ব্রেকিং নিউজ!!
◘পরের দিনের "র" তে Sting ডেবিউ করছে।
◘স্টিং এখনও পর্যন্ত WWE -এর সাথে কোন রকমের কন্ট্রাক্ট সাইন করেনি কিন্তু পরের "র" তে সে থাকবে।
◘সে কীভাবে আসবে তা ক্লিয়ার না হলেও Wrestling Observer-এ Dave Meltzer এটা কনফার্ম করেছে।
সে বলেছে, “All I can say right now, Sting has not signed. If you watch Raw to see Sting tomorrow you will not be disappointed, but he will not be there live.”
◘অর্থাৎ, স্টিং এর আসার সাথে WWE 2K15 গেমের কিছু সম্বন্ধ আছে। এটা সম্ভবত সেই গেম প্রোমোটের একটা ভিডিও হবে যেটাতে স্টিং থাকবে, যেমনটা আগের বছর এই সময়ে Ultimate Warrior -এর সঙ্গে করা হয়েছিল।
◘স্টিং এর সাথে 2K -এর একটা কন্ট্রাক্ট আছে যেটা হয়তো WWE এর সাথে সরাসরি কন্ট্রাক্টে পরিণত হতে পারে। স্টিং তার টুইটার আকাউন্টে বলেছিল যে, এই গেমটা প্রোমোটের কাজ সে শুরু করে দিয়েছে।
◘আশা করছি সে কিছু দিনের মধ্যেই WWE এর সাথে অফিসিয়ালি কন্ট্রাক্ট সাইন করবে এবং কিছু একটা রূপে আমরা তাকে দেখতে পাবো।