♠ প্রি শোতে ফার্স্ট ম্যাচ ছিল Fandango vs. Adam Rose (w/ Summer Rae and Layla) (আজকে অ্যাডাম রোজের জন্মদিন)
♥Winner: Adam Rose
♠ Cameron vs. Naomi
♥ Winner: Cameron
♠ The Usos vs. Luke Harper and Erick Rowan (Tag Title Match) Fall 1
♥ Winner of the First Fall: Harper and Rowan
♠ The Usos vs. Luke Harper and Erick Rowan (Tag Title Match) Fall 2
♥ Winner of the Second Fall: The Usos
♠ The Usos vs. Luke Harper and Erick Rowan (Tag Title Match) Fall 3
♥ Winners: The Usos
◘ পরের ম্যাচ হবে সেথ রলিন্স vs. ডিন আম্ব্রোস
◘ কিন্তু এখন মনে হচ্ছে এটা Paige vs. AJ হবে...
♠ Paige vs. AJ (Divas Title Match)
যেমনটা আশা করা হয়েছিল, ঠিক সেইভাবেই ডিভাস টাইটেল ম্যাচটার একটা আলাদাই ম্যান আছে। তাদের দুজনের মধ্যে দারুন ফাইট হল, শেষে উপর থেকে ঝাপ দেবার সময় পেজ, AJ কে ধরে নেয় কিন্তু AJ সঙ্গে সঙ্গে কাউন্টার করে এবং Black Widow দিয়ে দেয়। পেজ , AJ কে চুল ধরে টেনে তার মুভ টাকে কাউন্টার করে এবং Paige Turner দিয়ে দেয়...কিন্তু সেটা ২ কাউন্ট পর্যন্ত যায়। এরপর পেজ PTO দেয় AJ কে, কিন্তু AJ তাকে রোল আপ করে দুই কাউন্ট এর জন্য এবং তারপর দ্য Shining Wizard দিয়ে হিট করে এবং ম্যাচটা জিতে নেয়।
♥ Winner: AJ
◘ পরের ম্যাচ হল জ্যাক স্ব্যাগার vs রুসেভ।
ম্যাচটা খুব ভালোই হল। বেশীরভাগ টাইম স্বাগার ডমিনেট করলো। লাস্টের দিকে স্বাগার এর ফিনিশিং মুভ দিয়ে রুসেভ কে কাবুতে এনেছিল। কিন্তু রিঙ্গের বাইরে এই মুভটা দিবার পড়ে রিসেভ কাউন্টার করে স্টিল পোস্টে স্বাগারকে ফেস ফার্স্ট করে মারলো এবং কাউন্ট আউটে রুসেভ জিতে গেল কারং স্বাগার আর উঠতেই পারলো না...
♥ Winner: Rusev
◘ Stardust এবং Goldust আরও একটা সেগ্মেন্ট দিল।
♠ Seth Rollins vs. Dean Ambrose
সেথ রিঙে এলো। অন্যদিকে ডিন আম্ব্রোসকে এরিনা থেকে বার করে দেওয়া হয়েছে, রলিন্স বললো যে সে তার ফরফিট জয়কে মেনে নিয়েছে। সে আজকে উইনার হিসাবে ঘোষিত হয় এবং সে সেলিব্রেট করতে থাকে...যেন সে আসলেই দারুনভাবে জিতেছে।
কিছুক্ষণের মধ্যেই আম্রোস রিঙে চলে আসে এবং সেথ কে অ্যাটাক করে। শেষে সিকিউরিটি আসে এবং তাদেরকে আলাদা করে কিন্তু আম্রোস ছুটে যায় এবং আবার সেথ কে ধোলাই দেই। ট্রিপল এইচ তখন তার সঙ্গি দের নিয়ে আসে এবং সেথ কে সাহায্য করে। Joey Mercury, Finlay, Bill DeMott এবং Jamie Noble তার সঙ্গি দের মধ্যে ছিল। তারা ডীন কে চেরে নিয়ে যায় যদিও ডিন মধ্যে আরও একবার ছুটে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তাকে বার করে দেওয়া হয় এবং ট্রিপল এইচ সেথ কে সবাইয়ের সামনে হাত তুলে দেখায়।
