আগের বৃহস্পতিবারে অর্থাৎ ৭ ই আগস্ট WWE আশ্চর্যজনকভাবে আলবার্টো ডেল রিওকে রিলিজ করেছে। এই খবরটা প্রচারের পরে এটা শোনা যায় যে, ডেল রিও নাকি WWE প্রোগ্রামিং-এ একজন সোশ্যাল মিডিয়া ওয়ার্কারকে থাপ্পর মেরেছেন। এছাড়াও তিনি নাকি একজন এমপ্লোয়িকে বর্ণবিদ্বেষী কথা বলেছে।
যদিও WWE এই ব্যাপারে তাদের ওয়েবসাইটে একটা খুবই ছোট স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু পরের দিন তারা একটু বিস্তারিও তথ্য দিয়েছে। এটা তারা কোন ওয়েবসাইটে দেয়নি, এটা দেওয়া হয়েছে WWE -এর অফিসিয়াল টুইটার আকাউন্টে।
নিচে তাদের টুইট দুইটা দেওয়া হল-
নিচে ট্রিপল এইচের রিটুইটের একটা স্ক্রিনশট দেওয়া হল- যদিও WWE এই ব্যাপারে তাদের ওয়েবসাইটে একটা খুবই ছোট স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু পরের দিন তারা একটু বিস্তারিও তথ্য দিয়েছে। এটা তারা কোন ওয়েবসাইটে দেয়নি, এটা দেওয়া হয়েছে WWE -এর অফিসিয়াল টুইটার আকাউন্টে।
নিচে তাদের টুইট দুইটা দেওয়া হল-
(1/2) @VivaDelRio is responsible for his own actions. If you’re angry at anyone, be angry at Alberto.
— WWE (@WWE) August 8, 2014
(2/2) There’s no excuse for a pro athlete not to conduct themselves in a professional manner.
— WWE (@WWE) August 8, 2014
◘ এটা অবশ্যই অদ্ভুত ব্যাপার যে WWE এইভাবে টুইটারে তাদের স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু এই ব্যাপারটাকে আরও আশ্চর্যজনক করে তুলেছে এই টুইটগুলির পরে ট্রিপল এইচের রিঅ্যাকশান। এই টুইটগুলি পোস্ট হবার পরেই WWE -এর COO সেগুলিকে রিটুইট করেছেন এবং ব্যাপারটার গুরুত্বকে অনেক বাড়িয়ে দিয়েছেন।
এখন আমার মনে হয় এটা কোন সাধারন ব্যাপার ছিল না, ডেল রিও শুধুমাত্র থাপ্পর মারলে এইরকম কিছুই হতনা, সে নিশ্চয় তার থেকে অনেক বেশী কিছু করেছে বা অন্য কোন ব্যাপার আছে...।