◘ আজকে WWE এর অন্যতম সেরা রেসলার ও Hall of Fame শন মাইকেলসের ৪৯ তম জন্মদিন , তিনি ১৯৬৫ সালের আজকের দিনে Arizona তে জন্মগ্রহণ করেন , তার আসল নাম Micheal Shawn Hickenbottom।
♦তিনি ১৯৯৬ সালে PWI এ প্রায় ৫০০ জন রেসলার টপকিয়ে ১ নাম্বার হয়েছিলেন ,
♦তার হাতেই Hall of Fame, Ric Flair এর ৩৬ বছরের ক্যরিয়ার শেষ হয় ।
♦তিনি ৬ বার World চ্যম্পিয়ন , ২ বার রয়েল রাম্বল উইনার ।
♦তার অনেক ম্যচ WWE এর ইতিহাসের সেরা ম্যচের তালিকায় আছে , বেশিরভাগই দ্যা আন্ডারটেকারের সাথে, কিন্তু বাস্তব জীবনে তারা বেস্ট ফ্রেন্ড।
♦রেসলিং এবং রেসলিং এর বাহিরে শন মাইকেলসের শত্রু ব্রেট দ্যা হিট ম্যন হার্ট ।
◘ এই সেরা রেসলারের বডি তেমন না থাকলেও সে আমাদের যে ফিউড , ম্যচ উপহার দিয়েছে তা মানুষের মনে এবং রেসলিং এর ইতিহাসের পাতায় আজীবন স্বর্নক্ষরে লিখা থাকবে।
◘ মন থেকে তার প্রতি শ্রদ্ধা এবং জন্মদিনের শুভেচ্ছা রইলো ।
ɦǟքքʏ ɮɨʀᎿɦ ɖǟʏ ʟɛɢɛռɖ :)
Credit : GTS Rex
কোন মন্তব্য নেই
কমেন্ট করার জন্য ধন্যবাদ!