◘ আজকের প্রি-শোটাও WWE নেটওয়ার্কে লাইভ ছিল। আজকে গোল্ডডাস্টের মুখে আলাদা ধরনের পেইন্ট করা ছিল। 
◘ প্রথমে ক্রিশ্চিয়ান তার The Peep Show -এর জন্য রিঙ্গে আসে। মাইকেল কোল বলে যে ক্রিশ্চিয়ান কিভাবে ইঞ্জুর হয়েছিল, সে আরও বলে যে ক্রিশ্চিয়ান তাড়াতাড়ি রিটার্ন করবে বলে আশা করছে। এরপর ক্রিশ জেরিকো আসে এবং বলে যে ক্রিশ্চিয়ানএর শোতে এসে সে অনেক এক্সাইটেড, সে তাদের ট্যাগ টিমের কথাও বলে এবং কে সেই টিমের লিডার ছিল তা নিয়ে একটু কথাও হয় তাদের মাঝে। 

এরপর দ্য ভাইপার র‍্যান্ডি অরটন বিগ স্ক্রিনে আসে। সে তাকে আসল জগতের Terrence এবং Phillip নামে সম্বোধন করে। এরপর তাদের মধ্যে একটা ছোট্টো এবং আননেসেসারি সেগমেন্ট হয়। এরপর আসল NOC শুরু হয়। 

◘ আজকের শোটা শুরু হয় একটা ভিডিও থেকে যেটাতে দেখায় যে একটা WWE বেল্ট তৈরি করা হচ্ছে। দারুন লাগলো দেখতে। 

◘ আজকের কিক-অফ শো হল ট্যাগ টিম টাইটেল ম্যাচ। 

♠ The Usos vs. Gold and Stardust

স্বাভাবিক ভাবেই তাদের মধ্যে ভালো ম্যাচ হয়। ম্যাচের শেষের দিকে সবাই যেন উড়তে শুরু করে দিয়েছিল। গোল্ডডাস্ট জিমিকে মারে এবং জে উসো, কোডি কে মারে। তারা রিংএর বাইরে থাকায় রেফারি কাউন্ট করা শুরু করে দেয় এবং জে, স্টারডাস্টকে রিঙ্গের মধ্যে নিয়ে যায়। এরপর সে Superfly Splash দিতে গেলে কোডি তার হাঁটু উচু করে দেয় এবং জে কে বিশাল পরিমান আঘাত দেয় এবং এরপর পিন করে ম্যাচটা জিতে নেয় এবং আমাদের নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হল ডাস্ট ব্রাদারস। 

♥ Winners: Gold and Stardust 


♠ Cesaro vs. Sheamus

এই ম্যাচটা অসাম হবে, ম্যাচের প্রথমেই দুজনে একে অপরের মুভকে কাউন্টার করতে থাকে। ম্যাচের শেষের দিকে শেমাস একটা ব্রোজ কিক দিতে গেলে মিস করে এবং একটা বিশাল আপার কাট খেয়ে নেয়। এরপর শেমাস একটা রানিং নি এবং পাওয়ারস্লাম দেয় কিন্তু কোন কাজ হয়নি। তারপর শেমাস রেগে যায় এবং আবারও ব্রোজ কিক দিতে যায় এবং আবারও সিজারো কাউন্টার করে এবং এবার রোল-আপের মাধ্যমে প্রায় শেমাসকে কাবু করে নিয়েছিল। এরপর তারা একে অপরের মুভকে কাউন্টার করতেই থাকে। সিজারো, শেমাসকে থাপ্পর দিয়ে রাগাতে থাকে এবং শেমাস মারতে গেলে আরও জোরে মার খায় নিজেই। শেমাস সিজারোকে আরও মারতে বলে এবং সিজারো তার কথা মতোই রানিং বুট দেয় শেমাসকে। কিন্তু কর্নার থেকে শেমাস একটা হঠাৎ করে একটা ব্রোজ কিক দেয় এবং ম্যাচটাকেও সেখানে ফিনিশ করে। 

♥ Winner: Sheamus

◘ এরপর দেখা যায় Big Sow, মার্ক হেনরিকে কিছু ডায়লগ দিচ্ছে, শো বলে যে রুসেভ এর সঙ্গে ম্যাচে আজকে হেন্রির পাশে পুরা আমেরিকা আছে। পরের ম্যাচ হবে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের। 

