আজকে নিজের স্বামীকে চর খেতে দেখে স্বামীর ফিনিশিং মুভ ইউস করলেন তার স্ত্রী। একদম ঠিক দেখেছেন, আমি এখানে ট্রিপল এইচ এবং তার স্ত্রী স্টেফনি মিকম্যানের কথা বলছি...আজকে "র" -তে ব্রি বেলা, ট্রিপল এইচকে কষিয়ে একটা থাপ্পর মারে, যার ফলে স্টেফনি রেগে গিয়ে ব্রিকে একটা পেডিগ্রি দিয়ে বসে যেটা হলো ট্রিপল এইচেরই ফিনিশিং মুভ!!
আমার মতে এটা "BEST PEDIGREE EVER"....এরকমও যে দেখবো তা ভাবতে পারিনি! যাইহোক মজা করে বললাম...দ্য গেম তো দ্য গেমই..।
আমার মতে এটা "BEST PEDIGREE EVER"....এরকমও যে দেখবো তা ভাবতে পারিনি! যাইহোক মজা করে বললাম...দ্য গেম তো দ্য গেমই..।