আজকের RAW শুরু হয় মাইকেল কোলকে দিয়ে। সে WWE-এর লেজেন্ডদেরকে রিঙ্গে ডাকে হল অফ ফেম ফরুমের জন্য। 
প্রথমে আসে মিস্টার ৯.৯৯, হাল্ক হোগেন এবং তিনি দর্শকদের কাছ থেকে অনেক চিয়ার পান। JBL মনে করিয়ে দেয় যে এই বিল্ডিংএই শন মাইকেল তাঁর প্রথম WWE চ্যাম্পিয়নশিপ জিতে। কোল আবার মনে করিয়ে দেয় যে কিভাবে সিনা তাঁর টাইটেলটা হেরেছিল এবং সে পরের Night of Champions -এ তাঁর রি-ম্যাচ পাবে। এরপর মাইকেল কোল HBK -শোধাই যে এইবারে সিনার জিতার চান্স কতটা? HBK জবাবে বলে, যে সিনার দ্বারা লেসনারকে হারানো সম্ভব নয় :p ।

এরপর হোগান বলে যে সিনা এটা করতে পারবে এবং তখন রিক বলে যে তাঁর এমনটা মনে হয়না। এরপর হোগান তাদের সঙ্গে তর্ক করতে থাকে যতক্ষণ না পর্যন্ত সিনার মিউজিক হিট করে, এবং সিনা আসে। এরপর গোটা এরিনাতে সিনা সাক্স চ্যান্ট শোনা যায় এবং সিনা তাঁর ম্যাচের ব্যাপারে একটা প্রোমো কাটে।

♠ Rusev vs. Swagger

রুসেভকে অনেকবার patriot lock দেয় সোয়েগার। কিন্তু তাতে কোণো লাভ হয় নি। রুসেভ সোয়েগারের ইঞ্জুরড রিবস এ  আঘাত করে। পরে সাবমিশন লক ধরলে ট্যাপ আউট করে নি সোয়েগার। পরে তার সমস্যা হবে বলে রেফারি রুসেভকে বিজয়ী ঘোষণা করে।

♥ Winner : Rusev

♠ Cesaro vs. RVD

RVD কে Neutralizer দিয়ে মাচ জিতে Cesaro..  এবং হয়ে যায় us championship এর জন্য #no1 contender!

♥ Winner : Cesaro

◘ তারপর ব্যাকস্ট্যাজে সোয়েগারের সাথে বো ড্যালাসের কথা হয়। সে বলে তুমি আজকেও হেরে গেছো। তুমার বুলিভ করা উচিৎ। ব্লা ব্লা।

♠ Nataliya vs. Paige

♥ Winner : Paige

◘ Paige turner দিয়ে ম্যাচ জিতে পেইজ। পরে Aj আসে। Paige জে জড়িয়ে ধরে তার হাতে চুমু দেয়।

◘ তারপর Kane & Seth Rollins একটা সেগমেন্ট করে যাতে তারা বুঝায় যে Dean Ambrose মারা গেছে। সে ভূলে গেছিলো অথরিটি সবসময় জিতে। তারপর Roman এসে বাধা দেয়। আজকের জন্য Kane & Seth vs Roman 2 on 1 handicap ম্যাচ ঠিক করা হয়।

♠ Usos vs Dust Brothers (tag team championship match)

♥ Winner : Usos

◘ Countout এ ম্যাচ জিতে Usos.. কিন্তু ম্যাচের পরে Goldust মাইক হাতে নিয়ে বলে তারা এটা মেনে নিতে পারছে না। তারা আবার রিম্যাচ চায়। এবং Usos দের আ্যাটাক করে। Jey-র পায়ে খুব জোড়ে আঘাত করতে থাকে Dust Brothers রা। এবং এভাবেই তারা হিল টার্ন করে।

◘ কেন এবং সেথকে দেখা যায় একটা প্লান করতে, তারা নিজেদের বিরুদ্ধে রোমানের সঙ্গে একটা হ্যান্ডিক্যাপ ম্যাচের আয়োজন করে।

♠ Dolph Ziggler vs. Miz (Stunt Double Played By Damien Mizdow)

ম্যাচটা বেশিক্ষণ স্থায়ী হয়নি, জিগ্লার খুব তারাতারিই সান্ডোউ (মিজের রুপে ছিল) একটা জিকজ্যাক দিয়ে ম্যাচটা খতম করে।

♥ Winner: Dolph Ziggler

◘ এরপর ব্রি এবং নিক্কি এই দুই বোনের মধ্যে একটা সেগ্মেন্ট হয় যেটাতে জেরিও অংশগ্রহণ করে।


