প্রত্যাশিতভাবেই জন সিনাই হল আমাদের WWE WH চ্যাম্পিয়ন। 
◘ WWE তে দর্শকদের কাছ থেকে সবথেকে বেশী আলাদা আলাদা রিঅ্যাকশান পাওয়া এই সুপারস্টার Battleground -এ তার চ্যাম্পিয়নশিপ রিটেইন করেছে কেইন কে পিন করে। যখন অরটন কেনকে RKO দেয় তখন কেনের উপর দিয়ে সিনা অরটনকে AA দেয় এবং তার জয় নিশ্চিত করে। 

◘ অবশ্যই এই রেজাল্টে আশ্চর্য হবার কিছুই নাই, কারন সামনেই আসছে সামারস্লাম, যেটা রেসেলমেনিয়ার পড়ে সবথেকে বড় PPV। এই PPV এর জন্য কোম্পানির সবথেকে বড় স্টারের জেতারই কথা ছিল। যদিও শেষটা আশা মতোই হল কিন্তু এই মেইন ইভেন্টটা সত্যিই দারুন ছিল।

◘ এই ম্যাচে অনেককটা নিয়ারফল ছিল, অনেক আকর্ষণীও ফাইটিং ছিল। রোমান রেইন খুব সম্ভবত এই ম্যাচে সবথেকে ভালো খেলেছে। এই ম্যাচের সবথেকে স্বরনীও মুহূর্ত ছিল - যখন রোমান বাকি তিনজনকেই আপ্রন কিক মারলো এবং শেষে অরটনকে ব্যারিকেডের মধ্যে স্পিয়ার মারলো। তখন দর্শকদের মধ্যে থেকে "this is awesome" চ্যান্ট শোনা জাচ্ছিল। এরপর সবকটি পারটিসিপেন্টই অনেকগুলি ফিনিশিং মুভ ইউস করে এবং অনেকগুলি পিনও  দেখা যায় কিন্তু শেষ পর্যন্ত সিনা সবাইকে হারাতে সক্ষম হয়। 

◘ সিনা তার জয়ের ব্যাপারে, তার টুইটার আকাউন্টে নীচের পোস্টটা করেছিল- 



◘ সেথ রলিন্স, সিনা জিতার পর কাশ ইন করতো কিন্তু তার পুরনো বন্ধু ডিন আম্রোস সেই ব্যাপারে লক্ষ রেখেছিল এবং উপজুক্ত পদক্ষেপ নিয়েছিল। 

◘ এরপর প্ল্যানটা বুজতে খুব একটা অসুবিধা হবার কথা নয়, এবার আমাদের আগ্রহটা যাবে সামারস্লামের দিকে এবং সিনার সঙ্গে ফিউড হবে ব্রক লেসনারের যেটা সত্যিই অসাম হবে।

◘ এছাড়াও আর একটা জিনিস ঘটতে পারে যেটা হল কেন এবং অথরিটির মধ্যে ব্রেক আপ, বিশেষ করে কেন যখন অথরিটির কথা অমান্য করলো এবং অরটনকে ধোলাই দিল। রলিন্স এর কাছে ব্রিফকেস থাকা এবং রোমানের কাছে অথরিটির উপর রাগ থাকা -এই দুটো জিনিস সামনের সপ্তাহগুলিকে জমজমাট করে রাখবে বলে আমার মনে হয়। 

জন সিনার জয় এবং তার পরবর্তী প্ল্যান...

প্রত্যাশিতভাবেই জন সিনাই হল আমাদের WWE WH চ্যাম্পিয়ন। 
◘ WWE তে দর্শকদের কাছ থেকে সবথেকে বেশী আলাদা আলাদা রিঅ্যাকশান পাওয়া এই সুপারস্টার Battleground -এ তার চ্যাম্পিয়নশিপ রিটেইন করেছে কেইন কে পিন করে। যখন অরটন কেনকে RKO দেয় তখন কেনের উপর দিয়ে সিনা অরটনকে AA দেয় এবং তার জয় নিশ্চিত করে। 

◘ অবশ্যই এই রেজাল্টে আশ্চর্য হবার কিছুই নাই, কারন সামনেই আসছে সামারস্লাম, যেটা রেসেলমেনিয়ার পড়ে সবথেকে বড় PPV। এই PPV এর জন্য কোম্পানির সবথেকে বড় স্টারের জেতারই কথা ছিল। যদিও শেষটা আশা মতোই হল কিন্তু এই মেইন ইভেন্টটা সত্যিই দারুন ছিল।

◘ এই ম্যাচে অনেককটা নিয়ারফল ছিল, অনেক আকর্ষণীও ফাইটিং ছিল। রোমান রেইন খুব সম্ভবত এই ম্যাচে সবথেকে ভালো খেলেছে। এই ম্যাচের সবথেকে স্বরনীও মুহূর্ত ছিল - যখন রোমান বাকি তিনজনকেই আপ্রন কিক মারলো এবং শেষে অরটনকে ব্যারিকেডের মধ্যে স্পিয়ার মারলো। তখন দর্শকদের মধ্যে থেকে "this is awesome" চ্যান্ট শোনা জাচ্ছিল। এরপর সবকটি পারটিসিপেন্টই অনেকগুলি ফিনিশিং মুভ ইউস করে এবং অনেকগুলি পিনও  দেখা যায় কিন্তু শেষ পর্যন্ত সিনা সবাইকে হারাতে সক্ষম হয়। 

◘ সিনা তার জয়ের ব্যাপারে, তার টুইটার আকাউন্টে নীচের পোস্টটা করেছিল- 



◘ সেথ রলিন্স, সিনা জিতার পর কাশ ইন করতো কিন্তু তার পুরনো বন্ধু ডিন আম্রোস সেই ব্যাপারে লক্ষ রেখেছিল এবং উপজুক্ত পদক্ষেপ নিয়েছিল। 

◘ এরপর প্ল্যানটা বুজতে খুব একটা অসুবিধা হবার কথা নয়, এবার আমাদের আগ্রহটা যাবে সামারস্লামের দিকে এবং সিনার সঙ্গে ফিউড হবে ব্রক লেসনারের যেটা সত্যিই অসাম হবে।

◘ এছাড়াও আর একটা জিনিস ঘটতে পারে যেটা হল কেন এবং অথরিটির মধ্যে ব্রেক আপ, বিশেষ করে কেন যখন অথরিটির কথা অমান্য করলো এবং অরটনকে ধোলাই দিল। রলিন্স এর কাছে ব্রিফকেস থাকা এবং রোমানের কাছে অথরিটির উপর রাগ থাকা -এই দুটো জিনিস সামনের সপ্তাহগুলিকে জমজমাট করে রাখবে বলে আমার মনে হয়।