WWE -এর পরবর্তী PPV, Battle Ground -এ WWE World HeavyWeight -এর জন্য ফ্যাটাল-ফোর-ওয়ে ম্যাচের চ্যাম্পিয়ন কে হবে সেটা বলার জন্য কোন বিশেষজ্ঞের প্রয়োজন নায়, এটা একপ্রকারের জলের মতো পরিষ্কার যে জন সিনাই তার টাইটেল রিটেইন করবে। কারণটা জানতে হলে একটু নীচে দেখুন- 

প্রথমে আমরা WWE World HeavyWeight চ্যাম্পিয়নের প্রতিযোগীদের নাম একবার দেখে নেই- 


◘ Kane


◘ John Cena

◘ Roman Reigns


◘ Kane :-  আপনারা মানি ইন দ্য ব্যাঙ্ক এবং তার আগের ব্যাপার দেখে নিশ্চয় বুঝে গিয়েছেন যে Kane কে কোন টাইটেল রান দেওয়া হবে না এবং তাকে শুধুই র‍্যান্ডি অরটন এর সহযোগিতার জন্য রাখা হবে সুতরাং অপশনের মধ্যে থেকে কেন বাদ গেল!

◘ Randy Orton :- র‍্যান্ডি অরটনকে ২০১৩ তে এবং ২০১৪ -এর শেষের দিকে টাইটেল রান দেওয়া হয়েছিল, সুতরাং তাকে আবার টাইটেল রান দেওয়ার সম্ভাবনা প্রায় নায়...যদিও এটা হলে দারুন হবে। যাইহোক, অরটনও বাদ গেল। 

◘ Roman Reigns :- এখন অনেকেই ভাবছেন দর্শকদের প্রিয় রোমান রেইন্সকেই চ্যাম্পিয়ন করা হবে...কিন্তু মানি ইন দ্য বাঙ্কের মতো এখানেও নতুনদের উপর পুরোপুরি ভরসা করা যায় না। তাছাড়া অকে এত তারাতারি টাইটেল রান দেওয়াও উচিত হবে না!! তাকে পরের বছর রেসেলমেনিয়ার আগে হয়তো আমরা টাইটেল হাতে দেখতে পাবো না। তাছাড়া যদি সামনের রেসেলমেনিয়াতে সে চ্যাম্পিয়ন হয় তাহলে এটা হবে আরও অনেক বেশী স্পেশ্যাল এবং ঐতিহাসিক। 

আসলে, WWE এটা ভেবে ঠিক করেনি যে, এই ম্যাচের সবকটা প্লেয়ারই দর্শকদের কাছে টাইটেল শটের দাবি রাখে। 

সেজন্য, সিনাই একমাত্র রেসলার যে ২০ জুলাই WWE World HeavyWeight টাইটেল জিতবে অর্থাৎ, সেটা  রিটেইন করবে।

সবশেষে আরও একটা ব্যাপার আছে, অফিসের কিছু মিস্টেকের কারনে সামারস্লাম এর পোস্টার লিক হয়ে যায় এবং রিটেইল সাইট অ্যামাজন এরকম একটা পোস্টার প্রকাশ করে যার মধ্যে ছিল সিনা vs. লেসনার, তাও আবার WWE World HeavyWeight চ্যাম্পিয়নশিপের জন্য।

তাছাড়া, এই MMA ফাইটার আন্ডারটেকারের আন্ডিফিটেড স্ট্রিককে ভেঙ্গেছিল এবং তার রিটার্ন এর পর শুধু মাত্র একজনকেই হারাতে পারেনি... সে হল জন সিনা। সেজন্য সে সামারস্লামে সিনাকে হারাবে এটা প্রায় নিশ্চিত কারন সে অনেকদিন ধরে চ্যাম্পিয়ন হয়নি এবং সিনার সঙ্গে লেসনার এবং পল হেইম্যান এর ফিউড অনেক জমজমাট হবে তাতো বলার দরকার নায়। 

কিন্তু তার আগের PPV, ব্যাটল গ্রাউন্ড যে, খুব একটা জমজমাট হবে না এবং অনেকটা বোরিং হবে সেটাও প্রায় নিশ্চিত!! এখন দেখা যাক কি হয়... । 


ব্যাটল গ্রাউন্ডে John Cena জিতবে -এটা পরিস্কার...



