জন্ম - May 25, 1977 (age 37)
জন্মস্থান - San Luis Potosí, Mexico
উচ্চতা - 6 ft 5 in (1.96 m)
ওজন - 239 lb (108 kg)
ট্রেইনার -
♦ Greco-Roman♦ Leonel Kolesni ♦ Juan Fernández ♦ Professional♦ Dos Caras♦ Sicodelico ♦ Florida Championship Wrestling ♦ MMA♦ Marco Ruas
ডেবিউ - May 9, 2000
◘ Alberto তার ক্যারিয়ারে, WWE তে সবসময়ই হিল ছিলেন। একবার ক্ষণিকের জন্য ফেইস টার্ন করেছিলেন। কিন্তু ফ্যান সাপোর্ট না পাওয়ায় এর স্থায়িত্ব বেশি ছিল না। তিনি Mexican Greatest Export নামে খ্যাত।
আসুন জেনে নেই 4 Time World Champion সম্মন্ধে কিছু তথ্য →
◘ June 25, 2010- এ তিনি স্ম্যাক ডাউনের মেইন ইভেন্টে Rey Mysterio কে Cross Arm Breaker এর মাদ্ধ্যমে হারিয়ে মেইন রোস্টার হিসেবে ডেবিউ করেন। তার Personal Ring Announcer - Ricardo Rodriguez তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। একটা দামি Car- এ করে এন্ট্রি করেন তিনি। ঠিক ঐ সপ্তাহে Kane এর সাথে Mysterio-র ম্যাচ শেষে তাকে এ্যাটাক করেন তিনি। ইঞ্জুরি তে পরে তখন Mysterio.. । দুই সপ্তাহ পরে তিনি তার সাবমিশন মুভ দিয়ে হারান Matt Hardy কে। WWE তে এটা last appearance ছিল Hardy-র। যাওয়ার আগে সে তার বন্ধু Christian কে বলে যায় Night of Champions এ Alberto কে চ্যালেঞ্জ করতে। কিন্তু সেটা আর হয়ে উঠে নি। কারণ September 24, SmackDown এ Christian কে আ্যাটাক করে ইঞ্জুরিতে ফেলেন Del Rio...। তারপর October 8, SmackDown এ রিটার্ন করে Rey Mysterio আর Alberto কে প্রথম তার মেইন ইভেন্ট ম্যাচে হারায়। আবার ঐ মাসেই Chris Master কে হারিয়ে Bragging Rights পিপিভির জন্য Smack Down এর হয়ে কুয়ালিফাই করেন। কিন্তু ঐ পিপিভি চলাকালীন তিনি তার Teammate - Mysterio কে আ্যাটাক করেন। তার পরপরই Team Raw এর Punk তাকে এলিমিনেট করে। তারপর Survivor Series এ Team Alberto vs. Team Mysterio ট্র্যাডিশনাল এলিমিনেশন ম্যাচ হয়। সেই ম্যাচে Alberto -র টীম হেরে যায়। সেই ম্যাচে তাকে কেউ এলিমিনেট করতে পারে নি। কিন্তু Big Show তাকে KO Punch দেয়। যার কারণে তিনি আর সেই ম্যাচ কমপ্লিট করতে না পেরে ম্যাচ ত্যাগ করেন। তারপর 2010 King of the Ring টূর্ণামেন্টে Mysterio -র জন্য তিনি হেরে যান। পরে TLC তে Fatal four-Way Tables, Ladders, and Chairs match for the World Heavyweight Championship ম্যাচ কমপ্লিট করেন Edge, Kane আর Rey- র সাথে। সেই ম্যাচটা জিতে Edge..। তারপর January 7, 2011 SmackDown এ তিনি Mysterio কে Ricardo Rodriguez এর সাহায্য নিয়ে হারান। আর এরই মাদ্ধ্যমে তাদের লম্বা ফিউডের ইতি ঘটে। পরে অবশ্য প্রায় বছর খানেক পর তাদের আরো একটা ফিউড হয়।
◘ তারপর তিনি NXT তে Bordus Clay কে তার NXT rookie হিসেবে Choose করেন আর তার বডিগার্ডের মত তাকে ব্যাবহার করতে থাকেন। 2011 সালে Santino কে এলিমিনেট করে তিনি 40 Man Royal Rumble জিতেন এবং Wrestlemania-র জন্য World Heavyweight Championship choose করেন। এই চ্যাম্পিয়নশিপটা তখন Edge এর কাছে ছিল। Elimination Chamber এ Edge আবার World Championship রিটেইন করে। তখন Alberto এসে তাকে এ্যাটাক করে। ঠিক তখনই ইঞ্জুরি কাটিয়ে উঠে রিটার্ন করে Christian আর আ্যাটাক করে ADR কে। March 18 SmackDown এ ADR vs. Christian 1 on 1 steel cage ম্যাচ হয়। সেই ম্যাচটা জিতে Christian..। Wrestlemania-র পরের Smack Down এ Christian কে হারিয়ে Edge এর সাথে Extreme Rules রিম্যাচের লাভ করেন Alberto..। কিন্তু April 11 Raw তে Edge অপ্রত্যাশিতভাবে তার রিটায়ারের কথা বলে। তাই Edge এর পরিবর্তে Christian এর সাথে চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলার শুযোগ লাভ করেন ADR..। কিন্তু দুঃখবসত এবারো টাইটেলটা কাঁধে তুলতে ব্যার্থ হোন তিনি।
