আর মাত্র ২ দিন পরেই আসছে WWE এর নেক্সট PPV, BattleGround। প্রথমে যদিও ভাবা হয়েছিল এটা খুবই বোরিং হবে কিন্তু পরবর্তীতে WWE -এর জাদুতে এটা মোটামুটি ভালো দিকেই এগোচ্ছে।
তাহলে আসুন এবার জেনে নেই WWE BattleGround -এর সবকটি ম্যাচের সম্ভাব্য ফলাফল...
◘ Cameron একটা ভালো হিল রোল প্লে করছে এবং এই ম্যাচটা লোকেরা যা ভাবছে তার থেকে ভালোই হবে...যদিও ডিভাস টাইটেল ম্যাচের থেকে এটা অনেকটাই পিছিয়ে। এটা খুবই স্পষ্ট যে, WWE, নাওমিকে ক্যামেরন -এর থেকে অনেকটাই এগিয়ে রেখেছে। সুতরাং, ক্যামেরন এর জিতার চান্স খুবই কম।
♥ Winner: Naomi
◘ একটা কথা ভেবে দেখেছেন, Jack Swagger জীবনে প্রথমবারের জন্য ফেস টার্ন করলো। এখন WWE তাকে এতদিন পরে ফেস বানালো তার পেছনে কিছু কারন তো থাকবেই। WWE যেকোনো ফেসের সঙ্গেই রুসেভ এর ফিউড দিতে পারতো কিন্তু তা না করে স্ব্যাগারকে ফেস টার্ন করিয়ে তার সঙ্গে ফিউড দেওয়া হয়েছে, কারন রুসেভ এর তার দেশের হয়ে ভুমিকার সঙ্গে স্বাগার এর নিজের দেশের প্রতি ভুমিকা মিলে যাচ্ছে। তাছাড়া, প্রত্যেকটা স্ট্রিকই একদিন ভেঙ্গে যায়, সুতরাং রুসেভ এর এই স্ট্রিক্ টাও ভেঙ্গে যাবে এবং আমার মনে হয় সেটা এই ম্যাচেই ভেঙ্গে যাবে। কিন্তু আরও একটা জিনিস হতে পারে যে রুশেভ এইটাতে জিতবে এবং তাদের ফিউড চলতে থাকবে এবং পরবর্তী PPV সামারস্লামে গিয়ে রুশেভ হারবে। তবে সেটা না হতেও পারে।
♥ Winner: Jack Swagger (৫৫%) ও রুসেভ (৪৫%)
❀ Chris Jericho vs. Bray Wyatt
(Singles Match)
◘ এই ম্যাচের উইনার কে হবে তা বলা খুব কঠিন। এটা দুই দিক দিয়ে ভাবা যায়। প্রথম দিক হল, জেরিকোর ক্যারিয়ারে জিতার আর কোন দরকার নায়! কিন্তু জেরিকো যদি এই ম্যাচে হেরে যায় তাহলে Wyatt ফ্যামিলি অনেক বড় পুশ পাবে। তাছাড়া জেরিকো নতুন ট্যালেন্ট দেরকে পুশ দেওয়ার জন্য বিখ্যাত (যেমন- ফান্ডাঙ্গো) এবং ব্রে ওয়্যাটের সিঙ্গেল ম্যাচে জিতা দরকার।
আবার অন্য দিক দিয়ে ভাবলে, হতে পারে WWE এই ফিউডটাকে আরও বাড়াতে চায় সেজন্য এবার জিতবে এবং পড়ে গিয়ে সামারস্লামে হারবে...এটাও হতে পারে। কিন্তু যাই হোক, জেরিকো হারলে অবশ্যই ক্লিয়ারলি হারবে না, অর্থাৎ, কোন ইন্টারফেয়ারতো হবেই।
♥ Winner: Bray Wyatt (৫৫%) ও Chris Jericho (৪৫%)
◘ সেথ রলিন্স কয়েকদিন আগেই (MITB তে) একটা বড় উইন পেয়েছে । সেজন্য এখন তার কোনরকমের জয়ের দরকার নাই। অন্যদিকে এইটা ডিন আম্ব্রোসের দরকার। সেজন্য অফিসিয়ালি আম্ব্রোসের জিতার কথা, কিন্তু হতে পারে অথরিটির মাধ্যমে বাইরে থেকে জন ইন্টারফেয়ার হবে এবং ডিন ও সেথের ফিউড সামারস্লাম পর্যন্ত চলবে , কিন্তু এটা হবার চান্স কম।
♥ Winner: Dean Ambrose
❀ AJ Lee (c) vs. Paige.
