আজ আমাদের সবার প্রিয় WWE এর প্রতিষ্ঠাতা Vincent James McMahon এর জন্ম দিন৷
তিনিই সর্ব প্রথম Wrestling নিয়ে একটি প্রতিষ্ঠান গড়তে চান৷ ১৯৫৬ সালের দিকে তিনি এবং তার কিছু বন্ধু North American Wrestling নামক একটি শো বানান। ১৯৬১ সালে প্রতিষ্ঠানের নাম দেন WWWF (World Wide Wrestling Federation). পরে ১৯৭৯ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে WWF (World Wrestling Federation) রাখা হয়৷ ২০০০ সালে আবার নাম পালটিয়ে রাখা হয় WWE (World Wrestling Entertainment).
আগে আমেরিকা ছিল বক্সিং এর জন্য বিখ্যাত৷ কিন্তু তার প্রতিষ্ঠানটি বক্সিং কে পিছে ফেলে আমেরিকার Top Sports এবং Entertainment এর খেতাব পায়।
তিনি যদি না থাকতেন তাহলে হয়ত আমরা Hulk Hogan, The Undertaker, Stone Cold Steve Austin, The Rock, HBK, Triple H, Edge, Brock Lesner, John Cena, Randy Orton, CM Punk etc Wrestlerদের কে চিনতামই না৷
তিনি ১৯৮৪ সালের মে মাসের ১২ তারিখে ৬৯ বছর বয়সে মৃত্যুবরন করেন। তিনি বেঁচে থাকলে আজ ১০০ বছরে পা দিতেন৷
তিনিই সর্ব প্রথম Wrestling নিয়ে একটি প্রতিষ্ঠান গড়তে চান৷ ১৯৫৬ সালের দিকে তিনি এবং তার কিছু বন্ধু North American Wrestling নামক একটি শো বানান। ১৯৬১ সালে প্রতিষ্ঠানের নাম দেন WWWF (World Wide Wrestling Federation). পরে ১৯৭৯ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে WWF (World Wrestling Federation) রাখা হয়৷ ২০০০ সালে আবার নাম পালটিয়ে রাখা হয় WWE (World Wrestling Entertainment).
আগে আমেরিকা ছিল বক্সিং এর জন্য বিখ্যাত৷ কিন্তু তার প্রতিষ্ঠানটি বক্সিং কে পিছে ফেলে আমেরিকার Top Sports এবং Entertainment এর খেতাব পায়।
তিনি যদি না থাকতেন তাহলে হয়ত আমরা Hulk Hogan, The Undertaker, Stone Cold Steve Austin, The Rock, HBK, Triple H, Edge, Brock Lesner, John Cena, Randy Orton, CM Punk etc Wrestlerদের কে চিনতামই না৷
তিনি ১৯৮৪ সালের মে মাসের ১২ তারিখে ৬৯ বছর বয়সে মৃত্যুবরন করেন। তিনি বেঁচে থাকলে আজ ১০০ বছরে পা দিতেন৷