আসল নাম

Dalip Singh Rana

জন্মদিন

২৭ আগস্ট, ১৯৭২

জন্মস্থান

Dhiraina, Himachal Pradesh, India

বাসস্থান

Houston, Texas, US

উচ্চতা

৭ ফুট ১ ইঞ্চি (২.১৬ মি)

ওজন

১৫৭ কেজি (৩৪৭ পাউন্ড)

ট্রেনার

All Pro Wrestling

অভিষেক

৭ অক্টোবর, ২০০০


দালিপ সিং রাণা! নামটা শুনলে বোধহয় খুব একটা চেনা লাগে না ঠিক যতটা লাগে ‘দ্য গ্রেট খালি’ বা ‘জায়ান্ট সিং’ শুনলে। রেসলিং এর যারা অন্ধ ভক্ত তারা তো বটেই, যারা একটু-আধটু খবর রাখেন তাদের কাছেও WWE বা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের দানবীয় রেসলার The Great Khali এক পরিচিত মুখ। ডব্লিউডব্লিউই-তে তিনি একবারের ওয়ার্ড-হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং একবারের স্ল্যামি অ্যাওয়ার্ড বিজয়ী।

প্রথম জীবনে পুলিশ বাবার সন্তান খালি পাঞ্জাব স্টেট পুলিশের অফিসার হিসেবে কেরিয়ারের সূত্রপাত করলেও পরে নিজের কলেবরের স্পেশ্যালিটির জন্যেই একে একে চারটি হলিউড ও দুটি বলিউড সিনেমায় অভিনয় করেন তিনি। আর তারপরেই স্থায়ী হন মেগা সিরিয়ালে। এরপর ২০০০ সাল থেকে শুরু হয়ে যায় তাঁর দীর্ঘ রেসলিং-এর অভিযান। অল প্রো রেসলিং, নিউ জাপান প্রো রেসলিং, কনসেজো মুন্ডিয়াল দে লুচা লিব্রে, অল জাপান প্রো রেসলিং-এর পর একে একে সমস্ত রাস্তা জয় করে ২০০৭-এ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতেন তিনি।

♦ ব্যক্তিগত জীবন :

১৯৭২ সালের ২৭ আগস্ট হিমাচল প্রদেশের ধিরানা নামক এক ছোট্ট শহরের এক পাঞ্জাবী রাজপূত পরিবারে জন্ম নিয়েছিলেন এই বিশাল কায়ার মানব। খালির বাবার নাম জ্বালা রাম এবং মায়ের নাম তণ্ডী দেবী। খালিরা সাত ভাইবোন। ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি খালি হরমিন্দর কৌরকে বিবাহ করেন। দলিপ-হারপিন্দর জুটি তাদের প্রথম সন্তানের মুখ দেখেন এবছরই। ১২ তম বিবাহ বার্ষিকীর আগের দিনই কন্যা সন্তানের বাবা হন খালীর।

তাঁর পিতামাতার শারীরিক গড়ন স্বাভাবিক হলেও, তাঁর ঠাকুরদা ছয় ফুট ছয় ইঞ্চি লম্বা ছিলেন। ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতা ও ১৫৭ কেজি ওজনের “দ্যা গ্রেট কালীর”র বুক ও কাঁধ বেশ চওড়া হলেও পায়ের পেশি কোন ভাবেই শারিরীক গঠনের সাথে মানানসই নয়। আর এই কারনে রিং-এ বা রিং-এর বাইরে তাকে সবসময় লম্বা প্যান্ট পরা অবস্থাতেই দেখা যায়। গ্রেট খালির নিজের শারীরিক গঠন দানবীয় হলেও তার মা-বাবার উচ্চতা কিন্তু স্বাভাবিক। কালীর এই অস্বাভাবিক উচ্চতার পিছনে কারন পিটুইটারি গ্ল্যান্ডে একটি টিউমার। ২০১২ সালে এই টিউমার অপসারন এর জন্য একবার অস্ত্রোপচার করা হয়েছে।

• খালির নামের রহস্য ও খাদ্যাভ্যাস :

পেশাগত জীবনে এত কঠোরতা থাকলেও ব্যাক্তিগত জীবনে তিনি একেবারেই একটি আলাদা মানুষ। অত্যন্ত নরম মনের ধার্মিক এক শান্ত ব্যাক্তিত্ব। শুনলে আশ্চর্য লাগতে পারে কিন্তু তিনি মা কালীর ভক্ত। কারন হিন্দু দেবতাদের মধ্যে দেবী কালী চিরন্তনী শক্তির প্রতীক। তিনি জানান, তাঁর রিং নামটি হিন্দু দেবী কালীর নাম থেকে অনুপ্রাণিত।

