Breaking News!!

CM Punk -কে WWE.com -এ অফিসিয়ালি সুপারস্টার থেকে,  "Alumni" পেজে অর্থাৎ "প্রাক্তনী" -দের পেজে মুভ করা হয়েছে। অর্থাৎ, অফিসিয়ালি তাকে এবার রিটায়ার করা হল...এবং এটা একদম পাক্কা খবর।

তাই যারা যারা ভাবছিলেন পাঙ্ক কিছু দিন পড়ে আসতে পারে তারা সব আশা ছেড়ে দিন কারন এটা এখন অফিসিয়ালি দেখিয়ে দেওয়া হল যে CM Punk রিটায়ার করেছে এবং সে হয়তো আর কোনদিনই রেসলিং জগতে ফিরবে না :(

প্রমান হিসাবে আমি নীচে লিঙ্ক টা দিলাম, এটা WWE -এর অফিসিয়াল Alumni পেজের লিঙ্ক (আপনারা C তে ক্লিক করে একবার ডানদিকের অ্যারোতে ক্লিক করলেই পাঙ্কের নাম দেখতে পাবেন)।



WWE এর সাথে Punk এর Contract এর মেয়াদ শেষ হবে আগামীকাল অর্থাৎ 17 July । শেষ খবর পাওয়া পর্যন্ত এই Contract আর renew হচ্ছে না । এর মানে WWE তে আপাতত Punk কে আমরা পাচ্ছি না ।
PS : Storyline এর খাতিরে বর্তমানে Batista ও Brie Bella এদের profile ও WWE.COM এর Alumni Section এ আছে । কিন্তু Punk এর ব্যাপারটা যেহেতু Storyline না তাইPunk যে আর ফিরছেন না সেটা প্রায় নিশ্চিত ।

CM Punk -কে অফিসিয়ালি রিটায়ার করা হল !!

Breaking News!!

CM Punk -কে WWE.com -এ অফিসিয়ালি সুপারস্টার থেকে,  "Alumni" পেজে অর্থাৎ "প্রাক্তনী" -দের পেজে মুভ করা হয়েছে। অর্থাৎ, অফিসিয়ালি তাকে এবার রিটায়ার করা হল...এবং এটা একদম পাক্কা খবর।

তাই যারা যারা ভাবছিলেন পাঙ্ক কিছু দিন পড়ে আসতে পারে তারা সব আশা ছেড়ে দিন কারন এটা এখন অফিসিয়ালি দেখিয়ে দেওয়া হল যে CM Punk রিটায়ার করেছে এবং সে হয়তো আর কোনদিনই রেসলিং জগতে ফিরবে না :(

প্রমান হিসাবে আমি নীচে লিঙ্ক টা দিলাম, এটা WWE -এর অফিসিয়াল Alumni পেজের লিঙ্ক (আপনারা C তে ক্লিক করে একবার ডানদিকের অ্যারোতে ক্লিক করলেই পাঙ্কের নাম দেখতে পাবেন)।



WWE এর সাথে Punk এর Contract এর মেয়াদ শেষ হবে আগামীকাল অর্থাৎ 17 July । শেষ খবর পাওয়া পর্যন্ত এই Contract আর renew হচ্ছে না । এর মানে WWE তে আপাতত Punk কে আমরা পাচ্ছি না ।
PS : Storyline এর খাতিরে বর্তমানে Batista ও Brie Bella এদের profile ও WWE.COM এর Alumni Section এ আছে । কিন্তু Punk এর ব্যাপারটা যেহেতু Storyline না তাইPunk যে আর ফিরছেন না সেটা প্রায় নিশ্চিত ।