◘ আজকের স্মাকডাউন শুরু করে এজ এবং ক্রিস্টিয়ান মিলে। আগের দিনের Raw এর ঘটনার জন্য এজ সবাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু ক্রিস্টিয়ান বলে যে এখানে তারা ফান করার জন্য এসেছে। তাদের কথাতে বাঁধা দেয় সেথের চামচাদ্বয় তাও আবার বিগ স্ক্রিনের মাধ্যমে, যখন তারা একটা limousine গারি থেকে নামছিল। এরপর তারা রিঙ্গে গিয়ে জানিয়ে দেয় যে আগের দিনের ঘটনার জন্য সেথ রলিন্স বা বিগ শো কেউই দায়ি নয়।  তারা আরও বলে যে অথোরিটি তাদেরকে E&C কে দেখার জন্য পাঠিয়েছে। এরপর এজ আনাউন্স করে দুইটি ম্যাচ-  Ryback vs. Big Show এবং Rusev vs. Roman Reigns।  

♠ Bray Wyatt vs. Erick Rowan

• তাদের মধ্যে দারুন ম্যাচ হয়, শেষে Sister Abigail এর মাধ্যমে ব্রে জয়লাভ করে। 

♥ Winner : Bray Wyatt

◘ ম্যাচের পরে ওঅ্যাট একটা প্রোমো কাটে এবং বলে যে সোমবারের আম্বুলান্স ম্যাচে ডিন অ্যামব্রোসকে আল্টিমেটভাবে পেই করতে হবে। 

♠ Ryback vs. Big Show

• তাদের মধ্যে দারুন ম্যাচ চলে যা আশা করা হয়নি। উভয়েই একে অপরকে ভালোভাবে ধোলাই দেয়। কিন্তু ম্যাচের মধ্যে হঠাৎ করে রাশিয়ান ফ্লাগ দেখা যায় এবং রুসেভ ও লানা চলে আসে রাইব্যাককে ডিস্ট্রাক্ট করার জন্য। এই সুযোগে রাইব্যাক যখন রোপে ছিল তখন শো নক আউট পাঞ্চ মেরে দেয় এবং রাইব্যাক নীচে পরে যায়, এবং ১০ কাউন্ট পার হপ্যে গেলেও উঠতে না পারায় বিগ শো কাউন্ট আউটের মাধ্যমে জিতে যায়। 

♥ Winner : Big Show

◘ ম্যাচের পরে রুসেভ রাইব্যাককে অ্যাটাক করে কিন্তু রাইব্যাক কাউন্টার করে রুসেভকেই ক্লোথসলাইন দিয়ে রিঙ্গের বাইরে ফেলে দেয়। 

♠ Tyson Kidd ও Cesaro vs. Los Matadores

• মোটামুটি ভালোই ম্যাচ হয়। শেষে টাইসন কিড এবং সিজারো রোপ থেকে একটা ডবল টিমের মুভ ব্যবহার করে এবং জয় ছিনিয়ে নেয়। 

♥ Winners : Tyson Kidd ও Cesaro

♠ Dean Ambrose vs. Curtis Axel 

• অনেক দিন পরে কারটিক্স এক্সেলকে দেখে খুশি হলো, ডিন আসার পরে খুব পপ পায়। ম্যাচ শুরু হবার আগেই আম্ব্রোস অ্যাটাক শুরু করে দেয় এবং তারপর এক্সেলকে ডারটি ডিডস এর মাধ্যমে ফিনিশ করে দেয় এবং একটা মাইক নিয়ে ব্রে ওঅ্যাটের উপরে প্রোমো কাটে। এরপর আম্ব্রোস একটা আম্বুলেন্সের দিকে যায় কিন্তু সেটা সেখান থেকে পালিয়ে যায়। অর্থাৎ ডিন আজকে ম্যাচ খেলার জন্য নয় প্রোমো কাটার জন্য এসেছিল, আক্সেলের আর খেলা হয়ে উঠলো না। 

♥ Winner : No-Contest

♠ The Ascension vs. Local Wrestlers 

• আগের দিনের Raw তে ডেবিউ করার পরে দ্য আক্সেশন তাদের জয়ের ধারা বজায় রাখে। ম্যাচ শুরু হবার কিছুক্ষণের মধ্যেই লোকাল রেসলারগুলিকে পিশিয়ে দিয়ে জয় ছিনিয়ে নেয়। 

♥ Winners : The Ascension

♠ The Usos ও R-Truth vs. Stardust, Goldust ও Adam Rose

• অ্যাডাম রোজ হল হিল। ম্যাচটা মোটামুটি ভালোই হয়। শেষের দিকে দুইজন রোজবাডস রিঙ্গে ঢুকার চেষ্টা করে কিন্তু উসোসরা তাদেরকে সুপারকিক দেয় এবং তারপর জয়লাভ করে। 

♥ Winners : The Usos ও R-Truth

◘ এরপর একটা ব্যাকস্টেজ সেগমেন্ট হয় যেখানে E&C স্টেফনি মিকম্যানের ছবির উপরে কিছু ড্রয়িং করে।

♠ Roman Reigns vs. Rusev

• তাদের মধ্যে ভালো ম্যাচ আশা করা হয়েছিল কিন্ত এই ভালো ম্যাচ হবার আগেই বিগ শো চলে আসে এবং রেইন্স তাকে সুপারম্যান পাঞ্চ হিট করে, এরপর বিগ শো এবং রেইন্সের মধ্যে ফাইট লেগে যায় এবং রেফারি ডিস্কোয়ালিফিকেশনে রোমানকে জয়ী হিসাবে ঘোষণা করে দেয়। 

♥ Winner by DQ : Roman Reigns

◘ এরপরে শো এবং রোমানের মধ্যে যুদ্ধ চলতে থাকে। বিগ শো একটা স্পিয়ার দেওয়ার চেষ্টা করে কিন্তু রোমান হটে যায় এবং শো আনাউন্স টেবিল পার হয়ে গিয়ে পরে। এরপরে রেইন্স আনাউন্স টেবিলটাকে শো এর উপরে উল্টিয়ে ফেলে দেয় এবং সেলিব্রেশনের মাধ্যমে আজকের স্মাকডাউন শেষ করে এবং ২০১৪ এর শেষ জয় নিজের নামে নতিভুক্ত করে নেয়। 

♦ আপনাদেরকে কেমন লাগলো বছরের শেষের এই স্মাকডাউনটা?? এইটাই ছিল হয়তো আমার দেওয়া শেষ রেজাল্ট কারন এরপরে আমি কুইট করবো, আর Raw, PPV তো লাইভ দেখবেন...ভালো থাকবেন সবাই, আশা করি সামনের বছর সবাইয়ের খুশিতে কাটবে এবং সবাই খুব মজা করবেন, হ্যাপি নিউ ইয়ার ২০১৫ ইন আডভান্স। :) 

☻WWE SmackDown স্পইলার রেজাল্ট, ৩১ ডিসেম্বর ২০১৪

◘ আজকের Raw -এর শুরুতেই একটা ভিডিও প্যাকেজ দেখানো হয় পুরানো দুই বন্ধু এজ এবং ক্রিশ্চিয়ানকে নিয়ে। এরপর আনাউন্সার এজ ও ক্রিশ্চিয়ানকে ডেকে নেয় এবং দর্শকরা পপে ফেটে পরে। তারা দুজনে আসে, এজ আসে Sami Zayn -এর সার্ট পরে, ক্রিশ্চিয়ানকে বলে তারা আজকের শোটাকে E&C স্টাইলে করবে। এরপর কিছু কথাবাত্রা করে এজ আকজের জন্য Rollins vs. Reigns ম্যাচ এবং ক্রিস্টিয়ান Ziggler vs. Rusev ম্যাচ ঠিক করে। এরপর দুই বন্ধু মিলে ফটোগ্রাফারদের জন্য একটা পোজ দেয়, কিন্তু তারপরেই হিট করে দ্য বিস্ট ব্রক লেস্নারের মিউজিক। হেইমান তাদেরকে লেস্নার দ্বারা ঘার ভাঙ্গার কথা বলে এবং এরপরে আসে জন সিনা।  

◘ এরপর সিনা লেস্নারকে AA দিতে গেলে লেস্নার সেটাকে প্রতিরোধ করে এবং সেখান থেকে পালিয়ে যায় হেইম্যানকে নিয়ে। এইভাবেই সেগমেন্টটা শেষ হয়। 

♠ WWE Intercontinental Champion vs. WWE United States Champion
Dolph Ziggler vs. Rusev w/ Lana  

তাদের মধ্যে ভালো ম্যাচ হয়, শেষে রুসেভ রেফারিকে অমান্য করে রিঙ্গের কর্নারে গিয়ে জিগ্লারকে চেপে ধরে রাখে এবং রেফারি ৫ কাউন্ট গুনে তাদেরকে আলাদা করার চেষ্টা করে কিন্তু রুসেভ অনড় থাকলে রেফারি ম্যাচটাকে ডিস্কোয়ালিফিকেশন করে দেয়। 

♥ Winner by Disqualification: Dolph Ziggler

◘ ম্যাচের পরে রুসেভ তার আকোলেড আপ্লাই করে জিগ্লারকে কাবু করে ফেলে কিন্তু রাইব্যাক চলে আসে এবং তাকে সেভ করে এরপর  সে একটা প্রোমো কাটে যার মাধ্যমে সে নিজের ব্যাপারে কিছু সন্দেহকে ক্লিয়ার করে দেয়। 

♠ Natalya w/ Tyson Kidd vs. Nikki Bella w/ Brie Bella 

র‍্যাক অ্যাটাকের মাধ্যমে নিক্কি জয়লাভ করে। 

♥ Winner : Nikki Bella 

♠ The Usos vs. The Miz and Damien Mizdow (c’s) (WWE Tag Team Championships Match)

তাদের মধ্যে স্বাভাবিকভাবেই ভালো ম্যাচ হয় এবং শেষে মিজ জেই উসোকে পুনরায় স্কাল ক্রাশিং ফিনালে দিতে গেলে সে কাউন্টার করে এল্বোউ দেয় এবং তার ভাইকে ট্যাগ করে, জিমি এসে মিজকে একটা সুপারকিক দেয়, এরপর উসোসরা মিলে Stereo superkicks দিয়ে মিজকে বশে আনে এরপর, জিমি সুপারফ্লাই স্প্লাশ দিয়ে জয়লাভ করে এবং নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে যায়। 

♥ Winner : The Usos

♠ Cesaro vs. Bad News Barrett 

আজকে ব্যাড নিউজ ব্যারেট রিটার্ন করে ফেস হিসাবে এবং একটা প্রোমো কাটে। তাদের মধ্যে দারুন ম্যাচ হয় এবং ব্যারেট শেষে Bull Hammer এর মাধ্যমে জয়লাভ করে। এই ম্যাচটা মিস করবেন না। 

♥ Winner :  Bad News Barrett 

♠ Jack Swagger vs. Luke Harper 

ভালো ম্যাচ হয়, শেষে প্রত্যাশিতভাবে হারপার ডিস্কাস ক্লোথস্লাইনের মাধ্যমে জয়লাভ করে। 

♥ Winner: Luke Harper

◘ এরপর ব্যাকস্টেজে দেখা যায় সিনা এবং E&C পরস্পরের সঙ্গে পুরানো দিনের কিছু কথা বলছে।

♠ Roman Reigns vs. Seth Rollins

দারুন ম্যাচ হয় দুজনের মধ্যে, বিগ শো আনাউন্সার টেবিলে ছিল। শেষের দিকে রোমান ও রেইন্সের একে অপরের মুভকে কাউন্টার করতে থাকে। কিন্তু রেইন্স একটা সুপারম্যান পাঞ্চ দিয়ে দেয় এবং স্পিয়ার দেওয়ার জন্য রেডি হয়, কিন্তু বিগ শো নিজের বুদ্ধি লাগায় এবং রেইন্সকে রিং থেকে টেনে বার করে নেয় এবং আনাউন্সার টেবিলের দিকে তাকে ছুরে মারে, যার ফলে ডিস্কোয়ালিফিকেশন ঘটে। 

♥ Winner by DQ: Roman Reigns

◘ এরপর বিগ শো টেবিলটাকে রেইন্সের উপর ফেলে দেয়। তারপর ব্যাকস্টেজে দেখা যায় সেথ রলিন্স সিনাকে ইনভাইট করবে পিপ শোতে যাওয়ার জন্য। 

