তার জীবনে তৃতীয়বারের মতো The Miz ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হল, কিন্তু সঠিক উপায়তো দূরে থাক, সে চ্যাম্পিয়ন হল খুবই বিতর্কিতভাবে!! 

ব্যাড নিউজ ব্যারেটের ভ্যাকান্ট টাইটেলের জন্য হওয়া ব্যাটল রয়্যালে মিজ রিঙ্গের বাইরে ফ্লোরে লুকিয়ে থাকলো যেখানে বাকি ১৯ জন পার্টিসিফেন্টরা  টাইটেলের জন্য সমানে একে অপরের সঙ্গে লড়াই চালিয়ে গেল। যখন জিগ্লার, শেমাসকে এলিমিনেট করলো এবং সবাই ভাবলো যে জিগ্লার জিতে গেল ঠিক তখনই মিজ পেছন থেকে এসে শো-অফ -কে রিঙ্গের বাইরে ফেলে দিল এবং আমাদের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে গেল। 

সিজারো কোফিকে এলিমিনেট করার পর Heath Slater (আসলেই) সিজারোকে এলিমিনেট করলো, যেটা মনে হয় এই ম্যাচের সবথেকে বড় লস! এরপর বাচলো মাত্র ৫ জন- Slater, Sheamus, Bo Dallas, Ziggler এবং Miz। এরপর শেমাস স্লেটারকে এলিমিনেট করলো, বো কে এলিমিনেট করলো জিগ্লার এবং এই সময় মিজ চুপ করে লুকিয়ে বসে ছিল...ঠিক তখনই ক্লিয়ার হয়ে গিয়েছিল যে মিজই জিতবে। 
WWE এই ম্যাচের পরে ইন্সটাগ্রামে মিজের একটা লুক দিয়েছে যেটা নীচে দেওয়া হল :-
উল্লেখ্য, যখন ব্যাড নিউজ ব্যারেট -এর শোল্ডার ইঞ্জুরি হল তখন WWE একজন ভালো প্লেয়ারতো হারালই তার সাথে অনেক লসও খেল এবং এবার মিজকে চ্যাম্পিয়ন করার পড়েও খুব বেশী কিছু হবে বলে মনে হয় না। তবে এবার জিগ্লারের সঙ্গে মিজের ফিউড হলে এবং পরের PPV সামারস্লামে জিগ্লার, টাইটেলটাকে জিতে নিলে দারুন হবে বলে আমার মনে হয়।
যদিও মিজকে চ্যাম্পিয়ন করা WWE -এর একটা বিতর্কিত মুভ কিন্তু এরপর ব্যাপারটাকে তারা কোনদিকে নিয়ে যায় সেটা দেখতে খুবই মজা লাগবে বলে আশা করা যায়। 

লুকিয়ে থেকে ব্যাটল রয়্যালের চ্যাম্পিয়ন হল দ্য মিজ!!

তার জীবনে তৃতীয়বারের মতো The Miz ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হল, কিন্তু সঠিক উপায়তো দূরে থাক, সে চ্যাম্পিয়ন হল খুবই বিতর্কিতভাবে!! 

ব্যাড নিউজ ব্যারেটের ভ্যাকান্ট টাইটেলের জন্য হওয়া ব্যাটল রয়্যালে মিজ রিঙ্গের বাইরে ফ্লোরে লুকিয়ে থাকলো যেখানে বাকি ১৯ জন পার্টিসিফেন্টরা  টাইটেলের জন্য সমানে একে অপরের সঙ্গে লড়াই চালিয়ে গেল। যখন জিগ্লার, শেমাসকে এলিমিনেট করলো এবং সবাই ভাবলো যে জিগ্লার জিতে গেল ঠিক তখনই মিজ পেছন থেকে এসে শো-অফ -কে রিঙ্গের বাইরে ফেলে দিল এবং আমাদের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে গেল। 

সিজারো কোফিকে এলিমিনেট করার পর Heath Slater (আসলেই) সিজারোকে এলিমিনেট করলো, যেটা মনে হয় এই ম্যাচের সবথেকে বড় লস! এরপর বাচলো মাত্র ৫ জন- Slater, Sheamus, Bo Dallas, Ziggler এবং Miz। এরপর শেমাস স্লেটারকে এলিমিনেট করলো, বো কে এলিমিনেট করলো জিগ্লার এবং এই সময় মিজ চুপ করে লুকিয়ে বসে ছিল...ঠিক তখনই ক্লিয়ার হয়ে গিয়েছিল যে মিজই জিতবে। 
WWE এই ম্যাচের পরে ইন্সটাগ্রামে মিজের একটা লুক দিয়েছে যেটা নীচে দেওয়া হল :-
উল্লেখ্য, যখন ব্যাড নিউজ ব্যারেট -এর শোল্ডার ইঞ্জুরি হল তখন WWE একজন ভালো প্লেয়ারতো হারালই তার সাথে অনেক লসও খেল এবং এবার মিজকে চ্যাম্পিয়ন করার পড়েও খুব বেশী কিছু হবে বলে মনে হয় না। তবে এবার জিগ্লারের সঙ্গে মিজের ফিউড হলে এবং পরের PPV সামারস্লামে জিগ্লার, টাইটেলটাকে জিতে নিলে দারুন হবে বলে আমার মনে হয়।
যদিও মিজকে চ্যাম্পিয়ন করা WWE -এর একটা বিতর্কিত মুভ কিন্তু এরপর ব্যাপারটাকে তারা কোনদিকে নিয়ে যায় সেটা দেখতে খুবই মজা লাগবে বলে আশা করা যায়।