তাঁর ওজন নিয়ে সমালোচকমহলে বিতর্কের শেষ নেই। অনেকে বলেন, শাকসব্জির মাধ্যমেই সে তাঁর ওজন রক্ষন করেন। আবার অনেকে মনে করেন মাংসই তাঁর বিরল কলেবরের রহস্য। তিনি কি খান তা সঠিক জানা যায় না, তবে একটি সাক্ষাৎকারে তিনি নিজেই স্বীকার করেছেন যে খাদ্যের মধ্যে মাংস ও সব্জি দুটোই তিনি পছন্দ করেন। এক সাক্ষাৎকারে তিনি এও বলেছেন যে, তিনি প্রচুর পরিমাণে মুরগির মাংস খান। তবে মাংস খেলেও তিনি যে নিরামিষ খেতেই বেশি ভালবাসেন তাও তিনি উল্লেখ করেছেন। 

প্রতিদিন সকালে ও সন্ধ্যায় খালি দুই ঘণ্টা করে ওয়েট ট্রেনিং নেন যার মাধ্যমে তিনি তাঁর দেহের গড়ন ঠিক রাখেন। অন্যান্য রেসলারদের তুলনায় যথেষ্ট নিয়ন্ত্রিত জীবনযাপনকারী এই দানব কোন প্রকার এলকোহল বা তামাক তো দূরে থাক চা- কফিও খান না। একটি সাক্ষাতকারে তিনি একবার বলেছিলেন দৈনিক ৫ লিটার দুধ ও ২৫টি ডিম খান। এছাড়াও তিনি জানিয়েছেন যে তিনি তামাক ও মদ অপছন্দ করেন।

রেসলিং রিং এর বাইরে চলচ্চিত্রের রুপালী পর্দাতেও উজ্জ্বল তিনি। ইতিমধ্যেই ২টি বলিউড, ৪টি হলিউড ও ১টি ফ্রেঞ্চ মুভিতে অভিনয় করেছেন। হাতে আছে ডজন খানিকের বেশি চলচ্চিত্র। এছাড়াও অসংখ্য টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে তাকে। ২০০১ সালে রেসলিং খেলার এক পর্যায়ে মাথার উপর তুলে আছাড় মারেন প্রতিপক্ষ ব্রায়ান অং-কে। এতে মাথায় গুরুতর আঘাত পান ব্রায়ান। এই ঘটনার কিছুদিন পর মারা যান তিনি। তবে এর জন্য খালিকে কোন আইনি জটিলতায় পরতে না হলেও তার রেসলিং কোম্পানিকে মৃতের পরিবারকে টাকা মেটাতে হয়েছিল।

♦ রেসলিং ক্যারিয়ার :

২০০০ সালে খালি অ্যামেরিকাতে প্রথম রেসলিং করেন All Pro Wrestling (APW) এর হয়ে, তখন তার রিং নেম ছিল "Giant Singh"! এরপরে San Francisco তে আসার পরে সে World চ্যাম্পিয়নশিপ Wrestling (WCW) এর সাথে চুক্তি করে এবং সেখানে ৮ মাস কাজ করে, যার পরে WCW বিক্রি হয়ে যায়।

এরপরে তার নিউ জাপান প্রো রেসলিং বা NJPW ক্যারিয়ার শুরু হয়। টিম ২০০০ নামক এক স্টেবলের লিডার Masahiro Chono এর অফারে খালি তাদের টিমে জয়েন করে। সেই টীমের আর একজন মেম্বার ছিল Giant Silva এবং খালি জয়েন করার পরে তাদের টিমের গড় উচ্চতা হয় ৭ ফুট ২.৫ ইঞ্চি, যেটা ছিল রেসলিং ইতিহাসের সর্বোচ্চ উচ্চতার ট্যাগ টিম, এরফলে তাদেরকে Club ৭ বলা হত। এছাড়াও তাদের টিমের মোট ওজন ছিল প্রায় ৩৬৫ কেজি। Tokyo Dome এ হওয়া তাদের প্রথম ম্যাচেই তারা জয়লাভ করে। খালি ট্যাগ মাছে প্রথমবার পরাজিত হয়েছিল Wrestling World ২০০২ তে।

২০০২ সাল থেকে খালি মাক্সিকান প্রমোশন Consejo Mundial De Lucha Libre (CMLL) এও রেসলিং করা শুরু করে। এছাড়া সে জাপানের আর এক রেসলিং প্রমোশন All Japan Pro Wrestling (AJPW) এর সঙ্গেও যুক্ত থাকে ২০০৬ সাল পর্যন্ত, যার পরে সে WWE জয়েন করে।

• WWE তে প্রবেশ ও টেকারের সাথে ফিউড :

২০০৬ সালের ২রা জানুয়ারি খালি প্রথম কোন ভারতীয় প্রো রেসলার হিসাবে WWE এর সাথে কন্ট্রাক্ট সাইন করে। সে তাদের তৎকালীন ডেভেলপমেন্ট ব্রাঞ্চ Deep South Wrestling এ যোগ দেয় এবং তার আসল নামেই সেখানে পারফর্ম করে। খালির WWE তে ডেবিউ হয় ৭ এপ্রিলের স্ম্যাকডাউনে দ্যা আন্ডারটেকারকে অ্যাটাক করার মাধ্যমে, সাথে থাকে তার ম্যানেজার Daivari! ২১ এপ্রিলে হওয়া খালির প্রথম ম্যাচে সে Shoichi Funaki কে পরাজিত করে। WWE তে খালির প্রথম গুরুত্বপূর্ণ ম্যাচ পরে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন Rey Mysterio এর সাথে, যেই ম্যাচে খালি সহজেই Rey কে পরাজিত করে।