♥ Winner : Seth Rollins
◘ পরের ম্যাচ আছে জেরিকো vs ব্রে।
♠ Chris Jericho vs. Bray Wyatt
প্রথমে ব্রে রিঙে আসে এবং তখনকার দৃশ্য অবাক করার মতো ছিল। তারপর জেরিকো তার রকিং স্টাইলে রিঙে আসে এবং ব্রে এর চিয়ারকে লাথি মারে :p
যাইহোক ম্যাচটা দারুন হচ্ছিল কিন্তু হারপার এবং রোয়ান খুবই ইন্টারফেয়ার করেছিল সেজন্য রেফারী এক পর্যায়ে তাদের দুজঙ্কে রিং থেকে বার করে দিল। তারপরে ব্রে, জেরিকোকে কামেরা মানের উপর ফেলে দিল। এবং তাদের ফাইট চলতে থাকলো। কেউ হাড় মানতে চায়না। জেরিকোর মুভকে কাউন্টার করলো ব্রে এবার তার মাকরসা স্টাইল দেখালো এবং ২ পর্যন্ত কাউন্ট করতে পারলো। কে জিতবে বলা মুশকিল। এবার সিস্টার আবিগ্যাল এর পালা। এটা দিতে গেল ব্রে কিন্তু জেরিকো কাউন্টার করে WOJ দিতে গেল তাও কাউন্টার করলো ব্রে। এরপর হঠাথ করে কোড ব্রেকার এবং ৩ কাউন্ট।
Winner : Jericho
◘ এরিনার বাইরে আবার আম্রোস , সেথ কে অ্যাটাক করলো।
◘ এবার ব্যাটল গ্রাউন্ড ব্যাটল রয়্যাল হবে।
♠ IC Title Battle Royal
প্রথমে বিগ ই এবং তারপর সবাই একে একে রিঙে ঢুকল। খালি ঢুকার সময় প্রতিবারকার মতো JBL বললো পুঞ্জাবি প্লে বয়, তখন জেরি তার ভুল ভাঙ্গিয়ে বললো ওটা পাঞ্জাবি হবে...কিন্তু কে শোনে কার কথা। BNB রিঙে এলো এবং তার ব্যাড নিউজের কথা জানাল।
ম্যাচের শুরুতে সবাই খালি কে মারতে শুরু করলো এবং ঘিরে ধরলো কিন্তু হিন্দি মুভির মতো খালি সবাইকে ছিটকে ফেলে দিল। এবং পাঞ্জাবি চপ মারতে লাগলো সবাইকে, কয়েকজঙ্কে এলিমিনেটও করলো কিন্তু শেমাস এর ব্রোজ কিকে সে রিঙ্গের বাইরে চলে গেল। এরপর ফাইটিং চলতে থাকলো, কফি তার জাদু দেখাল। শেষে সিজারো কফি কে এলিমিনেট করলো...এবং সিজারকে হিথ স্লেটার এলিমিনেট করলো। শেষে ছিল জিগ্লার এবং শেমাস (দেখা জাচ্ছিল) কিন্তু শেষে শেমাস কে কোন রকমে জিগ্লার দারুন খেলে এলিমিনেট করলো এবং পিছন থেকে মিজ এসে তাকে নীচে ফেলে দিয়ে জিতে গেল। এবং নতুন চ্যাম্প হল মিজ। পুরো ম্যাচে লুকিয়ে ছিল...
♥ Winner: The Miz
♠ Cena vs. Orton vs. Reigns vs. Kane (WWE WHC Match)
ম্যাচটার ব্যাপারে কিছু বলার নাই, অনেক্ষন ধরে চললো, দারুন একটা ম্যাচ। ম্যাচের আগে যদিও অরটন এবং কেনের মধ্যে বোজাপড়া হয়ে গিয়েছিল কিন্তু ম্যাচ চলাকালীন কেন পিন করায় তাদের মধ্যে ঝগড়া লাগে এবং তাদের মধ্যেই ফাইট শুরু হয়ে যায়। সবাইয়েরই জেতার পুরো চান্স ছিল কিন্তু শেষে সেই সিনাই টাইটেল রিটেইন করলো। রোমান, অরটন দারুন খেলেছে, অনেক ফিনিশিং মুভ ইউস হয়েছে, না দেখলে বুজতে পারবেন না কতটা এক্সাইট্মেন্ট এই ম্যাচে...
♥ Winner: John Cena
থাঙ্ক ইউ অ্যান্ড গুড বাই...আবার দেখা হবে...।