☻টিভিতে দেখতে পাবেন,
♦বাংলাদেশঃ-
বৃহস্পতিবার, 24 July - 4:30PM - 7:45PM এবং
শুক্রবার, 25 July - 8:30AM - 11:30AM
♦ভারতঃ-
বৃহস্পতিবার, 24 July - 4:00PM - 7:15PM এবং
শুক্রবার, 25 July - 8:00AM - 11:00AM
☻রেজাল্টঃ-
◘ আজকের "র" USA Network -এ লাইভ, আজকের "র" তে ট্রিপল এইচ একটা বিগ আনাউন্সমেন্ট করবে।
◘ শো-এর প্রথমেই ট্রিপল এইচকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং মনে হচ্ছে যে, আজকে বিগ আনাউন্সমেন্টটা সে এখনই করে ফেলবে।
◘ ট্রিপল এইচ সোশ্যাল মিডিয়ার দর্শকদের নিয়ে মজা করে ব্যাটল গ্রাউন্ডের ব্যাপারে বলার সময়। সে একজন দারুন হিল। ট্রিপল এইচ বলে যে সে এখনও একটা ওয়ান-অন-ওয়ান ম্যাচের জন্য ওয়েট করে আছে যেটা হবে WWE WHC ম্যাচ। সে গ্যারান্টি দেয় যে সে সিনাকে সামারস্লামে হারাতে পারবে।
◘ ট্রিপল এইচ বলে যে সে পুরো রুস্টারকেই চান্স দিবে নিজের সুযোগ করে নেবার...প্রত্যেককেই দেখাতে হবে যে টাইটেল শট পাবার জন্য সে কি কি করতে পারে!!
◘ এরপর অরটন, ব্যাটল গ্রাউন্ডে তার হারের পিছনে কেনের উপর দোষ দেয়, তখন কেইন আসে এবং তার দিকের কাহিনি শোনায়। সে বলে যে অরটনের বেবিসীটিং সে আর করতে পারবে না।
♠ Roman Reigns vs. Randy Orton & Kane
এই ম্যাচে কেইন এবং অরটনের সম্পর্কের তিক্ততা আবার ধরা পরলো। ম্যাচ চলাকালীন যখন কেন, অরটনকে ট্যাগ দিতে চাইল তখন তা নিতে অরটন অস্বীকার করলো এবং তার পড়ে সেই সুযোগে রেইন্স, কেইনকে সুপারম্যান পাঞ্চ এবং তারপর অরটনকে স্পিয়ার দিয়ে ম্যাচটা জিতে নেয়।
♥ Winner: Roman Reigns
♠ Nikki Bella vs. Alicia Fox, Cameron, Rosa Mendes and Eva Marie
♥ Winners: Everyone (Nikki ছাড়া)
♠ Damien Sandow vs. Bo Dallas
♥ Winner: Bo Dallas
◘ মাইকেল কোল কনফার্ম করে যে জেরিকো এর উপর ওয়াট ফ্যামিলি অ্যাটাক করেছিল।
◘ ব্রেকের আগে মিজ তার টাইটেল নিয়ে রিঙে আসে।
◘ এখন হবে মিজ এর সঙ্গে জিগ্লার এর ম্যাচ।
♠ Miz vs. Dolph Ziggler
শেষের দিকে জিগ্লার ক্লোজ ২ কাউন্ট পায় এবং তারপর জিগজ্যাগ এর মাধ্যমে জয়ি হয়।
♥ Winner: Dolph Ziggler
◘ সিজারো এবং সেথ রলিন্স দুজনেই নিজেদেরকে WWE WHC ম্যাচের জন্য যোগ্য প্রমান করার চেষ্টা করে। সিজারো বলে যে সে আর পল হেইম্যান গাই নয়। সে ট্রিপল এইচের গাই হতে চায়...