এরপরে ২১ মে তে অনুষ্ঠিত Judgment Day পিপিভিতে সে টেকারের সাথে ম্যাচ খেলে এবং তার ম্যানেজারের সাহায্যে টেকারকে পরাজিত করে। এরপরে খালি পরস্পর কিছু ম্যাচে কয়েকজন রেসলারের বিরুদ্ধে তার অফুরন্ত অমানবিক শক্তি প্রদর্শন করে এবং আন্ডারটেকারকে বিভিন্নভাবে ব্যঙ্গ করতে থাকে। আন্ডারটেকারের সাথে এক স্ম্যকডাউনে তার লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে সে পরাজিত হয়, যেটি ছিল খালির প্রথম পরাজয়।

• জন সিনা ও কেইনের সাথে ফিউড :

এরপরে The Great Khali ও Daivari কে ECW ব্র্যান্ডে মুভ করে দেওয়া হয়, যেখানে সে Daivari কে ম্যাচ জিততে সাহায্য করে। পরে ২০০৭ এর ৮ জানুয়ারি খালিকে Raw ব্র্যান্ডে নিয়ে আসা হয় এবং সে প্রথমেই জন সিনার সাথে ম্যাচ খেলে, যেখানে খালি ডিস্কোয়ালিফিকেশনের মাধ্যমে জয়লাভ করে, ম্যাচের পরে খালি সিনাকে চোকস্ল্যাম মারে। এরপরে তার কেইনের সাথে ফিউড শুরু হয়, রেসেলমেনিয়া ২৩ এ খালি তার খেলা প্রথম রেসেলমেনিয়া ম্যাচে কেইনকে পরাজিত করে।

এরপরে খালি WWE চ্যাম্পিয়নশিপের জন্য ফিউড শুরু করে এবং Edge, Randy Orton, Michaels সহ চ্যাম্পিয়ন জন সিনার উপরেও অ্যাটাক করে। Judgment Day পিপিভিতে সিনার সাথে খালি টাইটেল ম্যাচে খেলে কিন্তু সেই ম্যাচে খালি প্রথমবারের মতো ট্যাপ আউট করে সাবমিশনের মাধ্যমে হেরে যায়। এরপরে Ranjin Singh কে খালির নতুন ম্যানেজার তথা ট্রান্সলেটর হিসাবে নিয়োগ করা হয়, পরে জানানো হয় Ranjin হল খালির নিজের ভাই। One Night Stand পিপিভিতে Falls Count Anywhere ম্যাচে খালি সিনার হাতে আবার পরাজিত হয়ে তাদের ফিউডের ইতি টানে।

• ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল জয় :

২০০৭ এর WWE ড্রাফটে খালিকে স্ম্যাকডাউনে মুভ করা হলে সে ব্যাতিস্তার সাথে ফিউড শুরু করে। এজের ইঞ্জুরির পরে ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল ভ্যাকান্ট হয়ে গেলে সেই টাইটেলের জন্য ২০ জনের ব্যাটল রয়্যাল আয়োজন করা হয় যেখানে খালি অংশগ্রহন করে এবং একই মুভে বাতিস্তা ও কেইনকে এলিমিনেট করে খালি তার প্রথম WH টাইটেল জয়লাভ করে। পরে The Great American পিপিভিতে খালি বাতিস্তা ও কেইনের বিরুদ্ধে সহজেই টাইটেল ডিফেন্ড করে। খালি এই সময়ে তার নতুন ফিনিশার নিয়ে আসে যেটার নাম ছিল Khali Vise Grip, যেটি ছিল দুই হাতে করে ক্ল-হোল্ড।

১৬ সেপ্টেম্বরের Unforgiven পিপিভিতে খালি বাতিস্তার কাছে হেরে খালির ৬১ দিনের টাইটেল রেইন সমাপ্ত হয়। পরে নো মার্সিতে পাঞ্জাবি প্রিসন ম্যাচেও খালি তার টাইটেল জিততে অক্ষম হয়। ১৭ আগস্টে অনুষ্ঠিত সামারস্ল্যাম পিপিভিতে খালি ট্রিপল এইচকে ফেস করে WWE চ্যাম্পিয়নশিপের জন্য কিন্তু সেটা জিততে সে ব্যর্থ হয়।

• খালির গিমিকে পরিবর্তন :

