♠ Brock Lesnar vs. John Cena: WWE World Heavyweight Championship Match:
WWE ইতিহাসের সবচেয়ে ডমিনেটিং রেসলার বলাই যায় লেসনারকে। আর গত এক দশকেরও বেশি সময় ধরে সর্বদা টাইটেল পিকচারেই থাকেন ১৫ বারের চ্যাম্প সিনা। কিন্তু SummerSlam-এ সবাইকে অবাক করে দিয়ে নজিরবিহীনভাবে কোম্পানির সুপারম্যানকে একতরফাভাবে ডমিনেট করেছেন লেসনার।
লেসনারকে অপ্রতিরোধ্য রূপ দিতে সর্বোচ্চ চেষ্টা করেছে WWE। এ ম্যাচে যদি সিনা জিতে যান তবে এইসবের আর কোনো অর্থই থাকবে না। একদিকে যেমন স্টোরিলাইন বোরিং হয়ে যাবে অন্যদিকে SummerSlam-এ লেসনারকে অপ্রতিরোধ্য দেখানো আর সর্বোপরি Streak ভাঙার যৌক্তিকতার উপর প্রশ্ন উঠবে।
অনেকে আবার ভাবতে পারেন কোম্পানির সবচেয়ে বড় সুপারস্টার পরপর দুইবার একই ব্যক্তির কাছে হেরে গেলে তার স্ট্যাটাসের কী অবস্থা হবে? আবার এটাও প্রশ্ন আসতে পারে যে লেসনার তো অনিয়মিত। তার কাছে টাইটেল রাখার যৌক্তিকতাটা কী? লেসনার হচ্ছেন আসলে একটি আকর্ষণ। অতিরিক্ত শোডাউনে আকর্ষণটা কী কেটে যাবে না একটুও? টাইটেলটাও একটু স্পেশালই থাক। আর WrestleMania XXXI-তে Roman Reigns-এর কাছে লেসনার হেরে "Torch Passing Moment"-এর জন্ম দিলেই কেবল তাকে দিয়ে Streak ভাঙানোটা কিছুটা অংশে যৌক্তিক হতে পারে। তাছাড়া তিনি এখনো সিনা ছাড়া অন্য কারো বিপক্ষে টাইটেল ডিফেন্ড করেননি। সবমিলিয়ে তার টাইটেল রিটেইন করাটা খুবই জরুরী।
কিন্তু এই ম্যাচটি হবে শুধুই সিনাকে ঘিরে। তার এটিচিউড কেমন হয় তা নিয়েই হবে ম্যাচটি আর তার দিকেই থাকবে সবার ফোকাস। হয় SummerSlam-এর সম্পূর্ণ বিপরীতভাবে একতরফা ডমিনেট করবেন সিনা কিন্তু শেষে Paul Heyman-এর সাহায্যে চিটিং করে অথবা হঠাৎ F-5 মেরে দিয়ে জিতে যাবেন লেসনার নয়তো লেসনার ডমিনেট করলেও বারবার কামব্যাক করবেন সিনা। শেষে কয়েকটি F-5 মেরে জয়লাভ করবেন লেসনার, ঠিক The Undertaker-এর সাথে ম্যাচটির মতোই। তবে ধরে নিতে পারেন যে এই ম্যাচে সিনাকে বেশ স্ট্রং দেখাবে। বারবারই মনে হবে সিনা হয়তো ১৬ বারের চ্যাম্প হয়ে ছুঁয়ে ফেলবেন Ric Flair-এর রেকর্ডকে। তাই ম্যাচটিও বেশ উপভোগ্য হবে নিঃসন্দেহে।
তবে Seth Rollins-র ক্যাশ ইন করতে আসা আর তারপর Dean Ambrose-এর রিটার্ন অথবা সিনা যখন জয়ের পথে তখন Rusev ইন্টারফেয়ার করে তাকে মারবেন এমনটা ধারণা করছেন অনেকেই। কিন্তু আমার তা মনে হয় না। আমার মতে Reigns vs. Rollins ম্যাচেই রিটার্ন করবেন Ambrose, কেন তা আগের পর্বেই আমি বলেছি। আর Rusev-এর ইন্টারফেয়ারেন্স দিয়ে সিনার মোরাল ভিক্টরি দেখালে লেসনারের অপ্রতিরোধ্য রূপটা কী ঠিক থাকবে?
♥ Winner: Brock Lesnar via pinfall