◘ পরে Big Show এর সাথে একটা ফিউডে জড়ান তিনি। ADR তার গাড়ি দিয়ে Big Show- র হাঠুতে আঘাত করেন। যার কারণে ইঞ্জুরি পরে Show..। Mark Henry-র নজর পরে তখন থেকে Show এর দিকে। এর পরের Raw তে Steel Cage ম্যাচে Big Show কে Mark Henry-র সাহা্য্যে হারায় ADR.। এর পরে Money In The Bank এ Alex Riley , Evan Bourne , Jack Swagger , Kofi Kingston , The Miz, R-Truth আর Rey Mysterio কে হারিয়ে MR. MITB হোন তিনি। একই সাথে গড়ে তুললেন একই বছরে Royal Rumble আর Money In The Bank জেতার রেকর্ড। একই রাতে তিনি CM Punk এর উপর MITB ক্যাশ ইন করতে গেলে ব্যার্থ হোন। August 14 at SummerSlam এ Cena কে হারিয়ে WWE Championship রিটেইন করে Punk, কিন্তু ম্যাচের পরে Kevin Nash তাকে আ্যাটাক করে। আর এই সুযোগ হাতছাড়া না করে তার MITB ক্যাশ ইন করেন Alberto..। এরই সাথে ADR গড়ে তুললেন প্রথম Mexican-born WWE Champion! হওয়ার রেকর্ড। এর পরের Raw তে আবার Mysterio কে হারিয়ে চ্যাম্পিয়নশিপ রিটেইন করেন তিনি। কিন্তু September 18, Night of Champions এ WWE Championship Cena-র কাছে হারান তিনি। October 2, Hell in a Cell পিপিভিতে Hell In a Cell ম্যাচে Cena আর Punk কে হারিয়ে ADR আবার ২য় বারের মত WWE Champion হোন। October 23, Vengeance এ Last Man Standing ম্যাচে Cena কে হারিয়ে আবার চ্যাম্পিয়নশিপ রিটেইন করেন তিনি। TLC তে Triple Threat ম্যাচে টাইটেল হারান তিনি। একইসাথে ইঞ্জুরিতে পরে ৬ সপ্তাহের জন্য বিরতিতে যান তিনি। রিটার্ন করার পর World Championship এর জন্য ফিউডে জড়ান। দুইটা পিপিভিতে Sheamus এর কাছ থেকে চ্যাম্পিয়নশিপ নিতে ব্যার্থ হোন। পরে World Title Shot এর জন্য #1 Contender ও হয়েছিলেন তিনি। এর পরে আরো অনেকবার WH Championship এর #1 Contender হয়েও টাইটেল জিততে ব্যার্থ হোন। এর পর Randy Orton এর সাথে তার একটা ফিউড হয়। পরে তার Big Show এর সাথে ফিউড হয়। Big Show তখন World Champ ছিল। January 8, 2013 এর Smack Down এ Big Show কে হারিয়ে ADR প্রথম বারের মত WH Champion হোন। Big Show এর সাথে পরপর ২টা পিপিভিতে তার চ্যাম্পিয়নশিপ রিটেইন করেন ADR.. এর পর Zack Swagger এর সাথে তার ফিউড হয়। এবং তিনি আবার তার টাইটেল রিটেইন করেন। কিন্তু Dolph Ziggler তার MITB ক্যাশ ইন করে ADR এর কাছ থেকে তার চ্যাম্পিয়নশিপ নিয়ে নেয় সে। পর পর Ziggler এর সাথে কয়েকটা ম্যাচের পর তাকে হারিয়ে আবার WH Championship কাঁধে তুলেন ADR..। Hell in a Cell এ আবার ADR ১৩৩ দিন রেইন করার পর Cena-র কাছে টাইটেল হারান। এর পরের পিপিভিতে রিম্যাচেও Cena তাকে হারায়। এরপর অনেক রেসলারের সাথে তার ফিউড হয়।
Alberto একটি মেক্সিকান রেসলিং পরিবার থেকে এসেছেন। তার বাবা, চাচাত ভাই আর Nephew ও রেসলার। ফুটবল তার খুব একটি খেলা। তিনি রিয়েল মাদ্রিদ আর স্পেনিস ফুটবল সাপোর্ট করেন। তিনি বিবাহিত এবং তার ১ ছেলে আর ১ মেয়ে রয়েছে।
♠ Cross armbreaker ♠ Superkick to a kneeling or seated opponent ♠ Military press dropped into a bridging German suplex
♦ Amateur wrestling♦ World Junior Championships♦ Third place (1997)♦ Central American and Caribbean Games♦ First place (3 times)♦ Pan American Games♦ Placed (1 time)
♦ Professional wrestling♦ Consejo Mundial de Lucha Libre♦ CMLL World Heavyweight Championship ( 1 time )♦ La Copa Junior ( 2006 )♦ Pro Wrestling Illustrated♦ PWI ranked him # 6 of the top 500 singles wrestlers in the♦ PWI 500 in 2011