আগের পোস্টেই বলেছিলাম যে পাঙ্কের রিটার্নের কোন আশাই নেই, কিন্তু তবুও তার কিছু ফ্যান বিলিভ করতে চায় না। আর সামনের Raw হবে পাঙ্কের নিজের হোমটাউন চিকাগোতে!! সেজন্য অনেকেই মনে করছেন সেখানেই পাঙ্ক রিটার্ন করবে, যেটা স্বাভাবিক, WWE -এর অফিসিয়ালদেরও একই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।
এতদিন অফিসিয়ালরা ব্যাপারটাকে এড়িয়ে যেতেন কিন্তু এখন পাঙ্কের নিজের শহরে Raw হবে বলে প্রশ্নের চাপে স্টেফনি মিকম্যান সরাসরি বলে দিলেন 'Never say never', অর্থাৎ ধরে নেওয়া যায় যে পাঙ্ক কোনদিনই আর ব্যাক করবে না। এটা পাঙ্ক ফ্যানদের জন্য এবং কিছু ফেক সাইটের জন্য (যারা প্রতি মাসে পাঙ্কের রিটার্নের ফেক নিউজ বানায়) খুবই দুঃখের সংবাদ।
অবশ্য, ফেক সাইটদের কোন প্রবলেম নাই, এখন আর পাঙ্ককে নিয়ে নিউজ বানানো যাবে না তাই জেফ হার্ডিকে নিয়েই তারা নিউজ বানাতে শুরু করেছে, ওই পাঙ্কের স্টাইলেই WWE.com -এরও লিঙ্ক দেওয়া হচ্ছে যদিও সেই লিঙ্ক অনেক বছর আগেকার যখন হার্ডি রিটার্ন করেছিল।
PS: যারা যারা আমার কথায় বিলিভ করেন না যে স্টেফনি এইরকম বলেছে তারা এই লিঙ্ক থেকে ঘুরে আসুন (এই সাইটটা WWE -এর সবথেকে বিশ্বাসযোগ্য সাইট)।
এতদিন অফিসিয়ালরা ব্যাপারটাকে এড়িয়ে যেতেন কিন্তু এখন পাঙ্কের নিজের শহরে Raw হবে বলে প্রশ্নের চাপে স্টেফনি মিকম্যান সরাসরি বলে দিলেন 'Never say never', অর্থাৎ ধরে নেওয়া যায় যে পাঙ্ক কোনদিনই আর ব্যাক করবে না। এটা পাঙ্ক ফ্যানদের জন্য এবং কিছু ফেক সাইটের জন্য (যারা প্রতি মাসে পাঙ্কের রিটার্নের ফেক নিউজ বানায়) খুবই দুঃখের সংবাদ।
অবশ্য, ফেক সাইটদের কোন প্রবলেম নাই, এখন আর পাঙ্ককে নিয়ে নিউজ বানানো যাবে না তাই জেফ হার্ডিকে নিয়েই তারা নিউজ বানাতে শুরু করেছে, ওই পাঙ্কের স্টাইলেই WWE.com -এরও লিঙ্ক দেওয়া হচ্ছে যদিও সেই লিঙ্ক অনেক বছর আগেকার যখন হার্ডি রিটার্ন করেছিল।
PS: যারা যারা আমার কথায় বিলিভ করেন না যে স্টেফনি এইরকম বলেছে তারা এই লিঙ্ক থেকে ঘুরে আসুন (এই সাইটটা WWE -এর সবথেকে বিশ্বাসযোগ্য সাইট)।