Alberto Del Rio -এর ফর্মার রিং আনাউন্সার Ricardo Rodriguez -কে WWE অফিসিয়ালি রিলিজ করলো। WWE.com -এ তাকে এই বৃহস্পতিবারে রিলিজ করার খবর দেওয়া হয়।
Rodriguez তার অফিসিয়াল টুইটার আকাউন্টে এই ব্যাপারে একটা টুইট করেছে...
Rodriguez তার অফিসিয়াল টুইটার আকাউন্টে এই ব্যাপারে একটা টুইট করেছে...
I have come to terms with WWE on my release. I want to thank them for a great 4 years. But I miss wrestling
— Ricardo Rodriguez (@RRWWE) July 30, 2014
PWInsider.com -এর একটা রিপোর্ট থেকে জানা যায় যে, WWE তার স্টকহোল্ডার দেরকে ততৃপ্ত করার জন্য বর্তমান কর্মীদের মধ্যে থেকে ১০ শতাংশকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে।
তাকে অনেকদিন ধরে RAW এবং SMACKDOWN -এ দেখা যায়নি বা, তার দরকার হয়নি বলেই WWE এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
যখন সে, ডেল রিও-এর পার্সোনাল রিং আনাউন্সার বা ম্যানেজার হিসাবে কাজ করতো তখন তাকে নিয়মিত প্রত্যেকটা শোতে দেখা যেত। সেই রোলে তার পারফেক্ট কাজের জন্যই ডেল রিও আরও বড় হিল হতে পেরেছে, এবং দর্শকদের কাছে থেকে আরও বেশি হিট পেয়েছিল।
তারপর ২০১৩ -এর আগস্ট মাসে ডেল রিও তার বিপক্ষে চলে যায় এবং তখন রিকার্ডোর ক্যারিয়ার তলানিতে চলে যেতে থাকে। যদি এই ব্যাপারে মনে না থাকে তাহলে নিচের ভিডিওটা দেখে নিতে পারেন-
এরপর সে আবার রিটার্ন করে Rob Van Dam -কে হেল্প করে ডেল রিও -এর সঙ্গে বদলা নেবার জন্য। কিন্তু তারপর তাকে মেইন শো থেকে আলাদা করে NXT -তে পাঠিয়ে দেওয়া হয় যেখানে সে কয়েকটা এপিসোডের জন্য El Local নামে রেসলার হয়ে খেলে।
যাই হোক যদি PWInsider-এর এই রিপোর্টটা সত্যি হয়, তাহলে রিকার্ডো-কে বাদ দিয়ে ছাঁটাই-এর কাজটা সবে মাত্র শুরু হয়েছে...এখনও অনেক রিলিজ বাকি আছে!!
তাছারা, আগের মাসেই প্রায় এক ডজন কর্মীকে রিলিজ করা হয়েছিল, যেমন 3MB -এর হিথ স্লেটার বাদে বাকি সব রেসলার। এখন দেখা যাক আর কে কে এই রিলিজ এর শিকার হয়...!!