WWE Raw রেজাল্ট, ৩০ জুনঃ- 



#USA নেটওয়ার্কে আজকের "র" লাইভ ছিল এবং এটা শুরু হয় MITB -এর রিক্যাপের দ্বারা। 

◘ট্রিপল এইচের মিউজিক দ্বারা "র" শুরু হয়। তারা অনেক হাসিমুখনিয়ে আসে এবং এরপর অনেক CM Punk চ্যান্ট শোনা যায়। তারা বলে যে ড্যানিয়েল ব্রায়েনের ইঞ্জুরি যা ভাবা হয়েছিল তার থেকেও বেশী সময় নিবে।

◘এরপর ট্রিপল এইচ জন সিনাকে নিয়ে আসে। সিনা একটা মিশ্রিত রিঅ্যাকশান পায় যার মধ্যে নেগেটিভ চ্যান্টই বেশী ছিল। সিনা বলে যে ব্রায়েন আসার পরেও সে চ্যাম্পিয়ন থাকবে এবং ব্রায়েনকে একটা ম্যাচ দিবে।

◘শেষে ট্রিপল এইচ আনাউন্স করে যে Battleground -এ চ্যাম্পিয়নশিপের জন্য একটা Fatal-4-way  ম্যাচ হবে যার মধ্যে থাকবে কেন, অরটন, রেইন্স এবং চতুর্থ জন ঠিক হবে আজকের ম্যাচের পর, যেটা আরও কিছুক্ষণ পড়ে হবে।

♥Seth Rollins vs. RVD
♠Winner: Seth Rollins 

♥The Usos and Sheamus vs. The Wyatt Family 
♠Winners: The Wyatt Family

♥The Funkadactyls vs. Nikki Bella
♠Winners: The Funkadactyls

♥Kofi vs. Cesaro
♠Winners: Kofi. (◘বিজ্ঞাপনের পরে এসে দেখা যায় কোফি সেলিব্রেট করছে, এরপর সিসারো কোফিকে অ্যাটাক করে এবং শেষে অফিসিয়ালরা এসে ঝগড়া মেটায়।)


♥Khali vs. Damien McSandow
♠Winner: Khali 


◘ভিন্স মিকম্যানের মিউজিক হিট করে কিন্তু তার বদলে আসে ডেমিয়েন সান্ডোউ...সে মোটামুটি ভালোই নকল করে কিন্তু এতে ভালো না হয়ে খারাপ হয়, 

এরপর স্টেফনিকে দেখায়, সে খুব রেগে ছিল এবং সাজা হিসাবে সান্ডোউ এর সঙ্গে গ্রেট খালির ম্যাচ দেয়।


◘এরপর একটা প্রোমো দেখানো হয় এবং দ্য মিজ রিটার্ন করে, তার ব্যাপারেই আজকে WWE টুইট করছিল। যাইহোক, সে একটা স্কার্ফ এবং সানগ্লাস পড়ে আসে...এখন যদি সে হিল হিসাবে আসে তাহলে আলাদাই মজা হবে, সে রেসেলমেনিয়াতে মেইন ইভেন্ট করেছেল সেই ব্যাপারে বলে এবং তখন আচমকা ক্রিশ জেরিকোর মিউজিক হিট করে... WWE আগে থেকেই আজকে রিটার্ন করার ব্যাপারে বলছিল।

◘মিজ জেরিকোকে বাধা দিতে গেলে একটা Codebreaker খেয়ে নেয় এবং তারপর মাইক হাতে নিয়ে বলে - "it felt good to hurt Miz and he has been waiting a long time to come back."

◘এরপর লাইট নিভে যায় এবং Wyatt ফ্যামিলি আসে, তারা জেরিকো কে ভালোমতো ধোলাই দেয় এবং Sister Abigail দেয়, অর্থাৎ দুটো রিটার্নিং সুপারস্টারই ধোলাই খেল!!

♥Fandango vs. Dolph Ziggler 
♠Winner: Dolph Ziggler 

♥Stardust & Golddust vs. Rybaxel 
♠Winner: Stardust


♥AJ vs. Paige (Divas Title Match)
♠Winner and new Divas champion: AJ 

(◘মনে আছে আগেরবার একই কাজ করে পেইজ চ্যাম্প হয়েছিল এবার তাকে ঠিক সেইভাবেই হারিয়ে নতুন চ্যাম্প হল এজে।
◘এরপর পেজ মনের দুঃখে কাঁদতে থাকলো এবং আমাদের নতুন চ্যাম্প নিজের বেল্টকে জরিয়ে ধরলো)



র‍্যান্ডি অরটন রিঙে এলো মেইন ইভেন্ট এর জন্য...এত তারাতারি ইঞ্জুরি কাটিয়ে ওঠা দ্য ভাইপার ছাড়া অন্য কারো সম্ভব নয়!!