◘ এরপর আসে ড্যানিয়েল ব্রায়েন এবং দর্শকরা চিৎকারে ফেটে পরে, কিন্তু আজকেই হয়তো সবথেকে দুঃখের দিন, আজকেই হয়তো সে তার রিটায়ারমেন্ট ঘোষণা করবে। 

◘ ড্যানিয়েল ব্রায়েন সেরকমভাবেই বলতে থাকে যেন সে রিটায়ার করবে এবং কিছুক্ষণ বলার পরে সে তার টোন চেঞ্জ করে এবং ঘোষণা করে দেয় যে সে রিটায়ার করবে না! সে আরও জানায় যে সে একদম রেডী এবং রয়্যাল রাম্বালে ফাইট করার জন্য সে প্রস্তুত, এত পুরাই উলটা কেস। 

◘ এরপর ব্যাকস্টেজে E&C মিজকে নিয়ে মজা করে, মিজ বলে তার ট্যাগ টিম টাইটেলের জন্য একটা রিম্যাচ চাই, এজ বলে যে তারা একটা ম্যাচ পাবে কিন্তু সেটা ট্যাগ টিম টাইটেলের জন্য নয়। 

♠ Miz and Mizdow vs. The Ascension

The Ascension আজকে Raw তে বহু-প্রতীক্ষিত ডেবিউ করে এবং দর্শকদের কাছ থেকে অনেক চিয়ার পায়। তারা খুব সহজেই জয় লাভ করে, মিজডোউ এর উপরে Fall of Man হিট করে পিনের মাধ্যমে তারা জয়লাভ করে। এবার ট্যাগ টিমদের মজা বাড়বে। 

♥ Winners: The Ascension

◘ রিনি এবার রলিন্সের ইন্টারভিউ নেয়, সে বলে যে ব্রক লেস্নারকেও সে ইনভাইট করবে পিপ শো এর জন্য। 

◘ এবার হবে দ্য পিপ শো, হোস্ট হিসাবে এজ এবং ক্রিস্টিয়ান চলে আসে, তাদের প্রথম গেস্ট হিসাবে আসে চামচাসহ সেথ রলিন্স। এরপর রলিন্স ইম্প্রেস করার চেষ্টা করলে E&C মোটেও প্রভাবিত হয়নি, রলিন্স তার এই বছরের রিক্যাপকে একবার দেখায় এবং বলে যে তার থেকে ভালো কার কেটেছে এই বছর? জবাবে E&C অনেকগুলি নাম করে দেয় এবং রলিন্স রেগে যায়। রলিন্স বলে সে এখন শুধ্রে গেছে এবং সে আগেকার রলিন্স হিসাবে থাকতে চাইনা সে হতে যায় নতুন রলিন্স এবং এই খুশিতে সে সেলিব্রেট করতে চাই এবং তার জন্য লাগবে বিগ শোকে। 

◘ এরপর রলিন্স সিনাকে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু অনেকক্ষণ কেটে গেলেও সে আসে না। এরপর রলিন্স ক্রিস্টিয়ানকে তার MITB ব্রিফকেস দিয়ে অ্যাটাক করে। এজ তাকে বাঁচাবার চেষ্টা করলে বুঝতে পারে যে তাকে ঘিরে রয়েছে রলিন্স, চামচাস এবং বিগ শো। এরপর বিগ শো এজের মাথাকে ধরে ব্রিফকেসটার উপরে শুইয়ে দেয়, অর্থাৎ এজের মাথার নীচে ব্রিফকেস থাকে এবং মাথার উপরে রলিন্স নিজের পা দিয়ে চেপে রাখে। এটা দেখে সিনা দৌড় মেরে চলে আসে, কিন্তু রলিন্স বলে যে আর কাছে এসোনা নাহলে আমি এজের ঘারের উপরেই কারব স্টোম্প মেরে দিবো। এরপর রলিন্স বলে যে সিনা জানে আমি কি চাই, সিনাকে দেখে মনে হয় সে যেন এক্ষণই রিঙ্গের দিকে ছুটে যাবে, কিন্তু রলিন্স তার পাকে আবার এজের গলার কাছে নিয়ে এলে সিনা থেমে যায়। 

◘ রলিন্স সতর্ক করে দেয় যে সে একজন পিতা এবং একজন স্বামীকে আহত করে দিতে পারে, যদি সিনা অথরিটিকে ব্যাক না করায়। কয়েকমিনিট ধরে উল পরে সিনা শেষ পর্যন্ত সেথের কথাই রাজি হয় এবং অথরিটিকে ব্যাক করাতে রাজি হয়ে যায়, এবং সেথরা সেলিব্রেট করতে শুরু করে দেয়। কিন্তু তারপরেও এজকে কারব স্টোম্প মারার চেষ্টা করা হয় যদিও সিনা টাইমের মধ্যে এসে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু বাঁচানো হলেও বিগ শো তাকে নক আউট পাঞ্চের মাধ্যমে নক আউট করে দেয়। 

◘ এরপর Paul Heyman, Lesnar, Triple H এবং  Stephanie তাদের সঙ্গে জোগ দেয় এবং তাদের রিটার্ন সেলিব্রেট করে, অর্থাৎ এই বছরের শেষ Raw টা শেষ হয় অথরিটির রিটার্ন এবং হিলদের জয় দিয়ে, কেমন লাগলো আপনাদের আজকের Raw?? 

$ 9.99 B|

☻WWE Raw রেজাল্ট, ৩০ ডিসেম্বর ২০১৪


◘ এই সপ্তাহের ক্রিসমাস এডিশনের Raw শুরু হয়েছে গিফটের বাক্স দিয়ে ভর্তি স্টেজের মাধ্যমে, আজকের Raw তেই থাকছে Piper's Pit, যার গেস্ট হবে রুসেভ, তবে প্রথমে হবে কিছু স্পেশাল...Ho Ho Hogan আজকের শো শুরু করে, হাল্ক হোগান পুরোপুরি সান্টার ড্রেস পরে হয়ে যায় হো হো হোগান, যদিও মিক ফোলিকেই এটাতে মানায় বেশী। হোগান প্রথমে গিফটের নাম করে আজকে হতে চলা ম্যাচগুলির ব্যাপারে বলতে থাকে। এরপর জন সিনার মিউজিক হিট করে এবং সে ক্রাউডদের কাছ থেকে মিশ্র রিঅ্যাকশন পায়।

◘ সিনা আগের সপ্তাহের ব্রক লেস্নারের ধ্বংসলীলার ভিডিও দেখায়। সে রলিন্সের বিরুদ্ধে একটা ম্যাচ চাই এবং এটা শুনে রলিন্স চলে আসে। সে হোগান এবং সিনা উভয়কে লেজেন্ড বলে কিন্তু তারপরেই মনে করিয়ে দেয় যে সিনার টাইম শেষ এখন তার টাইম শুরু। সে আরও বলে যে অথরিটির Raw চালানো উচিত, হোগানের নয়, যার সঙ্গে আমিও একমত। এরপর তাদের মধ্যে কিছু কথাবাত্রা হয় এবং সিনা vs. রলিন্স ম্যাচ ঠিক হয়, যেটা হবে এরপরেই। 

♠ John Cena vs. Seth

• তাদের মধ্যে ভালো ম্যাচ হয়। শেষের দিকে রলিন্স কারব স্টোম্প দিতে গেলে সিনা কাউন্টার করে এবং রলিন্সকে STF -এর মাধ্যমে লক করে ফেলে। কিন্তু নোবেল এবং মার্কারি চলে আসায় সিনাকে সেটা ছারতে হয়। এরপর সিনা সুপারমানের মতো চামচা দুটিকে ডবল AA হিট করে এবং তারপরেই সেথ রলিন্সকেও AA হিট করে আজকের Raw -এর প্রথম ম্যাচে দারুনভাবে জয়লাভ করে। 

♥ Winner: John Cena

◘ এরপর কেইনের একটা প্রোমো দেখানো হয়। 

♠ Fandango vs. Jack Swagger

• ফান্ডাঙ্গো টপ রোপ থেকে লেগ ড্রপের মাধ্যমে এই শর্ট ম্যাচটাতে জয়লাভ করে। 

♥ Winner: Fandango

◘ এরপর দ্য নিউ ডেই এর একটা প্রোমো দেখানো হয়। 

♠ Adam Rose vs. R-Truth

• ম্যাচ শুরুর আগে, রোসের সঙ্গে বানি আসে এবং বানির একটা নেকব্রেস ছিল। ম্যাচ শুরু হবার পরে ফাইটিং কম ডান্সিং বেশী হয়েছে এবং খুবই তাড়াতাড়ি রোল আপের মাধ্যমে ট্রুথ জয়লাভ করে। 

♥ Winner: R-Truth

◘ ম্যাচের পরে বানি রোসকে সান্ত্বনা দিতে এলে, রোস তাকে স্পাইনবাস্টার দেয় এবং তারপর নির্দয়ভাবে আঘাত করতে থাকে। বানিকে দারুনভাবে মারার পরে রোস এক্সটিক এক্সপ্রেস ছেড়ে সোজা চলে যায়, অর্থাৎ সে অফিসিয়ালি হিল টার্ন করলো। 

♠ Big Show vs. Roman Reigns

• ম্যাচের শেষের দিকে রোমান বিগ শোকে একটা সামোয়ান ড্রপ দেয় এবং তারপর সুপারম্যান পাঞ্চ দিতে যায় কিন্তু শো তাকে ধরে নেয়, কিন্তু শেষপর্যন্ত বিগ শো, রোমানের আপ্রন ড্রপ কিকের পজিশনে চলে আসে এবং রোমান সেটাই ব্যবহার করে, রিঙ্গের নীচে রোমান শোকে সুপারম্যান পাঞ্চ হিট করে এবং শো আনাউন্স টেবিলের উপরে গিয়ে পরে। এরপর কাউন্ট আউটের মাধ্যমে রোমান জিতে যায় কারন বিগ শো আর উঠতেই পারেনি। 

♥ Winner: Roman Reigns

♠ Brie Bella vs. Natalya

• ম্যাচের শেষে ব্রী টাইসনের দিকে একটা ফ্লাইং কিস দিয়ে Natalyaকে তার সাবমিশন হোল্ডে লক করার চেষ্টা করে কিন্তু Natalya কাউন্টার করে তাকে শার্পশুটার, কিন্তু ব্রি এটার কাউন্টার করে এবং রোল আপের মাধ্যমে জয়লাভ করে। 

♥ Winner: Natalya

◘ ম্যাচের পরে নিক্কি আপ্রনে উঠলে Natalya তাকে হিট করে এবং ডিভাস টাইটেলটীকে তার মাথার উপরেই তুলে ধরে। 

♠ Gold and Stardust vs. Los Matadores

• একপর্যায়ে, ফারনান্দো ট্যাগ লাভ করে এবং উভয় ডাস্ট ব্রাদারকেই মারতে শুরু করে দেয়। এরপর টোরিটো একধরনের গোপন ট্যাগ দিয়ে গোল্ডডাস্টের উপর মুন্সল্ট দেয় এবং সবাইকে অবাক করে দিয়ে ম্যাটাডোরস জয়লাভ করে। 

♥ Winners: Los Matadores

♠ Dolph Ziggler vs. Luke Harper (IC Title Match)

• শেষের দিকে জিগ্লার, হারপারকে যথাক্রমে ফেসবাস্টার এবং fameasser হিট করে, কিন্তু তাতেও হারপারকে পিন করতে অসামর্থ্য হয়। এরপর তারা উভয়েই নিজের পায়ে দাঁড়াতে থাকে এবং সেই অবস্থাতেও একে অপরকে মারতে থাকে। এরপর জিগ্লার আরও দুইটা সুপারকিক হিট করে এবং ফাইনালি তারপরেই জিগ-জ্যাগ হিট করে হারপারকে পিন করে জয়লাভ করে। 

♥ Winner: Dolph Ziggler

◘ এইটা ছিল আজকের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ, জিগ্লার দারুন পারফর্মেন্স করে। ম্যাচের পরে জেরি, জিগ্লারের একটা ইন্টারভিউ নেয়, সে বলে ক্রাউডরা এই জয়ে তাকে সাহায্য করেছে। জিগ্লার মনে করিয়ে দেয় যে এই অবস্থায় আসার লেগে তাকে অনেক বাঁধা পার করতে হয়েছে। 

