◘ এবারের সামারস্লাম শুরু হয় Hulk Hogan -এর সেগমেন্ট এর মধ্য দিয়ে । সেগমেন্ট এর বেশিরভাগ সময় জুড়ে সে WWE Network এর কথা বলেছে।
** ভাল ম্যাচ ছিল এটা। ম্যাচের এক পর্যায়ে Ziggler "famouser"
দিতে গেলে Miz কাউন্টার করে ও skull crushing finale দিয়ে 2
count পায়। এরপর Ziggler রিকভার করে উঠে zig zag দিয়ে ম্যাচ
জিতে নেয় এবং নতুন IC Champion হয়ে যায়।
♥ Winner : Ziggler
**ম্যাচের এক পর্যায়ে Paige turner মারতে গেলে Aj. কাউন্টার
করে black widow মারতে যায় কিন্তু paige কাউন্টার করে এবং Ram-
paige মেরে নতুন divas champ হয়ে যায়।
♥ Winner : Paige
**মোটামুটি ভাল ম্যাচ ছিল এটা । Accolade এর
মাধ্যমে ম্যাচটা জিতে যায় Rusev.
♥ Winner : Rusev
**ম্যাচের এক পর্যায়ে Rollins কে তারই ফিনিশার curb stomp
মারে Ambrose .। এরপর সে pin করতে গেলে kane
এসে interfere করে। goldust এসময় kane কে থামাতে গেলে হিট
হয়। তখন lumberjack দের মাঝে বড়সড় brawl তৈরী হয়। এই
ফাঁকে Rollins তার briefcase দিয়ে Ambrose এর মাথায়
মেরে ম্যাচটা জিতে যায়।
♥ Winner : Rollins
**codebreaker দেয়ার পর এক পর্যায়ে 2 count পায় jericho। এরপর
bray, roll up করে বাইরে যায়। jericho ও তাকে follow
করে বাইরে গেলে bray কাউন্টার করে barricade এর উপর মারাত্মক
sister abagail দেয়। এরপর ring এ নিয়ে আরেকটি sister abagail
দিয়ে ম্যাচটি জিতে যায় bray.
♥ Winner : bray wyatt
**ম্যাচের এক পর্যায়ে yes lock ধরলে refree
কে টেনে বাইরে নিয়ে যায় hhh. এরপর HHH কে drop kick
মারে brie. এরপর Nikki ও Brie উভয়ে teph এর দুই পাশে গিয়ে দাঁড়ায়।
তখন হঠাৎ nikki আক্রমণ করে brie কে । তারপর steph ম্যাচ
জিতে যায় pedigree মেরে ।
♥ Winner : Stephanie
** ম্যাচের এক পর্যায়ে Orton, RKO মারলেও Reigns 2 count এ কিক
আউট করে । এরপর punt কিক মারতে গেলে Randy তা মিস করে ।
এরপর একটি বড়সড় spear মেরে ম্যাচটি জিতে যায় Reigns.
♥ Winner : Roman Reigns
** ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত Brock এর domination ছিল।
ম্যাচ শুরুর প্রায় 30 সেকেন্ডের মাথায়ই Brock, F5 মারে। কিন্তু Cena
কিক আউট করে। এরপর পুরো ম্যাচে অসংখ্য German Suplex
মারে Brock। মাঝে একবার Cena, AA মারলেও Brock
কে থামাতে পারে নি । শেষে আবার F5 মেরে ম্যাচ জিতে যায়
Lesnar.
♥ Winner : Brock Lesnar