♠ Dolph Ziggler vs. Miz (IC Title Match) 

এই ম্যাচে স্পেশাল কমেন্টেটার ছিল The Florida/Georgia Line। ডেমিয়েন সান্ডোউ এবং আর-ট্রুথ তাদের পার্টনারকে সাপোর্ট করার জন্য রিং সাইডে ছিল। মিজ এবং জিগ্লারের মধ্যে ভালো ম্যাচ চলে এবং ম্যাচের এক পর্যায়ে রেফারির পিছনদিকে সান্ডোউ জিগ্লারকে অ্যাটাক করে। কিন্তু সেই স্পেশাল কমেন্টেটাররা সান্ডোউএর ১২টা বাজিয়ে দেয়। এরপর মিজ  Skull-Crushing দিতে গেলে মিস করে কিন্তু Figure Four লক দিতে সক্ষম হয়। জিগ্লার নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলে রোল আপের মাধ্যমে মিজ তার পাকে টাইট করে ধরে এবং কিক আউট না করতে পারায় মিজ হয়ে যায় আমাদের নতুন IC চ্যাম্পিয়ন।  

♥ Winner: Miz

◘ ম্যাচটা ভালোই কিন্তু আগেরটার মতো অত ভালো নয়। 

◘ এরপর সেথ রলিন্স আসে তার ম্যাচ এবং রোমান রেইন্স এর ব্যাপারে কথা বলার জন্য। সেথ বলে যে রোমানকে আমি ১০ সেকেন্ড দিচ্ছি রিঙ্গে আসার জন্য নাহলে আমি আমার ফরফিট জয়টাকে মেনে নিব। রেফারি ১০ কাউন্ট করে এবং রোমান না আসায় বেল বাজিয়ে দেয় এবং সেথকে উইনার করে দেয়। 
এরপর দর্শকদের মধ্যে থেকে "We want Ambrose" চ্যান্ট শোনা যায়। রলিন্স তার ব্রিফকেসটাকে দেখায় এবং বলে যে সে একটা ওপেন চ্যালেঞ্জ দিয়েছিল, যেটা সম্ভবত ডিন আম্ব্রোসের দ্বারা আন্সার করা হবে। তারপর একটা ট্যাক্সিকে আসতে দেখা যায় যার মধ্যে থাকে আম্ব্রোস নেমে আসে। সে জলদি রিঙ্গের দিকে যায় এবং দারুন চিয়ার পায় দর্শকদের কাছ থেকে। এরপর সে রিঙ্গে এসে সেথ কে মারতে মারতে ক্রাউডদের মধ্যে নিয়ে যায় এবং সেখানেও ফাইট করে। এরপর অথরিটি এসে লোক পাঠিইয়ে তাদের ঝগড়া ছাড়ায়। কিন্তু আম্ব্রোস এত সহজে ছেড়ে দেবার পাত্র নয়। সে গার্ড ছুটিয়ে আবার রলিন্সকে মারতে যায় এবং একটা চিয়ার নিয়ে আবার মারতে গেলে তাকে  Jamie Noble এবং Joey Mercury ভালোভাবে ধরে নেয়। এরপর রলিন্স ও আম্ব্রোসকে রিংসাইডের বাইরে নিয়ে যাওয়া হয় জোর করে। 

◘ রুসেভের সঙ্গে ম্যাচের জন্য মার্ক হেনরি রিঙ্গে আসে এবং Lilian Garcia অ্যামেরিকার জাতীও সঙ্গিত গায়। এরপর রুসেভ আসে। 

♠ Rusev vs. Mark Henry

তাদের মধ্যে মোটামোটি ভালোই ফাইট হয়। ম্যাচের একপর্যায়ে হেনরি, রুসেভকে World's Strongest Slam দেয় কিন্তু অনেক ক্লান্ত থাকায় সে পিন করতে পারে না এবং রুসেভ রিঙ্গের বাইরে রোল করে বেরিয়ে যায়। এরপর রিঙ্গের বাইরে থেকে রুসেভ হেনরির মাথায় সজোরে একটা কিক মারে। রিঙ্গে ঢুকে আরও একটা কিক মেরে রুসেভ কোনরকমে আকোলেড ব্যবহার করে এবং হেনরি সাবমিট করে দেয় এবং রুসেভ জিতে যায়। 