২০০৮ সালে খালির গিমিক পরিবর্তিত হয়ে ফানি হয় এবং সে Ranjin Singh এর সাথে প্রতি সপ্তাহে 'Khali Kiss Cam' আয়োজন করে যেখানে সে জনতাদের মধ্যে থেকে যেকোন কাউকে এনে কিস করে, এই সেগমেন্টের ফলে খালি ফ্যান ফেবারিট হয়ে ওঠে। ২০০৯ সালে খালি জিগলারের সাথে ফিউড শুরু করে। ২৮ জুনের The Bash পিপিভিতে জিগলারের সাথে খালির ম্যাচে কেইন রিটার্ন করে খালিকে অ্যাটাক করে এবং খালি পরাজিত হয়। এরপরে কেইনের সাথে ফিউড আবার শুরু হয় এবং সামারস্ল্যাম ও Breaking Point উভয় পিপিভিতেই খালি কেইনের কাছে পরাজিত হয়।

এরপরে খালি ইঞ্জুরিতে পরে এবং রিটার্ন করার পরে জানায় যে সে একটা ব্রেক নিয়ে ভারতে অবস্থিত ফ্যামিলির সাথে সময় কাটাবে। ২০১০ এর ড্রাফটে খালি ও Ranjin Singh দুজনকেই Raw ব্র্যান্ডে আনা হয়। এরপরে খালির নেক্সাসের সাথে ম্যাচ খেলার কথা থাকলেও Big Boss শো করার জন্য সে ছুটি নেয়। ২০১১ এর রেসেলমেনিয়া XXVII ইভেন্টে অনুষ্ঠিত ডার্ক ম্যাচে খালি এক ব্যাটল রয়েল জিতে। এপ্রিলে তাকে আবার ড্রাফট করে স্ম্যাকডাউনে আনা হয়।

• জিন্দার মহালের সাথে ফিউড :

এরপরে খালির সঙ্গে আর এক ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার জিন্দার মহালের ফিউড শুরু হয়। মহাল খালিকে অপমান করলেও খালি তার সাথে টিম আপ করে তার বডি গার্ডের কাজ করে। এর কারন হিসাবে Ranjin Singh জানায় যে জিন্দার হল খালির বোনের স্বামী, এবং খালি তার কথা না শুনলে তার বোনকে ডিভোর্স দিয়ে দিবে জিন্দার। ট্যাগ টিম টাইটেল ম্যাচে হারার পরে তাদের জুড়ি ভেঙ্গে যায়, এরপরে খালি জিন্দারকে সিঙ্গেলস ম্যাচে পরাজিত করে তাদের ফিউড শেষ করে। এরপরে খালি মার্ক হেনরির সাথে ম্যাচে হারার পরে হেনরি তার পা কে স্টিল চেয়ারের মাধ্যমে ভেঙ্গে দেয় এবং খালি আবার ছুটি নেয়।

২০১২ সালের ডিসেম্বরে খালি ২০ ম্যান ব্যাটল রয়্যাল জিতে US চ্যাম্পিয়নশিপের নাম্বার ওয়ান কন্টেন্ডার হয়, কিন্তু ২০১৩ সালে সেটা জিততে সে ব্যর্থ হয়। এরপরে খালি তেমন একটা উল্লেখযোগ্য ম্যাচ খেলেনি এবং প্রায় সব ম্যাচেই সে পরাজিত হয়েছে।

• WWE থেকে বিদায় ও নিজস্ব রেসলিং স্কুল প্রতিষ্ঠা :

২০১৪ সালের ৩১ অক্টোবরে রুসেভের কাছে হারের পর তার কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে যায় এবং সে WWE থেকে লিভ নেয়।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে ভারতের পাঞ্জাবে খালি নিজের রেসলিং স্কুল প্রতিস্থা করে যার নাম দেওয়া হয় Continental Wrestling Entertainment, ২০১৬ সালে সে CWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জয় করে।

২০১৭ সালের ২৩ জুলাই ব্যাটলগ্রাউন্ড পিপিভিতে WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচে হিল হিসাবে রিটার্ন করে এবং জিন্দার মাহালকে পাঞ্জাবি প্রিসন ম্যাচটি জিততে এবং চ্যাম্পিয়ন হতে সহায়তা করে। পরে জানা যায় সে রিটার্ন করেনি এবং সেটা একবারের জন্য আপিয়ারেন্স ছিল। পরে ২০১৮ সালের এপ্রিলে অনুষ্ঠিত The Greatest রয়্যাল রাম্বাল ম্যাচে খালি ৪৫ নাম্বারে এন্ট্রি নেয় কিন্তু এক মিনিটের মধ্যেই এলিমিনেটেড হয়ে যায়।

♦ রেসলিং জগতে অর্জন সমূহ :

Continental Wrestling Entertainment

CWE হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ( বার)

New Japan Pro-Wrestling

Teisen Hall Six-Man টুর্নামেন্ট (২০০২) – সাথে : Masahiro Chono এবং Giant Silva

Pro Wrestling Illustrated

Ranked No. ৮৩ Of The Top ৫০০ Singles Wrestlers In The PWI ৫০০ In ২০০৮

Wrestling Observer Newsletter

Most Overrated (২০০৭)

Worst গিমিক (২০০৮)

World Wrestling Entertainment

ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ( বার)

Slammy Award

"Damn!" Moment Of The Year (২০০৮) Khali Kiss Cam



• লেখক : রেসলিং বাংলা ওরিজিনাল।

The Great Khali : দ্যা গ্রেট খালি

 