◘Randy Orton and Kane vs. Roman Reigns and John Cena -এই ম্যাচটা হল আজকের মেইন ইভেন্ট। প্রথমে সিনা এবং অরটন শুরু করলো, সিনা খুব বিপরীত চ্যান্ত পেল!!

◘এরপর খুব তারাতারি ট্যাগ পেয়ে রোমান এবং কেন এলো, কেনকে রোমান রিঙ্গের বাইরে ফেলে দিল।
শেষে অরটন আচমকা সিনাকে একটা RKO দিয়ে দিল এবং রোমান অরটনকে রিঙ্গের বাইরে ফেলে দিল। অরটন এবং রেইন্স রিঙ্গের বাইরে লড়াই করছিল এবং কিছুক্ষণ পর ভিতরে সিনা এবং কেনের লড়াই শুরু হয়ে গেল। কেন সিনাকে স্টিল স্টেপে মারলো এবং এইভাবেই রেফারী ম্যাচটা ডিস্কোয়ালিফাই করে দিল এবং অরটন দেরকে উইনার করে দিল।

♥Randy Orton and Kane vs. Roman Reigns and John Cena 

♠Winners by DQ: Kane and Randy Orton



◘এবার কেন সিনাকে রিঙ্গের ভিতর থম্বস্টোন দেয় এবং ট্রিপল এইচ তখন একজনকে আসার সিগ্নাল দেয়, তখন সেথ রলিন্স আসে এবং ক্যাশ ইন করার চেষ্টা করে।

সিনা ইঞ্জুর থাকায় রেফারী করছিল না কিন্তু ট্রিপল এইচ তাকে আদেশ দেয় সেটা করতে তখন ডিন আম্ব্রোস আসে এবং সেথ কে মারার চেষ্টা করে কিন্তু কেন তাকে মারতে একটা চেয়ার নিয়ে আসে কিন্তু রোমানের কাছে একটা স্পিয়ার খেয়ে নেয়....।

রোমান রেইন্স দাড়িয়ে থাকে এবং এইভাবেই "র" দারুন মাত্রাই শেষ হয়।

WWE Raw রেজাল্ট, ৩০ জুন, ২০১৪

WWE Raw রেজাল্ট, ৩০ জুনঃ- 



#USA নেটওয়ার্কে আজকের "র" লাইভ ছিল এবং এটা শুরু হয় MITB -এর রিক্যাপের দ্বারা। 

◘ট্রিপল এইচের মিউজিক দ্বারা "র" শুরু হয়। তারা অনেক হাসিমুখনিয়ে আসে এবং এরপর অনেক CM Punk চ্যান্ট শোনা যায়। তারা বলে যে ড্যানিয়েল ব্রায়েনের ইঞ্জুরি যা ভাবা হয়েছিল তার থেকেও বেশী সময় নিবে।

◘এরপর ট্রিপল এইচ জন সিনাকে নিয়ে আসে। সিনা একটা মিশ্রিত রিঅ্যাকশান পায় যার মধ্যে নেগেটিভ চ্যান্টই বেশী ছিল। সিনা বলে যে ব্রায়েন আসার পরেও সে চ্যাম্পিয়ন থাকবে এবং ব্রায়েনকে একটা ম্যাচ দিবে।

◘শেষে ট্রিপল এইচ আনাউন্স করে যে Battleground -এ চ্যাম্পিয়নশিপের জন্য একটা Fatal-4-way  ম্যাচ হবে যার মধ্যে থাকবে কেন, অরটন, রেইন্স এবং চতুর্থ জন ঠিক হবে আজকের ম্যাচের পর, যেটা আরও কিছুক্ষণ পড়ে হবে।

♥Seth Rollins vs. RVD
♠Winner: Seth Rollins 

♥The Usos and Sheamus vs. The Wyatt Family 
♠Winners: The Wyatt Family

♥The Funkadactyls vs. Nikki Bella
♠Winners: The Funkadactyls

♥Kofi vs. Cesaro
♠Winners: Kofi. (◘বিজ্ঞাপনের পরে এসে দেখা যায় কোফি সেলিব্রেট করছে, এরপর সিসারো কোফিকে অ্যাটাক করে এবং শেষে অফিসিয়ালরা এসে ঝগড়া মেটায়।)


♥Khali vs. Damien McSandow
♠Winner: Khali 


◘ভিন্স মিকম্যানের মিউজিক হিট করে কিন্তু তার বদলে আসে ডেমিয়েন সান্ডোউ...সে মোটামুটি ভালোই নকল করে কিন্তু এতে ভালো না হয়ে খারাপ হয়, 

