আজকে দ্য ভাইপার এর ব্যাপারে কিছু কথা বলবো যা অনেকদিন থেকেই বলতে চায়তাম কিন্তু সময় হয়ে উঠেনি...যাইহোক আপনি তাকে লাইক করেন বা না করেন লেখাটা পরা উচিত!!
◘র্যান্ডি অরটন এর উচিত অথরিটির বিরুদ্ধে গিয়ে এবং অথরিটি থেকে আলাদা হয়ে, নিজের ক্যারিয়ারকে পুনর্জীবিত করে দ্য ভাইপার নামের প্রতি ন্যায় বিচার করা।
আমার মতে, এখন হচ্ছে সঠিক সময় অরটনের ফেস টার্নের জন্য। আগের বছরের একটা মাজারি ধরনের হিল টার্নের পর, #WWE এবং অরটনকে এটা মেনে নেওয়া উচিত যে, ট্রিপল এইচ ও স্টেফনি মিকম্যানের চাকর হিসাবে কাজ করে মোটেও তার কোন উপকার হয়নি!!
◘অরটন আগের কিছু মাস ধরে শুধুমাত্র মিকম্যান ফ্যামিলির জন্য কাজ করছে, এমনকি তার চ্যাম্পিয়ন হবার পরেও কিছুই বদলায়নি। এই সময় আমরা ভালো ম্যাচ প্রায় দেখতেই পায়নি বরং বিগ শো বা সিনার সঙ্গে হওয়া বোরিং চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখেছিলাম।
এটা দেখে সত্যিই অবাক লাগছে যে অরটনের মতো প্লেয়ারকে এখন গুরুত্বপূর্ণ জাগার কাছাকাছিও রাখা হয়নি। এখন তাকে জোর করে একটার পর আর একটা বোরিং ফিউড দেওয়া হচ্ছে যেটা সে আদও করতে চায়না।
◘এখন একটা বেবিফেস টার্ন হয়তো তার এই বোরিং ক্যারেক্টার থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে...এখন যা চলছে তা চালিয়ে জাওয়া মোটেই উচিত নয়।
হ্যাঁ...যদি হিল হিসাবেই সে অথরিটি থেকে আলাদা হয়ে যায় তাহলেও কাজ হবে।
আর এই ঘটনাটা ঘটার একটা দারুন চ্যান্স আছে MITB তে। দ্য ভাইপার যদি ল্যাডার ম্যাচটা জিতে নতুন চ্যামিয়ন হয় এবং বলে যে তার অথরিটির কাছ থেকে আর কোন সাহাজ্জের প্রয়োজন নায় এবং ট্রিপল এইচ ও স্টেফনির ছত্রছায়া থেকে বেরিয়ে আসে তাহলে দারুন হবে।
◘সবশেষে আমাদের এটা ভোলা উচিত নয় যে অরটন আমাদেরকে আগে কত ভালো ভালো ম্যাচ দিয়েছে, এমন একটা সময় ছিল যখন WWE চলতো মেইনলি অরটনের জন্য...সেজন্য তার কাছে আরও ভালো ভালো ম্যাচের আশাতে রইলাম এবং আমি আবার তার পুরনো রূপকে দেখতে চায়...।
◘র্যান্ডি অরটন এর উচিত অথরিটির বিরুদ্ধে গিয়ে এবং অথরিটি থেকে আলাদা হয়ে, নিজের ক্যারিয়ারকে পুনর্জীবিত করে দ্য ভাইপার নামের প্রতি ন্যায় বিচার করা।
আমার মতে, এখন হচ্ছে সঠিক সময় অরটনের ফেস টার্নের জন্য। আগের বছরের একটা মাজারি ধরনের হিল টার্নের পর, #WWE এবং অরটনকে এটা মেনে নেওয়া উচিত যে, ট্রিপল এইচ ও স্টেফনি মিকম্যানের চাকর হিসাবে কাজ করে মোটেও তার কোন উপকার হয়নি!!
◘অরটন আগের কিছু মাস ধরে শুধুমাত্র মিকম্যান ফ্যামিলির জন্য কাজ করছে, এমনকি তার চ্যাম্পিয়ন হবার পরেও কিছুই বদলায়নি। এই সময় আমরা ভালো ম্যাচ প্রায় দেখতেই পায়নি বরং বিগ শো বা সিনার সঙ্গে হওয়া বোরিং চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখেছিলাম।
এটা দেখে সত্যিই অবাক লাগছে যে অরটনের মতো প্লেয়ারকে এখন গুরুত্বপূর্ণ জাগার কাছাকাছিও রাখা হয়নি। এখন তাকে জোর করে একটার পর আর একটা বোরিং ফিউড দেওয়া হচ্ছে যেটা সে আদও করতে চায়না।
◘এখন একটা বেবিফেস টার্ন হয়তো তার এই বোরিং ক্যারেক্টার থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে...এখন যা চলছে তা চালিয়ে জাওয়া মোটেই উচিত নয়।
হ্যাঁ...যদি হিল হিসাবেই সে অথরিটি থেকে আলাদা হয়ে যায় তাহলেও কাজ হবে।
আর এই ঘটনাটা ঘটার একটা দারুন চ্যান্স আছে MITB তে। দ্য ভাইপার যদি ল্যাডার ম্যাচটা জিতে নতুন চ্যামিয়ন হয় এবং বলে যে তার অথরিটির কাছ থেকে আর কোন সাহাজ্জের প্রয়োজন নায় এবং ট্রিপল এইচ ও স্টেফনির ছত্রছায়া থেকে বেরিয়ে আসে তাহলে দারুন হবে।
◘সবশেষে আমাদের এটা ভোলা উচিত নয় যে অরটন আমাদেরকে আগে কত ভালো ভালো ম্যাচ দিয়েছে, এমন একটা সময় ছিল যখন WWE চলতো মেইনলি অরটনের জন্য...সেজন্য তার কাছে আরও ভালো ভালো ম্যাচের আশাতে রইলাম এবং আমি আবার তার পুরনো রূপকে দেখতে চায়...।