◘ Rowdy Roddy Piper চলে আসে তার ফেমাস Piper's Pit সেগমেন্টের জন্য, যার কথা প্রথমেই বলা হয়েছিল। এরপর আসে রুসেভ এবং লানা, তারা আমেরিকাতে হওয়া ক্রিসমাসকে ইন্সাল্ট করে, এবং পাইপার তার উপরে রেগে যায়। এরপর লানা স্মাকডাউনে রুসেভের উপরের আক্রমনের ঘটনা দেখায়। এরপর পাইপার বলে যে তাদের জন্য একটা ক্রিসমাস স্পেশাল গিফ্ট আছে এবং সেই গিফট হল রাইব্যাক নিজেই! এরপর রাইব্যাক আসে এবং রিঙ্গের বাইরে তাদের দেখা হয়, রাইব্যাক প্রায় সঙ্গে সঙ্গেই তাকে ধোলাই দেওয়া শুরু করে দেয়। এরপর সে রুসেভকে রিঙ্গের মধ্যে নিয়ে যায়, কিন্তু এই সুযোগে রুসেভ কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয়। কিন্তু রাইব্যাক তাকে হঠাৎ করেই একটা স্পাইনবাস্টার হিট করে, এবং মিটহুক দিতে গেলে রুসেভ রোল করে রিং থেকে বেড়িয়ে যায় এবং সেখান থেকে চলে গিয়ে বুদ্ধিমানের কাজ করে। 

♠ Alicia Fox, Emma and Naomi vs. Cameron, Summer Rae and Paige

আলিসিয়া ফক্স একটা অজানা মুভের মাধ্যমে ক্যামেরনকে পিন করে এবং জয়লাভ করে। 

♥ Winners: Fox, Emma and Naomi

♠ The Miz vs. Jey Uso

• শেষের দিকে উসো  এবং মিজ একে অপরের মুভকে কাউন্টার করতে থাকে, শেষে মিজ রোল আপের মাধ্যমে উসোকে শক্ত করে ধরে এবং জয়লাভ করে। 

♥ Winner: Miz

◘ এইবার হবে আজকের আসল ম্যাচ, আজকের মেইন ইভেন্ট ডিন vs. ওঅ্যাট। 

♠ Bray Wyatt vs. Dean Ambrose

• ম্যাচের আগে ব্রে ক্রিসমাসের গানটা একটু গেয়ে শুনায়।  তাদের মধ্যে দারুন ম্যাচ হয়। শেষে আম্ব্রোস কর্নারের দিকে একটা ল্যাডার ফিট করে, কিন্তু হঠাৎ করে ওঅ্যাট চলে আসে এবং তাকেই ল্যাডারটির উপরে স্লাম করে দেয়। এরপর সিস্টার আবিগেইল দিতে গেলে আম্ব্রোস কাউণ্টার করে এবং এবার ওঅ্যাটকে ল্যাডারটিতে স্লাম করে এবং দুই কাউন্ট পেতে সক্ষম হয়। এরপর আম্ব্রোস ল্যাডারটার উপরে উঠে এবং ওঅ্যাটের মাথায় একটা এল্বোউ শট হিট করে কিন্তু এবারও ওঅ্যাট কিক আউট করে দেয়। এরপর আম্ব্রোস হাতে একটা চেয়ার নেয় এবং ল্যাডার উঠে যায়, কিন্তু ওঅ্যাট উঠে দাঁড়ায় এবং আম্ব্রোসের দিকে একটা চেয়ার ছুরে মারে, এরপর ব্রে, কেন্ডো স্টিকের উপর ডীনের মুখকে স্লাম করে তাকে কভার করে জয়লাভ করে এবং তাদের ফিউডে নিজেকেই এগিয়ে রাখে। 

♥ Winner: Bray Wyatt

◘ ম্যাচের পরে আম্ভ্রোস একটা ফায়ার এক্সটিঙ্গুইশার নিয়ে আসে এবং ওঅ্যাটের মুখে সেটাকে স্প্রে করে দেয়, এরপর তাকে একটা টেবিলের উপরে শুইয়ে দেয়। এরপর ফাইনালি একটা এল্বোউ ড্রপের মাধ্যমে টেবিল এবং ওঅ্যাট উভয়েকেই ডিন ভেঙ্গে ফেলে। তারা দুজনেই নিজের পায়ে দাঁড়াতে পারেনি, যদিও শুয়ে থাকা অবস্থাতেই ডিনের মুখে হাসি ছিল। এইভাবেই আজকের Raw শেষ হয়। 




WWE Raw রেজাল্ট, ২৩ ডিসেম্বর ২০১৪


আজকের স্ম্যাক ডাউন Sioux City, Iowa তে অনুষ্ঠিত হয়।

* Hulk Hogan স্ম্যাকডাউন কিকঅফ করে এবং অনেক পপ পায়। সে সবাইকে জানিয়ে দেয় যে আজকে সে স্ম্যাকডাউনের জেনারেল ম্যানেজার। তারপর Seth Rollins এসে হোগেনকে ইন্সাল্ট করে ও রিং ত্যাগ করতে বলে। হোগেনের হয়ে Dolph Ziggler আসে। তার Big Show এসে হোগেন ও যিগলারকে নোকআউট করার ভয় দেখায়। তখন Roman Reigns এসে ইন্টারফেস করে। তারপর হোগেন আজকের মেইন ইভেন্টের জন্য Rollins এবং Show vs. Reigns এবং Ziggler ট্যাগ টীম ম্যাচের ঘোষণা দেয়।

* Kane vs. Ryback 

Rusev এসে ইন্টারফেস করার পূর্ব পর্যন্ত ম্যাচটা ভালই চলছিলো। কেইন রাইব্যাক কে চোকস্ল্যাম দিতে গেলে সেটাকে ব্লক করে রাইব্যাক রুসেভকে আ্যাপ্রোনে knock করে। শেলসক দিয়ে রাইব্যাক ম্যাচ জিতে যায়। কিন্তু ম্যাচের পরে কেইন আর রুসেভ মিলে তাকে মারতে থাকে।
Winner→ Ryback 

* Hulk Hogan এসে Rusev এর সম্মুখীন হয় এবং তাকে জানিয়ে দেয় যে আজকে সে United States চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে।

* Naomi vs Alicia Fox 

নাওমি খুব দ্রুত এই ফালতু ম্যাচটা জিতে যায়।
Winner→ Naomi

* R-Truth vs. Adam Rose

 আজকে রোজবাডদের সাথে বানি ছিল না। এডাম তার ফিনিশারের মাধ্যমে খুব সহজেই ম্যাচটা জিতে যায়।
Winner→ Adam Rose

* Lana আর Rusev একটি প্রোমোর জন্য আসে। কিছুক্ষণ পর সে Dean Ambrose এর বিপক্ষে তার US চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে।

Dean Ambrose vs. Rusev

তাদের মধ্যে খুব ভাল একটা ম্যাচ চলছিলো। কিন্তু Bray Wyatt এসে ম্যাচের মধ্যে ইন্টারফেস করে। তারা রিং এর বাইরে ফাইট করতে থাকে, এম্ব্রোস ব্রে ওয়াইটকে এনাউন্স টেবিলের উপর ফেলে দেয়। এম্ব্রোস টাইম কিপারস এরিয়া থেকে স্টীল চেয়ার এনে ওয়াইটকে হিট করে। এম্ব্রোস ব্রে কে রিং এ নিয়ে যায় তারপর নিচে নেমে একটার পর একটা চেয়ার রিং এর দিকে ছুড়তে থাকে। কিন্তু ব্রে সেখান থেকে পালিয়ে যায়।

* The Miz vs. Jimmy Uso 

তাদের partners রা রিংসাইডে উপস্থিত ছিল। মিজ ম্যাচ চলাকালীন রিং ছেড়ে চলে যায়। কিন্তু জিমি তাকে আবার নিয়ে আসে। মিজ জিমির সাথে হ্যান্ডশেক করতে চায়। কিন্তু জিমি দুইটা সুপারকিক আর splash এর মাধ্যমে ম্যাচটা জিতে যায়।
Winner→ Jimmy Uso

* ব্যাকস্টেজে Stardust এবং Goldust এর ফালতু প্রোমো দেখানো হয়।

* ব্যাকস্টেজে Hogan কে দেখা যায় Reigns আর Ziggler এর সাথে কথা বলতে।

* Dolph Ziggler and Roman Reigns vs. Big Show and Seth Rollins 

রোলিন্স রেইন্সকে কন্ট্রল করে। যিগলার ট্যাপ করে রিং এ আসে কিন্তু ম্যাচ তখনো রোলিন্স আর বিগ শোর কন্ট্রলেই ছিলো। রেইন্স যিগলারকে ট্যাপ করে আবার আসে, এক পর্যায়ে রোলিন্স কে স্পিয়ার দিয়ে ম্যাচ জিতে যায়।
Winners→ Dolph Ziggler and Roman Reigns

- রিংসাইডে ফ্যানদের সাথে যিগলার আর রেইন্স তাদের জয় সেলিব্রেট করে। আর এভাবেই শেষ হয় আজকের স্পেসাল স্ম্যাকডাউন।

#বিঃদ্রঃ আমেরিকায় হলিডের জন্য স্ম্যাকডাউন আগে ট্যাপ করা হয়েছে।

Credit :  Dewan Farhan Nadeem

••• WWE Smack Down spoilers •••

◘ আজকের সুপার স্মাকডাউন (আজকের স্মাকডাউন লাইভ ছিল USA নেটওয়ার্কে তাই এর নাম সুপার স্মাকডাউন) ফানডানগো এবং রোসা মেন্ডিসের ডান্স দিয়ে শুরু হয়। এরপর রোমান রেইন্সের মিউজিক হিট করে এবং সে ক্রাউডদের মধ্যে থেকে চলে আসে, অর্থাৎ ফান্ডাঙ্গোই হতে চলেছে রিটার্ন করার পরে তার প্রথম প্রতিপক্ষ। 

♠ Roman Reigns vs. Fandango

• তেমন কিছুই স্পেশাল হয় নি, আশাঅনুযায়ী, সুপারম্যান পাঞ্চ দিয়ে এবং তারপর স্পিয়ার দিয়ে রোমান রিটার্নের পরে তার প্রথম ম্যাচে জয়লাভ করে। 

♥ Winner: Roman Reigns

◘ JBL বলে যে, আম্ব্রোস এবং ওঅ্যাটরা অমানুষের মতো খেলেছে। এরপর আম্ব্রোস আসে এবং একটা প্রোমো কাটে, তারপর বিগ স্ক্রিনে ওঅ্যাট আসে এবং তার রিপ্লাই দেই এইভাবেই এই সেগমেন্টটা শেষ হয়। 

♠ The Usos ও Erick Rowan vs. Luke Harper, Miz ও Mizdow 

• ম্যাচের আগে রিং বেল হবার আগে থেকেই We want Mizdow চ্যান্ট শুরু হয়ে যায়। সবাইয়ের মধ্যেই ভালো ফাইটিং দেখা যায়। শেষে রোয়ান টপ রোপ থেকে মিজের উপর সুপারফ্লাই স্প্লাশ হিট করে এবং জয়লাভ করে। 

♥ Winners: Rowan and The Usos

◘ ব্যাকস্টেজে জিমি উসো এবং নাওমির একটা সেগমেন্ট দেখানো হয় কারন নাওমির ডিভাস টাইটেল ম্যাচ আছে, জিমি বলে যে সে মিজকে ট্রাস্ট করে না কিন্তু তার স্ত্রী আজকে ডিভাস টাইটেল ম্যাচ খেলবে তাই সে খুব উৎসাহী। 

◘ পরের ম্যাচের জন্য সেথ রলিন্স আসে, তার ম্যাচ হবার কথা রাইব্যাকএর সঙ্গে। কিন্তু রাইব্যাকের আসার আগেই স্টেজে থাকা অবস্থায় রুসেভ এসে তাকে অ্যাটাক করে এবং তার ম্যাচ বাতিল করে দেয়। এই সুযোগে রলিন্স বলে যে অথরিটিকে রিটার্ন করানো খুবই দরকার কারন এখন এটা একটা পাগলাগারদ হয়ে গিয়েছে! রলিন্স বলে যে ইঞ্জুরি থাকা সত্বেও সে খেলতে প্রস্তুত ছিল কিন্তু এখন তার কাছে কোন অপনেন্টই নাই!! 

