WWE সুপারস্টার ব্যাড নিউজ ব্যারেট ভারতে পৌঁছিয়ে গিয়েছেন। তিনি গতকাল ভারতের ব্যাঙ্গালুরুতে WWE এর কিছু ছোট ফ্যানদের সঙ্গে দেখা করেছেন যারা "The Open Door Foundation" থেকে এসেছিল। শুধু তাই নয় ব্যারেট সেই বাচ্চাদেরকে WWE -এর কিছু বই এবং মারচান্ডাইস গিফট করেছেন।
তিনি ভারতের ব্যাপারে বলেছেন যে, "এটা একটা সুন্দর দেশ! আমি এটার কিছু সামান্য অংশ টিভিতে দেখেছি এবং আমি আশা করছি যে, বাইরে গিয়ে এই দেশের আরও কিছুটা দেখতে পাবো।"
নীচে ভারতে তোলা তার কয়েকটা ছবি দেওয়া হল-
ভালো খবর হল এই যে ব্যারেট এর কাছে এবার কোন ব্যাড নিউজ ছিল না...বরং আমাদের কাছে অনেক গুড নিউজ আছে। ২০১৫ থেকে Raw এবং সমস্ত PPV লাইভ দেখতে পাবো এবং টিভিতেই মেইন ইভেন্ট শোটাও দেখতে পাবো যেটা এতদিন দেখতেই পেতামনা...। এখন আমি ২০১৫ হবার অপেক্ষায় আছি।