♠ Mark Henry vs. Rusev:
হেনরি বেশ ব্যস্ত সময় কাটালেন এই কিছুদিন। একই সাথে তাকে দুটি রোল প্লে করতে হল। একদিকে Big Show-এর সাথে টিমিং করে The Wyatt Family-এর সাথে ফিউড অন্যদিকে আমেরিকান গিমিকে রুসেভের সাথে ফিউড। আর রুসেভকে দিয়ে "Russia vs. U.S.A." স্টোরিলাইনকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন WWE Creatives । যার ফলে রুসেভ এখনও আনডিফিটেড।
আমার মতে হেনরির ভাগ্য হবে Jack Swagger-এর মতোই, তিনি পুরো ম্যাচ ডমিনেট করবেন কিন্তু শেষে চোরামি করে রুসেভ জিতে যাবেন। অথবা রুসেভ হেরে যাওয়ার ভয়ে চেয়ার বা অন্য কিছু দিয়ে মেরে নিজেকে ডিসকোয়ালিফাইড করে দিবেন। যদি এমন হয় তবে ফিউডটি আরেকটু চলতে পারে।
তবে Jack-এর মতোই হেনরি অন্য কারও সাথে ফিউডে জড়িয়ে পড়বেন খুব শীঘ্রই আর রুসেভও অপর কোনো আমেরিকানের সাথে ফিউড করবেন। আমার মনে হয় তাকে দিয়ে WWE United States Championship জেতানো হবে। US টাইটেল হোল্ডার হয়েই তিনি প্রমাণ করবেন তিনি আমেরিকানদের চেয়ে সেরা, রাশিয়ার শক্তি আমেরিকাকে জয় করে নিয়েছে। অবশেষে কোনো বড় আমেরিকান ফেস সুপারস্টারের সাথে ফিউড করবেন, যিনি তাকে হারিয়ে তার কাছ থেকে টাইটেলটি কেড়ে নিয়ে আমেরিকার মর্যাদা পুনরুদ্ধার করবেন।
♥ Winner: Rusev
♠ Paige (c) vs. Aj Lee vs. Nikki Bella:
পেইজের সাথে এজের SummerSlam-এর আগ থেকেই ফিউড চলছে। পেইজ আছেন হিল চরিত্রে। হিল টার্ন করে এতে যুক্ত হলেন নিক্কিও। এই ম্যাচটি খুব ইন্টারেস্টিং হবে। পেইজ আর এজের ফিউডের সমাপ্তি ঘটবে এখানেই। হিল চ্যাম্পিয়ন হিসেবে থাকবেন পেইজে। বুঝতেই পারছেন পেইজই তার টাইটেল রিটেইন করবেন। কিন্তু টুইস্টটা কোথায়?
টুইস্ট হল এ ম্যাচটি রাখা হয়েছে আসলে Bella Twins-এর মামলা জমাতে। আমার ধারণা Stephanie McMahon ইন্টারফেয়ার করে নিক্কিকে জিতিয়ে দিতে চেষ্টা করবেন। কিন্তু Brie Bella এসে তাদের প্ল্যান নষ্ট করে দিবেন। Brie নিক্কিকে মেরে দিবেন আর তাকে পিন করে বা সাবমিশনে টাইটেল রিটেইন করে নিবেন পেইজ। অথবা Brie-এর দিকে নিক্কি ডিস্ট্রেকটেড হলে Roll Up Pin বা Page Turn করে পেইজে জিতে যাবেন।
আসল কথা হল সামনে হতে যাচ্ছে Brie Bella vs. Nikki Bella । এই ফিউডটিকে জমাতেই আসলে এই ম্যাচ। আর কেন যেন মনে হচ্ছে Divas Champion হয়ে যাবেন Stephanie ! কিন্তু কাকে হারিয়ে? Brie-এর সাথে তো ইতোমধ্যে খেলে ফেলেছেন। তাহলে কী পেইজ? নাকি অন্য কেউ? সময়ই তা বলে দিবে।
♥ Winner: and still the WWE Divas Champion Paige
Credit : মোহাম্মদ জাওয়াদ চৌধুরী