♠ Chris Jericho vs. Randy Orton:

জেরিকো এখন পার্ট টাইম রেসলার। WWE-তে তার ইমপ্যাক্টই পড়ে না আর। এই সপ্তাহেই তার চুক্তি শেষ হতে যাচ্ছে। আমরা হয়তো এই পিপিভি এর পরে তাকে বেশ অনেকদিন দেখবো না। অন্যদিকে ওর্টন পরপর ছয়টি পিপিভি ম্যাচ হেরেছেন। WWE সবচেয়ে বড় সুপারস্টারদের তালিকায় তাকে রাখলেও তিনি এমন একটি জায়গায় আটকে গেছেন যে তার সামনে আগানোর কোনো রাস্তায় নেই। তার টাইটেল পিকচারে ফিরে আসার তেমন সম্ভাবনা নেই, তেমন কিছু করার সুযোগও নেই।

গত এক দশক ধরে এই দুই সুপারস্টার WWE-কে দিয়েছে অনেক কিছুই। কিন্তু এখন আসলে তাদের করার মতো কিছুই নেই, অন্তত বর্তমান স্টোরিলাইন অনুযায়ী। এ ফিউডটিও তাই জমেনি মোটেও। ম্যাচটির গুরুত্বও তাই তেমন নেই। এ ম্যাচটি যেন এই দুই সুপারস্টারকে Night of Champions-এ পারফর্ম করার সুযোগ মাত্র।

জেরিকো তো চলে যাচ্ছেন তাই ওর্টনই জিতবেন, তার জেতাটাও জরুরী। ওর্টনকে মিড কার্ড রেসলার বানাতে চায় না কিন্তু মেইন ইভেন্টে তার করারই কী আছে যদি টাইটেল পিকচারেই না থাকেন একের পর এক পিপিভিতে? তার চরিত্রটি এখন সবচে বিরক্তিকর চরিত্র। তার ফেস টার্ন করা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে।

♥ Winner: Randy Orton


::সমস্ত প্রেডিকশন লিঙ্কস::
Roman Reigns vs. Seth Rollins ম্যাচের প্রেডিকশন।
Mark Henry vs. Rusev এবং ডিভাস চ্যাম্পিয়নশিপ ম্যাচের প্রেডিকশন।
Sheamus (c) vs. Cesaro ম্যাচের প্রেডিকশন (NOC)
The Usos vs. Goldust and Stardust ম্যাচের প্রেডিকশন (NOC)

Chris Jericho vs. Randy Orton ম্যাচের প্রেডিকশন (NOC)


♠ Chris Jericho vs. Randy Orton:

জেরিকো এখন পার্ট টাইম রেসলার। WWE-তে তার ইমপ্যাক্টই পড়ে না আর। এই সপ্তাহেই তার চুক্তি শেষ হতে যাচ্ছে। আমরা হয়তো এই পিপিভি এর পরে তাকে বেশ অনেকদিন দেখবো না। অন্যদিকে ওর্টন পরপর ছয়টি পিপিভি ম্যাচ হেরেছেন। WWE সবচেয়ে বড় সুপারস্টারদের তালিকায় তাকে রাখলেও তিনি এমন একটি জায়গায় আটকে গেছেন যে তার সামনে আগানোর কোনো রাস্তায় নেই। তার টাইটেল পিকচারে ফিরে আসার তেমন সম্ভাবনা নেই, তেমন কিছু করার সুযোগও নেই।

গত এক দশক ধরে এই দুই সুপারস্টার WWE-কে দিয়েছে অনেক কিছুই। কিন্তু এখন আসলে তাদের করার মতো কিছুই নেই, অন্তত বর্তমান স্টোরিলাইন অনুযায়ী। এ ফিউডটিও তাই জমেনি মোটেও। ম্যাচটির গুরুত্বও তাই তেমন নেই। এ ম্যাচটি যেন এই দুই সুপারস্টারকে Night of Champions-এ পারফর্ম করার সুযোগ মাত্র।

জেরিকো তো চলে যাচ্ছেন তাই ওর্টনই জিতবেন, তার জেতাটাও জরুরী। ওর্টনকে মিড কার্ড রেসলার বানাতে চায় না কিন্তু মেইন ইভেন্টে তার করারই কী আছে যদি টাইটেল পিকচারেই না থাকেন একের পর এক পিপিভিতে? তার চরিত্রটি এখন সবচে বিরক্তিকর চরিত্র। তার ফেস টার্ন করা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে।

♥ Winner: Randy Orton


::সমস্ত প্রেডিকশন লিঙ্কস::
Roman Reigns vs. Seth Rollins ম্যাচের প্রেডিকশন।
Mark Henry vs. Rusev এবং ডিভাস চ্যাম্পিয়নশিপ ম্যাচের প্রেডিকশন।
Sheamus (c) vs. Cesaro ম্যাচের প্রেডিকশন (NOC)
The Usos vs. Goldust and Stardust ম্যাচের প্রেডিকশন (NOC)