◘ তারপরেই রলিন্স তার সুর পাল্টাই এবং বলে যে তাকে হয়তো একদিন ছুটি নেওয়া উচিত, এইবলে সে চলে যাচ্ছিল কিন্তু তারপরে জিগ্লারের মিউজিক হিট করে এবং সে চলে আসে। জিগ্লার তাকে ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে এবং কিছু উত্যক্ত কথা-বাত্রার পরে রলিন্স সেটাকে গ্রহন করে। 

♠ Naomi vs. Nikki Bella (Divas Title Match)

• নিক্কি মিডল রোপ থেকে নাওমির উপর ক্রস বডি হিট করে, কিন্তু নাওমি কিক আউট করে দেয়, এরপর নাওমিকে ছুরে রিঙ্গ থেকে বাইরে ফেলে দেয় নিক্কি, এবং মিজ আসে তাকে চেক করতে যে ঠিক আছে কিনা। এটা দেখে জিমি চলে আসে মিজকে তেরে দেয়। এই সুযোগে নিক্কি নাওমিকে রোল আপের মাধ্যমে পিন করে এবং তার ডিভাস চ্যাম্পিয়নশিপ রিটেইন করে। 

♥ Winner: Nikki Bella


◘ এই ঘটনাই নাওমি রেগে যায় এবং জিমি আপ্সেট হয়ে যায় কারন তার জন্যেই নাওমির এই হার। 

♠ Kane vs. Adam Rose

• খুব শর্ট ম্যাচ হয়, শেষে কেইন রোসকে একটা বিগ বুট এবং তারপর একটা চোক্সলাম দিয়ে জয়লাভ করে। 

♥ Winner: Kane

◘ যাওয়ার আগে কেইন বানিকে ধরে রিঙ্গে নিয়ে আসে এবং আগের দিনের মতোই তাকে আরও একটা Tombstone দিয়ে সেখান থেকে চলে যায়। 

♠ Dolph Ziggler vs. Seth Rollins

• যতটা আশা করা হয়েছিল ততটা লম্বা হয়নি ম্যাচটা। তাদের মধ্যে ভালো ম্যাচ হলে সেথের চামচাগুলি চিটীং করছিল। একসময় জিগ্লারকে তারা চোরামি করে মারে এবং রেফারি সেটাকে দেখে নেয় কিন্তু রেফারি নিয়ম অনুসারে ডিস্কোয়ালিফিকেশন না করে তাদেরকে রিংসাইড থেকে বেড়িয়ে যেতে আদেশ দেয়। এই সুযোগে জিগ্লার রলিন্সকে একটা জিগ-জাগ হিট করে এবং পিন করে জয়লাভ করে। 

♥ Winner: Dolph Ziggler

◘ প্রত্যেক বারের মতোই এরা এবারেও ভালোই ম্যাচ উপহার দিয়েছে এবং আজকের স্মাকডাউন এখানেই শেষ।। আজকের মতো প্রত্যেকবারেই সুপারস্মাকডাউন হলে খুব ভালো হয় কারন তাহলে রেজাল্টও ডিটেইলসে পাওয়া যায়, এবং ম্যাচ দেখাও যায়। 

☻WWE SmackDown স্পইলার, ১৭ ডিসেম্বর ২০১৪

◘ আজকের Raw কোন ভিডিও রিক্যাপ দিয়ে শুরু হয়নি...আজকের Raw শুরু হয় ক্রিশ জেরিকোর এন্ট্রান্স দিয়ে কারন সেই আজকের স্পেশাল গেস্ট জিএম। সে একটা প্রোমো কাটে এবং ফানডানগোকে রিঙ্গে ডাকে, কিন্তু ফান্ডাঙ্গোর বদলে রিঙ্গে এসে হাজির হয় পল হেইম্যান। এরপর হেইমান সেথের আগের দিনের ম্যাচের ব্যাপারে বললে সেথ রলিন্সও চলে আসে। রলিন্স এসে বলে যে তুমি যা বলতে চাও তা আমার মুখের সামনে বলো, এটা শুনে হেইম্যান পিছিয়ে আসে, রলিন্স বলে তার হারের একমাত্র কারন হচ্ছে রোমান রেইন্স। এরপর সিনার ব্যাপারে কিছু উত্যক্ত কথা বললে সিনাও সেখানে চলে আসে। এরপর জেরিকো তাদেরকে শান্ত করতে তাদের মধ্যে একটা স্টিল কেইজ ম্যাচ ঠিক করে দেয়। এরপর জেরিকো, হেইম্যান এবং সেথের মধ্যে কিছু কথা হয় হেইমান vs. জেরিকো ম্যাচ নিয়ে, অর্থাৎ হেইমানের কোন লোক নিশ্চয় আছে। 

♠ Dolph Ziggler and Erick Rowan vs. Luke Harper and Big Show

• ভালো ম্যাচ হয়। শেষে এরিক রোয়ান বিগ শো -এর কাছ থেকে KO পাঞ্চ খেয়ে আর কিক আউট করতে পারেনি এবং বিগ শো এর টিম উইনার হয়। 

♥ Winner: Big Show

◘ এরপর ব্যাকস্টেজে জেরিকো বলে যে হেইম্যানের সাথে বোঝাপড়ার পরে সে তার স্লামি অ্যাওয়ার্ডটা ফানডাঙ্গোর কাছ থেকে নিবে। 

♠ The Bella Twins vs. Alicia Fox and Natalya

• Natalya শেষে ব্রিকে শার্পশুটার দেয় এবং ব্রি ট্যাপ আউট করে দেয়। 

♥ Winners: Natalya and the Fox

◘ এরপর ক্রিশ জেরিকোর Highlight Reel সেগমেন্ট হয় যেখানে গেস্ট ছিল রুসেভ এবং লানা। 

♠ The New Day vs. Gold and Stardust 

• শেষে বিগ ই ট্যাগ দিয়ে আসে এবং উডসকে সাহায্য করে টপ রোপ থেকে ঝাঁপ মারার জন্য। তারপর উডস ট্যাগ দিয়ে ফিরে আসে এবং গোল্ডডাস্টকে Midnight Hour দিয়ে আরও একটা ম্যাচ জিতে যায়। 

♥ Winners: The New Day

♠ Kane vs. Adam Rose

• এই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত কেইন ডমিনেট করে এবং শেষে বানি এবং রোজ উভয়কেই চোক্সলাম দিয়ে জয়লাভ করে। 

♥ Winner: Kane

◘ অনেকদিন পরে কেইনকে এই রূপে দেখা গেল, ম্যাচের পরে স্মৃতি হিসাবে দ্য বানি কে Tombstone দিয়ে ঘুম পারিয়ে দেওয়া হয়। 

◘ এরপরে জেরিকো আসে তার প্রতিপক্ষ হেইমানের সঙ্গে ম্যাচ খেলতে। হেইমান আসার পরে জেরিকোকে একটা চেক দিতে চাই ম্যাচটা না খেলার জন্য কিন্তু জেরিকো সেটাকে ছুরে ফেলে দেয়। এরপর ম্যাচের টাইপের জন্য ভোট রেজাল্ট দেখানো হয়, যেটাতে  Street Fight জিতে যায়, অর্থাৎ তাদের ম্যাচ হবে Street Fight। 

◘ এরপর হেইমান নিয়ে আসে তার ক্লাইন্ট ব্রক লেস্নারকে...! হ্যাঁ ঠিক শুনেছেন ব্রক লেস্নার চলে আসে।  জেরিকো ও লেস্নার মুখোমুখি হয়, জেরিকো তাকে কোডব্রেকার দেওয়ার চেষ্টা করলে লেস্নার তাকে ধরে নেয় এবং কাঁধে চেরে একটা জোরদার F5 হিট করে। ফ্যানরা সিনার নামে চান্ট করলেও সে আসেনি। 

◘ এরপর ফানডাঙ্গো একটা প্রোমো কাটের চেষ্টা করলে রোমান রেইন্স ইন্টারফেয়ার করে এবং তাদের সেগমেন্ট হয়, তার পরে আবার বিগ শো আসে, সে রিঙ্গে ঢুকার চেষ্টা করলে একটা সুপারম্যান পাঞ্চ খায় এরপর সে রেগে গিয়ে স্টিল স্টেপগুলিকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে এবং চলে যায়। 

♠ Jimmy Uso vs. Miz

• মোটামুটি ম্যাচ হয়, জিমি Superfly Splash-এর মাধ্যমে জয়লাভ করে। 

♥ Winner: Jimmy Uso

◘ এরপর মিজ নাওমিকে কালকের মিজটিভিতের জন্য গেস্ট হিসাবে ঠিক করে এবং তারপর রিনি ইয়ং সেথের একটা ইন্টারভিউ নেই। 

♠ Seth Rollins vs. John Cena

• রলিন্স এবং সিনার মধ্যে ভালো ম্যাচ চলে। ম্যাচের একপর্যায়ে কেজের উপরের দিকে পৌঁছে যায়, কিন্তু সিনা তাকে ধরে আনে এবং তাকে আবার কেজের ভিতরের দিকে ফিরিয়ে আনে এবং তারপর টপ রোপ থেকে রলিন্সকে রিঙ্গের উপরে একটা AA হিট করে। কিন্তু তারপরেই দ্য বিস্ট ইঙ্কারনেট ব্রক লেস্নারের মিউজিক হিট করে। লেস্নার এবং হেইমান চলে আসে, সিনা এবং রলিন্স দুইজনেই ঘটনাটাকে দেখতে থেকে যায়, অবিশ্বাসের নজরে। লেস্নার সিনাকে ধরে লাগাতার তিনটা জার্মান সুপ্লেক্স দেয় এবং তারপর একটা F5 দিয়ে ফিনিশ করে যেটাকে রলিন্স ভয়ে ভয়ে দেখছিল কারন পরের ধোলাইটা তার ভাগ্যেও যেতে পারে। কিন্তু হেইমান আসে এবং রলিন্সের দিকে হান্ডশেক করার জন্য হাত বারিয়ে দেয় যেটা রলিন্স অবশ্যই করে এবং শান্তির নিঃশ্বাস ফেলে। এরপর সিনা আবার লরাচরা শুরু করলে সেথ একটা কারব স্টোম্পএর মাধ্যমে তাকে শান্ত করে। এরপর রলিন্স তার ব্রিফকেসটাকে নেয় এবং রিঙ্গের বাইরে চলে গিয়ে জয়লাভ করে। 

♥ Winner: Seth Rollins

◘ এরপর মার্কারি এবং নোবেল, সেথকে তাদের কাঁধে চেরে নিয়ে সম্মান সহকারে ঘুরে বেড়াই যেন সে একটা দারুন ম্যাচ দারুনভাবে জিতে গেছে এবং এইভাবেই সেথের জয় দিয়ে আজকের Raw শেষ হয়, অবশ্যই থানক্স টু ব্রক লেস্নার সেথের জিতার জন্য। 

☻WWE Raw রেজাল্ট, ১৬ ডিসেম্বর ২০১৪


☻টিভিতে দেখাবার সময়সূচী :

➢ ১৫ ডিসেম্বর, সোমবার সন্ধ্যা ৬:৩০ মিনিট (আজ)
➣ ১৭ ডিসেম্বর, বুধবার রাত ৯:৩০ মিনিট
➣ ২১ ডিসেম্বর, রবিবার বেলা ১১:৩০ মিনিট

☻প্রি-শো এবং রেজাল্ট : 

◘ আজকের কিক অফ শো WWE Network-এ লাইভ দেখিয়েছে। আজকের প্যানেলে Renee Young, Booker T, Alex Rile এবং Paul Heyman ছিল। আজকের প্রথম ম্যাচের জন্য কোফি এবং বিগ ই -দ্য নিউ ডেই আসে, তাদের প্রতিপক্ষ হবে হবে ডাস্ট ব্রাদারস। 

♠ The New Day vs. Gold and Stardust (কিক-অফ শো)

আজকেও স্টারডাস্টের ড্রেসে কিছুটা নতুন জিনিস ছিল, আজকে তার ড্রেসে নিল বা লাল বাদে সবুজ রঙ ছিল।

শেষে স্টারডাস্ট টপ রোপ থেকে বিগ ইকে একটা বিউটিফুল ডিসাস্টার হিট করে, কিন্তু কোফি এটাকে ব্রেক করতে সক্ষম হয়। এরপর গোল্ডডাস্টের কাহিনী খতম করে কোফি এবং বিগ ই একসঙ্গে তাদের ডবল টীম ফিনিশার দেয় এবং জয়লাভ করে। 