এরপর স্টেফনিকে দেখায়, সে খুব রেগে ছিল এবং সাজা হিসাবে সান্ডোউ এর সঙ্গে গ্রেট খালির ম্যাচ দেয়।


◘এরপর একটা প্রোমো দেখানো হয় এবং দ্য মিজ রিটার্ন করে, তার ব্যাপারেই আজকে WWE টুইট করছিল। যাইহোক, সে একটা স্কার্ফ এবং সানগ্লাস পড়ে আসে...এখন যদি সে হিল হিসাবে আসে তাহলে আলাদাই মজা হবে, সে রেসেলমেনিয়াতে মেইন ইভেন্ট করেছেল সেই ব্যাপারে বলে এবং তখন আচমকা ক্রিশ জেরিকোর মিউজিক হিট করে... WWE আগে থেকেই আজকে রিটার্ন করার ব্যাপারে বলছিল।

◘মিজ জেরিকোকে বাধা দিতে গেলে একটা Codebreaker খেয়ে নেয় এবং তারপর মাইক হাতে নিয়ে বলে - "it felt good to hurt Miz and he has been waiting a long time to come back."

◘এরপর লাইট নিভে যায় এবং Wyatt ফ্যামিলি আসে, তারা জেরিকো কে ভালোমতো ধোলাই দেয় এবং Sister Abigail দেয়, অর্থাৎ দুটো রিটার্নিং সুপারস্টারই ধোলাই খেল!!

♥Fandango vs. Dolph Ziggler 
♠Winner: Dolph Ziggler 

♥Stardust & Golddust vs. Rybaxel 
♠Winner: Stardust


♥AJ vs. Paige (Divas Title Match)
♠Winner and new Divas champion: AJ 

(◘মনে আছে আগেরবার একই কাজ করে পেইজ চ্যাম্প হয়েছিল এবার তাকে ঠিক সেইভাবেই হারিয়ে নতুন চ্যাম্প হল এজে।
◘এরপর পেজ মনের দুঃখে কাঁদতে থাকলো এবং আমাদের নতুন চ্যাম্প নিজের বেল্টকে জরিয়ে ধরলো)



র‍্যান্ডি অরটন রিঙে এলো মেইন ইভেন্ট এর জন্য...এত তারাতারি ইঞ্জুরি কাটিয়ে ওঠা দ্য ভাইপার ছাড়া অন্য কারো সম্ভব নয়!!

◘Randy Orton and Kane vs. Roman Reigns and John Cena -এই ম্যাচটা হল আজকের মেইন ইভেন্ট। প্রথমে সিনা এবং অরটন শুরু করলো, সিনা খুব বিপরীত চ্যান্ত পেল!!

◘এরপর খুব তারাতারি ট্যাগ পেয়ে রোমান এবং কেন এলো, কেনকে রোমান রিঙ্গের বাইরে ফেলে দিল।
শেষে অরটন আচমকা সিনাকে একটা RKO দিয়ে দিল এবং রোমান অরটনকে রিঙ্গের বাইরে ফেলে দিল। অরটন এবং রেইন্স রিঙ্গের বাইরে লড়াই করছিল এবং কিছুক্ষণ পর ভিতরে সিনা এবং কেনের লড়াই শুরু হয়ে গেল। কেন সিনাকে স্টিল স্টেপে মারলো এবং এইভাবেই রেফারী ম্যাচটা ডিস্কোয়ালিফাই করে দিল এবং অরটন দেরকে উইনার করে দিল।

♥Randy Orton and Kane vs. Roman Reigns and John Cena 

♠Winners by DQ: Kane and Randy Orton



◘এবার কেন সিনাকে রিঙ্গের ভিতর থম্বস্টোন দেয় এবং ট্রিপল এইচ তখন একজনকে আসার সিগ্নাল দেয়, তখন সেথ রলিন্স আসে এবং ক্যাশ ইন করার চেষ্টা করে।

সিনা ইঞ্জুর থাকায় রেফারী করছিল না কিন্তু ট্রিপল এইচ তাকে আদেশ দেয় সেটা করতে তখন ডিন আম্ব্রোস আসে এবং সেথ কে মারার চেষ্টা করে কিন্তু কেন তাকে মারতে একটা চেয়ার নিয়ে আসে কিন্তু রোমানের কাছে একটা স্পিয়ার খেয়ে নেয়....।

রোমান রেইন্স দাড়িয়ে থাকে এবং এইভাবেই "র" দারুন মাত্রাই শেষ হয়।

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!