◘◘এই সপ্তাহের Raw এর Result (১০/০৭/২০১৪)◘◘
দেখতে পাবেন আগামি বৃহস্পতিবার বিকাল ০৪:৩০টায় Ten Sports এ।
Pre Show:
♦ আজকের Raw এর Pre Show তে অনেক ম্যাচ ঠিক করা হয় এদের ভিতর হলঃ
♠ AJ & Paige vs. Cameron & Naomi.
♠ Big E vs. Dolph Ziggler.
♠ Cesaro vs. Kofi Kingston.
♠ Dean Ambrose vs. Randy Orton.
♠ The Miz vs. Chris Jericho.
♠ Seth Rollins vs. John Cena.
WWE Raw:
♦ Raw এর শুরু তে Roman Reigns এর music হিট হয় এবং সে আসে। Roman Reigns বলে সে Battleground এ Cena কে জিতা থেকে Stop করতে পারবে যা Kane or, Randy পারবে না। সে বলে সেই হবে Next champion. এর ভিতর Kane আসে। Roman Reigns বলে সে Authority এর পক্ষ্য হয়ে কাজ করছে এবং তাকে Authority'র Lapdog এর মত লাগছে। এবং সে Randy Orton কে Bitch বলে বকা দেয়। Kane রিং এ এসে মারামারি শুরু করে। Kane না পেরে শেষ পর্যন্ত রেফারি কে Chockslam দেয় কিন্তু তার পরেই সে Roman এর হাতে Superman Punch খায় ও রিং ত্যাগ করে।
♦ আজকের Raw তে Bret Hart আসবে।
♦ Erick Rowan & Luke Harper vs. The Usos.
♠ Winners: Erick Rowan & Luke Harper.
♦ Alicia Fox vs. Nikki Bella.
♠ Authority বলে প্রতেকের এক হাত পিছনে বেঁধে দিয়ে ম্যাচ শুরু করা হোক। রেফারি আগে Nikki Bella এর আগে বাঁধে কিন্তু Alicia Fox এর হাত বাঁধতে গেলে সে সরে যায় এবং Nikki Bella কে attack করে।
♦ Rusev vs. Rob Van Dam.
♠ Winner: Rusev.
♦ Randy Orton vs. Dean Ambrose.
♦ Dolph Ziggler vs. Alberto Del Rio.
♠ Winner: Alberto Del Rio.
♦ Fandango Layla এর সাথে আসে। Layla জিজ্ঞাসা করে Summer Rae Dolph কে kiss করে তাতে তার হিংসা হয় কেন? Fandango বলে না আমার কিছু হয় না। তখন সে Layla কে hug দেয়।
♦ Jerry Lawler বলে আজকের Raw টা বিশেষ কারন আজ Patterson ও Bret Hart আসবে। Jerry তাদের স্বাগতম জানায়। তারা যখন কথাবার্তা বলে তখন মাঝে দিয়ে Damien Sandow আসে তাও আবার Hitman এর রুপে।
♦ Sheamus vs. Damien Sandow,
♠ Winner: Sheamus.
♦ The Miz vs. Chris Jericho.
♠ Winner: Chris Jericho.
♦ AJ & Paige vs. Cameron & Naomi.
♠ Winners: AJ & Paige.
♦ Cesaro vs. Kofi Kingston.
♠ Winner: Kofi Kingston.
♦ Roman Reigns vs. Rusev ম্যাচটা স্মাকডাউন এর জন্য ঘোষণা করা হল।
♦ El Torito vs. Bo Dallas.
♠ Winner: Bo Dallas.
♦ John Cena vs. Seth Rollins.
♠ Winner: কেউ Winner না তবে মনে হচ্ছে Disqualification এ Cena জিতেছে কারন ম্যাচ মাঝে দিয়ে Kane ও Randy Cena কে attack করে। পরে Roman Reigns এসে Kane ও Randy কে মারতে থাকে। Kane ও Randy Cena কে attack এর পর Cena পড়ে থাকে তখন Seth Rollins Money In The Bank cash করতে চায়। কিন্তু Dean Ambrose এসে বাধা দেয় এবং তাকে মারতে মারতে বাইরে নিয়ে যায়। Cena Randy কে AA দেয় তখন Kane Cena কে Chockslam দিতে চায় কিন্তু Roman Reigns Kane কে Spear দিয়ে দেয়। John Cena ও Roman Reigns Raw শেষ করে।
Credit- Shehab Uddin