♥ Winners: The New Day

◘ এখন TLC -এর মূলপর্ব শুরু হবে এবং সেটাও WWE নেটওয়ার্কে লাইভ। এই শো এর শুরুতে কিছু ভিডিও রি-ক্যাপ দেখানো হয়, তারপর সবথেকে প্রথমে আসে ডলফ জিগ্লার তার ম্যাচের জন্য। 

♦ Ladder Match:-

♠ Luke Harper (c) vs. Dolph Ziggler (IC Title)

• তাদের মধ্যে যে দারুন ম্যাচ হবে তা বলার দাবি রাখে না। এটা ছিল একটা দারুন রোমাঞ্চকর এবং কিছুটা হার্ডকোর ম্যাচ, কে জিতবে তা বোঝায় যাচ্ছিল না। শেষে জিগ্লার অন্য একটা ল্যাডারের সাহায্যে তাকে ব্রিজ হিসাবে ব্যবহার করে টাইটেলের কাছে থাকা ল্যাডারটিতে যায় এবং হারপারকে ধরে ফেলে। এরপর জিগ্লার হারপারকে নীচে ফেলে উঠতে থাকে এবং হারপার অন্য ল্যাডারটিকে সেট করে উঠার জন্য কিন্তু জিগ্লারের সুপারকিকের দৌলতে সে নীচে পরে যায় এবং জিগ্লার উপরে উঠে টাইটেলটাকে পেরে নিয়ে আমাদের নতুন IC চ্যাম্পিয়ন হয়ে যায়। 

♥ Winner: Dolph Ziggler

◘ এরপর জিগ্লার তার জয় সেলিব্রেট করে। 

♠ The Miz and Damien Mizdow (c) vs. The Usos (Tag Team Championships Match)

• দ্য মিজ এবং জেই উসো আজকের ম্যাচ শুরু করে। তারা খেলে যায় এবং মিজডোউ মিজের মিমিক্রি করতেই থাকে। তাদের মধ্যে ভালোই ম্যাচ হয় এবং শেষে মিজ এবং জিমিই আবার ফিরে আসে, জিমি হাফ ক্রাবের মাধ্যমে মিজকে লক করে ফেলে। মিজ রোপের কাছে যায় সাবমিশনটা ব্রেক করার জন্য কিন্তু এর মাসুল হিসাবে তাকে একটা সুপারকিক খেতে হয়। এরপর মিজ তার স্বভাব অনুসারে টাইটেলগুলিকে ধরে এবং বাড়ি নিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু জিমি টপ রোপের উপর দিয়ে মিজডোউএর উপরে ডাইভ দেয়। এরপর মিজ তার টাইটেলের মাধ্যমে উসোসদেরকে স্লাম করে দেয় এবং ডিস্কোয়ালিফিকেশন ঘটিয়ে দেয়। 

♥ Winners by DQ: The Usos

♦ Stairs Match:- 

♠ Big Show vs. Erick Rowan

• ম্যাচ শুরু হবার সঙ্গে সঙ্গেই তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তারা রিঙ্গেই বাইরেও অনেক ফাইট করে, শেষে তারা দুজনেই রিঙ্গে উঠে এবং বিগ শো রোয়ানকে স্টিল স্টেপের উপরে একটা চোকস্লাম দেয় এবং তারপর একটা KO পাঞ্চ হিট করে এবং অন্য একটা স্টেপের সাহায্যে রোয়ানকে ধরে যাতে সে হিলতে না পারে, এই অবস্থায় পিন করে বিগ শো জিতে যায় এবং প্রথম স্টেয়ারস ম্যাচের বিজয়ী হিসাবে ইতিহাস গরে দ্য বিগ শো। 

♥ Winner: Big Show

◘ এর পরের ম্যাচ হবে সিনা vs. রলিন্স। 

♦ Tables Match:-

♠ Seth Rollins vs. John Cena

• তাদের মধ্যে দারুন একটা ম্যাচ হয়। শেষে আনাউন্স টেবিলের উপরে সিনা, রলিন্সকে একটা AA দিয়ে দেয়, কিন্তু AA টার দম এত বেশী ছিল যে আনাউন্সটেবিল্টা ভাঙ্গেইনি, এরপর সিনা ভাবে যে সে জিতে গেছে কিন্তু রেফারি সিনাকে জানিয়ে দেয় যে টেবিল না ভাঙলে সে জিতবে না। সেজন্য সিনা এবার আনাউন্স টেবিল ছেড়ে নিচ থেকে কিছু সাধারন টেবিল আনতে যায়। কিন্তু কোন একটা কারনে বিগ শো ইন্টারফেয়ার করে এবং সিনাকে মারতে থাকে, ঠিক তখনই অনেক দিন পরে ফ্যান ফেবারিট সুপারম্যান রোমান রেইন রিটার্ন করে। রেইন্স রিঙ্গে উঠে যায় এবং বিগ শোকে একটা সুপারম্যান পাঞ্চ হিট করে এবং তারপরে টেবিলের উপরে তাকে একটা স্পিয়ার দিয়ে দেয়। রলিন্স তাকে অ্যাটাক করার চেষ্টা করে কিন্তু রেইন্স তার আগেই তাকে একটা সুপারম্যান পাঞ্চ দিয়ে দেয় এবং তারপর এই সুযোগে সিনা রলিন্সকে কাঁধে চেরে নেয় এবং টেবিলের উপর একটা AA দিয়ে দেয় যেটা ফাইনালি ভেঙ্গে যায় এবং সিয়াকে জয়ী হিসাবে ঘোষণা করা হয়, অর্থাৎ আমাদেরকে আবার সিনা vs. ব্রকের সুপারবোরিং ম্যাচ দেখতে হবে, থাঙ্কস টু রোমান রেইন্স। 

♥ Winner: John Cena

♠ Nikki vs. AJ (Divas Title Match)

• তাদের মধ্যে ভালোই ম্যাচ হয়। এজে লি একটা শাইনিং উইজার্ড দেয় কিন্তু নিক্কি রোপের খুব কাছে থাকায় বেঁচে যায়। ব্রি তার বোনকে সাহায্য করার চেষ্টা করে কিন্তু রেফারি এটাকে দেখে নেয়, সেজন্য রেফারি তাকে রিংসাইড থেকে তারিয়ে দেয়। এরপর নিক্কি কিছু একটা জিনিস এজে লি এর চোখে স্প্রে করে দেয় এবং রাক অ্যাটাকের মাধ্যমে জয়লাভ করে নেয়। 

♥ Winner: Nikki Bella

♦ Chairs Match:- 

♠ Kane vs. Ryback

• তাদের মধ্যে ভালো ম্যাচ হয়। একসময় কেইন একটা চিয়ার নিয়ে রাইব্যাককে অনেকবার মারে, এরপর কেইন সমস্ত চেয়ারকে রিঙ্গের মধ্যে ছুরে ফেলতে থাকে। কিন্তু এই সময় পেয়ে রাইব্যাকের শক্তি ফিরে আসে এবং সেও একটা চিয়ার নিয়ে কেইনকে নির্মমভাবে মারতে থাকে। এরপর রাইব্যাক একটা মিটহুক ক্লোথসলাইন দেওয়ার চেষ্টা করে কিন্তু কেইন তার ফেসের উপর চেয়ার ছুরে মারে এবং একটা চোক্সলাম হিট করে দুই কাউন্ট লাভ করে। এরপর রাইব্যাক উঠার পরে কেইনকে একটা শেলশক দিয়ে ম্যাচটা জিতে যায়। 

♥ Winner: Ryback

♠ Jack Swagger vs. Rusev (US Title Match) 

• এই ম্যাচটা যা আশা করা হয়েছিল তার থেকে অনেক শর্ট হয়। শেষে রুসেভ একটা সুপারকিক দিতে গেলে স্বাগার সেটাকে ধরে ফেলে এবং প্যাট্রিয়ট লক দেওয়ার চেষ্টা করে কিন্তু রুসেভ কাউন্টার করে সেটাকে ব্রেক করে এবং প্রায় আকোলেড দিয়েই ফেলেছিল, কিন্তু স্বাগার রোপের কাছে গিয়ে এবারের মতো বেঁচে যায়। কিন্তু রুসেভ আবার তার আকোলেড দিতে সক্ষম হয়ে যায় কিন্তু স্বাগার এটার কাউন্টার করে প্যাট্রিয়ট লকে পরিনত করে দেয়। রুসেভ স্বাগারের মুখে একটা কিক মেরে তার সাবমিশন ছাড়িয়ে দেয়। এরপর স্বাগার নীচে পরে যায় কিন্তু রেফারির দশ কাউন্টের আগেই সে রিঙ্গে চলে আসে এবং রিসেব তারপর তাকে একটা কিক  এবং আকোলেড দিয়ে জয়লাভ করে। 

♥ Winner: Rusev

◘ এরপরের ম্যাচ হবে আজকের মেইন ইভেন্ট, সবথেকে ভালো ম্যাচ। 

♦ TLC Match:- 

♠ Dean Ambrose vs. Bray Wyatt

• এই ম্যাচের জন্য আম্ব্রোস তার নিজের একটা ল্যাডার নিয়ে আসে। এবং তারপর তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায় প্রায় সঙ্গে সঙ্গেই। তাদের ম্যাচের বর্ণনা দিলে তার আগেই TLC টিভিতে দেখিয়ে দিবে এত বড়ো ম্যাচ হয়েছে। এই ম্যাচটা কেউ মিশ করবেন না, সবকিছুর প্রয়োগই এই ম্যাচে দেখতে পাবেন বলতে গেলে অন্য ম্যাচগুলির বাপ এই ম্যাচ। শেষে তারা দুজনেই নিজেদের পায়ে দাঁড়াতে থাকে, আম্ব্রোস এটা প্রথমে করতে সক্ষম হয়, এবং সে একটা টিভিকে ধরে নেয় যেটা সে রিঙ্গের নীচে থেকে পেয়েছিল। কিন্তু টিভির কর্ডটা এতটাই ছোট ছিল যে, সে টিভিটাকে নিয়ে ছুটে গেলে সেটা থেকে স্পার্ক বার হতে থাকে যেটা সরাসরি ডীনের মুখে গিয়ে পরছিল। এরপরে আম্ব্রোস প্রায় সাময়িক অন্ধই হয়ে গিয়েছিল এবং এই সুযোগে ব্রে ওয়াট এসে তাকে একটা জোরদার সিস্টার আবিগেল দিয়ে জয়লাভ করে, অর্থাৎ ডিন আবারও একটা ম্যাচে হারলো যদিও ব্রেও ক্লিয়ার ভিক্টোরি পাইনি জাস্ট লাইক ডিনের অন্যান্য প্রতিপক্ষ।

♥ Winner: Bray Wyatt

◘ ম্যাচের পরে ব্রে অন্ধ ডিনকে নিয়ে বিদ্রুপ করে যাচ্ছিল যদিও রেফারিরা এসে তাকে সামলায় এবং আজকের TLC এখানেই শেষ। এন্ডিংটা ছিল পুরাই অন্যধরনের।  

☻WWE TLC 2014 সময়সুচী এবং রেজাল্ট


◘ আজকের স্মাকডাউন একটা সেগমেন্ট দিয়ে শুরু হয় যেখানে টেবিল, ল্যাডারস এবং চেয়ার ছিল অর্থাৎ TLC -এর জন্য প্রোমোট দেওয়া হচ্ছিল। 

♠ The Usos vs. Tyson Kidd ও Cesaro 

• কিড এবং সিজারোর আসার পরে The Ascension -এর একটা প্রোমো দেখানো হয়। এই ম্যাচে দ্য মিজ এবং মিজডোউ কমেন্টারিতে ছিল। ম্যাচ চলাকালীন একসময় মিজ উঠে যায় নাওমির সাথে কিছু সময় কাটাবার জন্য। শেষে উসোসরা জয়লাভ করে। 

♥ Winners : The Usos



♠ Nikki Bella vs. Alicia Fox

♥ Winner : Nikki Bella


♠ Titus O'Neil vs. Jack Swagger 

• Patriot Lock-এর মাধ্যমে জ্যাক স্বোয়াগার জয়লাভ করে। টাইটাসকে দেখে আহত মনে হচ্ছিল ম্যাচের পরে। 

