◘ আজকের SmackDown শুরু হয় মিজ টিভি দিয়ে। মিজ, রোমান রেইন্সকে মিজ টিভিতে আসার জন্য ডাকে। রেইন্স আসে এবং দর্শকদের কাছ থেকে অনেক চ্যান্ট পায়। মিজ তার স্বভাব অনুসারে রেইন্সকে অসঙ্গতিপূর্ণ কথা বলতে থাকে এবং তখন রোমান রেগে তার মুখে একটা জোরদার শট দেয়। এরপর রেইন্স একটা প্রোমো কাটে এবং বলে অরটনকে সামারস্লামে সে হারাবে এবং দর্শকদের কাছে থেকে আবারো অনেক পপ পায়।
♠ Dean Ambrose vs. Cesaro
♥ Winner: Dean Ambrose
♦ ম্যাচের পরে রলিন্স আসে এবং আম্ব্রোসের উপর একটা প্রোমো কাটে।
◘ আজকে রাতের জন্য Reigns vs. The Miz -ম্যাচটি আনাউন্স করা হয়।
♠ Dolph Ziggler vs. Titus O'Neil
♥ Winner: Dolph Ziggler
♠ Mark Henry vs. Luke Harper
♥ Winner: Mark Henry (by DQ)
♦ ডিসকোয়ালিফিকেশন হয় যখন Erick Rowan ম্যাচে ইন্টারফেয়ার করে। এরপর হেনরিকে বাঁচাতে বিগ শো আসে এবং তাদের চারজনের মধ্যে ট্যাগ টিম ম্যাচ ঠিক হয়।
♠ AJ Lee vs. Eva Marie
♥ Winner: Eva Marie
♦ ইভা কাউন্ট আউটে জিতে নেয় যখন এজে লি, পেজকে ধরার জন্য ধাওয়া করে কারন পেজ অনেকক্ষণ ধরেই তাকে বিরক্ত করছিল। শেষপর্যন্ত পেজ, এজে কে রিঙ্গে নিয়ে গিয়ে মারে এবং শেষে এজের স্টাইলে রিঙ্গের চারিদিকে ঘুরে বেড়ায়।
♠ Jack Swagger vs. Bo Dallas
♥ Winner: Jack Swagger
♦ জ্যাক সোয়াগার, বো ড্যালাসকে একপ্রকারের স্কোয়াশ করে দেয়। ম্যাচের পরে লানা এবং রুসেভ আসে এবং তারা প্রচুর USA চ্যান্ট পায়। এরপর বো বলে যে আসলে ট্যাপ আউট করেনি।
♠ Roman Reigns vs. The Miz
♥ Winner: Roman Reigns
♦ তাদের মধ্যে ভালোই ম্যাচ হয়। ম্যাচের সময় মিজ রিঙ্গের বাইরে গিয়ে পালাবার চেষ্টা করেছিল কিন্তু জিগ্লার এসে তাকে আবার রিঙ্গের মধ্যে ঢুকিয়ে দেয়। শেষপর্যন্ত রেইন্স তার জয়ের সেলিব্রেট করে এবং আরও একবার রেইন্সকে দিয়েই আজকের স্মাকডাউন শেষ হয়।
♠ Dean Ambrose vs. Cesaro
♥ Winner: Dean Ambrose
♦ ম্যাচের পরে রলিন্স আসে এবং আম্ব্রোসের উপর একটা প্রোমো কাটে।
◘ আজকে রাতের জন্য Reigns vs. The Miz -ম্যাচটি আনাউন্স করা হয়।
♠ Dolph Ziggler vs. Titus O'Neil
♥ Winner: Dolph Ziggler
♠ Mark Henry vs. Luke Harper
♥ Winner: Mark Henry (by DQ)
♦ ডিসকোয়ালিফিকেশন হয় যখন Erick Rowan ম্যাচে ইন্টারফেয়ার করে। এরপর হেনরিকে বাঁচাতে বিগ শো আসে এবং তাদের চারজনের মধ্যে ট্যাগ টিম ম্যাচ ঠিক হয়।
♠ AJ Lee vs. Eva Marie
♥ Winner: Eva Marie
♦ ইভা কাউন্ট আউটে জিতে নেয় যখন এজে লি, পেজকে ধরার জন্য ধাওয়া করে কারন পেজ অনেকক্ষণ ধরেই তাকে বিরক্ত করছিল। শেষপর্যন্ত পেজ, এজে কে রিঙ্গে নিয়ে গিয়ে মারে এবং শেষে এজের স্টাইলে রিঙ্গের চারিদিকে ঘুরে বেড়ায়।
♠ Jack Swagger vs. Bo Dallas
♥ Winner: Jack Swagger
♦ জ্যাক সোয়াগার, বো ড্যালাসকে একপ্রকারের স্কোয়াশ করে দেয়। ম্যাচের পরে লানা এবং রুসেভ আসে এবং তারা প্রচুর USA চ্যান্ট পায়। এরপর বো বলে যে আসলে ট্যাপ আউট করেনি।
♠ Roman Reigns vs. The Miz
♥ Winner: Roman Reigns
♦ তাদের মধ্যে ভালোই ম্যাচ হয়। ম্যাচের সময় মিজ রিঙ্গের বাইরে গিয়ে পালাবার চেষ্টা করেছিল কিন্তু জিগ্লার এসে তাকে আবার রিঙ্গের মধ্যে ঢুকিয়ে দেয়। শেষপর্যন্ত রেইন্স তার জয়ের সেলিব্রেট করে এবং আরও একবার রেইন্সকে দিয়েই আজকের স্মাকডাউন শেষ হয়।