♥ Winner: Rusev

◘ পরের ম্যাচের জন্য ক্রিশ জেরিকো রিঙ্গে আসে। 

♠ Chris Jericho vs. Randy Orton

এই দুই যোদ্ধার ম্যাচ ভালো হবে এটাই আশা করা হচ্ছে। ম্যাচের শুরুতে জেরিকো কন্ট্রোল করলেও অরটন তারপর কন্ট্রোল নেয় এবং নীচে নেমে জেরিকো আবার মাচকে ঘুরিয়ে দেয় অরটনকে স্টিল স্টেপে ধাক্কা দিয়ে। তাদের মধ্যে দারুন ফাইট চলে এবং শেষ পর্যন্ত অরটোন রোপের উপর থেকে DDT মারতে সক্ষম হয়, তখন দর্শকরা Y2J চ্যান্ট শুরু করে দেয়। এরপর অরটোন জেরিকোকে RKO মারার প্রস্তুতি নেয় কারং জেরিকো উঠে আসতেই পারছিলো না, কিন্তু হঠাৎ করেই  Out of nowhere জেরিকো অরটনকে একটা কোডব্রেকার দিয়ে দেয় এবং নিশ্চিত পিনফলের জন্য পিন করে। কিন্তু আজকে দ্য ভাইপার হারতে আসেনি সে ২ কাউন্টেই কিক আউট করে দেয়। এরপর জেরিকো এবং সব দর্শক আশ্চর্য হয়ে যায় এবং জেরিকো রেফারিকে সজোরে বলে  "Are you serious"!! এরপর জেরিকো উপরে উঠে অরটনের উপর ড্রাইভ দিতে গেলে একটা ডাইরেক্ট ফ্লাইং RKO -এর মুখে পড়ে এবং ম্যাচটা সেখানেই শেষ হয়ে যায়। আফটারঅল দ্য ভাইপার ইস ভাইপার এবং আজকে যেহেতু কাউকে ঠ্যালা মেরে মেরে পুশ দিতে হয়নি তাই ভাইপারের জয় কেউ আটকাতে পারেনি।  

♥ Winner: Randy Orton 

♠ AJ vs. Paige vs. Nikki Bella (Divas Title Match)

পেইজের উপর Black Widow সাবমিশন মুভ প্রয়োগ করে এজে লি নতুন ডিভাস চ্যাম্পিয়ন হয়ে যায়।


♥ Winner: AJ

◘ এরপর আজকের আসল ম্যাচ হবে ব্রক vs. সিনা। 

♠ John Cena vs. Brock Lesnar (WWE World Heavyweight Championship)

ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই সিনা AA দিতে সক্ষম হয় কিন্তু তার এই মুভকে ব্রক মাত্র ১ কাউন্টেই কিক আউট করে দেয়। এরপর লেস্নার কিমুরা লক দিলে সিনা কোনমতে রোপ পর্যন্ত যায় এবং নিজেকে এবং নিজের হাতকে বাঁচায়। এরপর লেস্নার আজ রাতের প্রথম জার্মান সুপ্লেক্স দেয় সিনাকে। 

এরপর সিনা ফাইট করার চেস্টা করলেও লেস্নার আবার তাকে কুপকাত করে দেয়। লেস্নার আবার তাকে কিমুরা লকে ফেলে। কিন্তু সিনা আবার রোপের কাছে গিয়ে লকটাকে ব্রেক করে। সিনা এরপর লেস্নারকে কিছু শট দিতে গেলে লেস্নার কাউন্টার করে আবার একটা জার্মান সুপ্লেক্স দেয়। 

এরপর তাদের মধ্যে দারুন যুদ্ধ চলতে থাকে এবং এইবার সিনা আর আগের মতো নেই সে অনেক ভালো ফাইট করছে লেস্নারের সঙ্গে। এমনকি লেস্নারের রক্তও বার হয়ে যায়। কিছুখন পড়ে সিনা আবার লেস্নারকে একটা AA মারে কিন্তু এইবার সেটা দুই কাউন্ট পর্যন্ত যায়। এরপর সিনা STF প্রয়োগ করে কিন্তু লেস্নার কাউন্টার করে তাকেই কিমুরা লক দিয়ে দেয়, কিন্তু আবার সিনা আগের উপায় অবলম্বন করে মুভটাকে ব্রেক করে। 

