এই সপ্তাহের WWE RAW-তে, আমরা এটা বুঝতে পেরেছি যে সিসারো খুব সম্ভবত ট্রিপল এইচদের সঙ্গে জয়েন করতে চলেছে। এই ফর্মার পল হেইম্যান গাই ব্যাকস্টেজে, ট্রিপল এইচকে জানিয়েছে যে তার সঙ্গে পল হেইম্যানের আর কোন সম্পর্ক নায়, অর্থাৎ সে আর পল হেইম্যান গাই নয় এবং সে এখন হতে চায় অথরিটি গায়! এটা শোনার পরে WWE -এর COO তাকে বলে যে, সে যদি ডিন আম্ব্রোসকে হারাতে পারে তাহলে এই ব্যাপারে ভেবে দেখা যাবে।
সিজারো সেই ম্যাচে অলরেডি ইঞ্জিউর ডিনকে বেশ ভালোমতো ধোলাই দেয় এবং ম্যাচের বেশীরভাগ সময় নিজেই রাজত্ব করে এবং ডিনের অনেক মুভকে কাউন্টারও করে, যদিও এই ম্যাচটা শেষপর্যন্ত ডিসকোয়ালিফিকেশনে শেষ হয় যখন ডিন একটা স্টিল চেয়ারের ব্যবহার করে, কিন্তু আমার মনে হয় সে ম্যাচটাতে যেভাবে ডমিনেট করেছে তাতে ট্রিপল এইচরা নিশ্চয় তার প্রতি ইম্প্রেস হবে এবং তাকে অথরিটি জয়েনের সুযোগ দিবে।
এখন এটাতো ক্লিয়ার যে, পল হেইম্যানের সঙ্গে বিচ্ছেদের পর সিসারোর ক্যারিয়ার এখন সূক্ষ্ম সুতোর ডগায় ঝুলছে, কারন এতদিন সেই হেইম্যানই সিসারোকে তার মোমেন্টাম হারাতে দেয়নি। যদিও তার আগে সিসারোকে কোন ভালো স্টোরিলাইন দেওয়া হচ্ছিলনা এবং সে পর পর অনেক ম্যাচ হেরেই যাচ্ছিল।
তাকে অবশ্যই অথরিটির মতো কিছু পাওয়ারফুল জিনিসে জয়েন করতে হবে যাতে করে তার ক্যারিয়ারটা আবার সঠিক রাস্তায় আসবে। ট্রিপল এইচ এবং স্টেফনি মিকম্যানের সঙ্গে যুক্ত যেকোনো রেসলারই একটা গুরুত্বপূর্ণ অবস্থানে থাকে সে ব্যাপারেতো কোন সন্দেহ নায়।
অথরিটির সঙ্গে যুক্ত হবার পরে সে হয়তো কিছুদিন অথরিটির হেল্পার হিসাবে কাজ করবে যেমন, অরটনকে আবার তার টাইটেল ফিরিয়ে দেওয়া অথবা অথরিটির বিরুদ্ধে আসা রেসলার যেমন আম্রোস বা দ্য উসোস-দেরকে ধোলাই দিয়ে কন্ট্রোলে রাখা ইত্যাদি...।
তাছাড়া সে যদি এই হিল গ্রুপ জয়েন করে তাহলে তাকে আমরা হয়তো মেইন ইভেন্টেও দেখতে পাবো, হয়তো আমরা তার সঙ্গে সিনা বা রোমানের ম্যাচও দেখতে পাবো। আর তাছাড়া তার রেসলিং ক্ষমতা এবং দক্ষতা নিয়ে কোন সন্দেহ নায়। আগের বছরে তার সঙ্গে ড্যানিয়াল ব্রায়েনের হওয়া Gauntlet ম্যাচটা পুরো "Raw" -এর ইতিহাসে অন্যতম সেরা ম্যাচের মধ্যে একটা ছিল।
যাই হোক, অথরিটির সঙ্গে জয়েনের পরে হয়তো সে তার আসল ক্ষমতা দেখাতে পারবে এবং তখন হয়তো কত্রিপক্ষ ভাববে যে তাকে পুশ দিতে এত সময় কেন ব্যয় করলো...তবে আগে আপাতত অথরিটি জয়েনতো করুক, তারপর না হয় ভাবা যাবে। আশা করবো এই রেসলারের ট্যালেন্ট যেন নষ্ট না হয়।
কোন মন্তব্য নেই
কমেন্ট করার জন্য ধন্যবাদ!