(Divas Championship)
তাহলে আসুন এবার জেনে নেই WWE BattleGround -এর সবকটি ম্যাচের সম্ভাব্য ফলাফল...
❀ Cameron vs. Naomi
(Kickoff Match)◘ Cameron একটা ভালো হিল রোল প্লে করছে এবং এই ম্যাচটা লোকেরা যা ভাবছে তার থেকে ভালোই হবে...যদিও ডিভাস টাইটেল ম্যাচের থেকে এটা অনেকটাই পিছিয়ে। এটা খুবই স্পষ্ট যে, WWE, নাওমিকে ক্যামেরন -এর থেকে অনেকটাই এগিয়ে রেখেছে। সুতরাং, ক্যামেরন এর জিতার চান্স খুবই কম।
♥ Winner: Naomi
❀ Rusev (with Lana) vs. Jack Swagger. (with Zeb Colter)
(Singles Match)
◘ একটা কথা ভেবে দেখেছেন, Jack Swagger জীবনে প্রথমবারের জন্য ফেস টার্ন করলো। এখন WWE তাকে এতদিন পরে ফেস বানালো তার পেছনে কিছু কারন তো থাকবেই। WWE যেকোনো ফেসের সঙ্গেই রুসেভ এর ফিউড দিতে পারতো কিন্তু তা না করে স্ব্যাগারকে ফেস টার্ন করিয়ে তার সঙ্গে ফিউড দেওয়া হয়েছে, কারন রুসেভ এর তার দেশের হয়ে ভুমিকার সঙ্গে স্বাগার এর নিজের দেশের প্রতি ভুমিকা মিলে যাচ্ছে। তাছাড়া, প্রত্যেকটা স্ট্রিকই একদিন ভেঙ্গে যায়, সুতরাং রুসেভ এর এই স্ট্রিক্ টাও ভেঙ্গে যাবে এবং আমার মনে হয় সেটা এই ম্যাচেই ভেঙ্গে যাবে। কিন্তু আরও একটা জিনিস হতে পারে যে রুশেভ এইটাতে জিতবে এবং তাদের ফিউড চলতে থাকবে এবং পরবর্তী PPV সামারস্লামে গিয়ে রুশেভ হারবে। তবে সেটা না হতেও পারে।
♥ Winner: Jack Swagger (৫৫%) ও রুসেভ (৪৫%)
❀ Chris Jericho vs. Bray Wyatt
(Singles Match)
◘ এই ম্যাচের উইনার কে হবে তা বলা খুব কঠিন। এটা দুই দিক দিয়ে ভাবা যায়। প্রথম দিক হল, জেরিকোর ক্যারিয়ারে জিতার আর কোন দরকার নায়! কিন্তু জেরিকো যদি এই ম্যাচে হেরে যায় তাহলে Wyatt ফ্যামিলি অনেক বড় পুশ পাবে। তাছাড়া জেরিকো নতুন ট্যালেন্ট দেরকে পুশ দেওয়ার জন্য বিখ্যাত (যেমন- ফান্ডাঙ্গো) এবং ব্রে ওয়্যাটের সিঙ্গেল ম্যাচে জিতা দরকার।
আবার অন্য দিক দিয়ে ভাবলে, হতে পারে WWE এই ফিউডটাকে আরও বাড়াতে চায় সেজন্য এবার জিতবে এবং পড়ে গিয়ে সামারস্লামে হারবে...এটাও হতে পারে। কিন্তু যাই হোক, জেরিকো হারলে অবশ্যই ক্লিয়ারলি হারবে না, অর্থাৎ, কোন ইন্টারফেয়ারতো হবেই।
♥ Winner: Bray Wyatt (৫৫%) ও Chris Jericho (৪৫%)
❀ Dean Ambrose vs. Seth Rollins
(Singles Match)
◘ সেথ রলিন্স কয়েকদিন আগেই (MITB তে) একটা বড় উইন পেয়েছে । সেজন্য এখন তার কোনরকমের জয়ের দরকার নাই। অন্যদিকে এইটা ডিন আম্ব্রোসের দরকার। সেজন্য অফিসিয়ালি আম্ব্রোসের জিতার কথা, কিন্তু হতে পারে অথরিটির মাধ্যমে বাইরে থেকে জন ইন্টারফেয়ার হবে এবং ডিন ও সেথের ফিউড সামারস্লাম পর্যন্ত চলবে , কিন্তু এটা হবার চান্স কম।
♥ Winner: Dean Ambrose
❀ AJ Lee (c) vs. Paige.