এরপর সিনা আবারও লেস্নারকে একটা AA দেয় এবং এইবার আর পিন না করে ডাইরেক্ট  STF প্রয়োগ করে। লেস্নার রোপের দিকে গেলে সিনা আবার লেসনারকে টেনে এনে মাঝে নিয়ে আসে এবং আবার সেই হোল্ড প্রয়োগ করে। এরপরেও টাপ আউট না করায় সিনা আরও একটা AA দেয় যেটা হল ৪ নাম্বার। 

কিন্তু সেথ রলিন্স চলে আসে এবং সিনাকে একটা ব্রিফকেসের বারি দিয়ে ডিস্কোয়ালিফিকেশন ঘটায় এবং সিনা হয়ে যায় উইনার কিন্তু বেল্ট থাকে লেস্নারের কাছে।

♥ Winner by DQ: John Cena

এরপর সেথ আশ্চর্যজনক ভাবে লেস্নারকে একটা  Curb Stomp দেয় এবং রেফকে বলে যে ক্যাশ ইন করতে।

এটা আনাউন্সও করা হয় কিন্তু রিং বাজার আগেই সিনা রলিন্সকে অ্যাটাক করে। রলিন্স সেখান থেকে পালায় এবং সিনা ঘুরা মাত্র একটা F-5 খেয়ে নেয় লেস্নারের কাছ থেকে, অর্থাৎ সেথ ক্যাশ ইন করলে কি হত ভেবে নিন একটু...সেথ আর কোনদিনই লেস্নারের উপর ক্যাশ ইন করবে বলে মনে হয় না...এবার একমাত্র এজে লি আছে ক্যাশ করার মতো। 

আজকের এই শো শেষ হয় লেস্নার এবং পল হেইমানের রিঙ্গে থেকে যাওয়া দিয়ে এবং তাদের হাতেই রয়ে গেল WWE WHC। আপনাদেরকে কেমন লাগলো এই PPV জানাতে ভুলবেন না।  



☻Night Of Champions রেজাল্ট, ২২ সেপ্টেম্বর ২০১৪


◘ আজকের প্রি-শোটাও WWE নেটওয়ার্কে লাইভ ছিল। আজকে গোল্ডডাস্টের মুখে আলাদা ধরনের পেইন্ট করা ছিল। 
◘ প্রথমে ক্রিশ্চিয়ান তার The Peep Show -এর জন্য রিঙ্গে আসে। মাইকেল কোল বলে যে ক্রিশ্চিয়ান কিভাবে ইঞ্জুর হয়েছিল, সে আরও বলে যে ক্রিশ্চিয়ান তাড়াতাড়ি রিটার্ন করবে বলে আশা করছে। এরপর ক্রিশ জেরিকো আসে এবং বলে যে ক্রিশ্চিয়ানএর শোতে এসে সে অনেক এক্সাইটেড, সে তাদের ট্যাগ টিমের কথাও বলে এবং কে সেই টিমের লিডার ছিল তা নিয়ে একটু কথাও হয় তাদের মাঝে। 

এরপর দ্য ভাইপার র‍্যান্ডি অরটন বিগ স্ক্রিনে আসে। সে তাকে আসল জগতের Terrence এবং Phillip নামে সম্বোধন করে। এরপর তাদের মধ্যে একটা ছোট্টো এবং আননেসেসারি সেগমেন্ট হয়। এরপর আসল NOC শুরু হয়। 

◘ আজকের শোটা শুরু হয় একটা ভিডিও থেকে যেটাতে দেখায় যে একটা WWE বেল্ট তৈরি করা হচ্ছে। দারুন লাগলো দেখতে। 

◘ আজকের কিক-অফ শো হল ট্যাগ টিম টাইটেল ম্যাচ। 

♠ The Usos vs. Gold and Stardust

স্বাভাবিক ভাবেই তাদের মধ্যে ভালো ম্যাচ হয়। ম্যাচের শেষের দিকে সবাই যেন উড়তে শুরু করে দিয়েছিল। গোল্ডডাস্ট জিমিকে মারে এবং জে উসো, কোডি কে মারে। তারা রিংএর বাইরে থাকায় রেফারি কাউন্ট করা শুরু করে দেয় এবং জে, স্টারডাস্টকে রিঙ্গের মধ্যে নিয়ে যায়। এরপর সে Superfly Splash দিতে গেলে কোডি তার হাঁটু উচু করে দেয় এবং জে কে বিশাল পরিমান আঘাত দেয় এবং এরপর পিন করে ম্যাচটা জিতে নেয় এবং আমাদের নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হল ডাস্ট ব্রাদারস। 

