WWE.com -এর সূত্র থেকে পাওয়া যায়, যে জাপানের ওসাকাতে WWE Live Event চলাকালীন, WWE লেজেন্ড Hulk Hogan অফিসিয়ালি এই কন্ট্রাক্ট সাইন করেন।
এই ব্যাপারে WWE -এর COO, Triple H বলেছেনঃ "Kenta is an incredible performer who brings the crowd to its feet when he steps into the ring, WWE's signing of Kenta reflects our continued dedication to creating a diverse roster that appeals to our global fan base."
৩৩ বছর বয়সি এই সুপারস্টার জাপানে প্রায় সবকিছুই জয় করে ফেলেছে, কারন সে Pro Wrestling Noah -এর হয়ে আটবার আলাদা আলাদা ভাবে টাইটেল জিতেছিল। এখন আশা করছি যে, এই রেসলারের কাছ থেকে আমরা ভবিষ্যতে অনেক কিছু পাবো এবং শীঘ্রই মেইন ইভেন্টেও দেখতে পাবো।
◘ তার কন্ট্রাক্ট সাইনিং এর ভিডিও নীচে দিলাম-