ফ্যানদের মনের কথা জানার জন্য, #WWE অনেকধরনের জরিপ বা সারভের সাহায্য নেয়। এই কাজের জন্য তারা কিছু সিলেক্টেড ফ্যানদের কাছে মেল পাঠায়, আবার কখনও তারা আরও বিস্তারিত কোন জিনিসের সাহায্য নেয় যেমন DVD প্রোজেক্ট, WWE নেটওয়ার্কের শো, বিভিন্ন গেম প্রভৃতি।
#PWInsider -এর একটা খবর থেকে জানা যায় যে, সম্প্রতি WWE এইরকম একটা সার্ভের আয়োজন করেছিল যার মুল উদ্দেশ্য ছিল “SummerSlam” পিপিভি এর ম্যাচের ব্যাপারে ধারনা তৈরি করা।
এই সার্ভের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল - "যদি ব্রক লেস্নার সামারস্লামে WWE World Heavyweight চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে তাহলে কে হবে তার অপনেন্ট??" ফ্যানদের কাছে ছিল সাতটা অপশন যার মধ্যে থেকে যেকোনো একটাকে বাছতে হবে...এরা হলঃ- Randy Orton, John Cena, Roman Reigns, Bray Wyatt, Cesaro, Alberto Del Rio এবং Sheamus, অর্থাৎ এইবারের MITB -এর ল্যাডার ম্যাচের প্লেয়াররা।
ফর্মার চ্যাম্পিয়ন ড্যানিয়েল ব্রায়েনএর ইঞ্জুরির কারনে নতুন চ্যাম্পিয়ন কে হবে সেটা বার করতে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল। আপনারা হয়তো লক্ষ করেছেন আগের অপশনে একটা ইম্পরট্যান্ট নাম ড্যানিয়েল ব্রায়েন নাই!! , যদিও এটা শোনা যাচ্ছিল যে সে সামারস্লামে ব্যাক করবে।
একটা সময় মনে হচ্ছিল যে, ব্রায়েনএর নেক্সট ম্যাচ হবে ব্রক লেস্নারের সঙ্গে যে আগের Wrestlemania তে আন্ডারটেকারের স্ট্রিককে ভেঙ্গেছিল। কিন্তু, এখন বোজা যাচ্ছে যে সামারস্লামে ব্রায়েনএর সঙ্গে ব্রক লেস্নারের কোন ম্যাচ হবে না!!
এই সার্ভে থেকে প্রমান হয় যে ব্রায়েনএর রহস্যজনক ইঞ্জুরির কারনে সে সামারস্লামেও খেলতে পারবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে লেস্নারের ব্যাক কনফার্ম, তাহলে তার অপনেন্ট কে হবে?? অনেকে বলছে সিসারো হতে পারে...কিন্তু আমার মনে হয় সে খেলবে MITB এর WWE World Heavyweight চ্যাম্পিয়নশিপের জন্য হওয়া ল্যাডার ম্যাচের উইনার এর সঙ্গে, অর্থাৎ সে এবার নর্মাল ম্যাচ নয়, চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবে।
#PWInsider -এর একটা খবর থেকে জানা যায় যে, সম্প্রতি WWE এইরকম একটা সার্ভের আয়োজন করেছিল যার মুল উদ্দেশ্য ছিল “SummerSlam” পিপিভি এর ম্যাচের ব্যাপারে ধারনা তৈরি করা।
এই সার্ভের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল - "যদি ব্রক লেস্নার সামারস্লামে WWE World Heavyweight চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে তাহলে কে হবে তার অপনেন্ট??" ফ্যানদের কাছে ছিল সাতটা অপশন যার মধ্যে থেকে যেকোনো একটাকে বাছতে হবে...এরা হলঃ- Randy Orton, John Cena, Roman Reigns, Bray Wyatt, Cesaro, Alberto Del Rio এবং Sheamus, অর্থাৎ এইবারের MITB -এর ল্যাডার ম্যাচের প্লেয়াররা।
ফর্মার চ্যাম্পিয়ন ড্যানিয়েল ব্রায়েনএর ইঞ্জুরির কারনে নতুন চ্যাম্পিয়ন কে হবে সেটা বার করতে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল। আপনারা হয়তো লক্ষ করেছেন আগের অপশনে একটা ইম্পরট্যান্ট নাম ড্যানিয়েল ব্রায়েন নাই!! , যদিও এটা শোনা যাচ্ছিল যে সে সামারস্লামে ব্যাক করবে।
একটা সময় মনে হচ্ছিল যে, ব্রায়েনএর নেক্সট ম্যাচ হবে ব্রক লেস্নারের সঙ্গে যে আগের Wrestlemania তে আন্ডারটেকারের স্ট্রিককে ভেঙ্গেছিল। কিন্তু, এখন বোজা যাচ্ছে যে সামারস্লামে ব্রায়েনএর সঙ্গে ব্রক লেস্নারের কোন ম্যাচ হবে না!!
এই সার্ভে থেকে প্রমান হয় যে ব্রায়েনএর রহস্যজনক ইঞ্জুরির কারনে সে সামারস্লামেও খেলতে পারবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে লেস্নারের ব্যাক কনফার্ম, তাহলে তার অপনেন্ট কে হবে?? অনেকে বলছে সিসারো হতে পারে...কিন্তু আমার মনে হয় সে খেলবে MITB এর WWE World Heavyweight চ্যাম্পিয়নশিপের জন্য হওয়া ল্যাডার ম্যাচের উইনার এর সঙ্গে, অর্থাৎ সে এবার নর্মাল ম্যাচ নয়, চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবে।
কোন মন্তব্য নেই
কমেন্ট করার জন্য ধন্যবাদ!