◘ রেন্স এ বছর খুব বড় ধরনের একটা পুশ পাবে । যার ফলে তার সাথে Brock Lesner এর ম্যাচ হতে পারে রেসেলমেনিয়া ৩১ এ WWE World Heavyweight চ্যাম্পিয়নশিপ টাইটেল এর জন্য । যেটাতে রোমানই হবে পরবতীঁ WWE WH চ্যাম্পিয়ন ।
◘ কিন্তু অন্যদিকে আবার, World Heavyweight টাইটেলটাকে WWE তুলে নেওয়া হচ্ছে । সেক্ষেত্রে রোমানই হতে পারে নতুন টাইটেল এর সর্বপ্রথম বিজয়ী ।
◘ একবার ভেবে দেখুন রোমান কে কি পরিমান পুশ দেওয়া হচ্ছে । অথচ অনেক রেসলিং এর বুদ্ধিজীবিরাই বলে থাকেন , রোমানকে কোন পুশই দেওয়া হয় নাই। রোমান এর থেকে সান্টিনোকে সবচেয়ে বেশি পুশ দেয়া হয়েছে...!! যারা শুধু রেসলার দেখেই রেসলিং এর বিচার করে আসল রেসলিং দেখে নয়, তারাই এইরকমের কথা বলতে পারে।
♦বিঃদ্রঃ এইগুলো এখনও ফিক্সড না । তবে শুনা যাচ্ছে এরকমই অনেকটা হবে এবং এইগুলো পুরোপুরি ঠিক হবারও কোন গ্যারান্টি নায়।
Credit: ARj Ashfac Rafsanjany