যে কটূক্তি করে।
রেসেলমিয়ার আয়োজক রাজ্যের সঙ্গে কেভিনের ফিউড কী শেষ পর্যন্ত সেখানকার নিজস্ব রেসলার স্টিভ অস্টিনের রিটার্ন ঘটাবে? এটি তো সময়ই বলবে। কিন্তু অস্টিন এর আগে ২০১৫ সালে পল হেইম্যানকে দেওয়া একটি সাক্ষাৎকারে লেসনারের বিরুদ্ধে Texas Death ম্যাচে রিটার্ন করার সম্ভাবনার কথা বলেছিলেন, কিন্তু সে এখন রেইন্সের সাথে ফিউডে আছে।
এর আগে অস্টিন নেভাডাতে Broken Skull Ranch শো এর জন্য একটি রেসলিং রিংও তৈরি করেছিলেন। কিন্তু বেশী আশা করে বসে থাকার আগে আমাদের এটা ভুললেও চলবে না যে গত এপ্রিলে Talk Is Jericho পডকাস্টে জেরিকোকে দেওয়া সাক্ষাৎকারে অস্টিনের ইন রিং রিটার্নের সম্ভাবনার ব্যাপারে বলেছিল- "না, এটা হওয়া কঠিন। শুধু একটা ম্যাচের জন্য এত তোড়জোড় আমার কাছে বড়ই অ্যান্টি ক্লাইম্যাকটিক মনে হয়।"। তিনি আরও বলেন-
"আমার মনে হয় ভিন্স আমাকে বেশ কয়েকবার রিটার্ন করাবার চেষ্টা করেছিল, কিন্তু কি জানো আমি এই ইন্ডাস্ট্রিকে অনেক ভালোবাসি। আমার মনে হয় আমি অন্য যে কারুর থেকে এটিকে বেশী ভালোবাসি এবং এটা ছেড়ে যাওয়া আমার পক্ষে খুবই কষ্টদায়ক ছিল। সুতরাং আমার কাছে শুধুমাত্র একটা ম্যাচের জন্য ফিরে আসা... কেন? আমি কি প্রমাণের চেষ্টা করছি এখনও? সবাই কোন জিনিসটা মনে রাখবে? এটা টাকার বিষয় নই। এই বিজনেস ছাড়ার পরে আমাকে খুবই লম্বা সময়, দীর্ঘ ৩ বছর লেগেছিল হজম করার জন্য যে আমি রেসলিং ছেড়ে দিয়েছি।"
বর্তমানে WWE এর ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে অনেকের মনেই সন্দেহ রয়েছে কারণ লেসনার এবং Ronda Rousey রিটার্ন করার পরে ২০২২ সালের রেসেলমেনিয়া ছিল রেসেলমেনিয়ার টানা ১২ তম সংস্করণ যেটাকে পার্ট টাইমারেরা হেডলাইন করছে, স্টিভ অস্টিন রিটার্ন হলে পরের বছরও একই হাল হবে। অর্থাৎ WWE পরবর্তী প্রজন্মের স্টার তৈরিতে ব্যর্থ হয়েছে।
রয়্যাল রাম্বালেও এখন এমন রেসলারেরা জিতছে যারা অনেক বছর আগে রাম্বাল জিতেছিল যেমন ১১ বছর আগে জেতা এজ ও ১৯ বছর আগে জেতা ব্রক লেসনার। এছাড়াও গোল্ডবার্গ, ববি ল্যাশলি, শন মাইকেলস, বাতিস্তা এইসব রেসলারের ইন রিং রিটার্নের ফলে এটা পরিষ্কার যে WWE এখন ক্রমেই পার্ট টাইমার এবং পুরনো রেসলারদের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। সেই হিসাবে অস্টিনের রিটার্নের খবরও উড়িয়ে দেওয়া যায় না।
এই ব্যাপারে সম্প্রতি ব্রক বলেছেন - "আমি হাল্ক হোগানের সঙ্গে রেসলিং করেছি, আপনারা জানেন আমি দ্যা রক, দ্যা আন্ডারটেকার, রিক ফ্লেয়ার সকলের সাথেই রেসলিং করেছি কিন্তু স্টিভ অস্টিনের সাথে করার সুযোগ পায়নি যেটা নিয়ে আমি এখনও পর্যন্ত চিন্তা করি।" আপনারা জানলে অবাক হবেন অস্টিনও কিছু সময় আগে ব্রকের সঙ্গে ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
— Cody Rhodes (@CodyRhodes) ১৫ ফেব্রুয়ারী, ২০২২
এর আগে স্টিভ অস্টিনের ইন রিং রিটার্নের খবর শুনে ভাবতে পারা যায়নি এর থেকেও বেশী আশ্চর্যের খবর কিছু হতে পারে কিন্তু তার পরেই জানা যাচ্ছে AEW এর প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন কোডি WWE তে পুনরায় রিটার্ন করতে পারে, সে বর্তমানে AEW এর সাথে কোন কন্ট্রাক্টে নাই।