♥ Winner : Jack Swagger



♠ Big E vs. Goldust

• আশানুরূপভাবেই বিগ ই জয়লাভ করে। 

♥ Winner : Big E

◘ এরপর জন সিনা আসে এবং দারুন পপ পায়। সিনা TLC -এর ব্যাপারে কথা বলে কিন্তু তার কথা শেষ না হতেই সেথ রলিন্স ইন্টারফিয়ার করে। এরপর তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয় TLC -কে নিয়ে। 

◘ জনতাদের উৎসাহ অনেক কমে গেছিলো কিন্তু মেইন ইভেন্টের জন্য তাদের কিছুটা উৎসাহ ফিরে আসে। 

♠ Ryback, Dolph Ziggler ও Erick Rowan vs. Luke Harper, Big Show ও Kane

• তাদের মধ্যে ভালো ম্যাচ হয়। শেষে আশানুরূপভাবেই রাইব্যাক হারপারকে শেলশক দিয়ে জয়লাভ করে। 

♥ Winner : Ryback, Dolph Ziggler ও Erick Rowan

◘ ম্যাচের পরে বিশৃঙ্খলার সৃষ্টি হয় কারন রিঙ্গের চারিধারে TLC -এর বিভিন্ন অস্ত্র ছিল। কিন্তু আজকে এগুলিকে ইউস করে ফেসরা এবং হিলদেরকে ভালোমতো পেটাই। জিগ্লার শেষে ল্যাডারটাকে নীচে ফেলে দেয় যেখানে ছিল বিগ শো, কেইন এবং হারপার। এইভাবেই আজকের স্মাকডাউন শেষ হয় ফেসদের সেলিব্রেশনের মাধ্যমে। 

☻WWE SmackDown স্পইলার, ১০ ডিসেম্বর ২০১৪

◘ এইবারের স্লামি অ্যাওয়ার্ড সেথ গ্রিন আজকের শো শুরু করে। এরপরে মিজ এবং মিজডোউ স্টেজে আসে, এবং মিজ, সেথ রলিন্সকে নিয়ে একটু মজা করে। এরপর সেথ এবং রলিন্সের মধ্যে একটা মজাদার সেগমেন্ট হয়। 

♠ Seth Rollins vs. Dolph Ziggler

• রলিন্স এবং জিগ্লারের মধ্যে দারুন ম্যাচ হয়। রলিন্স একটা পাওয়ার বম্ব দেয় এবং জিগ্লার সান্সেট ফ্লিপের মাধ্যমে কাউন্টার করে। এরপর জিগ্লার একটা স্নাপ DDT -এর মাধ্যমে দুই কাউন্ট লাভ করে। এরপর জিগ্লার আরও একটা সুপারকিক দিতে গেলে সেটা মিস করে এবং রলিন্স আপ্রন থেকে enzuigiri হিট করে। 

• এরপর রলিন্স এবং জিগ্লার দুজনেই টপ রোপে যুদ্ধ করতে থাকে, শেষে জিগ্লার রলিন্সকে ফেলে দেয়। কিন্তু তারপর সেথের চামচারা রেফারিকে ডিস্ট্রাক্ট করে এবং জিগ্লারকে উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ফলে রলিন্স একটা কারব স্টোম্প মারতে সক্ষম হয় এবং জয়লাভ করে। 

♥ Winner: Seth Rollins

◘ সেথ গ্রিন আনাউন্স করে যে স্টিং This is Awesome Moment of the Year -এর জয়লাভ করেছে, কিন্তু দুঃখের ব্যাপার সে এখানে আজকে আসতে পারবে না। এরপরে সেথ রলিন্স আসে এবং অন্য সেথকে হটিয়ে বলে যে সে এই অ্যাওয়ার্ডটাকে গ্রহন করছে কারন স্টিং এটাকে মোটেও ডিসারব করে না! 

♠ Kofi Kingston vs. Stardust

• তাদের মধ্যে মাঝারী টাইপের ম্যাচ হয়। শেষে কোফি হঠাৎ করে পিনের মাধ্যমে জয়লাভ করে। এরপর নিউ ডেই এর অন্য মেম্বাররা এসে কোফির সাথে সেলিব্রেট করে এবং স্টারডাস্ট তাদেরকে দেখতেই থেকে যায়। 

♥ Winner: Kofi Kingston

◘ এরপর John Laurinaitis আসে, Surprise Return of the Year অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। নমিনিগুলি হলেন- Hulk Hogan, Batista, The Rock এবং The Ultimate Warrior। 

◘ এরপর জনি জানায় যে এটার উইনার হচ্ছে দ্য আল্টিমেট ওয়ারিওর। আমার মনে হয় ওয়ারিওর-এর প্রতি শ্রদ্ধা জানাতে এটা দেওয়া হয়েছিল কারন দ্য রকের রিটার্ন ছিল এই অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য। 

◘ এবার NXT Women's champion, Charlotte ডেবিউ করে। 

♠ Natalya vs. Charlotte

• তাদের মধ্যে ভালো ম্যাচ হয়। শেষে Charlotte একটা দারুন চপের মাধ্যমে Natalya-কে ফেলে দেয়। এরপর Natalya শার্পশুটার প্রায় লক করে ফেলে কিন্তু Charlotte কাউন্টার করে এবং ফিগার ফোর লক দিয়ে ফেলে, কিন্তু তারপর Natalya আবারও কাউন্টার করে রোল আপের মাধ্যমে জয়লাভ করে। 

♥ Winner: Natalya

◘ এবার সান্টিনো আসে the OMG moment of the year প্রেসেন্ট করার জন্য। ব্রক লেস্নারের স্ট্রিক ভাঙ্গাটাই এই অ্যাওয়ার্ড লাভ করে। 

◘ এরপর ব্রে ওঅ্যাট রিঙ্গে আসে, সে বলে একজনকে (কোন মেয়ে) সে দেখেছিল সেই রকিং চেয়ারে বসে যেটাকে ডিন আম্ব্রোস ভেঙ্গে দিয়েছে। 

◘ তার কথা শেষ না হতেই একটা আম্বুলেন্স এসে দাঁর হয় এবং সেটা থেকে ডীন আম্ব্রোস বেড়িয়ে আসে। সে আম্বুলেন্স থেকে একে একে তার অস্ত্রসমূহকে বার করে এবং নিজের নেকব্রেসটাকে খুলে ফেলে। এরপর সে রিঙ্গের দিকে যায় এবং রিঙ্গের ভেতর চেয়ার ছুরতে থাকে। সে ওঅ্যাটকে একটা ল্যাডারে করে হিট করে এবং রিঙ্গের নিচ থেকে একটা টেবিল বার করে আনে। তার ছোঁড়া একটা চেয়ার ওঅ্যাটের মাথায় গিয়ে লাগে। এরপর আম্ব্রোস, ওঅ্যাটকে রিঙ্গের বাইরে ফেলে ফেলে দেয় এবং একটা মাইক নিয়ে বলে যে ওঅ্যাট এইবারের TLC থেকে যাবে একটা আম্বুলেন্সের মাধ্যমে। 

◘ এরপর Jerry Lawler আসে Diva of the Year প্রেসেন্ট করার জন্য। এইটাতে জয়লাভ করে এজে লি। 

◘ ব্যাকস্টেজে জন সিনা একটা দারুন ইন্টাভিউ দেয়, এরপরের ম্যাচ হবে ওঅ্যাট ফ্যামিলির দুই সদস্যের মধ্যে। 

♠ Luke Harper vs. Erick Rowan

• ম্যাচ শুরু হবার সঙ্গে সঙ্গেই তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। শুরুতে রোয়ান এগিয়ে থাকলেও একটা ড্রপকিকের মাধ্যমে হারপার এগিয়ে যায়। এরপর রোয়ান একটা ফুল নেলসন স্লাম দিয়ে দুই কাউন্ট লাভ করে, এবং হারপার নীচে নেমে যায়। হারপার একটা ল্যাডার ইউস করে রোয়ানকে মারে এবং ডিস্কোয়ালিফিকেশন ঘটিয়ে দেয়। 

♥ Winner by DQ: Erick Rowan

◘ এরপরেও তারা রিংসাইটে ফাইট করতে থাকে। এদের মধ্যের ফিউডটা সত্যিই জমজমাট। 

◘ অ্যাডাম রোস আসে LOL Moment of the Year-এর নমিনিগুলি বলার জন্য। নমিনিগুলি হল- Mr. T's speech about his Mother, WeeLC match, Damien Mizdow এবং Stephanie taking a mud bath। এতে জয়লাভ করে মিজডোউ তার অসাধারন দক্ষ কাজের জন্য। কিন্তু মাইকে স্পিচ দিতে গেলে মিজ, মিজডোউকে ঠেলে সরিয়ে দেয় এবং নিজের মানি মেকারকে ধন্যবাদ জানায়। 

◘ লানা এবং রুসেভ আসে US কে আবার ইন্সাল্ট করার জন্য, এরপর জ্যাক স্বোয়াগার তাদের মধ্যে ঝগড়া লেগে যায় এবং শেষে স্বাগার তার Patriot Lock দিয়ে ফেলে যদিও চারজন রেফারি মিলে তাদেরকে ছাড়িয়ে দেয়। 

♠ Usos and Ryback vs. Kane and Mizs

• একসময় রাইব্যাক ট্যাগ পেয়ে ভিতরে আসে সবাইকে পিশিয়ে দেয়। মিজকে পিন করতে গেলে কেইন এসে সেটাকে ব্রেক করে। এরপর উসোসরা কেইনের ব্যবস্থা করে দেয়। এরপর রাইব্যাক মিজকে মিটহুক ক্লোথসলাইন এবং তারপর শেল শক দিয়ে তার টিমের জন্য জয়লাভ করে। 

♥ Winners: The Usos and Ryback

◘ এরপর Ricky Steamboat আসে Match of the Year -প্রেসেন্ট করার জন্য। Team Cena vs. Team Authority এই অ্যাওয়ার্ড পায় এবং ডল্ফ জিগ্লার সেটাকে নিতে আসে। 

♠ AJ vs. Summer Rae

• ব্লাক উইডোর মাধ্যমে এজে লি জয়লাভ করে। 

♥ Winner: AJ 

◘ এরপর RVD একটা সারপ্রাইজ রিটার্ন করে Extreme Moment of the Year অ্যাওয়ার্ড প্রেসেন্ট দেওয়ার জন্য। এটার নমিনি গুলি ছিল- Brock Lesnar destroying John Cena with 16 suplexes, Daniel Bryan being attacked by Kane following his title win, Jericho hitting a cross body from the top of the cage এবং Seth Rollins stomping Ambrose through cinder blocks। এরপর RVD আনাউন্স করে যে এই অ্যাওয়ার্ডের বিজয়ী হল ক্রিশ জেরিকো। এরপর ফান্ডানগোর মিউজিক হিট করে এবং সে রোসার সঙ্গে চলে আসে, সে মনে করিয়ে দেয় যে তার ডেবিউ ম্যাচে জেরিকোকে হারিয়েছিল। 

◘ মিক ফোলি আরও একটা ক্রিশ্মাস সেগমেন্ট করে। 

◘ তারপর বুকারটি আসে Superstar of the Year অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। এবারের সুপারস্টার অফ দ্য ইয়ার হয় দ্য সুপারম্যান রোমান রেইন্স, উল্লেখ্য আগের বারেও আর একটা সুপারম্যান এই অ্যাওয়ার্ড পেয়েছিল, সো মনে হয় এই অ্যাওয়ার্ডটা শুধুমাত্র সুপারম্যানদের জন্যই দেওয়া হয়। যাইহোক, রেইন্স নিজে আসে অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য এবং তার ফ্যানরা অনেকদিন বাদে তাকে সরাসরি আজকে দেখতে পাবে। 

♠ Big Show vs. John Cena

• এটা হল আজকের মেইন ইভেন্ট, কিন্তু, শো শেষ হতে আর পাঁচ মিনিট বাকি আছে সুতরাং এই ম্যাচটা খুব তাড়াতাড়ি শেষ হবে। 

