WWE সুপারস্টার Randy Orton, তার টুইটার আকাউন্টে এক ফ্যানকে "Latino Ms. Piggy" বলে উত্যক্ত করেছেন। তিনি অপমানের সাথে সেই ফ্যানের ছবিও সবাইয়ের সামনেই প্রকাশ করে দিয়েছেন এবং এর ফলে অন্য অনেক ফ্যান রেগে গিয়ে তাকে অনেক কথাও শুনিয়েছেন।
সেই ফ্যানটি হলেন একজন মহিলা, যে রবিবার দুপুরে টেক্সাসে অরটনের সঙ্গে একটা ছবি তুলেছিলেন এবং তারপর সেটিকে অনলাইনে পোস্ট করে দিয়েছিলেন। কিন্তু তারপর অরটন এই একই ফটোটাকে নিজের গার্লফ্রেন্ডের কাছে সেন্ড করে দিয়েছিলেন এবং ছবিটির সঙ্গে ক্যাপশন হিসাবে সুন্দর কিছু কথাও লিখেছিলেন-
"Look @kimklro I met the Latino Ms. Piggy today at the gym. I wish you were there to have a good laugh with me! #MsPig"
অর্থাৎ তিনি বলেছেন যে, দেখো আমার সঙ্গে জিমে Latino Ms. Piggy -এর দেখা হয়েছিল। ইসস...যদি তুমি সেই সময় আমার সঙ্গে হাসার জন্য থাকতে...!!
এখন অনেকেই হয়তো ভেবে থাকবেন যে অরটন আসলেই একজন ভালো মানুশ নয় এবং নিজের ফ্যানকেও এইভাবেই অপমান করেছেন। এবং আপনার ভাবাটাও কোন ভুল নয়, একজন ফ্যানতো বলেও দিয়েছেন যে, "I lost all respect I had for @RandyOrton after reading that last tweet. You should be ashamed of yourself."।
কিন্তু আসলে কথাটা হয়তো কেউই জানে না! আসলে অরটনের সেই ফ্যান এবং অরটনের গার্লফ্রেন্ডএর মধ্যে সিরিয়াস ঝগড়া লেগে গিয়েছে। কয়েক মাস আগে অরটন এই ফ্যানটাকে তার টুইটার আকাউন্ট থেকে ব্লক করে দিয়েছিল কারন সে তার গার্লফ্রেন্ডকে উল্টোপাল্টা এবং হ্যারাশ করা মাসেজ পাঠাচ্ছিল। এখন গার্লফ্রেন্ডকে বিরক্ত করলে প্রত্যেকটা বয়ফ্রেন্ডেরই কর্তব্য তার বদলা নেওয়া...অরটন ঠিক তাই করেছে।
যদিও পরে তার এই কাজের জন্য অরটন নিজেই ক্ষমা চেয়ে একটা টুইটও করেছে। সে বলেছে যে, "আমি ক্ষমা চাইছি যদি আমার আগের কন টুইট কাউকে কষ্ট দিয়ে থাকে, বুলিদেরকে যে জবাব দেওয়া হয়েছে সেটাতে অতটা বুলি করা হয়নি "। সেই টুইটটা নিচে দেওয়া হল-
I apologize if any of my previous tweets offended anyone. The answer to bullying isn't more bullying...
— Randy Orton (@RandyOrton) August 4, 2014