◘ আজকের স্মাকডাউন শুরু করে এজ এবং ক্রিস্টিয়ান মিলে। আগের দিনের Raw এর ঘটনার জন্য এজ সবাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু ক্রিস্টিয়ান বলে যে এখানে তারা ফান করার জন্য এসেছে। তাদের কথাতে বাঁধা দেয় সেথের চামচাদ্বয় তাও আবার বিগ স্ক্রিনের মাধ্যমে, যখন তারা একটা limousine গারি থেকে নামছিল। এরপর তারা রিঙ্গে গিয়ে জানিয়ে দেয় যে আগের দিনের ঘটনার জন্য সেথ রলিন্স বা বিগ শো কেউই দায়ি নয়। তারা আরও বলে যে অথোরিটি তাদেরকে E&C কে দেখার জন্য পাঠিয়েছে। এরপর এজ আনাউন্স করে দুইটি ম্যাচ- Ryback vs. Big Show এবং Rusev vs. Roman Reigns।
♠ Bray Wyatt vs. Erick Rowan
• তাদের মধ্যে দারুন ম্যাচ হয়, শেষে Sister Abigail এর মাধ্যমে ব্রে জয়লাভ করে।
♥ Winner : Bray Wyatt
◘ ম্যাচের পরে ওঅ্যাট একটা প্রোমো কাটে এবং বলে যে সোমবারের আম্বুলান্স ম্যাচে ডিন অ্যামব্রোসকে আল্টিমেটভাবে পেই করতে হবে।
♠ Ryback vs. Big Show
• তাদের মধ্যে দারুন ম্যাচ চলে যা আশা করা হয়নি। উভয়েই একে অপরকে ভালোভাবে ধোলাই দেয়। কিন্তু ম্যাচের মধ্যে হঠাৎ করে রাশিয়ান ফ্লাগ দেখা যায় এবং রুসেভ ও লানা চলে আসে রাইব্যাককে ডিস্ট্রাক্ট করার জন্য। এই সুযোগে রাইব্যাক যখন রোপে ছিল তখন শো নক আউট পাঞ্চ মেরে দেয় এবং রাইব্যাক নীচে পরে যায়, এবং ১০ কাউন্ট পার হপ্যে গেলেও উঠতে না পারায় বিগ শো কাউন্ট আউটের মাধ্যমে জিতে যায়।
♥ Winner : Big Show
◘ ম্যাচের পরে রুসেভ রাইব্যাককে অ্যাটাক করে কিন্তু রাইব্যাক কাউন্টার করে রুসেভকেই ক্লোথসলাইন দিয়ে রিঙ্গের বাইরে ফেলে দেয়।
♠ Tyson Kidd ও Cesaro vs. Los Matadores
• মোটামুটি ভালোই ম্যাচ হয়। শেষে টাইসন কিড এবং সিজারো রোপ থেকে একটা ডবল টিমের মুভ ব্যবহার করে এবং জয় ছিনিয়ে নেয়।
♥ Winners : Tyson Kidd ও Cesaro
♠ Dean Ambrose vs. Curtis Axel
• অনেক দিন পরে কারটিক্স এক্সেলকে দেখে খুশি হলো, ডিন আসার পরে খুব পপ পায়। ম্যাচ শুরু হবার আগেই আম্ব্রোস অ্যাটাক শুরু করে দেয় এবং তারপর এক্সেলকে ডারটি ডিডস এর মাধ্যমে ফিনিশ করে দেয় এবং একটা মাইক নিয়ে ব্রে ওঅ্যাটের উপরে প্রোমো কাটে। এরপর আম্ব্রোস একটা আম্বুলেন্সের দিকে যায় কিন্তু সেটা সেখান থেকে পালিয়ে যায়। অর্থাৎ ডিন আজকে ম্যাচ খেলার জন্য নয় প্রোমো কাটার জন্য এসেছিল, আক্সেলের আর খেলা হয়ে উঠলো না।
♥ Winner : No-Contest
♠ The Ascension vs. Local Wrestlers
• আগের দিনের Raw তে ডেবিউ করার পরে দ্য আক্সেশন তাদের জয়ের ধারা বজায় রাখে। ম্যাচ শুরু হবার কিছুক্ষণের মধ্যেই লোকাল রেসলারগুলিকে পিশিয়ে দিয়ে জয় ছিনিয়ে নেয়।
♥ Winners : The Ascension
♠ The Usos ও R-Truth vs. Stardust, Goldust ও Adam Rose
• অ্যাডাম রোজ হল হিল। ম্যাচটা মোটামুটি ভালোই হয়। শেষের দিকে দুইজন রোজবাডস রিঙ্গে ঢুকার চেষ্টা করে কিন্তু উসোসরা তাদেরকে সুপারকিক দেয় এবং তারপর জয়লাভ করে।
♥ Winners : The Usos ও R-Truth
◘ এরপর একটা ব্যাকস্টেজ সেগমেন্ট হয় যেখানে E&C স্টেফনি মিকম্যানের ছবির উপরে কিছু ড্রয়িং করে।
♠ Roman Reigns vs. Rusev
• তাদের মধ্যে ভালো ম্যাচ আশা করা হয়েছিল কিন্ত এই ভালো ম্যাচ হবার আগেই বিগ শো চলে আসে এবং রেইন্স তাকে সুপারম্যান পাঞ্চ হিট করে, এরপর বিগ শো এবং রেইন্সের মধ্যে ফাইট লেগে যায় এবং রেফারি ডিস্কোয়ালিফিকেশনে রোমানকে জয়ী হিসাবে ঘোষণা করে দেয়।
♥ Winner by DQ : Roman Reigns
◘ এরপরে শো এবং রোমানের মধ্যে যুদ্ধ চলতে থাকে। বিগ শো একটা স্পিয়ার দেওয়ার চেষ্টা করে কিন্তু রোমান হটে যায় এবং শো আনাউন্স টেবিল পার হয়ে গিয়ে পরে। এরপরে রেইন্স আনাউন্স টেবিলটাকে শো এর উপরে উল্টিয়ে ফেলে দেয় এবং সেলিব্রেশনের মাধ্যমে আজকের স্মাকডাউন শেষ করে এবং ২০১৪ এর শেষ জয় নিজের নামে নতিভুক্ত করে নেয়।
♦ আপনাদেরকে কেমন লাগলো বছরের শেষের এই স্মাকডাউনটা?? এইটাই ছিল হয়তো আমার দেওয়া শেষ রেজাল্ট কারন এরপরে আমি কুইট করবো, আর Raw, PPV তো লাইভ দেখবেন...ভালো থাকবেন সবাই, আশা করি সামনের বছর সবাইয়ের খুশিতে কাটবে এবং সবাই খুব মজা করবেন, হ্যাপি নিউ ইয়ার ২০১৫ ইন আডভান্স। :)