♠ Roman Reigns vs. Rollins and Kane

ম্যাচটা ভালো হয় কিন্তু লাস্টের দিকে রেইন্স, কেইনকে সুপারম্যান পাঞ্চ দিতে গেলে কেন তাকে ধরে নেয় কিন্তু রেইন্স সেটাকে ছাড়িয়ে নিয়ে তাকে একটা স্পিয়ার দেইয়ে দেয়। কিন্তু পিন করার আগেই রলিন্স তাকে তাঁর ব্রিফকেশ দিয়ে অ্যাটাক করে এবং ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে ম্যাচটা শেষ হয়। তাদের মধ্যে ফাইট চলতে থাকে এবং এই সেগ্মেন্টটা শেষ হয় কেইনএর আর একটা সুপারম্যান পাঞ্চ খেয়ে।

♥ Winner by DQ: Roman Reigns

♠ Los Matadores vs. Slater and The Gator

স্লেটারএর দোশে ম্যাচটা তারা হেরে যায়।

♥ Winners: Los Matadores

♠ Bo Dallas vs. Kofi Kingston

কোফি ফাইট করার চেস্টা করলেও ড্যালাসের সামনে কিছু করতে পারেনি। ড্যালাস রানিং বো ডগের মাধ্যমে জয় লাভ করে।

♥ Winner: Bo Dallas

◘ স্বাগার আসে এবং ড্যালাসকে অ্যাটাক করে এবং দর্শকদের কাছ থেকে নেগেটিভ রিঅ্যাকশান পায় :o ।

♠ John Cena vs. Bray Wyatt

নরমালি ওয়াটের সাথিরা অ্যাটাক করে কিন্তু হেনরি এবং বিগ শো সিনাকে বাচায় এবং তাদের ট্যাগ টিম ম্যাচ পরে।

♥ Winner by DQ: John Cena

♠ Cena, Show and Henry vs. The Wyatt Family

তাদের ম্যাচের ব্যাপারে বলে লাভ নায়...ভালো ম্যাচ হয়েছে যেমনটা হবার কথা কিন্তু শেষে সিনা হারপারকে STF এর মাধ্যমে হার মানায় এবং জয় লাভ করে।

♥ Winners: Cena, Henry and Big Show

◘ ম্যাচের পরে সিনা রোয়ানকে AA মারে এবং হেনরি ও শো বাকি কাজটা ফিনিশ করে। এবং এইভাবেই আজকের "র" টা শেষ হয়।

☻WWE RAW রেজাল্ট, ২৬ আগস্ট ২০১৪

আজকের RAW শুরু হয় মাইকেল কোলকে দিয়ে। সে WWE-এর লেজেন্ডদেরকে রিঙ্গে ডাকে হল অফ ফেম ফরুমের জন্য। 
প্রথমে আসে মিস্টার ৯.৯৯, হাল্ক হোগেন এবং তিনি দর্শকদের কাছ থেকে অনেক চিয়ার পান। JBL মনে করিয়ে দেয় যে এই বিল্ডিংএই শন মাইকেল তাঁর প্রথম WWE চ্যাম্পিয়নশিপ জিতে। কোল আবার মনে করিয়ে দেয় যে কিভাবে সিনা তাঁর টাইটেলটা হেরেছিল এবং সে পরের Night of Champions -এ তাঁর রি-ম্যাচ পাবে। এরপর মাইকেল কোল HBK -শোধাই যে এইবারে সিনার জিতার চান্স কতটা? HBK জবাবে বলে, যে সিনার দ্বারা লেসনারকে হারানো সম্ভব নয় :p ।

এরপর হোগান বলে যে সিনা এটা করতে পারবে এবং তখন রিক বলে যে তাঁর এমনটা মনে হয়না। এরপর হোগান তাদের সঙ্গে তর্ক করতে থাকে যতক্ষণ না পর্যন্ত সিনার মিউজিক হিট করে, এবং সিনা আসে। এরপর গোটা এরিনাতে সিনা সাক্স চ্যান্ট শোনা যায় এবং সিনা তাঁর ম্যাচের ব্যাপারে একটা প্রোমো কাটে।

♠ Rusev vs. Swagger

রুসেভকে অনেকবার patriot lock দেয় সোয়েগার। কিন্তু তাতে কোণো লাভ হয় নি। রুসেভ সোয়েগারের ইঞ্জুরড রিবস এ  আঘাত করে। পরে সাবমিশন লক ধরলে ট্যাপ আউট করে নি সোয়েগার। পরে তার সমস্যা হবে বলে রেফারি রুসেভকে বিজয়ী ঘোষণা করে।

♥ Winner : Rusev

♠ Cesaro vs. RVD

RVD কে Neutralizer দিয়ে মাচ জিতে Cesaro..  এবং হয়ে যায় us championship এর জন্য #no1 contender!

