1. ২০১৫ সালের Royal Rumble ম্যাচে রিটার্ন করতে পারেন Kurt Angle।
2. WWE, Adam Rose-এর 'Rosebud' ক্যারেক্টারটি খুব শীঘ্রই পরিবর্তন করতে যাচ্ছে । এছাড়া The Miz-এর ক্যারেক্টারেও পরিবর্তন ঘটতে পারে ।
3. ফরমার WWE রেসলার Bully Ray WWEতে আবার রিটার্ন করতে ইচ্ছুক ।
4. এখন থেকে Dolf Ziggler ও Summer Rae-কে পার্টনার হিসেবে একত্রে দেখা যাবে ।
5. এই বছরের শেষের দিকে রিটার্ন করবেন Christian. রিটার্নের পর তিনি একটা পুশও পেতে পারেন বলে ধারনা করা হচ্ছে ।
6. ২০১৬-১৭ সালে The Shield- কে আবার পুনর্গঠন করার চিন্তাভাবনা করছে WWE কর্তৃপক্ষ ।
7. SummerSlam পিপিভিতে Stephanie McMahon vs. Brie Bella ম্যাচ হবার কথা শোনা যাচ্ছে । Brie Bella-কে এই ম্যাচের মাধ্যমেই WWEতে রিটার্ন করানো হতে পারে ।
8. Jack Swagger-কে সম্ভবত পুশ দেয়া হবে কিছুদিনের মধ্যে । তিনি ইতোমধ্যেই Face টার্ন করেছেন ।
9. WrestleMania 31-এ Roman Reigns vs. Brock Lesnar ম্যাচের জন্য পরিকল্পনা করছে WWE. এবং ম্যাচটি হবে WWE WHC চ্যাম্পিয়নশিপ ম্যাচ । এর মাধ্যমে রেইন্জ তার ক্যারিয়ায়ের সবচেয়ে বড় একটি অর্জন লাভ করতে পারেন ।