(Divas Championship)
◘ আগের ডিভাস ফাইটগুলো ভালো না হলেও এটা ভালো হবে। পেইজ ডিভাস চ্যাম্পিয়ন হিসাবে অনেক ভালো পারফর্ম করেছে। কিন্তু এখনও পেইজকে প্রমান করতে হবে যে সে মেইন রুস্টারে একজন ভালো প্লেয়ার হতে পারবে। সুতরাং, AJ Lee চ্যাম্পিয়ন হবে যদিও তাদের ফাইটটা খুবই ভালো এবং হার্ড হবে।
♥ Winner: AJ Lee
◘ আমার মতে হারপার এবং রোয়ান হল পারফেক্ট চ্যালেঞ্জার উসোসদের কাছ থেকে টাইটেল নেবার জন্য। তারা ব্রে ওয়্যাট ছাড়ায় অনেকদূর এগিয়েছে এবং দেখিয়ে দিয়েছে যে ব্রে ছাড়াও তারা ইন্টারেস্টিং। যদিও এটা হার্ড ফাইট হবে কিন্তু ওয়্যাট ফ্যামিলি শেষে উইনার হিসাবে বেরিয়ে আসবে।
♥ Winner: The Wyatt Family
❀ Battleground Battle Royal
(Battle Royal for IC Title)
◘ এই ম্যাচটার উইনার কে হবে তা ক্লিয়ারলি কিছুই বলা যায় না। কারন এই ম্যাচের উইনার যেই হোকনা কেন, তার সঙ্গে ব্যাড নিউজ ব্যারেট অর্থাৎ একজন হিলের খেলা পড়বে এটাতো নিশ্চিত। সেজন্য কোন ফেস রেসলার এই ম্যাচের উইনার হতে পারে। কিন্তু অন্যদিকে ব্যারেট এর সঙ্গে সিজারো বা মিজেরও খেলা জমে যাবে। যাইহোক যেহেতু আমাকে একজনকে বাছতে হবে সেজন্য আমি বাছলাম সিজাড়োকে।
♥ Winner: Cesaro
◘ এই ব্যাপারে আমি আগেই একটা পোস্ট দিয়েছি, সেই জন্য আর নতুন করে কিছু বলার নায়...এই ম্যাচের উইনার হবে জন সিনা।
♥ Winner: John Cena
❀ The Usos (Jimmy and Jey Uso) (c) vs. The Wyatt Family. (Luke Harper and Erick Rowan)
(Tag Team Championship)◘ আমার মতে হারপার এবং রোয়ান হল পারফেক্ট চ্যালেঞ্জার উসোসদের কাছ থেকে টাইটেল নেবার জন্য। তারা ব্রে ওয়্যাট ছাড়ায় অনেকদূর এগিয়েছে এবং দেখিয়ে দিয়েছে যে ব্রে ছাড়াও তারা ইন্টারেস্টিং। যদিও এটা হার্ড ফাইট হবে কিন্তু ওয়্যাট ফ্যামিলি শেষে উইনার হিসাবে বেরিয়ে আসবে।
♥ Winner: The Wyatt Family
❀ Battleground Battle Royal
(Battle Royal for IC Title)
◘ এই ম্যাচটার উইনার কে হবে তা ক্লিয়ারলি কিছুই বলা যায় না। কারন এই ম্যাচের উইনার যেই হোকনা কেন, তার সঙ্গে ব্যাড নিউজ ব্যারেট অর্থাৎ একজন হিলের খেলা পড়বে এটাতো নিশ্চিত। সেজন্য কোন ফেস রেসলার এই ম্যাচের উইনার হতে পারে। কিন্তু অন্যদিকে ব্যারেট এর সঙ্গে সিজারো বা মিজেরও খেলা জমে যাবে। যাইহোক যেহেতু আমাকে একজনকে বাছতে হবে সেজন্য আমি বাছলাম সিজাড়োকে।
♥ Winner: Cesaro
❀ John Cena (c) vs. Kane vs. Randy Orton vs. Roman Reigns.
(Fatal 4 Way Match for WWE World Heavyweight Championship)
♥ Winner: John Cena
::লিঙ্কস::