বিটি ভালভাবে লক্ষ করুন...একজন ছোটো ছেলের শখ মেটাতে জন সিনা তার চ্যাম্পিয়নশিপটি ছেলেটির কোমরে পড়িয়ে দিয়েছিল। দিনটি ছিল ২০১৩ সালের ২৯শে এপ্রিল সোমবার নিউ ইয়র্কে।

RAW শুরুর আগে এরিনা যখন দর্শকে ভরপুর তখন সিনা তার চ্যাম্পিয়নশিপটি নিয়ে V.I.P. Guest হলে যায়। সেখনে এই শিশুটি তার কাছে এগিয়ে গিয়ে তার বেল্টটি দেখার জন্য আবদার করে। তখন সিনা তার বেল্টটি খুলে ছেলেটির মাজায় পড়িয়ে দেয়। তবে এটা কোনো স্টোরি লাইন না, এটা হল রিয়েল সিনার রিয়েল আচরন।সে তার ফ্যানসদের খুশির জন্য নিজের মূল্যবান সময় ব্যায় করতে প্রস্তুত। তাই রিসপেক্ট দ্যা রিসপেক্টফুল পারসন ★জন সিনা★
The champ is here.Never give up.The honest champion.U can't see me.

◘ পোস্টটি করলাম সিনা হেটারদের জন্য যে তারা কাকে হেট করে এবং তাকে চিনতে পারে না। সিনা হেটারদের আমি বলব,নিজের পছন্দের খাতিরে সিনাকে সাপোর্ট না করলেও তাকে ইগনোর করবেন না।আমাদের আনন্দ দেয়ার জন্য সিনা একজন ভালো রেসলার। তাকে অন্তত তার প্রাপ্য রেস্পেক্টটা দেওয়া উচিত। 
Credit: Pjb Cmpunk

ছোট্ট ফ্যানের ইচ্ছে পুরন করলেন জন সিনা...


বিটি ভালভাবে লক্ষ করুন...একজন ছোটো ছেলের শখ মেটাতে জন সিনা তার চ্যাম্পিয়নশিপটি ছেলেটির কোমরে পড়িয়ে দিয়েছিল। দিনটি ছিল ২০১৩ সালের ২৯শে এপ্রিল সোমবার নিউ ইয়র্কে।

RAW শুরুর আগে এরিনা যখন দর্শকে ভরপুর তখন সিনা তার চ্যাম্পিয়নশিপটি নিয়ে V.I.P. Guest হলে যায়। সেখনে এই শিশুটি তার কাছে এগিয়ে গিয়ে তার বেল্টটি দেখার জন্য আবদার করে। তখন সিনা তার বেল্টটি খুলে ছেলেটির মাজায় পড়িয়ে দেয়। তবে এটা কোনো স্টোরি লাইন না, এটা হল রিয়েল সিনার রিয়েল আচরন।সে তার ফ্যানসদের খুশির জন্য নিজের মূল্যবান সময় ব্যায় করতে প্রস্তুত। তাই রিসপেক্ট দ্যা রিসপেক্টফুল পারসন ★জন সিনা★
The champ is here.Never give up.The honest champion.U can't see me.

◘ পোস্টটি করলাম সিনা হেটারদের জন্য যে তারা কাকে হেট করে এবং তাকে চিনতে পারে না। সিনা হেটারদের আমি বলব,নিজের পছন্দের খাতিরে সিনাকে সাপোর্ট না করলেও তাকে ইগনোর করবেন না।আমাদের আনন্দ দেয়ার জন্য সিনা একজন ভালো রেসলার। তাকে অন্তত তার প্রাপ্য রেস্পেক্টটা দেওয়া উচিত। 
Credit: Pjb Cmpunk