♥ Winners: Gold and Stardust 


♠ Cesaro vs. Sheamus

এই ম্যাচটা অসাম হবে, ম্যাচের প্রথমেই দুজনে একে অপরের মুভকে কাউন্টার করতে থাকে। ম্যাচের শেষের দিকে শেমাস একটা ব্রোজ কিক দিতে গেলে মিস করে এবং একটা বিশাল আপার কাট খেয়ে নেয়। এরপর শেমাস একটা রানিং নি এবং পাওয়ারস্লাম দেয় কিন্তু কোন কাজ হয়নি। তারপর শেমাস রেগে যায় এবং আবারও ব্রোজ কিক দিতে যায় এবং আবারও সিজারো কাউন্টার করে এবং এবার রোল-আপের মাধ্যমে প্রায় শেমাসকে কাবু করে নিয়েছিল। এরপর তারা একে অপরের মুভকে কাউন্টার করতেই থাকে। সিজারো, শেমাসকে থাপ্পর দিয়ে রাগাতে থাকে এবং শেমাস মারতে গেলে আরও জোরে মার খায় নিজেই। শেমাস সিজারোকে আরও মারতে বলে এবং সিজারো তার কথা মতোই রানিং বুট দেয় শেমাসকে। কিন্তু কর্নার থেকে শেমাস একটা হঠাৎ করে একটা ব্রোজ কিক দেয় এবং ম্যাচটাকেও সেখানে ফিনিশ করে। 

♥ Winner: Sheamus

◘ এরপর দেখা যায় Big Sow, মার্ক হেনরিকে কিছু ডায়লগ দিচ্ছে, শো বলে যে রুসেভ এর সঙ্গে ম্যাচে আজকে হেন্রির পাশে পুরা আমেরিকা আছে। পরের ম্যাচ হবে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের। 

♠ Dolph Ziggler vs. Miz (IC Title Match) 

এই ম্যাচে স্পেশাল কমেন্টেটার ছিল The Florida/Georgia Line। ডেমিয়েন সান্ডোউ এবং আর-ট্রুথ তাদের পার্টনারকে সাপোর্ট করার জন্য রিং সাইডে ছিল। মিজ এবং জিগ্লারের মধ্যে ভালো ম্যাচ চলে এবং ম্যাচের এক পর্যায়ে রেফারির পিছনদিকে সান্ডোউ জিগ্লারকে অ্যাটাক করে। কিন্তু সেই স্পেশাল কমেন্টেটাররা সান্ডোউএর ১২টা বাজিয়ে দেয়। এরপর মিজ  Skull-Crushing দিতে গেলে মিস করে কিন্তু Figure Four লক দিতে সক্ষম হয়। জিগ্লার নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলে রোল আপের মাধ্যমে মিজ তার পাকে টাইট করে ধরে এবং কিক আউট না করতে পারায় মিজ হয়ে যায় আমাদের নতুন IC চ্যাম্পিয়ন।  

