ব্রেকিং নিউজ আজকের "র" তে দ্য মিজ এবং জেরিকো রিটার্ন করেছে!!
একটা প্রোমো দেখানো হয় এবং দ্য মিজ রিটার্ন করে, তার ব্যাপারেই আজকে WWE টুইট করছিল। যাইহোক, সে একটা স্কার্ফ এবং সানগ্লাস পড়ে আসে এবং রেসেলমেনিয়াতে মেইন ইভেন্ট করেছেল সেই ব্যাপারে বলে এবং তখন আচমকা ক্রিশ জেরিকোর মিউজিক হিট করে... WWE আগে থেকেই আজকে রিটার্ন করার ব্যাপারে বলছিল।
**মিজ জেরিকোকে বাধা দিতে গেলে একটা Codebreaker খেয়ে নেয় এবং তারপর মাইক হাতে নিয়ে বলে - "it felt good to hurt Miz and he has been waiting a long time to come back."
এরপর লাইট নিভে যায় এবং Wyatt ফ্যামিলি আসে, তারা জেরিকো কে ভালোমতো ধোলাই দেয় এবং Sister Abigail দেয়, অর্থাৎ দুটো রিটার্নিং সুপারস্টারই ধোলাই খেল!!
একটা প্রোমো দেখানো হয় এবং দ্য মিজ রিটার্ন করে, তার ব্যাপারেই আজকে WWE টুইট করছিল। যাইহোক, সে একটা স্কার্ফ এবং সানগ্লাস পড়ে আসে এবং রেসেলমেনিয়াতে মেইন ইভেন্ট করেছেল সেই ব্যাপারে বলে এবং তখন আচমকা ক্রিশ জেরিকোর মিউজিক হিট করে... WWE আগে থেকেই আজকে রিটার্ন করার ব্যাপারে বলছিল।
আমি এই ব্যাপারে WWE এর টুইটের ভিডিও দিলাম-
**মিজ জেরিকোকে বাধা দিতে গেলে একটা Codebreaker খেয়ে নেয় এবং তারপর মাইক হাতে নিয়ে বলে - "it felt good to hurt Miz and he has been waiting a long time to come back."
এরপর লাইট নিভে যায় এবং Wyatt ফ্যামিলি আসে, তারা জেরিকো কে ভালোমতো ধোলাই দেয় এবং Sister Abigail দেয়, অর্থাৎ দুটো রিটার্নিং সুপারস্টারই ধোলাই খেল!!
কোন মন্তব্য নেই
কমেন্ট করার জন্য ধন্যবাদ!