WWE -এর পরবর্তী PPV, Battle Ground -এ WWE World HeavyWeight -এর জন্য ফ্যাটাল-ফোর-ওয়ে ম্যাচের চ্যাম্পিয়ন কে হবে সেটা বলার জন্য কোন বিশেষজ্ঞের প্রয়োজন নায়, এটা একপ্রকারের জলের মতো পরিষ্কার যে জন সিনাই তার টাইটেল রিটেইন করবে। কারণটা জানতে হলে একটু নীচে দেখুন- 

প্রথমে আমরা WWE World HeavyWeight চ্যাম্পিয়নের প্রতিযোগীদের নাম একবার দেখে নেই- 


◘ Kane


◘ John Cena

◘ Roman Reigns


◘ Kane :-  আপনারা মানি ইন দ্য ব্যাঙ্ক এবং তার আগের ব্যাপার দেখে নিশ্চয় বুঝে গিয়েছেন যে Kane কে কোন টাইটেল রান দেওয়া হবে না এবং তাকে শুধুই র‍্যান্ডি অরটন এর সহযোগিতার জন্য রাখা হবে সুতরাং অপশনের মধ্যে থেকে কেন বাদ গেল!

◘ Randy Orton :- র‍্যান্ডি অরটনকে ২০১৩ তে এবং ২০১৪ -এর শেষের দিকে টাইটেল রান দেওয়া হয়েছিল, সুতরাং তাকে আবার টাইটেল রান দেওয়ার সম্ভাবনা প্রায় নায়...যদিও এটা হলে দারুন হবে। যাইহোক, অরটনও বাদ গেল। 

◘ Roman Reigns :- এখন অনেকেই ভাবছেন দর্শকদের প্রিয় রোমান রেইন্সকেই চ্যাম্পিয়ন করা হবে...কিন্তু মানি ইন দ্য বাঙ্কের মতো এখানেও নতুনদের উপর পুরোপুরি ভরসা করা যায় না। তাছাড়া অকে এত তারাতারি টাইটেল রান দেওয়াও উচিত হবে না!! তাকে পরের বছর রেসেলমেনিয়ার আগে হয়তো আমরা টাইটেল হাতে দেখতে পাবো না। তাছাড়া যদি সামনের রেসেলমেনিয়াতে সে চ্যাম্পিয়ন হয় তাহলে এটা হবে আরও অনেক বেশী স্পেশ্যাল এবং ঐতিহাসিক। 

আসলে, WWE এটা ভেবে ঠিক করেনি যে, এই ম্যাচের সবকটা প্লেয়ারই দর্শকদের কাছে টাইটেল শটের দাবি রাখে। 

সেজন্য, সিনাই একমাত্র রেসলার যে ২০ জুলাই WWE World HeavyWeight টাইটেল জিতবে অর্থাৎ, সেটা  রিটেইন করবে।

সবশেষে আরও একটা ব্যাপার আছে, অফিসের কিছু মিস্টেকের কারনে সামারস্লাম এর পোস্টার লিক হয়ে যায় এবং রিটেইল সাইট অ্যামাজন এরকম একটা পোস্টার প্রকাশ করে যার মধ্যে ছিল সিনা vs. লেসনার, তাও আবার WWE World HeavyWeight চ্যাম্পিয়নশিপের জন্য।

তাছাড়া, এই MMA ফাইটার আন্ডারটেকারের আন্ডিফিটেড স্ট্রিককে ভেঙ্গেছিল এবং তার রিটার্ন এর পর শুধু মাত্র একজনকেই হারাতে পারেনি... সে হল জন সিনা। সেজন্য সে সামারস্লামে সিনাকে হারাবে এটা প্রায় নিশ্চিত কারন সে অনেকদিন ধরে চ্যাম্পিয়ন হয়নি এবং সিনার সঙ্গে লেসনার এবং পল হেইম্যান এর ফিউড অনেক জমজমাট হবে তাতো বলার দরকার নায়। 

কিন্তু তার আগের PPV, ব্যাটল গ্রাউন্ড যে, খুব একটা জমজমাট হবে না এবং অনেকটা বোরিং হবে সেটাও প্রায় নিশ্চিত!! এখন দেখা যাক কি হয়... ।