◘ ডেনিয়েল ব্রায়েনের আরেকটা সার্জারি প্রয়োজন। এটা হতে আরো ৩ মাসের মত সময় লাগতে পারে।
◘ WWE তে ব্যাক করতে চাইলেও কার্ট আ্যাঙ্গেলকে রিটার্ন করাতে ইচ্ছুক না ত্রিপল এইচ!! ( পাগল নাকি? )
◘ সামারস্ল্যামের আগের "র" তে হাল্ক হোগেনকে "Party's Over Grandpa" এই কথাটা বলায় ব্রকের উপর নাখোশ হোগেন। তিনি বলেছেন এটা স্ক্রিপ্টেড ছিল না।
◘ TNA থেকে চলে আসার পর WWE তে ব্যাক করতে চাইছিলেন বুলি রে। কিন্তু ডিভোন কে ছাড়া তাকে রিটার্ন করাতে চায় না WWE!!
◘ ক্রিশ জেরিকো তার একটা ইন্টার্ভিউ তে বলেছেন সিনা কখোনোই হিল টার্ন করবে না। WWE আর WH টাইটেল উইনিফাই করে নতুন চ্যাম্পিয়নশিপ করায় খুশি জেরিকো। তার মতে একজন টপ চ্যাম্পিয়ন থাকা উচিৎ। বেশি চ্যাম্পিয়নশিপ থাকলে রেসলিংকে বক্সিং এর মত দেখায়।
◘ EC3 বলেছে WWE থেকে রিলিজ হওয়ার পর TNA তে এসে সে সাফল্যের মুখ দেখতে পেরেছে।
◘ Christy Hemme বলেছে যে সে ৬ মাস যাবৎ গর্ভবতী। তাই সে TNA থেকে লিভ নিবে।
◘ রেসোম্যানিয়ার পর WWE WH টাইটেলের জন্য রিম্যাচ পাওয়ার কথা ছিল রেন্ডির। কিন্তু সে এখনো এটা পায় নি, তাই এখন সে টাইটেল শট পেতে ইচ্ছুক।
◘ মুভির জন্য কিছুদিনের লিভ নিবে ডীন এমব্রোস।
◘ নতুন মুভি করছেন হাল্ক হোগেন।
◘ বিগ শোর চুক্তি ২০১৮ সাল পর্যন্ত রিনিউ করা হয়েছে।
◘ ডেনিয়েল ব্রায়েন চায় ব্রক লেসনারের সাথে টাইটেল ম্যাচ খেলতে। (আগে ভাঙ্গা ঘাড় ঠিক করো)
◘ NOC এর পর রিটার্ন করতে পারেন বাতিস্তা। রিটার্নের পর ব্রকের সাথে ফিউডে জড়াতে পারেন তিনি।
◘ এক সপ্তাহ পর NXT এর নতুন GM এর নাম ঘোষণা করা হবে।
Credit: Dewan Farhan Nadeem