◘ এরপর ট্রিপল এইচ তাকে এটা হবার জন্য চান্স দেয় এবং বলে আজকে তাকে ডিন আম্ব্রোস কে হারাতে হবে।
♠ AJ and Paige vs. Emma and Natalya
♥ Winners: AJ and Paige
♠ Fandango vs. Zack Ryder
♥ Winner: Zack Ryder
◘ Flo Rida -এর সঙ্গে Heath Slater -এর মুখোমুখি হল এবং WM28 এর মতোনই সে স্লেটার কে মেরে মাটিতে ফেলে দিল।
◘ কোন একটা কারনের জন্য Stephanie McMahon, Flo Rida -কে ইন্ট্রোডিউস করিয়ে দেয়।
◘ ব্যাচসহ কছু লোককে রিংসাইডে দেখা যায় যারা ব্রি কে চর মারার অপরাধে Stephanie -কে হয়তো আরেস্ট করতে এসেছে,।
◘ এটা পাক্কা হবার পর, জনতার মধ্যে থেকে "ইয়েস" চ্যান্ট শোনা যায়।
◘ শেষপর্যন্ত এক অফিসার বলে তাকে আরেস্ট করা হচ্ছে এবং তাকে একটা হ্যান্ডকাফ পরিয়ে দেয় এবং তখন জনতা উৎসাহতে ফেতে পড়ে।
◘ ব্যাকস্টেজে দেখা যাচ্ছে যে, ট্রিপল এইচ সেই পুলিশদেরকে তাদের ব্যাচগুলি দেখাতে বলছে এবং স্টেফনি হয়তো হ্যান্ডকাফ পড়ে খুসিই হয়েছে।
◘ ব্যাকস্টেজে দেখা যাচ্ছে যে, ট্রিপল এইচ সেই পুলিশদেরকে তাদের ব্যাচগুলি দেখাতে বলছে এবং স্টেফনি হয়তো হ্যান্ডকাফ পড়ে খুসিই হয়েছে।
♠ RybAxel vs. Big E and Kofi Kingston
শেষে বিগ ই এবং আক্সেল পরস্পরের সঙ্গে লড়াই করে কিন্তু রিঙ্গের মধ্যে কোফি রাইব্যাককে ক্রসবডি দিতে গেলে নিজেই মার খেয়ে নেই এবং হেরে যায়।
♥ Winners: RybAxel
◘ Xavier Woods এলো এবং বিগ ই ও কোফিকে খুবই জ্ঞান ভরা ডাইলগ দিল যেন আমরা নতুন একজনকে দেখছি!!
◘ ব্রেকের পড়ে রুসেভ এবং লানা রিঙে এলো এবং তখন অনেক বু...পেল।
◘লানার কিছু বলার আগেই খালির মিউজিক হিট করলো এবং সে রিঙে এলো।
♠ Khali vs. Rusev
খালি কিছুটা ফাইট করলেও শেষ পর্যন্ত রুসেভ তার সেই Accolade সাবমিশন দিয়ে জিতে নেই...।
♥ Winner: Rusev
◘ স্টারডাস্ট -এর আরও একটা প্রোমো দেখানো হল...এই প্রোমোটা সবথেকে আলাদা ধরনের ছিল।
◘ ডিন আম্ব্রোসের এনট্রান্স এর জন্য রিঙ্গের দিক দেখানো হল, পরের ম্যাচ হবে সিজারো এর সঙ্গে ডিনের।
♠ Dean Ambrose vs. Cesaro
তাদের দুজনের মধ্যে দারুন ফাইট শুরু হয়ে গেল। প্রথমে আম্ব্রোস মার দিচ্ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই সিজারো তাকে ভালোমতো ধোলাই দিতে লাগলো। এর পড়ে আবার আম্ব্রোস, সিজারোকে কনট্রোলে আনলো। সে সিজারোকে রিঙের বাইরে ফেললো এবং তার দিকে গিয়ে রিঙ্গের উপর দিয়ে ঝাপ দিল, কিন্তু সোজা একটা জোরদার আপারকাট খেয়ে নিল এবং ব্রেক শুরু হল।
শেষ পর্যন্ত, আম্ব্রোস সিজারোকে মারতে থাকলো এবং তার রাগ কন্ট্রোল না করতে পেরে একটা চিয়ার দিয়ে, স্টিল পোস্টে সিজারোর হাতকে স্মাশ করে দিল।
♥ Winner by DQ: Cesaro
◘ ট্রিপল এইচ রিঙে এলো এবং Randy Orton -কে আনলো সামারস্লামে জন সিনার অপনেন্ট হিসাবে। কিন্তু তখনই রোমান রেইন্স অরটনকে অ্যাটাক করলো। তারা ফাইট করতে থাকলো ব্যাকষ্টেজে এবং তখন সবাইমিলে চ্যান্ট করতে লাগলো- We Want Lesnar... ।
◘ পল হেইম্যান এলো এবং সে ইন্ট্রডিউস করলো দ্য বিস্ট ব্রক লেসনার কে এবং তখন দর্শকরা ফেটে পরলো আওয়াজে... ।
◘ দ্য বিস্ট ইজ ব্যাক!!◘ ট্রিপল এইচ হেইম্যান এবং লেসনারের সাথে হ্যান্ডশেক করলো এবং মনে হচ্ছে যে এই ম্যাচটা এখন অফিসিয়াল। হেইম্যান লেস্নারএর ব্যাপারে বলতে গিয়ে আবারও স্ট্রিকের কথা তুললো।
◘ পল হেইম্যান বকতেই থাকলো এবং লেসনার রেগে দাড়িয়েই থাকলো, এইভাবেই এই শোটা শেষ হল।
♦♣ আপনাদেরকে কেমন লাগলো এই সপ্তাহের "RAW" ??