♠ Seth Rollins vs. Jack Swagger
এটা একটা ভালোই ম্যাচ ছিল। রলিন্স, স্বাগারকে আপ্রোনে একটা Curb Stomp দেয় এবং স্বাগার ফ্লোরে পড়ে যায় এবং আর উঠতে না পারায় রলিন্স কাউন্ট আউটে জিতে যায় ম্যাচটা। এরপর আগের দিনের "র" এর মতোনই আজকেও বো ড্যালাস আসে এবং একটা মোটিভেশনাল স্পিচ দেয় স্বাগারকে নিয়ে। :p
♥ Winner : Seth Rollins (via Count Out)
◘ এরপর ব্যাকস্টেজে মিজ, কর্পোরেট কেইনকে বলে যে তার আরও একটা Intercontinental চ্যাম্পিয়নশিপ ম্যাচ চায়, তখন কেইন বলে যে তাকে আর এমনি এমনি চান্স দেওয়া হবে না, যদি সে ম্যাচ চায় তাহলে সেটা তাকে কামিয়ে নিতে হবে। এবং তারপর মিজ vs. রোমান ম্যাচটা আজকের জন্নে ফিক্স হয়।
♠ Rusev vs. Sin Cara
♥ Winner : Rusev (খুব সহজেই জিতে নেয়)
♠ Randy Orton vs. Rob Vam Dam
♥ Winner : No-Contest
◘ তাদের যুদ্ধ আসলে থামেইনি! ম্যাচটা নো-কন্টেস্টে শেষ হয়। ম্যাচের পরে অরটন ব্যারিকেডের উপর থেকে RVD -কে DDT মারে। তারা আবার রিঙ্গে যায়, এবং অরটন চেয়ারের উপর RVD কে একটা জোরদার RKO মারে। আসলে ম্যাচের থেকে বেশিক্ষণ স্থায়ী ছিল ম্যাচের পরের লড়াইটা।
♠ Paige vs. Natalya
এটা ছিল "র" -এর রিম্যাচ। এজে লি আসে এবং ডিভাস চ্যাম্পিয়নশিপটাকে চুরি করে নিয়ে পালায়। পেজ তাকে ধরার জন্য গেলে নিজেই ধরা পড়ে যায় Natalya -এর দেওয়া শার্পশুটারে এবং শেষপর্যন্ত হার মেনে নেয়।
♥ Winner : Natalya
♠ Stardust & Goldust vs. Luke Harper & Eric Rowan
এই দুই ডাস্ট একের পর এক জয় পেয়ে যাচ্ছে, মনে হয় Night of Champions -এর তারা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ পাবে। ম্যাচের পড়ে ওইয়াট ফ্যামিলি তাদেরকে ভালোভাবে ধোলাই দেয়।
♥ Winner : Stardust & Goldust
♠ Roman Reigns vs. The Miz
এটা মোটেও একটা খুব ভালো ম্যাচ ছিল না। অরটন আসে, এবং রেইন্সও স্পিয়ার করে মিজকে। এবং অরটন এবং রেইন্স -এর মাঝে তখন ঝগড়া লেগে যায়। অরটন সুযোগ পেয়ে একটা চিয়ার নিয়ে আসে কিন্তু রেইন্স তাকে একটা সুপারম্যান পাঞ্চ দিতে সক্ষম হয় এবং এইভাবেই আজকের স্মাকডাউন শেষ হয় রোমান রেইন্সের মাধ্যমে।
♥ Winner : Roman Reigns