♥ Winner: Miz

◘ ম্যাচটা ভালোই কিন্তু আগেরটার মতো অত ভালো নয়। 

◘ এরপর সেথ রলিন্স আসে তার ম্যাচ এবং রোমান রেইন্স এর ব্যাপারে কথা বলার জন্য। সেথ বলে যে রোমানকে আমি ১০ সেকেন্ড দিচ্ছি রিঙ্গে আসার জন্য নাহলে আমি আমার ফরফিট জয়টাকে মেনে নিব। রেফারি ১০ কাউন্ট করে এবং রোমান না আসায় বেল বাজিয়ে দেয় এবং সেথকে উইনার করে দেয়। 
এরপর দর্শকদের মধ্যে থেকে "We want Ambrose" চ্যান্ট শোনা যায়। রলিন্স তার ব্রিফকেসটাকে দেখায় এবং বলে যে সে একটা ওপেন চ্যালেঞ্জ দিয়েছিল, যেটা সম্ভবত ডিন আম্ব্রোসের দ্বারা আন্সার করা হবে। তারপর একটা ট্যাক্সিকে আসতে দেখা যায় যার মধ্যে থাকে আম্ব্রোস নেমে আসে। সে জলদি রিঙ্গের দিকে যায় এবং দারুন চিয়ার পায় দর্শকদের কাছ থেকে। এরপর সে রিঙ্গে এসে সেথ কে মারতে মারতে ক্রাউডদের মধ্যে নিয়ে যায় এবং সেখানেও ফাইট করে। এরপর অথরিটি এসে লোক পাঠিইয়ে তাদের ঝগড়া ছাড়ায়। কিন্তু আম্ব্রোস এত সহজে ছেড়ে দেবার পাত্র নয়। সে গার্ড ছুটিয়ে আবার রলিন্সকে মারতে যায় এবং একটা চিয়ার নিয়ে আবার মারতে গেলে তাকে  Jamie Noble এবং Joey Mercury ভালোভাবে ধরে নেয়। এরপর রলিন্স ও আম্ব্রোসকে রিংসাইডের বাইরে নিয়ে যাওয়া হয় জোর করে। 

◘ রুসেভের সঙ্গে ম্যাচের জন্য মার্ক হেনরি রিঙ্গে আসে এবং Lilian Garcia অ্যামেরিকার জাতীও সঙ্গিত গায়। এরপর রুসেভ আসে। 

♠ Rusev vs. Mark Henry

তাদের মধ্যে মোটামোটি ভালোই ফাইট হয়। ম্যাচের একপর্যায়ে হেনরি, রুসেভকে World's Strongest Slam দেয় কিন্তু অনেক ক্লান্ত থাকায় সে পিন করতে পারে না এবং রুসেভ রিঙ্গের বাইরে রোল করে বেরিয়ে যায়। এরপর রিঙ্গের বাইরে থেকে রুসেভ হেনরির মাথায় সজোরে একটা কিক মারে। রিঙ্গে ঢুকে আরও একটা কিক মেরে রুসেভ কোনরকমে আকোলেড ব্যবহার করে এবং হেনরি সাবমিট করে দেয় এবং রুসেভ জিতে যায়। 

♥ Winner: Rusev

◘ পরের ম্যাচের জন্য ক্রিশ জেরিকো রিঙ্গে আসে। 

♠ Chris Jericho vs. Randy Orton

এই দুই যোদ্ধার ম্যাচ ভালো হবে এটাই আশা করা হচ্ছে। ম্যাচের শুরুতে জেরিকো কন্ট্রোল করলেও অরটন তারপর কন্ট্রোল নেয় এবং নীচে নেমে জেরিকো আবার মাচকে ঘুরিয়ে দেয় অরটনকে স্টিল স্টেপে ধাক্কা দিয়ে। তাদের মধ্যে দারুন ফাইট চলে এবং শেষ পর্যন্ত অরটোন রোপের উপর থেকে DDT মারতে সক্ষম হয়, তখন দর্শকরা Y2J চ্যান্ট শুরু করে দেয়। এরপর অরটোন জেরিকোকে RKO মারার প্রস্তুতি নেয় কারং জেরিকো উঠে আসতেই পারছিলো না, কিন্তু হঠাৎ করেই  Out of nowhere জেরিকো অরটনকে একটা কোডব্রেকার দিয়ে দেয় এবং নিশ্চিত পিনফলের জন্য পিন করে। কিন্তু আজকে দ্য ভাইপার হারতে আসেনি সে ২ কাউন্টেই কিক আউট করে দেয়। এরপর জেরিকো এবং সব দর্শক আশ্চর্য হয়ে যায় এবং জেরিকো রেফারিকে সজোরে বলে  "Are you serious"!! এরপর জেরিকো উপরে উঠে অরটনের উপর ড্রাইভ দিতে গেলে একটা ডাইরেক্ট ফ্লাইং RKO -এর মুখে পড়ে এবং ম্যাচটা সেখানেই শেষ হয়ে যায়। আফটারঅল দ্য ভাইপার ইস ভাইপার এবং আজকে যেহেতু কাউকে ঠ্যালা মেরে মেরে পুশ দিতে হয়নি তাই ভাইপারের জয় কেউ আটকাতে পারেনি।  

