শেষপর্যন্ত দুইজন মেজর সুপারস্টার WWE ছেড়ে দিচ্ছে এবং তারা হল Ryback এবং RVD । 

এই সপ্তাহের পরই তারা চলে যাবে। কারন Ryback নাকি ইনজুরিতে ভুগছেন ! (ইনজুর কবে হল কে জানে) আর RVD তার Contract রিনিউ করতে চাননা । 

গত Raw তে Team Rybaxel ছিলনা। এরপরই Ryback তার টুইটারে (#‎The‬ big guy) টুইট করেন ঐরকম "কিছু দিন অফ নিচ্ছি কিছু পারসোনাল প্রবলেম মেটাতে । Ps sorry punk" । এর কিছুক্ষন পরই টুইটটি ডিলিট করাহয় যেমনটি Ryback তার সবটুইটের শেষে করে থাকে ! 

অপরদিকে ঐ Smackdown এ Seth এর সাথে ম্যাচটিই ছিল RVD এর শেষ ম্যাচ। কারন হিসাবে বলা হচ্ছে, RVD কে নাকি গূরুত্ত দেওয়া হচ্ছেনা এবং গতমাসে RVD নতুন ট্যালেন্টদের পুশ দেওয়া দিয়ে একটা বিতর্কিত কমেন্ট করেছিলেন । এবং গত Raw তিনি Cesaro এর কাছে হারেন যেটা ছিল Sheamus এর US Tittle এর No1 কন্টেন্ডার ম্যাচ। এরপরই RVD তার কন্ট্রাক্ট নাকি তৃতীয় বারের জন্য রিনিউ করতে চাননি । সুতার‪ Thank‬ u Ryback, অ্যান্ড Thank u RVD।

আমাদের সবাইকে উচিত এনাদেরকে রেস্পেক্ট করা কারন এরা WWE -কে এবং আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। আশা করবো এদের ভবিষ্যৎ ভালোভাবে কাটবে। 

Credit : Arindam Biswas 

ব্রেকিং নিউজ: WWE ছেড়ে চলে যাচ্ছেন Ryback এবং RVD


শেষপর্যন্ত দুইজন মেজর সুপারস্টার WWE ছেড়ে দিচ্ছে এবং তারা হল Ryback এবং RVD । 

এই সপ্তাহের পরই তারা চলে যাবে। কারন Ryback নাকি ইনজুরিতে ভুগছেন ! (ইনজুর কবে হল কে জানে) আর RVD তার Contract রিনিউ করতে চাননা । 

গত Raw তে Team Rybaxel ছিলনা। এরপরই Ryback তার টুইটারে (#‎The‬ big guy) টুইট করেন ঐরকম "কিছু দিন অফ নিচ্ছি কিছু পারসোনাল প্রবলেম মেটাতে । Ps sorry punk" । এর কিছুক্ষন পরই টুইটটি ডিলিট করাহয় যেমনটি Ryback তার সবটুইটের শেষে করে থাকে ! 

অপরদিকে ঐ Smackdown এ Seth এর সাথে ম্যাচটিই ছিল RVD এর শেষ ম্যাচ। কারন হিসাবে বলা হচ্ছে, RVD কে নাকি গূরুত্ত দেওয়া হচ্ছেনা এবং গতমাসে RVD নতুন ট্যালেন্টদের পুশ দেওয়া দিয়ে একটা বিতর্কিত কমেন্ট করেছিলেন । এবং গত Raw তিনি Cesaro এর কাছে হারেন যেটা ছিল Sheamus এর US Tittle এর No1 কন্টেন্ডার ম্যাচ। এরপরই RVD তার কন্ট্রাক্ট নাকি তৃতীয় বারের জন্য রিনিউ করতে চাননি । সুতার‪ Thank‬ u Ryback, অ্যান্ড Thank u RVD।

আমাদের সবাইকে উচিত এনাদেরকে রেস্পেক্ট করা কারন এরা WWE -কে এবং আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। আশা করবো এদের ভবিষ্যৎ ভালোভাবে কাটবে। 

Credit : Arindam Biswas