☻ রেজাল্ট:-☻ টিভিতে দেখতে পাবেন:-শুক্রবারঃ- 5:30PM - 7:30PM (বাংলাদেশ)এবং 5:00PM - 7:00PM (ভারত)
◘ Dean Ambrose -এর প্রোমোর মাধ্যমে আজকের স্মাকডাউন শুরু হয়। তার বেশী কিছু বলার আগেই সেথ রলিন্স আসে এবং তাকে ইন্টারাপ্ট করে। শেষপর্যন্ত অ্যামব্রোস তাদের (সেথ vs. ডিন ম্যাচের) স্টিপুলেশন বলে দেয়...যেটা সে আগের দিনের "র" তে বিট দ্য ক্লক ম্যাচ জিতে উপার্জন করেছিল। ডিন বলে সামারস্লামে তাদের ম্যাচটা হতে যাচ্ছে একটা লাম্বারজ্যাক (Lumberjack) ম্যাচ। এই সেগ্মেন্টটা শেষ হয় যখন সেথ আজকের জন্য ডিনের অপনেন্টের নাম ঘোষণা করে...সে হল দ্য ভাইপার। অর্থাৎ অরটনের সঙ্গে আজকে ডিনের খেলা হবে যেটা হবে আজকের মেইন ইভেন্ট।
♠ Sin Cara vs. Damien Sandow
♥ Winner: Sin Cara
♠ Paige vs. Natalya
♥ Winner: Paige
◘ এরপর একটা প্রোমো দেখানো হয় যেটাতে ক্রিশ জেরিকো, তার সামারস্লামে ব্রে -এর সঙ্গে ম্যাচের কথা বলে।
♠ Dean Ambrose vs. Randy Orton
♥ Winner: No Contest.
◘ ডিনের সঙ্গে অরটনের ম্যাচটা নো কন্টেস্ট-এ শেষ হয় যখন সেথ রলিন্স ইন্টারাপ্ট করে এবং তারপর তাদের মধ্যে দারুন লড়াই চলে এবং এইভাবেই আজকের স্মাকডাউন শেষ হয়।
বি:দ্র:- এটাই ফুল রেজাল্ট কিনা আমি পুরোপুরি শিওর না...তবে কোন জায়গায় এর থেকে বেশী পেলাম না!