রেসলিং অনেক আগে থেকেই দেখি। তখন Raw এবং Samckdown নামে দুইটা আলাদা শো ছিলো, এখনও আছে। কিন্তু আগে Raw এবং Samckdown -এ আলাদা আলাদা সুপারস্টার ছিলো।
◘ যারা Raw তে খেলত তারা Smackdown এ খেলত না। তখন দুইটা শোতেই ভালো ভালো সুপারস্টার ভাগ করা ছিলো। এবং টাইটেলও ভাগ করা ছিল।
◘ যেমনঃ Raw এ ছিলো WWE Title, US Title, Tag Team Title, Womens Title ইত্যাদি... Smackdown এ ছিলো World Heavyweight Title, IC Title, Divas Title ইত্যাদি.. এগুলোর জন্য সব সুপারস্টার লড়াই করত।
◘ আবার Raw vs. Samckdown ও হতো।
◘ প্রত্যেকটা টাইটেল এর পিছনে ভালো ভালো স্টোরিলাইন তৈরি করা থাকত। এগুলো আবার Raw & Samckdown চেঞ্জও হতো। সবচেয়ে মজা লাগত যখন WWE Draft হয়ে সব Raw & Samckdown অদল বদল হয়ে যেত।
◘ তবে, এখনকার WWE দেখে মনে হচ্ছে Raw টাই মানুষ ভালো করে দেখে। Smackdown তেমন করে কেউ দেখে না। WWE এই অবস্থার জন্য তারা নিজেরাই দায়ী। কেন তারা Raw & Samckdown কে একসাথে করে...? কেন তারা সব সুপারস্টারদের এক শোতে নিয়ে আসে...? তার উপরে তারা Raw -এর টাইম SmackDown-এর থেকে ১ ঘণ্টা বাড়িয়ে দিল!!
◘ যেমনঃ Raw এ ছিলো WWE Title, US Title, Tag Team Title, Womens Title ইত্যাদি... Smackdown এ ছিলো World Heavyweight Title, IC Title, Divas Title ইত্যাদি.. এগুলোর জন্য সব সুপারস্টার লড়াই করত।
◘ আবার Raw vs. Samckdown ও হতো।
◘ প্রত্যেকটা টাইটেল এর পিছনে ভালো ভালো স্টোরিলাইন তৈরি করা থাকত। এগুলো আবার Raw & Samckdown চেঞ্জও হতো। সবচেয়ে মজা লাগত যখন WWE Draft হয়ে সব Raw & Samckdown অদল বদল হয়ে যেত।
◘ তবে, এখনকার WWE দেখে মনে হচ্ছে Raw টাই মানুষ ভালো করে দেখে। Smackdown তেমন করে কেউ দেখে না। WWE এই অবস্থার জন্য তারা নিজেরাই দায়ী। কেন তারা Raw & Samckdown কে একসাথে করে...? কেন তারা সব সুপারস্টারদের এক শোতে নিয়ে আসে...? তার উপরে তারা Raw -এর টাইম SmackDown-এর থেকে ১ ঘণ্টা বাড়িয়ে দিল!!
WWE অথরিটি, WWE চেঞ্জ করছে ঠিক আছে কিন্তু এমন করে কেন...? আমরা চাই Raw & Samckdown দুইটাই ভালো শো হোক। তাদের উচিত WWE এর আগের রুপ ফিরিয়ে আনা।
Credit: Shehab Uddin