আপনাদের জন্য আজ দেব WWE এর বর্তমান অবস্থা উপর একটি পোস্ট। চিএটি লক্ষ করুন। ট্রিপল এইচ ও স্টিফিনি মিকম্যান রয়েছেন ছবিটিতে।WWE এর জন্য তাদের অবদান অনেক।তবে ২০১৪ সালে রেসেলমেনিয়ার পর থেকেই বিভিন্ন ভুল সিদ্ধান্ত ও রেসলারদের অপারগতার ফলে বিশাল ক্ষতির সম্মুক্ষিন হতে হচ্ছে এই দুজনকে।এখনো পর্যন্ত তারা ক্ষতি পুশিয়ে উঠতে সক্ষম গন নি।ক্রমে ক্রমে তারা ক্ষতির সম্মুক্ষিন হয়েছে। 






তারা ভেবেছিল সি এম পাঙ্কের কন্ট্রাক্টের মেয়াদ শেষ জবান পর সে নতুন কন্টাক্ট সাইন করে রেসলিং-এ বহাল থাকবে.....কিন্তু সে চলে যাওয়ায় প্রথম ধাক্কা খান তারা।



পেইজকে NXT থেকে WWE তারা নিয়ে এসেছিল এ জে লির সাথে ভাল একটি ফিউড তৈরি করার জন্য,তবে চ্যাম্পিয়নশিপ হারপার পর এ জে বিয়েন জন্য চলে যাওয়ার কারনে ২য় ধাক্কা খান তারা।অবশ্য তারা এখন সেই ফিউডটি তৈরি করতে পারবেন।






ড্যানিয়েল ব্রায়েন,তাকে পুশ দেয়ার জন্যে ৩টি টম্বস্টন খাওয়ানো হলে ফল হয়ে যায় হিতের বীপরিত।ইন্জুরিতে চলে যায় ব্রায়েন এবং তার চ্যাম্পিয়নশিপটি স্যারেন্ডার করতে হয়।সেখানে এক ধাক্কা। সেটা পূরণ করার জন্য মানি ইন দ্যা ব্যাংকে তারা ৮ জনের ল্যাডার ম্যাচের আয়োজন করে।সেখানে প্রথম স্টোরিটি ছিল রেনডিকে জেতানো হবে এবং পরে সেতের সাথে তার ছোট একটি ফিউডের ব্যাবস্থা করে ফেস রেসলার করা হবে রেনডিকে।তবে মানি ইন দা ব্যাংকের আগের র তে স্টোরি পরিবর্তন করে কেন কে ম্যাচে ঢুকিয়ে সিনাকে চ্যাম্পিয়ন করার পরিকল্পনা করে তারা।উদ্দেশ্য ছিল সিনাকর ফ্যান বেশি তাই তাকে চ্যাম্পিয়ন করলে লাভ হবে।তবে এই ভুল ডিসিশনের জন্য আরেকটা ধাক্কা খেল WWE, আর এইটা পুশানোর জন্য হয়ত WWE এর সবচেয়ে নিম্ন মানের PPV(BATTLE GROUND) -এ চার জনের জন্য এই ম্যাচটা দেয়া হয়েছে অবশ্য স্টোরি পরিবর্তন হলে এই ম্যাচে ব্রায়েনকে ঢুকান হবে।


তবে, WWE তার ক্ষতি পূরনের চেষ্টা করছে,যেমন, AJ Lee ও Chris Jhericho কে ফিরিয়ে আনা ইত্যাদি।তবে আমি আশা করব WWE তার ক্ষতি পূরণ করতে সক্ষম হোক। 


আপনারা কী আশা করবেন????????



Credit : Sohag

WWE এর বর্তমান অবস্থান...


আপনাদের জন্য আজ দেব WWE এর বর্তমান অবস্থা উপর একটি পোস্ট। চিএটি লক্ষ করুন। ট্রিপল এইচ ও স্টিফিনি মিকম্যান রয়েছেন ছবিটিতে।WWE এর জন্য তাদের অবদান অনেক।তবে ২০১৪ সালে রেসেলমেনিয়ার পর থেকেই বিভিন্ন ভুল সিদ্ধান্ত ও রেসলারদের অপারগতার ফলে বিশাল ক্ষতির সম্মুক্ষিন হতে হচ্ছে এই দুজনকে।এখনো পর্যন্ত তারা ক্ষতি পুশিয়ে উঠতে সক্ষম গন নি।ক্রমে ক্রমে তারা ক্ষতির সম্মুক্ষিন হয়েছে। 






তারা ভেবেছিল সি এম পাঙ্কের কন্ট্রাক্টের মেয়াদ শেষ জবান পর সে নতুন কন্টাক্ট সাইন করে রেসলিং-এ বহাল থাকবে.....কিন্তু সে চলে যাওয়ায় প্রথম ধাক্কা খান তারা।



পেইজকে NXT থেকে WWE তারা নিয়ে এসেছিল এ জে লির সাথে ভাল একটি ফিউড তৈরি করার জন্য,তবে চ্যাম্পিয়নশিপ হারপার পর এ জে বিয়েন জন্য চলে যাওয়ার কারনে ২য় ধাক্কা খান তারা।অবশ্য তারা এখন সেই ফিউডটি তৈরি করতে পারবেন।






ড্যানিয়েল ব্রায়েন,তাকে পুশ দেয়ার জন্যে ৩টি টম্বস্টন খাওয়ানো হলে ফল হয়ে যায় হিতের বীপরিত।ইন্জুরিতে চলে যায় ব্রায়েন এবং তার চ্যাম্পিয়নশিপটি স্যারেন্ডার করতে হয়।সেখানে এক ধাক্কা। সেটা পূরণ করার জন্য মানি ইন দ্যা ব্যাংকে তারা ৮ জনের ল্যাডার ম্যাচের আয়োজন করে।সেখানে প্রথম স্টোরিটি ছিল রেনডিকে জেতানো হবে এবং পরে সেতের সাথে তার ছোট একটি ফিউডের ব্যাবস্থা করে ফেস রেসলার করা হবে রেনডিকে।তবে মানি ইন দা ব্যাংকের আগের র তে স্টোরি পরিবর্তন করে কেন কে ম্যাচে ঢুকিয়ে সিনাকে চ্যাম্পিয়ন করার পরিকল্পনা করে তারা।উদ্দেশ্য ছিল সিনাকর ফ্যান বেশি তাই তাকে চ্যাম্পিয়ন করলে লাভ হবে।তবে এই ভুল ডিসিশনের জন্য আরেকটা ধাক্কা খেল WWE, আর এইটা পুশানোর জন্য হয়ত WWE এর সবচেয়ে নিম্ন মানের PPV(BATTLE GROUND) -এ চার জনের জন্য এই ম্যাচটা দেয়া হয়েছে অবশ্য স্টোরি পরিবর্তন হলে এই ম্যাচে ব্রায়েনকে ঢুকান হবে।


তবে, WWE তার ক্ষতি পূরনের চেষ্টা করছে,যেমন, AJ Lee ও Chris Jhericho কে ফিরিয়ে আনা ইত্যাদি।তবে আমি আশা করব WWE তার ক্ষতি পূরণ করতে সক্ষম হোক। 


আপনারা কী আশা করবেন????????



Credit : Sohag