♥ Winner: Randy Orton 

♠ AJ vs. Paige vs. Nikki Bella (Divas Title Match)

পেইজের উপর Black Widow সাবমিশন মুভ প্রয়োগ করে এজে লি নতুন ডিভাস চ্যাম্পিয়ন হয়ে যায়।


♥ Winner: AJ

◘ এরপর আজকের আসল ম্যাচ হবে ব্রক vs. সিনা। 

♠ John Cena vs. Brock Lesnar (WWE World Heavyweight Championship)

ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই সিনা AA দিতে সক্ষম হয় কিন্তু তার এই মুভকে ব্রক মাত্র ১ কাউন্টেই কিক আউট করে দেয়। এরপর লেস্নার কিমুরা লক দিলে সিনা কোনমতে রোপ পর্যন্ত যায় এবং নিজেকে এবং নিজের হাতকে বাঁচায়। এরপর লেস্নার আজ রাতের প্রথম জার্মান সুপ্লেক্স দেয় সিনাকে। 

এরপর সিনা ফাইট করার চেস্টা করলেও লেস্নার আবার তাকে কুপকাত করে দেয়। লেস্নার আবার তাকে কিমুরা লকে ফেলে। কিন্তু সিনা আবার রোপের কাছে গিয়ে লকটাকে ব্রেক করে। সিনা এরপর লেস্নারকে কিছু শট দিতে গেলে লেস্নার কাউন্টার করে আবার একটা জার্মান সুপ্লেক্স দেয়। 

এরপর তাদের মধ্যে দারুন যুদ্ধ চলতে থাকে এবং এইবার সিনা আর আগের মতো নেই সে অনেক ভালো ফাইট করছে লেস্নারের সঙ্গে। এমনকি লেস্নারের রক্তও বার হয়ে যায়। কিছুখন পড়ে সিনা আবার লেস্নারকে একটা AA মারে কিন্তু এইবার সেটা দুই কাউন্ট পর্যন্ত যায়। এরপর সিনা STF প্রয়োগ করে কিন্তু লেস্নার কাউন্টার করে তাকেই কিমুরা লক দিয়ে দেয়, কিন্তু আবার সিনা আগের উপায় অবলম্বন করে মুভটাকে ব্রেক করে। 

এরপর সিনা আবারও লেস্নারকে একটা AA দেয় এবং এইবার আর পিন না করে ডাইরেক্ট  STF প্রয়োগ করে। লেস্নার রোপের দিকে গেলে সিনা আবার লেসনারকে টেনে এনে মাঝে নিয়ে আসে এবং আবার সেই হোল্ড প্রয়োগ করে। এরপরেও টাপ আউট না করায় সিনা আরও একটা AA দেয় যেটা হল ৪ নাম্বার। 

কিন্তু সেথ রলিন্স চলে আসে এবং সিনাকে একটা ব্রিফকেসের বারি দিয়ে ডিস্কোয়ালিফিকেশন ঘটায় এবং সিনা হয়ে যায় উইনার কিন্তু বেল্ট থাকে লেস্নারের কাছে।

♥ Winner by DQ: John Cena

এরপর সেথ আশ্চর্যজনক ভাবে লেস্নারকে একটা  Curb Stomp দেয় এবং রেফকে বলে যে ক্যাশ ইন করতে।

এটা আনাউন্সও করা হয় কিন্তু রিং বাজার আগেই সিনা রলিন্সকে অ্যাটাক করে। রলিন্স সেখান থেকে পালায় এবং সিনা ঘুরা মাত্র একটা F-5 খেয়ে নেয় লেস্নারের কাছ থেকে, অর্থাৎ সেথ ক্যাশ ইন করলে কি হত ভেবে নিন একটু...সেথ আর কোনদিনই লেস্নারের উপর ক্যাশ ইন করবে বলে মনে হয় না...এবার একমাত্র এজে লি আছে ক্যাশ করার মতো। 

আজকের এই শো শেষ হয় লেস্নার এবং পল হেইমানের রিঙ্গে থেকে যাওয়া দিয়ে এবং তাদের হাতেই রয়ে গেল WWE WHC। আপনাদেরকে কেমন লাগলো এই PPV জানাতে ভুলবেন না।