WWE তাদের অফিসিয়াল সাইটে আনাউন্স করেছে যে, রোমান রেইন্স তার হার্নিয়া ব্লক হয়ে যাওয়া অর্থাৎ Incarcerate Hernia -এর কারনে প্রচণ্ড ব্যাথা পেতে শুরু করলে তাকে Nashville, Tennessee -এর একটা লোকাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এরপর জানা যায় যে, প্রায় ৬ সপ্তাহ পর্যন্ত সে কোনরকম ম্যাচে অংশগ্রহন করতে পারবেন না। অর্থাৎ নাইটস অফ চ্যাম্পিয়ন্সে তার ফর্মার টাগ টিম পার্টনার সেথ রলিন্সের সঙ্গে খেলার কোন চান্স নাই।
◘ উল্লেখ্য, স্টোরিলাইন দেখে মনে হচ্ছিল যে ডিন আম্ব্রোস সিওরলি NOC -তে রিটার্ন করবে এবং সেথ কে অ্যাটাক করে রোমানকে সাহায্য করবে এবং তার বদলা নিবে অথবা রোমানের উপর অ্যাটাক হলে তাকে বাচাতে আসবে। এটা WWE -এর একটা দারুন সারপ্রাইজ ছিল এবং NOC তে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, বলতে গেলে NOC এর প্রধান আকর্ষণ। কিন্তু রোমান রেইন্স এর ইঞ্জুরির কারনে ম্যাচটাতো বাতিল হোলই, সাথে তিনজন মেজর সুপারস্টার - সেথ রলিন্স, ডিন আম্ব্রোস এবং রোমানের নিজের ঘাটতি এখন WWE কে সামলাতে হবে, আর যাই হোক এটাতো বেস্ট ফর বিজনেস হবেই না। যদিও আমার মনে হয় WWE -এর কাছে এই ঘাটতি পুরন করার একটাই উপায় আছে, সেটা হল সেথ রলিন্স vs. ডিন আম্ব্রোসের ম্যাচ দেওয়া।
যাইহোক, রোমানের ইঞ্জুরিটা কমন হার্নিয়া ইঞ্জুরির থেকে আলাদা। সার্জান Dr. Amann বলেছেন যে,
এই ব্যাপারে WWE তাদের অফিসিয়াল টুইটার আকাউন্টে একটা টুইট করে বলেছে যে, রোমান রেইন্স NOC তে খেলতে পারবেনা কিন্তু তার সার্জারিটা সফল হয়েছে-
Via @WWENetwork: @WWERomanReigns unable to compete at #WWENOC, but surgery was successful. Check in with @WWENetwork for more all day long.
— WWE (@WWE) September 20, 2014
◘ উল্লেখ্য, স্টোরিলাইন দেখে মনে হচ্ছিল যে ডিন আম্ব্রোস সিওরলি NOC -তে রিটার্ন করবে এবং সেথ কে অ্যাটাক করে রোমানকে সাহায্য করবে এবং তার বদলা নিবে অথবা রোমানের উপর অ্যাটাক হলে তাকে বাচাতে আসবে। এটা WWE -এর একটা দারুন সারপ্রাইজ ছিল এবং NOC তে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, বলতে গেলে NOC এর প্রধান আকর্ষণ। কিন্তু রোমান রেইন্স এর ইঞ্জুরির কারনে ম্যাচটাতো বাতিল হোলই, সাথে তিনজন মেজর সুপারস্টার - সেথ রলিন্স, ডিন আম্ব্রোস এবং রোমানের নিজের ঘাটতি এখন WWE কে সামলাতে হবে, আর যাই হোক এটাতো বেস্ট ফর বিজনেস হবেই না। যদিও আমার মনে হয় WWE -এর কাছে এই ঘাটতি পুরন করার একটাই উপায় আছে, সেটা হল সেথ রলিন্স vs. ডিন আম্ব্রোসের ম্যাচ দেওয়া।
এখন যদি রোমান তার ইঞ্জুরি থেকে তাড়াতাড়ি রিকভার করতে পারে তাহলে রয়াল রাম্বলের আগেই ফিরবে এবং তাহলে রয়াল রাম্বল তথা রেসেলমেনিয়ার স্টোরিলাইনটাকেও ভালোভাবে তৈরি করা যাবে। আশা করি সে খুব তাড়াতাড়ি আবার রিঙ্গে পারফর্ম করতে পারবে এবং ড্যানিয়েল ব্রায়েনের মতো যুগ-যুগ সময় লাগাবেনা।
"This is a completely different type of hernia than sports hernia, A sports hernia usually refers to a tear in the lower abdominal wall that attaches to the ligaments. That type of tear is typically occurs from repeated activity or sports. Roman had what’s called an inguinal hernia. It can sometimes come from sports, but sometimes people are born with these. It is treated differently than a sports hernia."