♥ Winner : Cesaro

◘ তারপর ব্যাকস্ট্যাজে সোয়েগারের সাথে বো ড্যালাসের কথা হয়। সে বলে তুমি আজকেও হেরে গেছো। তুমার বুলিভ করা উচিৎ। ব্লা ব্লা।

♠ Nataliya vs. Paige

♥ Winner : Paige

◘ Paige turner দিয়ে ম্যাচ জিতে পেইজ। পরে Aj আসে। Paige জে জড়িয়ে ধরে তার হাতে চুমু দেয়।

◘ তারপর Kane & Seth Rollins একটা সেগমেন্ট করে যাতে তারা বুঝায় যে Dean Ambrose মারা গেছে। সে ভূলে গেছিলো অথরিটি সবসময় জিতে। তারপর Roman এসে বাধা দেয়। আজকের জন্য Kane & Seth vs Roman 2 on 1 handicap ম্যাচ ঠিক করা হয়।

♠ Usos vs Dust Brothers (tag team championship match)

♥ Winner : Usos

◘ Countout এ ম্যাচ জিতে Usos.. কিন্তু ম্যাচের পরে Goldust মাইক হাতে নিয়ে বলে তারা এটা মেনে নিতে পারছে না। তারা আবার রিম্যাচ চায়। এবং Usos দের আ্যাটাক করে। Jey-র পায়ে খুব জোড়ে আঘাত করতে থাকে Dust Brothers রা। এবং এভাবেই তারা হিল টার্ন করে।

◘ কেন এবং সেথকে দেখা যায় একটা প্লান করতে, তারা নিজেদের বিরুদ্ধে রোমানের সঙ্গে একটা হ্যান্ডিক্যাপ ম্যাচের আয়োজন করে।

♠ Dolph Ziggler vs. Miz (Stunt Double Played By Damien Mizdow)

ম্যাচটা বেশিক্ষণ স্থায়ী হয়নি, জিগ্লার খুব তারাতারিই সান্ডোউ (মিজের রুপে ছিল) একটা জিকজ্যাক দিয়ে ম্যাচটা খতম করে।

♥ Winner: Dolph Ziggler

◘ এরপর ব্রি এবং নিক্কি এই দুই বোনের মধ্যে একটা সেগ্মেন্ট হয় যেটাতে জেরিও অংশগ্রহণ করে।


♠ Roman Reigns vs. Rollins and Kane

ম্যাচটা ভালো হয় কিন্তু লাস্টের দিকে রেইন্স, কেইনকে সুপারম্যান পাঞ্চ দিতে গেলে কেন তাকে ধরে নেয় কিন্তু রেইন্স সেটাকে ছাড়িয়ে নিয়ে তাকে একটা স্পিয়ার দেইয়ে দেয়। কিন্তু পিন করার আগেই রলিন্স তাকে তাঁর ব্রিফকেশ দিয়ে অ্যাটাক করে এবং ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে ম্যাচটা শেষ হয়। তাদের মধ্যে ফাইট চলতে থাকে এবং এই সেগ্মেন্টটা শেষ হয় কেইনএর আর একটা সুপারম্যান পাঞ্চ খেয়ে।

♥ Winner by DQ: Roman Reigns

♠ Los Matadores vs. Slater and The Gator

স্লেটারএর দোশে ম্যাচটা তারা হেরে যায়।

♥ Winners: Los Matadores

♠ Bo Dallas vs. Kofi Kingston

কোফি ফাইট করার চেস্টা করলেও ড্যালাসের সামনে কিছু করতে পারেনি। ড্যালাস রানিং বো ডগের মাধ্যমে জয় লাভ করে।

♥ Winner: Bo Dallas

◘ স্বাগার আসে এবং ড্যালাসকে অ্যাটাক করে এবং দর্শকদের কাছ থেকে নেগেটিভ রিঅ্যাকশান পায় :o ।

♠ John Cena vs. Bray Wyatt

নরমালি ওয়াটের সাথিরা অ্যাটাক করে কিন্তু হেনরি এবং বিগ শো সিনাকে বাচায় এবং তাদের ট্যাগ টিম ম্যাচ পরে।

♥ Winner by DQ: John Cena

♠ Cena, Show and Henry vs. The Wyatt Family

তাদের ম্যাচের ব্যাপারে বলে লাভ নায়...ভালো ম্যাচ হয়েছে যেমনটা হবার কথা কিন্তু শেষে সিনা হারপারকে STF এর মাধ্যমে হার মানায় এবং জয় লাভ করে।

♥ Winners: Cena, Henry and Big Show

◘ ম্যাচের পরে সিনা রোয়ানকে AA মারে এবং হেনরি ও শো বাকি কাজটা ফিনিশ করে। এবং এইভাবেই আজকের "র" টা শেষ হয়।