• শো সিনাকে প্রথমে মারে, এবং মার খেতে থাকা সিনার জন্য চ্যান্ট শুরু হয়ে যায়। কিন্তু সিনা হঠাৎ করেই একটা DDT এর মাধ্যমে কিছুটা সময় পেয়ে যায় নিজেকে চাঙ্গা করার জন্য। শেষে সিনাকে KO পাঞ্চ মারতে গেলে সিনা মুখ সরিয়ে নেই এবং একটা সাইড সুপ্লেক্স হিট করে। শো এটার কাউন্টার করার চেষ্টা করলেও সিনা AA মারার জন্য বিগ শোকে কাঁধে চেরে নেয়, কিন্তু রলিন্স চলে আসে এবং সিনাকে মেরে DQ ঘটায়। 

♥ Winner by DQ: John Cena

◘ এরপর রলিন্সের চামচা মিলে সিনাকে টেবিলের উপরে ধরে রাখে এবং সেথ ল্যাডারের উপরে উঠে যায় সিনাকে কারব স্টোম্প দেওয়ার জন্য। কিন্তু এরপর জিগ্লার চলে আসে এবং সিনাকে বাঁচিয়ে নেয়, তারা সেথের চামচাকে মেরে তারিয়ে দেয় কিন্তু বিগ শো চলে আসে এবং তাদের দুজনকেই KO পাঞ্চ মেরে ফিনিশ করে দেয়। এরপর এরিক রোয়ার আসে, কিন্তু রিঙ্গে আসার আগেই হারপার তার সামনে চলে আসে। বিগ শো আসে এবং হারপারকে সাহায্য করে, তারা দুজনে মিলে রোয়ানকে স্টিল স্টেপে ছুরে মারে। এরপরে আসে রাইব্যাক, সে বিগ শো এবং হারপার দুজনকেই একসঙ্গে ফিনিশ করে দেয়। এরপর সে রিঙ্গের মধ্যে একটা টেবিলকে সেট আপ করে এবং হারপারকে উপরে তুলে কিন্তু কেইন চলে আসে এবং প্রতিবারের মতো তাকে স্টিল চেয়ার দিয়ে হিট করে। এরপর আবার জিগ্লার আসে এবং বিগ শোকে দুইটা সুপারকিক মারে, কিন্তু হারপার তাকে টেবিলের উপরে স্লাম করে সেটাকে ভেঙ্গে দেয়। তারপর সিনা হঠাৎ করে চলে আসে হারপারকে একটা AA হিট করে, কিন্তু রলিন্স এসে সিনাকে কারব স্টোম্প দিয়ে দেই। এরপর শিল্ডের মতোই রলিন্স এবং তার চামচারা মিলে সিনাকে আনাউন্স টেবিলের উপর ট্রিপল পাওয়ার বম্ব হিট করে লড়াইটাকে সেখানেই শেষ করে এবং শেষপর্যন্ত তারা তিনজন মিলেই দাড়িয়ে থাকে, এইভাবে হিলদের এগিয়ে থাকা দিয়ে আজকের Raw শেষ হয়। 

☻WWE Raw রেজাল্ট, ৯ ডিসেম্বর ২০১৪

জানা গেছে যে, ফর্মার WWE সুপারস্টার সি এম পাঙ্ক UFC -এর সঙ্গে অনেকগুলি ম্যাচ খেলার চুক্তি করেছেন।

আজকেই সকাল ৯ টার কিছু পরে UFC -এর অফিসিয়াল টুইটার আকাউন্টে পাঙ্ককে ওয়েলকাম করে একটা পোস্ট করা হয়েছে-
Phillip Brooks ওরফে CM Punk এর আগে একটা ইন্টারভিউতে WWE-এর প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন এবং হেডলাইনে চলে এসেছিলেন, এর এক সপ্তাহ পরেই আরও একটা ইন্টারভিউতে আবার হেডলাইনে চলে এসেছেন UFC -এর ব্যাপারে অফিসিয়ালি বলে।
তিনি Joe Rogan-কে দেওয়া সেই ইন্টারভিউতে বলেছেন "আমার কাছেও কিছু সিমাবদ্ধ দিক রয়েছে এবং আমি এখানে ফাইট করতে এসেছি এবন এটা আমার ১০০ শতাংশ নতুন ক্যারিয়ার। "  তিনি আরও জানিয়েছেন যে UFC -তে সবাইকে তিনি রেসপেক্ট করেন যারা সেই অষ্টভুজ রিঙ্গে ফাইট করে এবং তার কাজ শেষ হবার পরে তিনি আশাবাদী যে সেখানকার সকলেই তাকে রেসপেক্ট করবে। তিনি জানিয়েছেন যে, সেখানে মিডল ওয়েট (১৮৫ পাউন্ড ডিভিশন) বা ওয়েলটার ওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য খেলাই তার প্রধান উদ্দেশ্য যদিও লাইট হেভিওয়েটের প্রতি তার কোন আগ্রহ নাই।

আশা করা হচ্ছে যে ৩৬ বছরের এই সুপারস্টার UFC এবং MMA তে ২০১৫ তেই ডেবিউ করবেন কারন এখন থেকেই তার ট্রেনিং শুরু হয়ে গিয়েছে-

এই ব্যাপারে কিছুদিন আগেই UFC প্রেসিডেন্ট Dana White বলেছিলেন যে আশা করা হচ্ছে সি এম পাঙ্কের সঙ্গে কথা বলা হবে, তবে যদি পাঙ্ক UFC তে জয়েন করতেই চাই তাহলে তাকে তার সমান রেকর্ডের অধিকারী কোন ফাইটারের সাথে ম্যাচ খেলতে হবে, যেটা হল 0-0 (উভয়েরই কোন রেকর্ড নাই)।

আশা করছি UFC তে পাঙ্কের ক্যারিয়ার ভালোই কাটবে এবং সে তার লাইফকে এঞ্জয় করতে পারবে এবং ফ্যানদের জন্য আবারও ফাইটিং করতে পারবে, তবে এটা মনে হয় পাঙ্ক WWE এবং ব্রক লেসনারের উপর রাগ থেকেই করছেন, কারন পাঙ্ক বলেছেন "WWE আমাকে একটা নো কম্পিট ডিল সাইন করাতে চেয়েছিল যার মধ্যে UFC-ও ছিল কিন্তু আমি সেটা করিনি" তাছাড়া তিনি ব্রকের উপরেও স্পন্সরশিপ নিয়ে রেগে ছিলেন। এখন তিনি WWE কে দেখাতে চান যে স্ক্রিপ্ট ছাড়া সে কি কি করে দেখাতে পারে এবং এটা পাঙ্কের কাছে একটা সুবর্ণ সুযোগ...আশা করি সে সফল হবে।




ব্রেকিং নিউজঃ পরের বছরেই পাঙ্ক খেলছে UFC তে।

◘ আমার মতে অবশ্যই সেথ রলিন্সের জিতা উচিত। আপনারা সবাই জানেন ১৪ই ডিসেম্বরের TLC পিপিভিতে John Cena vs. Seth Rollins -এই ম্যাচটা আছে এবং এই ম্যাচে যদি সিনা হেরে যায় তাহলে তাকে নাম্বার ওয়ান কন্টেন্ডার ফর WWE WH চ্যাম্পিয়ন থেকে স্ট্রিপড আউট করে দেওয়া হবে। 

◘ বর্তমানে WWE ভালোকরেই বুঝতে পেরেছে যে, সিনার সঙ্গে ব্রকের ম্যাচ দেখতে দেখতে দর্শকরা এমনিতেই বোর হয়ে গিয়েছে, আমার মতো অনেকেই এই ম্যাচ না দেখার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এর কারন হিসাবে বলা যায়, লেসনারের রিটার্নের পরে সিনা এবং ব্রক তিনবার মুখোমুখি হয়েছে (Extreme Rules, SummerSlam এবং Night of Champions) এবং এতবার দেখার পরে বর্তমানে ক্রাউডরা এই ম্যাচটা আবার দেখতে চাইছে না কারন এটা অনেকটা প্রেডিক্টেবেল হয়ে যাবে। 

◘ অন্যদিকে যদি সিনা এই ম্যাচটা হেরে যায় তাহলে যেমন আমরা রয়্যাল রাম্বালে লেস্নারের অন্য প্রতিপক্ষকে দেখতে পাবো সেরকমই সিনাকেও অন্য কোন ফ্রেশ রেসলারের সাথে ফিউড করতে দেখতে পাবো। এখন সিনার বদলে যদি ব্রকের টাইটেল শটে রিসেন্টলি ফেস টার্ন করা অরটন বা সদ্য পুশ প্রাপ্ত জিগ্লারকে রাখা হয় তাহলে সেটা হবে অনেক ইন্টারেস্টিং যদিও ব্রকের কাছে জয় পাওয়ার সম্বাবনা দুজনের পক্ষেই ক্ষীণ।

◘ অন্যদিকে সেথ রলিন্সের, ব্রকের সাথে চ্যাম্পিয়নশিপ ম্যাচ পাবার দরকার নাই কারন সেতো মিস্টার মানী ইন দ্য ব্যাঙ্ক, কিন্তু যদি তাকে এই সময়ে সিনার কাছে হারিয়ে দেওয়া হয় তাহলে সেটা তার ক্যারিয়ারের পক্ষে অনেক বড় ধাক্কা হবে, যেটা সাম্লিয়ে উঠা কঠিন, মিস্টার মানি ইন দ্য বাঙ্কের আর কোনও মানই থাকবেনা। আর তাছাড়া সিনার সঙ্গে সেথের ম্যাচটা টেবিল ম্যাচ হবে সুতরাং সিনাকে পিন হবার বা ট্যাপ আউট করারতো দরকার নাই কোনভাবে টেবিলে পরে টেবিল ভেঙ্গে গেলেই এটা সম্ভব, এবং এটা হলেও সিনার মানে কিছু লাগবেনা কারন টেবিল ম্যাচে দুর্ঘটনা বশত জয়লাভ হতেই পারে...। 

◘ সুতরাং এতো ভালো সুযোগ যেখানে সিনার খ্যাতিতে দাগ না দিয়ে তাকে টাইটেল শট থেকে সরানো যাবে, সেটাকে মিস করা একদম উচিত নয়। এবং আমার মতে WWE এটাই করতে চলেছে এবং এটা না করলে WWE তাদের সবথেকে বড়ো বোকামির কাজ করবে কারন সিনার এমনিতেই বয়স হয়েছে , ইঞ্জুরির সম্ভাবনাও বেশী ব্রকের সাথে খেললে, সুতরাং তাকে এখন WWE -এর কেন্দ্রতে না থাকলেও চলবে, অন্যজনকেও সুযোগ দেওয়া উচিত কারন ভবিষ্যৎ চিন্তা না করলে পরবর্তীতে বিপদ হতে পারে। রলিন্সের জয়ের মাধ্যমে WWE তাকে একজন মেইন ইভেন্টার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে এবং WWE -এর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে।।

জন সিনার সঙ্গে সেথ রলিন্সের ম্যাচে সিনার কি জিতা উচিত?

