◘ "The Devil's Favorite Demon" -এই নাম এমনি এমনি দেওয়া হয়নি...আজকে রোমানও তা বুঝতে পারলো। আজকে কেনের সঙ্গে রোমান -এর Last Man Standing ম্যাচ হয় যেটাতে রোমানের মাথায় আঘাত লাগে, যদিও শেষপর্যন্ত রোমানই জয়ি হয়। অফিসিয়ালি জানা যায় যে, এই আঘাতের ফলে সৃষ্টি হওয়া ক্ষতটাকে ঢাকতে ৬ টা সেলাই দিতে হয়।

◘ এই ম্যাচটা হয় খুবি শারীরিক এবং শেষে একটা জোরদার স্পিয়ার এর মাধ্যমে রোমান জয় লাভ করে। 

◘ রোমান এবং তার WWE -এর ফিজিসিয়ান Chris Amann -এরা দুজনেই এই ব্যাপারে টুইটারে  ফটো পোস্ট করে:-



◘ যদিও আমার মনে হয় এই ইনজুরিটাতে রোমানের কোন ক্ষতিতো হবেই না বরং এর ফলে সে আরও একটু পুশ পাবে এবং তাকে আরও শক্তিশালী বলে মনে হবে। আর তাছাড়া, এই ইনজুরিটা কোনভাবেই সামারস্লামের উপর ইফেক্ট ফেলতে পারে না...এখন প্রায় দুই সপ্তাহমতো দেরি আছে এবং এর আগেই রোমান পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে মনে হয়। 


কেনের সঙ্গে ম্যাচ খেলে আহত হল রোমান রেইন্স!



◘ "The Devil's Favorite Demon" -এই নাম এমনি এমনি দেওয়া হয়নি...আজকে রোমানও তা বুঝতে পারলো। আজকে কেনের সঙ্গে রোমান -এর Last Man Standing ম্যাচ হয় যেটাতে রোমানের মাথায় আঘাত লাগে, যদিও শেষপর্যন্ত রোমানই জয়ি হয়। অফিসিয়ালি জানা যায় যে, এই আঘাতের ফলে সৃষ্টি হওয়া ক্ষতটাকে ঢাকতে ৬ টা সেলাই দিতে হয়।

◘ এই ম্যাচটা হয় খুবি শারীরিক এবং শেষে একটা জোরদার স্পিয়ার এর মাধ্যমে রোমান জয় লাভ করে। 

◘ রোমান এবং তার WWE -এর ফিজিসিয়ান Chris Amann -এরা দুজনেই এই ব্যাপারে টুইটারে  ফটো পোস্ট করে:-



◘ যদিও আমার মনে হয় এই ইনজুরিটাতে রোমানের কোন ক্ষতিতো হবেই না বরং এর ফলে সে আরও একটু পুশ পাবে এবং তাকে আরও শক্তিশালী বলে মনে হবে। আর তাছাড়া, এই ইনজুরিটা কোনভাবেই সামারস্লামের উপর ইফেক্ট ফেলতে পারে না...এখন প্রায় দুই সপ্তাহমতো দেরি আছে এবং এর আগেই রোমান পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে মনে হয়।