আসল নাম

Dalip Singh Rana

জন্মদিন

২৭ আগস্ট, ১৯৭২

জন্মস্থান

Dhiraina, Himachal Pradesh, India

বাসস্থান

Houston, Texas, US

উচ্চতা

৭ ফুট ১ ইঞ্চি (২.১৬ মি)

ওজন

১৫৭ কেজি (৩৪৭ পাউন্ড)

ট্রেনার

All Pro Wrestling

অভিষেক

৭ অক্টোবর, ২০০০


দালিপ সিং রাণা! নামটা শুনলে বোধহয় খুব একটা চেনা লাগে না ঠিক যতটা লাগে ‘দ্য গ্রেট খালি’ বা ‘জায়ান্ট সিং’ শুনলে। রেসলিং এর যারা অন্ধ ভক্ত তারা তো বটেই, যারা একটু-আধটু খবর রাখেন তাদের কাছেও WWE বা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের দানবীয় রেসলার The Great Khali এক পরিচিত মুখ। ডব্লিউডব্লিউই-তে তিনি একবারের ওয়ার্ড-হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং একবারের স্ল্যামি অ্যাওয়ার্ড বিজয়ী।

প্রথম জীবনে পুলিশ বাবার সন্তান খালি পাঞ্জাব স্টেট পুলিশের অফিসার হিসেবে কেরিয়ারের সূত্রপাত করলেও পরে নিজের কলেবরের স্পেশ্যালিটির জন্যেই একে একে চারটি হলিউড ও দুটি বলিউড সিনেমায় অভিনয় করেন তিনি। আর তারপরেই স্থায়ী হন মেগা সিরিয়ালে। এরপর ২০০০ সাল থেকে শুরু হয়ে যায় তাঁর দীর্ঘ রেসলিং-এর অভিযান। অল প্রো রেসলিং, নিউ জাপান প্রো রেসলিং, কনসেজো মুন্ডিয়াল দে লুচা লিব্রে, অল জাপান প্রো রেসলিং-এর পর একে একে সমস্ত রাস্তা জয় করে ২০০৭-এ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতেন তিনি।

♦ ব্যক্তিগত জীবন :

১৯৭২ সালের ২৭ আগস্ট হিমাচল প্রদেশের ধিরানা নামক এক ছোট্ট শহরের এক পাঞ্জাবী রাজপূত পরিবারে জন্ম নিয়েছিলেন এই বিশাল কায়ার মানব। খালির বাবার নাম জ্বালা রাম এবং মায়ের নাম তণ্ডী দেবী। খালিরা সাত ভাইবোন। ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি খালি হরমিন্দর কৌরকে বিবাহ করেন। দলিপ-হারপিন্দর জুটি তাদের প্রথম সন্তানের মুখ দেখেন এবছরই। ১২ তম বিবাহ বার্ষিকীর আগের দিনই কন্যা সন্তানের বাবা হন খালীর।

তাঁর পিতামাতার শারীরিক গড়ন স্বাভাবিক হলেও, তাঁর ঠাকুরদা ছয় ফুট ছয় ইঞ্চি লম্বা ছিলেন। ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতা ও ১৫৭ কেজি ওজনের “দ্যা গ্রেট কালীর”র বুক ও কাঁধ বেশ চওড়া হলেও পায়ের পেশি কোন ভাবেই শারিরীক গঠনের সাথে মানানসই নয়। আর এই কারনে রিং-এ বা রিং-এর বাইরে তাকে সবসময় লম্বা প্যান্ট পরা অবস্থাতেই দেখা যায়। গ্রেট খালির নিজের শারীরিক গঠন দানবীয় হলেও তার মা-বাবার উচ্চতা কিন্তু স্বাভাবিক। কালীর এই অস্বাভাবিক উচ্চতার পিছনে কারন পিটুইটারি গ্ল্যান্ডে একটি টিউমার। ২০১২ সালে এই টিউমার অপসারন এর জন্য একবার অস্ত্রোপচার করা হয়েছে।

• খালির নামের রহস্য ও খাদ্যাভ্যাস :

পেশাগত জীবনে এত কঠোরতা থাকলেও ব্যাক্তিগত জীবনে তিনি একেবারেই একটি আলাদা মানুষ। অত্যন্ত নরম মনের ধার্মিক এক শান্ত ব্যাক্তিত্ব। শুনলে আশ্চর্য লাগতে পারে কিন্তু তিনি মা কালীর ভক্ত। কারন হিন্দু দেবতাদের মধ্যে দেবী কালী চিরন্তনী শক্তির প্রতীক। তিনি জানান, তাঁর রিং নামটি হিন্দু দেবী কালীর নাম থেকে অনুপ্রাণিত।

