কয়েকমাস আগে তিনি WWE লিভ করেছিলেন এবং বলেছিলেন নতুন মুভির কাজ শেষ হলে এবং বর্তমান স্ক্রিপ্ট-এ পরিবর্তন হলে তিনি তারাতারি ফিরে আসবেন বলে আশা করছেন। তবে তার রিসেন্ট ফিল্ম "Guardians of the Galaxy" সাকসেসফুল এবং Brockbuster হয়েছে।
সোর্স অনুযায়ী গোলমাল এখান থেকেই হয়েছে। কারন সেই মুভিটি হিট হওয়ার পরে Batista অনেক বড়ো পোডাকশন হাউজ থেকে আফার পেতে চলেছে তাই Batista এখন থেকেই তার ফিল্ম কেরিয়ারকে বেশী গুরুত্ত দিচ্ছেন। তাই এখন রেসলিং-এ রিটার্ন করে চোট লাগলে তার আক্টিং কেরিয়ার শেষ হয়ে যেতে পারে।
সেজন্য, হয়তো আমরা আর কোনদিনই দ্য অ্যানিম্যালকে দেখতে পাবোনা। আমি ভেবেছিলাম দ্য বিস্ট এর সঙ্গে দ্য অ্যানিম্যালএর খেলা দেখতে পাবো কিন্তু সেটা আর হলনা মনে হয়। মিস করবো এই বসকে...থাঙ্ক ইউ ব্যাতিস্তা।
অন্যদিকে, পাঙ্ক কুইট করার পর একে একে WWE থেকে ডেল রিও, RVD & রাইব্যাক এবং এখন Batista চলে গেল...এবার দেখা যাক WWE তাদের ঘাটতি পুরন করতে পারে কিনা!!
Credit : Arindam Biswas