আসল নাম

Steve Borden

জন্মদিন

২০ মার্চ, ১৯৫৯

জন্মস্থান

ওমাহা, নেবরাস্কা, US

বাসস্থান

ড্যালাস, টেক্সাস, US

উচ্চতা

৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মিটার)

ওজন

১১০ কেজি (২৫০ পাউন্ড)

ট্রেনারস

Red Bastien, Rick Bassman

অভিষেক

১ নভেম্বর, ১৯৮৫

অবসর

২ এপ্রিল, ২০১৬


WWE-তে দ্যা আন্ডারটেকার যেমন সর্বকালের সেরা রেসলার হিসেবে পরিচিত, ঠিক তেমনি সাবেক রেসলিং কোম্পানি WCW-র রেসলিং গড বা সর্বসেরা রেসলার হলেন দ্যা আইকন Sting. তিনি তার রেসলিং জীবনের একটি বড় সময়েই (প্রায় ১৪ বছর) WCW-তে রেসলিং করেছেন। আর বলতে গেলে স্টিংয়ের ক্যারিয়ারের প্রায় সকল অর্জনই এই প্রতিষ্ঠানকে ঘিরে গড়ে উঠেছে। WCW বিলুপ্ত হবার দিন পর্যন্তও তিনি এখানে ছিলেন। তারপরে তিনি TNA-তে তার ক্যারিয়ার নতুনভাবে শুরু করেন এবং সেখানেও বেশ সাফল্য পান। বর্তমানে তিনি WWE-এর সাথে চুক্তিবদ্ধ আছেন।

Sting তার ক্যারিয়ারে ছোটবড় মিলিয়ে সর্বমোট ২৫ বার চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতেছেন, এর মধ্যে ১৫ বার হয়েছেন World Heavyweight চ্যাম্পিয়ন। 

♦ ব্যক্তিগত জীবন :

Sting এর দুটি ছেলে এবং একটি কন্যাসন্তান রয়েছে। প্রফেশনাল রেসলিং ইতিহাসের সবচেয়ে বয়স্ক রেসলার Sting (৫৫বছর) যে এখনো রেসলিং করছে। সে WWE রেসলার The Undertaker (৪৯বছর) এর বয়সে বড়। রেসলার Hulk Hogan তার ঘনিষ্ঠ বন্ধুদের একজন। সে Santa Clarita Church এর একজন সদস্য এবং তার ভাই Jeff ওই Church এর একজন যাজক। রেসলারের পাশাপাশি Sting একজন লেখকও। ২০০৪ সালে তার জীবনী নিয়ে সে একটি বই লিখে যার নাম ছিল - "Sting: The Moment of Truth" 

♦ Sting এর রেসলিং ক্যারিয়ার :

তার ফিনিশিং মুভ  হল Scorpion Death Drop Scorpion Death Lock, তিনি  বিভিন্ন জায়গায় বিভিন্ন রেসলিং রিং এ খেলেছেন, তার মধ্যে "The Icon" (TNA), "The Insane Icon" (TNA) "The Stinger" (NWA /WCW/TNA/WWE) হল অন্যতম।

• বিভিন্ন রেসলিং কোম্পানিতে ক্যারিয়ার : 

  • CWA (১৯৮৫-১৯৮৬) 
  • UWF (১৯৮৬-১৯৮৭) 
  • WCW (১৯৮৭-২০০১) 
  • TNA (২০০৩-২০১৪) 
  • WWE (২০১৪-বর্তমান) 

১৯৯০ থেকে ১৯৯৪ পর্যন্ত Sting ছিল প্রফেশনাল রেসলিং-এর সেরা নাম এবং WCW এর টপ ফেস। কিন্তু তার এই খ্যাতিতে ভাটা পড়ে ১৯৯৪ এর মাঝামাঝি দিকে যখন Hulk Hogan ও Macho Man Randy Savage WCW তে সাইন করে। তাদেরকে বেশি পুশ দেয়া হয় যার ফলে Sting এর উপর থেকে WCW স্পটলাইট সরিয়ে নেয়। ফলে তার ক্যারিয়ার ও TV টাইম অস্তমিত হতে থাকে। কিন্তু Sting হার না মেনে এগিয়ে যায় এবং কয়েকবছরের মধ্যেই সে তার খ্যাতি পুনরুদ্ধার করে। তবে এতে আবার বাধ সাধে Scott Hall ও Kevin Nash (NWO Stable এর আবির্ভাব) তাদের WCW তে আসার পর আবার তাকে Ignore করা হতে থাকে। কিন্তু ১৯৯৬ এর পর থেকে আবার সে টপ ফেস হিসেবে ফিরে আসে। 

ক্যারিয়ারের শুরুতে তার গিমিক ছিল WWE এর সাবেক রেসলার ও Hall of Famer Ultimate Warrior (R.I.P) এর অনুকরণ। সে পরে তার গিমিক পরিবর্তন করে Crow বা কাকের অনুকরণে তৈরি করে (তার বর্তমান লুক)। এর মাঝখানে TNA তে Hulk Hogan ও Ric Flair এর সাথে ফিউড চলাকালীন সে তার গিমিক চেঞ্জ করে Batman মুভির Joker-এর মত করেছিল। 

• স্টিং -এর রেসলিং ক্যারিয়ার নিয়ে আরও কিছু তথ্য : 

১) স্টিং ৩ বার WCW-র প্রধান পে-পার-ভিউ Starrcade-এর মেইন ইভেন্টে খেলেছেন (১৯৮৯, ১৯৯০ এবং ১৯৯৭)। 

২) WCW-তে তিনি ১৯৯১ সালের Battlebowl Battle Royal উইনার। ১৯৯৪ ও ২০০০ সালে European Cup জেতেন। ১৯৮৯ সালে Iron Man Tournament-এর উইনার হন। ১৯৮৮ সালে Jim Crockett, Sr. Memorial Cup জেতেন – (with Lex Luger) এবং King of Cable Tournament-এর চ্যাম্পিয়ন হন ১৯৯২ সালে।

৩) Sting ৩য় WCW Triple Crown চ্যাম্পিয়ন। 

৪) WCW Monday Nitro-র সর্বশেষ এপিসোডের মেইন ইভেন্টে তিনি রিক ফ্লেয়ারের বিপক্ষে ম্যাচ খেলেন। 

৫) ২০০২ সালে WWF-এর সাথে তার কথাবার্তা হলেও তিনি এখানে না এসে ২০০৩ সালে TNA-তে জয়েন করেন। সেখানে তিনি ১১ বছর ছিলেন। TNA-র প্রধান ppv - Bound for Glory-তে তিনি চারবার মেইন ইভেন্ট খেলেছেন (২০০৬, ২০০৭, ২০০৮ এবং ২০০৯)। 

৬) TNA-তে তিনি Inspirational Superstar of the Year-এর খেতাব পান (২০০৭). এছাড়া ২০১২-তে তিনি TNA Hall of Fame হবার সম্মান পান।

৭) Pro Wrestling Illustrated (PWI) থেকে Icon Sting বেশ কিছু পুরস্কার অর্জন করেছেন। যেমন -

  • Comeback of the Year (২০০৬, ২০১১, ২০১৪)
  • Match of the Year : with Lex Luger vs. the Steiner Brothers - SuperBrawl (১৯৯১) 
  • Most Improved Wrestler of the Year (১৯৮৮)
  • Most Inspirational Wrestler of the Year (১৯৯০)
  • Wrestler of the Year (১৯৯০)

৮) PWI ১৯৯২-তে তাকে সেরা ৫০০ রেসলরের মধ্যে ১ নাম্বারে রেখেছিল। এছাড়া ২০০৩ সালে সেরা ৫০০ রেসলারের মধ্যে তিনি ছিলেন ১৫-তে। 

৯) TNA-তে তিনি ২ বার Match of the Year-এর জন্য পুরস্কৃত হন -

  • (২০০৭) : vs. Kurt Angle - Bound for Glory (অক্টোবর ১৪)
  • (২০০৯) : vs. A.J. Styles - Bound for Glory (অক্টোবর ১৮)

১০) এছাড়া legend Sting-এর আরও কিছু ব্যক্তিগত অর্জন বা সাফল্যের মধ্যে রয়েছে -

  • Best Babyface (১৯৯২)
  • Match of the Year - (১৯৮৮) : vs. Ric Flair - Clash of the Champions
  • Most Charismatic (১৯৮৮, ১৯৯২)
  • Most Improved (১৯৮৮)
  • Worst Worked Match of the Year - (১৯৯৫) : vs. Tony Palmore - Battle ৭, (২০১১) : vs. Jeff Hardy - Victory Road

১১) তার ক্যারিয়ারে ২টি ৫ স্টার ম্যাচ হল :

With Brian Pillman, Rick Steiner, and Scott Steiner vs. Ric Flair, Larry Zbyszko, Barry Windham and Sid Vicious - WarGames match, WrestleWar (ফেব্রুয়ারি ২৪, ১৯৯১)

With Nikita Koloff, Ricky Steamboat, Barry Windham, and Dustin Rhodes vs. Arn Anderson, Rick Rude, Steve Austin, Bobby Eaton, and Larry Zbyszko - WarGames match, WrestleWar (May ১৭, ১৯৯২)

১২) অবশেষে ২০১৪ Survivor Series-এ আগমনের মধ্য দিয়ে WWE-তে 'The Vigilante' Sting-এর ঐতিহাসিক ডেবিউ ঘটে। এখানে তিনি Team Cena vs Team Authority ম্যাচে interrupt করে টিম সিনাকে জেতাতে সাহায্য করেন। এর পরিপ্রেক্ষিতে Authority-র লিডার ট্রিপল এইচের সাথে তার ফিউডের উৎপত্তি হয়। তাদের মধ্যকার ম্যাচটি রেসলমেনিয়া ৩১-এ গড়ায় যেটি ছিল WWE-তে স্টিংয়ের ডেবিউ ম্যাচ।

১৩) তার ডেবিউ-এর ঘটনাটি ২০১৪ সালের "This is Awesome" Moment of Year হিসেবে Slammy Award পায়।

১৪) Sting ৪ বার "Most Popular Wrestler of the Year" হয়েছেন (১৯৯১, ১৯৯২, ১৯৯৪, ১৯৯৭)। এই রেকর্ডটি আর শুধুমাত্র John Cena-র আছে।

♦ রেসলিং জগতে অর্জন সমূহ :

Jim Crockett Promotions/World Championship Wrestling

NWA World Television Championship (১ বার)

NWA World Heavyweight Championship (১ বার)

WCW International World Heavyweight Championship (২ বার)

WCW United States Heavyweight Championship (২ বার)

WCW World Heavyweight Championship (৬ বার)

WCW World Tag Team Championship (৩ বার) – সঙ্গে : Lex Luger (১), The Giant (১), এবং Kevin Nash (১)

Jim Crockett, Sr. Memorial Cup (১৯৮৮) – সঙ্গে : Lex Luger

Iron Man Tournament (১৯৮৯)

London Lethal Lottery Tag Team Tournament (২০০০) – সঙ্গে : Scott Steiner

King of Cable Tournament (১৯৯২)

European Cup (১৯৯৪, ২০০০)

WCW United States Championship Tournament (১৯৯১)

WCW United States Championship Tournament (১৯৯৫)

Battlebowl Battle Royal (১৯৯১)

Third WCW Triple Crown Champion

Pro Wrestling Illustrated

Comeback of the Year (২০০৬, ২০১১, ২০১৪)

Match of the Year (১৯৯১) with Lex Luger vs. the Steiner Brothers at SuperBrawl I

Most Improved Wrestler of the Year (১৯৮৮)

Most Inspirational Wrestler of the Year (১৯৯০)

Most Popular Wrestler of the Year (১৯৯১, ১৯৯২, ১৯৯৪, ১৯৯৭)

Wrestler of the Year (১৯৯০)

Ranked No. ১ of the top ৫০০ singles wrestlers in the PWI ৫০০ in ১৯৯২

Ranked No. ১৫ of the top ৫০০ singles wrestlers of the PWI Years in ২০০৩

Ranked No. ৫২ of the top ১০০ tag teams of the PWI Years with Lex Luger in ২০০৩

Professional Wrestling Hall of Fame

Class of ২০১৮

Total Nonstop Action Wrestling

NWA World Heavyweight Championship (১ বার)

TNA World Heavyweight Championship (৪ বার)

TNA World Tag Team Championship (১ বার) – সঙ্গে : Kurt Angle

Inspirational Superstar of the Year (২০০৭)

TNA Match of the Year (২০০৭) vs. Kurt Angle at Bound for Glory, অক্টোবর ১৪, ২০০৭

TNA Match of the Year (২০০৯) vs. A.J. Styles at Bound for Glory, অক্টোবর ১৮, ২০০৯

TNA Hall of Fame (Class of ২০১২)

Universal Wrestling Federation

UWF World Tag Team Championship (৩ বার) – সঙ্গে : Eddie Gilbert (২) এবং Rick Steiner (১)

World Wrestling All-Stars

WWA World Heavyweight Championship (১ বার)

WWE

WWE Hall of Fame (Class of ২০১৬)

Slammy Awards

"This is Awesome" Moment of the Year (২০১৪) – Debuting to help Team Cena defeat Team Authority at Survivor Series

"Surprise Return of the Year" (২০১৫) – as Seth Rollins' statue, এবং attacks Rollins on Raw

Wrestling Observer Newsletter

Match of the Year (১৯৮৮) vs. Ric Flair at Clash of the Champions I

Most Charismatic (১৯৮৮, ১৯৯২)

Most Improved (১৯৮৮)

Most Unimproved (১৯৯০)

Best Babyface (১৯৯২)

Worst Worked Match of the Year (১৯৯৫) vs. Tony Palmore at Battle ৭

Worst Worked Match of the Year (২০১১) vs. Jeff Hardy at Victory Road

Wrestling Observer Newsletter Hall of Fame (Class of ২০১৬)

STING : স্টিং