তাঁর ওজন নিয়ে সমালোচকমহলে বিতর্কের শেষ নেই। অনেকে বলেন, শাকসব্জির মাধ্যমেই সে তাঁর ওজন রক্ষন করেন। আবার অনেকে মনে করেন মাংসই তাঁর বিরল কলেবরের রহস্য। তিনি কি খান তা সঠিক জানা যায় না, তবে একটি সাক্ষাৎকারে তিনি নিজেই স্বীকার করেছেন যে খাদ্যের মধ্যে মাংস ও সব্জি দুটোই তিনি পছন্দ করেন। এক সাক্ষাৎকারে তিনি এও বলেছেন যে, তিনি প্রচুর পরিমাণে মুরগির মাংস খান। তবে মাংস খেলেও তিনি যে নিরামিষ খেতেই বেশি ভালবাসেন তাও তিনি উল্লেখ করেছেন। 

প্রতিদিন সকালে ও সন্ধ্যায় খালি দুই ঘণ্টা করে ওয়েট ট্রেনিং নেন যার মাধ্যমে তিনি তাঁর দেহের গড়ন ঠিক রাখেন। অন্যান্য রেসলারদের তুলনায় যথেষ্ট নিয়ন্ত্রিত জীবনযাপনকারী এই দানব কোন প্রকার এলকোহল বা তামাক তো দূরে থাক চা- কফিও খান না। একটি সাক্ষাতকারে তিনি একবার বলেছিলেন দৈনিক ৫ লিটার দুধ ও ২৫টি ডিম খান। এছাড়াও তিনি জানিয়েছেন যে তিনি তামাক ও মদ অপছন্দ করেন।

রেসলিং রিং এর বাইরে চলচ্চিত্রের রুপালী পর্দাতেও উজ্জ্বল তিনি। ইতিমধ্যেই ২টি বলিউড, ৪টি হলিউড ও ১টি ফ্রেঞ্চ মুভিতে অভিনয় করেছেন। হাতে আছে ডজন খানিকের বেশি চলচ্চিত্র। এছাড়াও অসংখ্য টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে তাকে। ২০০১ সালে রেসলিং খেলার এক পর্যায়ে মাথার উপর তুলে আছাড় মারেন প্রতিপক্ষ ব্রায়ান অং-কে। এতে মাথায় গুরুতর আঘাত পান ব্রায়ান। এই ঘটনার কিছুদিন পর মারা যান তিনি। তবে এর জন্য খালিকে কোন আইনি জটিলতায় পরতে না হলেও তার রেসলিং কোম্পানিকে মৃতের পরিবারকে টাকা মেটাতে হয়েছিল।

♦ রেসলিং ক্যারিয়ার :

২০০০ সালে খালি অ্যামেরিকাতে প্রথম রেসলিং করেন All Pro Wrestling (APW) এর হয়ে, তখন তার রিং নেম ছিল "Giant Singh"! এরপরে San Francisco তে আসার পরে সে World চ্যাম্পিয়নশিপ Wrestling (WCW) এর সাথে চুক্তি করে এবং সেখানে ৮ মাস কাজ করে, যার পরে WCW বিক্রি হয়ে যায়।

এরপরে তার নিউ জাপান প্রো রেসলিং বা NJPW ক্যারিয়ার শুরু হয়। টিম ২০০০ নামক এক স্টেবলের লিডার Masahiro Chono এর অফারে খালি তাদের টিমে জয়েন করে। সেই টীমের আর একজন মেম্বার ছিল Giant Silva এবং খালি জয়েন করার পরে তাদের টিমের গড় উচ্চতা হয় ৭ ফুট ২.৫ ইঞ্চি, যেটা ছিল রেসলিং ইতিহাসের সর্বোচ্চ উচ্চতার ট্যাগ টিম, এরফলে তাদেরকে Club ৭ বলা হত। এছাড়াও তাদের টিমের মোট ওজন ছিল প্রায় ৩৬৫ কেজি। Tokyo Dome এ হওয়া তাদের প্রথম ম্যাচেই তারা জয়লাভ করে। খালি ট্যাগ মাছে প্রথমবার পরাজিত হয়েছিল Wrestling World ২০০২ তে।

২০০২ সাল থেকে খালি মাক্সিকান প্রমোশন Consejo Mundial De Lucha Libre (CMLL) এও রেসলিং করা শুরু করে। এছাড়া সে জাপানের আর এক রেসলিং প্রমোশন All Japan Pro Wrestling (AJPW) এর সঙ্গেও যুক্ত থাকে ২০০৬ সাল পর্যন্ত, যার পরে সে WWE জয়েন করে।

• WWE তে প্রবেশ ও টেকারের সাথে ফিউড :

২০০৬ সালের ২রা জানুয়ারি খালি প্রথম কোন ভারতীয় প্রো রেসলার হিসাবে WWE এর সাথে কন্ট্রাক্ট সাইন করে। সে তাদের তৎকালীন ডেভেলপমেন্ট ব্রাঞ্চ Deep South Wrestling এ যোগ দেয় এবং তার আসল নামেই সেখানে পারফর্ম করে। খালির WWE তে ডেবিউ হয় ৭ এপ্রিলের স্ম্যাকডাউনে দ্যা আন্ডারটেকারকে অ্যাটাক করার মাধ্যমে, সাথে থাকে তার ম্যানেজার Daivari! ২১ এপ্রিলে হওয়া খালির প্রথম ম্যাচে সে Shoichi Funaki কে পরাজিত করে। WWE তে খালির প্রথম গুরুত্বপূর্ণ ম্যাচ পরে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন Rey Mysterio এর সাথে, যেই ম্যাচে খালি সহজেই Rey কে পরাজিত করে।

