Woo...Woo...Woo...শেষ পর্যন্ত জ্যাক রাইডারের লুসিং স্ট্রিক শেষ হয়ে গেল এবং অবশেষে সে একটা জয় পেল। এখন আপনারা বলবেন যে এই লুসিং স্ট্রিকটা আবার কি জিনিস? আরে, আন্ডারটেকারের যেই স্ট্রিকটা ছিল সেটা ছিল উইনিং স্ট্রিক এবং জ্যাকের যেটা ছিল সেটা পরাজয়ের অর্থাৎ লুসিং স্ট্রিক।
সে এই জয়টা পেয়েছে আজকের "Raw" তে, যেখানে তার সঙ্গে ফানডানগোর ম্যাচ ছিল।
আগের দিনের মতোই ফানডানগোর অপনেন্টের সঙ্গে লাইলা এবং আমার রে এসেছিল এবং আজকেতো অপনেন্ট ছিল জ্যাক রাইডার। কিছুক্ষণ ম্যাচ চলার পড়ে লায়লার তার ফর্মার বয়ফ্রেন্ডকে ডিস্ট্রাকশন করে এবং এই সুযোগে জ্যাক তার Rough Ryder শট দেয় এবং ম্যাচটা জিতে যায়, যেটা আমি লাস্ট কবে দেখেছি তা ঠিক মনে পরছে না!!
ম্যাচের পড়ে দুইজন রমনি জাকের সঙ্গে সেলিব্রেট করতে থাকে এবং ফানডানগো আগের দিনের মতোই বেচারার মতো দেখতে থাকে। সত্যিই ফানডানগোর এখন খুবই খারাপ লাক চলছে। এমনকি সেও একটা লুসিং স্ট্রিক চালু করে দিয়েছে...। দেখি আর কতদুর যায় এই স্ট্রিক।
ম্যাচটার একটা ভিডিও দিলাম:-