◘ এই ম্যাচটা হয় খুবি শারীরিক এবং শেষে একটা জোরদার স্পিয়ার এর মাধ্যমে রোমান জয় লাভ করে।
◘ রোমান এবং তার WWE -এর ফিজিসিয়ান Chris Amann -এরা দুজনেই এই ব্যাপারে টুইটারে ফটো পোস্ট করে:-
Enough is enough! #RAW pic.twitter.com/BxIiRKPMkY
— Roman Reigns (@WWERomanReigns) August 5, 2014
Injury update on @WWERomanReigns after his match tonight on #RAW http://t.co/33M9ZTVblp pic.twitter.com/6xjTiRgpHP
— Chris Amann (@WWEDocAmann) August 5, 2014
◘ যদিও আমার মনে হয় এই ইনজুরিটাতে রোমানের কোন ক্ষতিতো হবেই না বরং এর ফলে সে আরও একটু পুশ পাবে এবং তাকে আরও শক্তিশালী বলে মনে হবে। আর তাছাড়া, এই ইনজুরিটা কোনভাবেই সামারস্লামের উপর ইফেক্ট ফেলতে পারে না...এখন প্রায় দুই সপ্তাহমতো দেরি আছে এবং এর আগেই রোমান পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে মনে হয়।