এরপরে ২১ মে তে অনুষ্ঠিত Judgment Day পিপিভিতে সে টেকারের সাথে ম্যাচ খেলে এবং তার ম্যানেজারের সাহায্যে টেকারকে পরাজিত করে। এরপরে খালি পরস্পর কিছু ম্যাচে কয়েকজন রেসলারের বিরুদ্ধে তার অফুরন্ত অমানবিক শক্তি প্রদর্শন করে এবং আন্ডারটেকারকে বিভিন্নভাবে ব্যঙ্গ করতে থাকে। আন্ডারটেকারের সাথে এক স্ম্যকডাউনে তার লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে সে পরাজিত হয়, যেটি ছিল খালির প্রথম পরাজয়।

• জন সিনা ও কেইনের সাথে ফিউড :

এরপরে The Great Khali ও Daivari কে ECW ব্র্যান্ডে মুভ করে দেওয়া হয়, যেখানে সে Daivari কে ম্যাচ জিততে সাহায্য করে। পরে ২০০৭ এর ৮ জানুয়ারি খালিকে Raw ব্র্যান্ডে নিয়ে আসা হয় এবং সে প্রথমেই জন সিনার সাথে ম্যাচ খেলে, যেখানে খালি ডিস্কোয়ালিফিকেশনের মাধ্যমে জয়লাভ করে, ম্যাচের পরে খালি সিনাকে চোকস্ল্যাম মারে। এরপরে তার কেইনের সাথে ফিউড শুরু হয়, রেসেলমেনিয়া ২৩ এ খালি তার খেলা প্রথম রেসেলমেনিয়া ম্যাচে কেইনকে পরাজিত করে।

এরপরে খালি WWE চ্যাম্পিয়নশিপের জন্য ফিউড শুরু করে এবং Edge, Randy Orton, Michaels সহ চ্যাম্পিয়ন জন সিনার উপরেও অ্যাটাক করে। Judgment Day পিপিভিতে সিনার সাথে খালি টাইটেল ম্যাচে খেলে কিন্তু সেই ম্যাচে খালি প্রথমবারের মতো ট্যাপ আউট করে সাবমিশনের মাধ্যমে হেরে যায়। এরপরে Ranjin Singh কে খালির নতুন ম্যানেজার তথা ট্রান্সলেটর হিসাবে নিয়োগ করা হয়, পরে জানানো হয় Ranjin হল খালির নিজের ভাই। One Night Stand পিপিভিতে Falls Count Anywhere ম্যাচে খালি সিনার হাতে আবার পরাজিত হয়ে তাদের ফিউডের ইতি টানে।

• ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল জয় :

২০০৭ এর WWE ড্রাফটে খালিকে স্ম্যাকডাউনে মুভ করা হলে সে ব্যাতিস্তার সাথে ফিউড শুরু করে। এজের ইঞ্জুরির পরে ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল ভ্যাকান্ট হয়ে গেলে সেই টাইটেলের জন্য ২০ জনের ব্যাটল রয়্যাল আয়োজন করা হয় যেখানে খালি অংশগ্রহন করে এবং একই মুভে বাতিস্তা ও কেইনকে এলিমিনেট করে খালি তার প্রথম WH টাইটেল জয়লাভ করে। পরে The Great American পিপিভিতে খালি বাতিস্তা ও কেইনের বিরুদ্ধে সহজেই টাইটেল ডিফেন্ড করে। খালি এই সময়ে তার নতুন ফিনিশার নিয়ে আসে যেটার নাম ছিল Khali Vise Grip, যেটি ছিল দুই হাতে করে ক্ল-হোল্ড।

১৬ সেপ্টেম্বরের Unforgiven পিপিভিতে খালি বাতিস্তার কাছে হেরে খালির ৬১ দিনের টাইটেল রেইন সমাপ্ত হয়। পরে নো মার্সিতে পাঞ্জাবি প্রিসন ম্যাচেও খালি তার টাইটেল জিততে অক্ষম হয়। ১৭ আগস্টে অনুষ্ঠিত সামারস্ল্যাম পিপিভিতে খালি ট্রিপল এইচকে ফেস করে WWE চ্যাম্পিয়নশিপের জন্য কিন্তু সেটা জিততে সে ব্যর্থ হয়।

• খালির গিমিকে পরিবর্তন :

২০০৮ সালে খালির গিমিক পরিবর্তিত হয়ে ফানি হয় এবং সে Ranjin Singh এর সাথে প্রতি সপ্তাহে 'Khali Kiss Cam' আয়োজন করে যেখানে সে জনতাদের মধ্যে থেকে যেকোন কাউকে এনে কিস করে, এই সেগমেন্টের ফলে খালি ফ্যান ফেবারিট হয়ে ওঠে। ২০০৯ সালে খালি জিগলারের সাথে ফিউড শুরু করে। ২৮ জুনের The Bash পিপিভিতে জিগলারের সাথে খালির ম্যাচে কেইন রিটার্ন করে খালিকে অ্যাটাক করে এবং খালি পরাজিত হয়। এরপরে কেইনের সাথে ফিউড আবার শুরু হয় এবং সামারস্ল্যাম ও Breaking Point উভয় পিপিভিতেই খালি কেইনের কাছে পরাজিত হয়।

এরপরে খালি ইঞ্জুরিতে পরে এবং রিটার্ন করার পরে জানায় যে সে একটা ব্রেক নিয়ে ভারতে অবস্থিত ফ্যামিলির সাথে সময় কাটাবে। ২০১০ এর ড্রাফটে খালি ও Ranjin Singh দুজনকেই Raw ব্র্যান্ডে আনা হয়। এরপরে খালির নেক্সাসের সাথে ম্যাচ খেলার কথা থাকলেও Big Boss শো করার জন্য সে ছুটি নেয়। ২০১১ এর রেসেলমেনিয়া XXVII ইভেন্টে অনুষ্ঠিত ডার্ক ম্যাচে খালি এক ব্যাটল রয়েল জিতে। এপ্রিলে তাকে আবার ড্রাফট করে স্ম্যাকডাউনে আনা হয়।

• জিন্দার মহালের সাথে ফিউড :

এরপরে খালির সঙ্গে আর এক ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার জিন্দার মহালের ফিউড শুরু হয়। মহাল খালিকে অপমান করলেও খালি তার সাথে টিম আপ করে তার বডি গার্ডের কাজ করে। এর কারন হিসাবে Ranjin Singh জানায় যে জিন্দার হল খালির বোনের স্বামী, এবং খালি তার কথা না শুনলে তার বোনকে ডিভোর্স দিয়ে দিবে জিন্দার। ট্যাগ টিম টাইটেল ম্যাচে হারার পরে তাদের জুড়ি ভেঙ্গে যায়, এরপরে খালি জিন্দারকে সিঙ্গেলস ম্যাচে পরাজিত করে তাদের ফিউড শেষ করে। এরপরে খালি মার্ক হেনরির সাথে ম্যাচে হারার পরে হেনরি তার পা কে স্টিল চেয়ারের মাধ্যমে ভেঙ্গে দেয় এবং খালি আবার ছুটি নেয়।

২০১২ সালের ডিসেম্বরে খালি ২০ ম্যান ব্যাটল রয়্যাল জিতে US চ্যাম্পিয়নশিপের নাম্বার ওয়ান কন্টেন্ডার হয়, কিন্তু ২০১৩ সালে সেটা জিততে সে ব্যর্থ হয়। এরপরে খালি তেমন একটা উল্লেখযোগ্য ম্যাচ খেলেনি এবং প্রায় সব ম্যাচেই সে পরাজিত হয়েছে।

• WWE থেকে বিদায় ও নিজস্ব রেসলিং স্কুল প্রতিষ্ঠা :

২০১৪ সালের ৩১ অক্টোবরে রুসেভের কাছে হারের পর তার কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে যায় এবং সে WWE থেকে লিভ নেয়।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে ভারতের পাঞ্জাবে খালি নিজের রেসলিং স্কুল প্রতিস্থা করে যার নাম দেওয়া হয় Continental Wrestling Entertainment, ২০১৬ সালে সে CWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জয় করে।

২০১৭ সালের ২৩ জুলাই ব্যাটলগ্রাউন্ড পিপিভিতে WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচে হিল হিসাবে রিটার্ন করে এবং জিন্দার মাহালকে পাঞ্জাবি প্রিসন ম্যাচটি জিততে এবং চ্যাম্পিয়ন হতে সহায়তা করে। পরে জানা যায় সে রিটার্ন করেনি এবং সেটা একবারের জন্য আপিয়ারেন্স ছিল। পরে ২০১৮ সালের এপ্রিলে অনুষ্ঠিত The Greatest রয়্যাল রাম্বাল ম্যাচে খালি ৪৫ নাম্বারে এন্ট্রি নেয় কিন্তু এক মিনিটের মধ্যেই এলিমিনেটেড হয়ে যায়।

♦ রেসলিং জগতে অর্জন সমূহ :

Continental Wrestling Entertainment

CWE হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ( বার)

New Japan Pro-Wrestling

Teisen Hall Six-Man টুর্নামেন্ট (২০০২) – সাথে : Masahiro Chono এবং Giant Silva

Pro Wrestling Illustrated

Ranked No. ৮৩ Of The Top ৫০০ Singles Wrestlers In The PWI ৫০০ In ২০০৮

Wrestling Observer Newsletter

Most Overrated (২০০৭)

Worst গিমিক (২০০৮)

World Wrestling Entertainment

ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ( বার)

Slammy Award

"Damn!" Moment Of The Year (২০০৮) Khali Kiss Cam



• লেখক : রেসলিং বাংলা ওরিজিনাল।

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!